আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

আম্পান পরবর্তী ক্ষয়ক্ষতি সম্পর্কে সারাদিন যা জানা গেল

বাংলাদেশ ও ভারতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ পাচ্ছে। পশ্চিমবঙ্গে মারা গেছে অন্তত ৭২ জন, বাংলাদেশে মৃতের সবশেষ হিসাব ১৬। বাংলাদেশে আর্থিক ক্ষতির প্রাথমিক হিসাব সাড়ে এগারোশ কোটি টাকা। ঘূর্ণিঝড় সংক্রান্ত সকল ক্ষয়ক্ষতি ও অন্যান্য খবর পেতে নজর রাখুন বিবিসি বাংলার এই লাইভ পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মানসী বড়ুয়া

  1. আম্পান পরবর্তী ক্ষয়ক্ষতি সম্পর্কে সারাদিনে যা জানা গেল

    আম্পানের দাপট ও এর ফলে ক্ষয়ক্ষতি সম্পর্কে সারাদিন কী জানা গেছে:

    বাংলাদেশ:

    • বাংলাদেশে মারা গেছেন ১৬জন।
    • ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে প্রাথমিকভাবে প্রায় সাড়ে এগারোশ কোটি টাকার আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।
    • বিভিন্ন এলাকায় বাঁধ, রাস্তা, ব্রিজ-কালভার্টসহ অবকাঠামোর পাশাপাশি ঘরবাড়ি, কৃষি এবং চিংড়ি ঘেরসহ মাছের ব্যাপক ক্ষতি হয়েছে।
    • দেশের ২৫টি জেলায় প্রায় দেড় কোটি মানুষ ঘূর্ণিঘড় আঘাত হানার আগের দিন থেকে বিদ্যুতহীন অবস্থায় রয়েছেন।পরিস্থিতি স্বাভাবিক হতে ২৪ ঘন্টা লাগবে।
    • দক্ষিণ পশ্চিমের জেলায় পানের বরজ থেকে শুরু করে রাজশাহীতে মৌসুমী ফল আম এবং উত্তরের অন্য জেলাগুলোয় ধান এবং সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
    • রাজশাহীর আমচাষীরা বলছেন প্রায় ২৫ শতাংশ আম নষ্ট হয়ে গেছে। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক জানিয়েছেন সাতক্ষীরা ও রাজশাহীতে যেসব আম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার কৃষকদের ক্ষতি পুষিয়ে দেবার জন্য সেসব আম কিনে নেবে।

    পশ্চিমবঙ্গ

    • ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পশ্চিমবঙ্গে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে।
    • এর মধ্যে কলকাতায় ১৫ জন ও রাজ্যের বিভিন্ন জেলায় আরও ৫৭ জন মারা গেছেন।
    • রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাথমিক হিসাবে বলেছেন তার রাজ্যে ক্ষতির পরিমাণ এক লক্ষ কোটি রুপি।
    • সুপার সাইক্লোন আম্পান পশ্চিমবঙ্গ ও লাগোয়া ওড়িশা রাজ্যে কী ধরনের ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে, সরেজমিনে তা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ওই দুই রাজ্যে সফরে যাচ্ছেন।
  2. বাংলাদেশে দেড় কোটি মানুষ বিদ্যুতহীন অবস্থায় আছে

    বাংলাদেশে ঘূর্ণিঝড় আঘাত হানার পর ২৫টি জেলায় দেড় কোটি মানুষ বিদ্যুতহীন অবস্থায় আছে বলে দেশটির বিদ্যুত বিভাগের কর্মকর্তারা জানাচ্ছেন।

    তারা বলছেন ঘূর্ণিঝড় দুর্গত এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে ২৪ ঘন্টা সময় লাগবে।

