আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দু বছরেও শুরু হয়নি মুজিব হত্যার পেছনে ষড়যন্ত্রের তদন্ত

বাংলাদেশে আজ পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এদিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রায় সব সদস্যকে হত্যা করা হয়। আফগানিস্তানে ক্ষমতা পুনর্দখলের বার্ষিকী উদযাপন করছে তালেবান। ব্রিটিশ ভারত ভাগের ৭৫ বছর পূর্তি আজ। এসব নিয়ে বিবিসি বাংলার লাইভ আয়োজন।

সরাসরি কভারেজ

নাগিব বাহার and শাকিল আনোয়ার

  1. গত এক বছরে তালেবান কি আদৌ কোনো সাফল্য দাবি করতে পারে?

    এক বছর আগে তালেবানের কাবুল পুনর্দখলের পর পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে আফগানিস্তানের অর্থনীতির অবস্থা বেশ সঙ্গিন।

    দেশের জনসংখ্যার সিংহভাগ অংশ খাদ্য এবং চিকিৎসার অভাবে ভুগছে। অপুষ্টি বাড়ছে। এবং সেই সাথে নারী শিক্ষা এবং তাদের চাকরি-বাকরির সুযোগ প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। কাজ ছাড়িয়ে অনেক নারীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    কিন্তু এর পরও গত এক বছরে তালেবান কী কোনো সাফল্য দাবি করতে পারে? বিবিসির দুজন পাঠকের – ইংল্যান্ডের অক্সফোর্ডের ভিকি বুলার্ড এবং মোজাম্বিকের লুডোভিকো আলকোর্টা – প্রশ্নের উত্তর দিয়েছেন আফগানিস্তানে বিবিসির সংবাদদাতা সেকান্দার কেরমানি:

    যুদ্ধ যে শেষ হয়েছে সেটাই আফগানিস্তানের আম জনতার জন্য বিশাল এক স্বস্তি।

    যদিও ইসলামিক স্টেটের বোমা হামলা অব্যাহত রয়েছে, কিন্তু তালেবানের বিদ্রোহী তৎপরতা এবং তা ঠেকাতে পশ্চিমা বাহিনী ও আফগান সরকারের পাল্টা ব্যবস্থার কারণে যে মাত্রার সহিংসতা এবং প্রাণহানি হতো তা এখন অনেক কমে গেছে।

    ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যেখানে গড়ে প্রতি বছর আট থেকে দশ হাজার লোক মারা গেছে, সেখানে এ বছরের গত আট মাসে মৃতের সংখ্যা এক হাজারেরও কম।

    এই যুদ্ধে বছরের পর বছর বিপর্যস্ত হয়েছে বিশেষ করে আফগানিস্তানের দক্ষিণ এবং পূর্বের গ্রাম এলাকার মানুষজন। এমনিতেই এসব এলাকার লোকজন খুবই রক্ষণশীল, ফলে তালেবানের শাসন ফিরে আসায় তারা কম-বেশি খুশি।

    কিন্তু মাধ্যমিক স্তরে মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয়া নিয়ে এমনকী তালেবানের প্রভাব বলয়ের এলাকাগুলোতেও বড়রকম অসন্তোষ তৈরি হয়েছে।

    দুর্নীতির ওপর তালেবানের শক্ত অবস্থানে সাধারণ মানুষজন খুশি, কিন্তু তা স্বত্বেও তাদের আর্থিক দুরবস্থা বেড়েছে।

    যদিও বাস্তব অবস্থার খুব সোজা-সাপটা বিশ্লেষণ করা ঠিক হবেনা। কিন্তু এটা ঠিক যে শহুরে এলাকায় ব্যক্তি স্বাধীনতা খর্ব হওয়া নিয়ে জনমনে গভীর অসন্তোষ তৈরি হয়েছে। আবার এটাও বাস্তবতা যে শান্তি ফিরে আসায় গ্রাম এলাকার মানুষজন খুশী।

    তালেবানের ব্যাপারে গত এক বছরে আফগান জনগোষ্ঠীর বিভিন্ন অংশের মধ্যে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছে।

  2. বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট আজ (সোমবার) ঢাকায় ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করেন। সে সময় তার সাথে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

  3. দু বছরেও শুরু হয়নি মুজিব হত্যার পেছনে ষড়যন্ত্রের তদন্ত

    বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনের ষড়যন্ত্র তদন্তের জন্য একটি কমিশন গঠনে সরকার সিদ্ধান্ত নেয়ার পর দুই বছরেও তা গঠন করা হয়নি।

