এই সংঘাত ‘গত সপ্তাহে নয়, শুরু হয়েছে ১৯৪৮ সালে’, সাবেক হামাস নেতা
হামাসের সাবেক এক নেতা মন্তব্য করেছেন যে হামাসের সদস্যরা গত শনিবার ইসরায়েলে যে হামলা করেছে তা ‘ইসরায়েলের দখল নির্মূল করতে’ এবং তিনি হামাস ‘সদস্যদের কাজে গর্বিত।’
তুরস্কের হাবেরতুর্ক টিভির সাথে কথা বলার সময় হামাসের পররাষ্ট্র বিষয়ক সম্পর্কের প্রধান খালিদ মেশাল মন্তব্য করেন যে এই সংঘাত ‘গত সপ্তাহে নয়, ১৯৪৮ সালে শুরু হয়েছে।’
তিনি বলেন: “ইসরায়েল সবসময় বলে এসেছে যে তাদের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী ও অজেয়। আমরা যখন দেখি যে তারাও কয়েকঘণ্টার মধ্যে হেরে গিয়েছে, আমরাও অবাক হয়ে যাই।”
হামাস সদস্যরা শিশু, নারীসহ বেসামরিক নাগরিকদের ওপর যে হামলা করেছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন: “আমরা তাদের (হামাস সদস্যদের) বারবার বলে এসেছি এই ধরনের কাজ না করতে। কিন্তু যুদ্ধের সময় এমন পরিস্থিতি তৈরি হতেই পারে।”
“ইসরায়েলও কি সবসময় এই কথাই বলে না? তারাও কি বলে না যে তারা এই কাজ (বেসামরিক নাগরিক হত্য) অনিচ্ছাকৃতভাবে করেছে?”
তাকে জিজ্ঞেস করা হয় যে হামাস কি তাহলে ইসরায়েলি বাহিনীর মতই কাজ করলো?
এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে দুই পক্ষের কাজের মধ্যে ‘বড় পার্থক্য’ রয়েছে।
“আমরা এই ভূখণ্ডের মালিক। বাইরে থেকে যখন শত্রু আসে, সৈন্য বা বেসামরিক ব্যক্তি, সবাই তখন শত্রু। আমার ভূখণ্ডে যেই আসুক (দখল করতে), সেই শত্রু এবং দোষী।”

ছবির উৎস, Getty Images




