    আইনমন্ত্রী আনিসুল হক বিবিসি বাংলার কাদির কল্লোলকে বলেছেন এই কমিশনের সম্ভাব্য রূপরেখার একটি খসড়া তৈরি হয়েছে, কিন্তু সেই খসড়া চূড়ান্ত করার সুনির্দিষ্ট কোন সময় তিনি বলতে পারেননি ।

    আইনমন্ত্রী বলেন, গত দুই বছরে করোনাভাইরাস মহামারী এবং তারপর বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে কমিশন গঠন করা যায়নি। “তবে আমি এখন কমিশন গঠনের ব্যাপারে একটি রূপরেখা তৈরি করেছি।”

    কমিশনের কাঠামো এবং কার্যপরিধি কি হবে- এই বিষয়গুলো রূপরেখায় রয়েছে।

    আইনমন্ত্রী এখন কমিশন গঠনের রূপরেখার এই খসড়া নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তা চূড়ান্ত করার কথা বলছেন। কিন্তু এই রূপরেখা চূড়ান্ত করার ব্যাপারেও তিনি সুনির্দিষ্ট করে কোন সময় তিনি বলেননি।

    সরকার এবং আওয়ামী লীগের নেতারা ১৫ই অগাস্টের হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্রের অভিযোগের সমর্থনে রাজনৈতিক নানা বক্তব্য দিলেও তা তদন্তের জন্য তাদের মধ্যে তাদের মধ্যে তেমন তৎপরতা চোখে পড়েনা।

    বিশ্লেষকদের অনেকে মনে করেন, ১৫ই অগাস্টের হত্যাকাণ্ডের পেছনের শক্তি চিহ্নিত করা বা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত একটি স্পর্শকাতর বিষয় বলেই হয়ত আওয়ামী লীগ সরকার ধীরে চলার নীতি নিয়েছে।

    ঢাকার দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুজাম্মিল হুসেইন বিবিসিকে বলেন, হত্যাকাণ্ডের পেছনের শক্তির তদন্ত করা আওয়ামী লীগের জন্যও স্পর্শকাতর এবং সেকারণেও কমিশন গঠনে বিলম্ব করা হতে পারে।

    মি হুসেইন বলেন, “এটা যে রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এর পেছনে ষড়যন্ত্র আছে, তাতে কোন সন্দেহ নাই। কারণ আওয়ামী লীগের ভেতর থেকে মোশতাক প্রেসিডেন্ট হয়ে গেলেন। তিনি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচার ঠেকাতে চাইলেন। এছাড়া সেসময় খুনিদের নিরাপদ বিদেশ গমন এবং আশ্রয় নিশ্চিত করা হলো। ফলে ষড়যন্ত্র আছে। এর তদন্ত আওয়ামী লীগের জন্য স্পর্শকাতর হলেও তা উদঘাটন করা গেলে দলের জন্যই লাভ হবে।”

    শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচারে সরাসরি জড়িত সাবেক সেনাসদস্যদের মৃত্যুদণ্ড হয় ঘটনার ৩৫ বছর পর ২০১০ সালে। আদালতের রায়ে হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের কথা উল্লেখ ছিল, কিন্তু বিস্তারিত কিছু বলা হয়নি।

  4. এমন কিছু করবেন না যাতে নারীর অমর্যাদা হয়: স্বাধীনতা দিবসের ভাষণে মোদী

    ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ধর্ষণের প্রকোপের নিন্দা করেছেন।

    সেইসাথে, ভারতীয় সমাজে বাবা-মায়েরা তাদের ছেলে সন্তানদের তুলনায় মেয়েদের স্বাধীনতার ওপর যেভাবে বিধিনিষেধ চাপান তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

    জাতির উদ্দেশ্যে তার ভাষণে মি. মোদী বাড়িতে ছেলে ও মেয়ে সন্তানদের সমান চোখে দেখার আহ্বান জানিয়েছেন। “হয়তো রেড ফোর্টের আজকের আয়োজনের জন্য এটি যথার্থ বিষয় নয়, কিন্তু দেশের জনগণের সাথে ছাড়া আমার এই যন্ত্রণা আর কার সাথে আমি ভাগ করতে পারি!“

    “যে কোনো কারণে আমাদের আচরণে, আমাদের কথায় বিকৃতি চলে আসে। আমরা নারীদের অসম্মান করে ফেলি। এই আচরণ বন্ধে কি আজ আমরা অঙ্গীকার করতে পারি?” বলে মি মোদী।

  5. ‘স্বাধীনতা দিবস’ উদযাপন করছে তালেবান

    যেখানে তাদের প্রতিষ্ঠা হয়েছিল সেই দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে তালেবান আজ (সোমবার)’স্বাধীনতা’ উদযাপন করছে। বিজয় মিছিল করেছে।

    কান্দাহার থেকে বিবিসির সংবাদদাতা সেকান্দার কেরমানি জানাচ্ছেন সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর কাছ থেকে দখল করা গাড়িতে করে সশস্ত্র তালেবান যোদ্ধারা কান্দাহারের প্রধান সড়কে শোভাযাত্রা করে। তাদের হাতে ছিল সাদা এবং কারো পতাকা।

    সেসময় অনেক কিশোর বালককে গাড়ির পাশে পাশে দৌড়ুতে দেখা যায়।

    যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক বাহিনী এবং তাদের সমর্থিত সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইতে গত বছরের বিজয়কে তালেবান আফগানিস্তানের “স্বাধীনতা” হিসাবে বিবেচনা করে।

    তবে গত এক বছরে তালেবান যেভাবে দেশ চালাচ্ছে তা নিয়ে বহু আফগান গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে মেয়েদের মাধ্যমিক স্কুল বন্ধ করে দেওয়া এবং বেশিরভাগ চাকরি থেকে মেয়েদের সরিয়ে দেওয়ার ঘটনায় শহুরে, শিক্ষিত সমাজ খুবই উদ্বিগ্ন এবং ক্রদ্ধ।

    সেকান্দার কেরমানি অবশ্য বলছেন, গ্রামীণ এলাকায় - বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্বে- অনেক মানুষের তাতে তেমন কোনো খেদ নেই। দুদশকের লড়াইয়ের জেরে তৈরি দুঃসহ জীবন থেকে রেহাই পাওয়া নিয়ে তারা সন্তুষ্ট।

    তবে একটি বিষয়ে আফগান সমাজের সবাই সমানভাবে উদ্বিগ্ন, আর তা হলো – আন্তর্জাতিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় পর ক্রমবর্ধমান ক্ষুধা ও দারিদ্র।

  6. বিবিসি বাংলার লাইভ পাতা পরিচালনায় এতক্ষণ ছিলেন নাগিব বাহার। এখন লাইভ পাতা পরিচালনা করছেন শাকিল আনোয়ার।

  7. পিতার হত্যাকাণ্ড সম্পর্কে যেভাবে জেনেছিলেন শেখ হাসিনা

    পরিবারের বেশীরভাগ সদস্যসহ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যখন নিহত হন ঢাকায় তাঁর ধানমন্ডির বাসভবনে, দুই মেয়ে - শেখ হাসিনা ও শেখ রেহানা - তখন বিদেশে।

    ফলে পরিবারের এই দু'জনই কেবল প্রাণে বাঁচেন।

  8. পঁচাত্তরের ১৫ই অগাস্ট ঢাকার পরিস্থিতি কেমন ছিল?

  9. যে নেতারা বদলে দিয়েছিলেন ভারত-ভাগ পরবর্তী পূর্ব বাংলার রাজনীতি

    পাকিস্তানের জন্মের পর প্রথম এক দশক ছিল অত্যন্ত ঘটনাবহুল। এই সময়ের রাজনীতিতে এমন সব ঘটনা ঘটেছে যার প্রভাব ছিল সুদূরপ্রসারী।

    মুসলিম লীগের আন্দোলনের ফলে ১৯৪৭ সালে জন্ম হয়েছিল পাকিস্তানের। কিন্তু জন্মের পরপরই পূর্ব পাকিস্তানের রাজনীতি মুসলিম লীগের হাতছাড়া হয়ে যায়। শুরু হয় রাজনীতির এক নতুন ধারা।

    কারা ছিলেন সেই রাজনীতির রুপকার?

  10. তালেবানের ক্ষমতা দখলে বাংলাদেশের প্রভাব

    তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ নিয়ে নতুন সংকটের আশঙ্কা তৈরি হতে পারে বলে সেসময় আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্লেষকদের অনেকে।

    সেসময় তারা বলছিলেন, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ এবং জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে এলেও তারা আবার মাথা চাড়া দিতে পারে।

  11. জওহরলাল নেহেরু যে কারণে ভারত ভাগ করতে রাজি হয়েছিলেন

    ব্রিটিশদের ভারত ছাড়তে হবে- এ কথা তারা ১৯৪৫ সাল নাগাদ পুরোপুরি বুঝে গিয়েছিল।

    তখনকার ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী, ১৯৪৮ সালের ৩০শে জুনের আগেই ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করতে হবে।

    সেজন্য ১৯৪৬ সালের মার্চ মাসে কেবিনেট মিশন নামে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছিল ভারতের স্বাধীনতার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে।

    ভারতবর্ষ ভাগের ফর্মুলার কথা শুনে প্রথমে জওহরলাল নেহেরু প্রথমে খুবই রাগান্বিত হন।কিন্তু লর্ড মাউন্টব্যাটেন জওহরলাল নেহেরুকে ভারতবর্ষ ভাগ করার বিষয়ে ক্রমাগত বোঝাতে থাকেন।

  12. শেখ মুজিব হত্যার পর যে মন্তব্য করেছিলেন জিয়াউর রহমান

    হত্যাকাণ্ডের পর জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তৎকালীন লেফট্যানেন্ট কর্নেল আমিন আহমেদ চৌধুরী ও কর্নেল শাফায়াত জামিলকে মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে নিয়ে যায়।

    জিয়াউর রহমান সেসময় সেনাবাহিনীর উপ-প্রধান ছিলেন।

    হত্যাকাণ্ডের খবর শোনার পর কী বলেছিলেন জিয়াউর রহমান? দেখুন ভিডিও প্রতিবেদনে:

  13. শেখ মুজিবকে হত্যায় যেভাবে ব্যবহার হয়েছিল উপহার পাওয়া ট্যাংক

    উনিশশো চুয়াত্তর সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে ৩০টি ট্যাংক উপহার দিয়েছিলেন।

    সেই ট্যাংক শেখ মুজিবকে হত্যার কাজে ব্যবহার করা হয়েছিল ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট।

  14. যেভাবে তালেবানের উত্থান হয়েছিল

    পশতু ভাষায় তালেবান মানে হচ্ছে 'ছাত্র'। আফগানিস্তান থেকে যখন সোভিয়েত সৈন্যরা পিছু হটলো, তখন ১৯৯০-এর দশকের শুরুতে উত্তর পাকিস্তানে এই তালেবান আন্দোলনের জন্ম।

    এই তালেবান আসলে কারা? কীভাবে তাদের উত্থান ঘটলো?

  15. চৌধুরী রহমত আলীর প্রস্তাব গৃহীত হলে ব্রিটিশ ভারতের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর নাম কেমন হত

    পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের একজন নেতা চৌধুরী রহমত আলী ১৯৪০ সালে ভবিষ্যৎ পাতিস্তানের জন্য একটি মানচিত্র ও মুসলিম রাজ্যগুলোর জন্য কিছু নাম প্রস্তাব করেন।

  16. তালেবানের নেতৃত্ব কাঠামো কেমন

  17. আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের এক বছর

    গত বছর ১৫ই অগাস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে বিশ বছর পর দেশটির ক্ষমতায় ফেরে তালেবানরা।

    দুই হাজার এক সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এক যুদ্ধের মাধ্যমে তালেবানকে জোর করে ক্ষমতা থেকে সরানো হয়েছিল।

    গত বছর যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করার সাথে সাথে তালেবান দেশটির বিভিন্ন এলাকা দখল করা শুরু করে।

  18. ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ হয়েছিল যে মানচিত্র অনুযায়ী

  19. ভারতবর্ষ ভাগের ৭৫তম বার্ষিকী

    আজ দেশভাগের ৭৫তম বার্ষিকী।

    উনিশশো সাতচল্লিশ সালের ১৪ই অগাস্ট ব্রিটিশ সরকার শাসনভার ছেড়ে দেয়ার পর দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে জন্ম হয় ভারত ও পাকিস্তানের।

    তখন থেকে পাকিস্তান ১৪ই অগাস্ট ও ভারত ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছে।

    ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে টুইটারে ‘শুভ স্বাধীনতা দিবস, দেশের মানুষ। জয় হিন্দ’ লিখে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    এরপর তিনি দিল্লির রাজঘাটে মোহনদাস করমচাঁদ গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

    তার কিছুক্ষণ পর সকালে দিল্লির লাল কেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।