  3. ক্ষয়ক্ষতি দেখতে শুক্রবার পশ্চিমবঙ্গ যাচ্ছেন নরেন্দ্র মোদী

    সুপার সাইক্লোন আম্পান পশ্চিমবঙ্গ ও লাগোয়া ওড়িশা রাজ্যে কী ধরনের ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে, সরেজমিনে তা খতিয়ে দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামিকাল (শুক্রবার) ওই দুই রাজ্যে সফরে যাচ্ছেন।

    দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর দফতর বৃহস্পতিবার রাতে নরেন্দ্র মোদীর এই সফরের কথা নিশ্চিত করেছে।

    এর আগে আজ বিকেলেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে তার রাজ্যে গিয়ে ক্ষয়ক্ষতি দেখে যেতে অনুরোধ জানান।

    মমতা ব্যানার্জি প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির একটা ধারণা দিয়ে বলেন তার রাজ্যে আম্পানের কারণে এক লক্ষ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে।

    প্রধানমন্ত্রী মোদীও টুইট করে আশ্বাস দিয়েছেন, এই বিপদে গোটা দেশ পশ্চিমবঙ্গের পাশে থাকবে।

  4. বাংলাদেশে ঘূর্ণিঝড়ে আর্থিক ক্ষতির পরিমাণ সাড়ে এগারোশ কোটি টাকা

    ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর তাণ্ডবে বাংলাদেশে সাড়ে এগারশো কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

    তিনি প্রাথমিক এই হিসাব দিয়ে বলেছেন, বাঁধ, রাস্তাঘাট ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি কৃষি, মৎস্য ও মানুষের ঘরবাড়ি ভেঙে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

  5. বঙ্গোপসাগর সাইক্লোন সৃষ্টির আদর্শ জায়গা

    বিশ্বের ইতিহাসে যতসব ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হেনেছে, তার বেশিরভাগই হয়েছে বঙ্গোপসাগরে।

    ‌'ওয়েদার আন্ডারগ্রাউন্ড‌' নামের একটি ওয়েবসাইটে বিশ্বের ৩৫টি সবচাইতে ভয়ঙ্কর মৌসুমী ঘূর্ণিঝড়ের তালিকা রয়েছে।

    এই তালিকার ২৭টি ঘুর্ণিঝড়ই হয়েছে বঙ্গোপসাগরে। যার সর্বসাম্প্রতিকটি ছিল আম্পান।

  6. মংলার আরেক বাসিন্দাও ক্ষয়ক্ষতির কথা বলেছেন

    মংলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারীর বাসিন্দা মজিদ ঢালী বলছেন ঘেরের মাছ, মাথার ছাদ সব হারিয়েছেন তিনি।

  7. ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মংলার বাসিন্দা

    ঘূর্ণিঝড় আম্পানে সবকিছু হারিয়েছেন মংলা পোর্ট পৌরসভার পশ্চিম কেওড়াতলা এলাকার বাসিন্দা ফাতেমা বেগম।

    রাত নয়টার সময় নামাজ পড়ছিলেন তিনি যখন প্রবল ঝড়ের দাপটে ভেঙে পড়ে তার ঘর।

  8. ব্রেকিং, বাংলাদেশে মৃতের সংখ্যা বাড়ল: ১৬ জন মারা গেছে

    বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী কোথায় কতজন মারা গেছে:

    যশোর - ৫

    পিরোজপুর - ৩

    পটুয়াখালি - ২

    ভোলা - ২

    সাতক্ষীরা, বরগুণা, ঝিনাইদহ ও চট্টগ্রামে ১ জন করে

  9. ব্রেকিং, পশ্চিমবঙ্গে অন্তত ৭২ জনের মৃত্যু: মমতা ব্যানার্জি

    আজ বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে শুধু পশ্চিমবঙ্গেই অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে।

    এর মধ্যে কলকাতায় ১৫ জন ও রাজ্যের বিভিন্ন জেলায় আরও ৫৭ জন মারা গেছেন।

    তিনি আরও বলেন, প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ ২৪ পরগণা জেলায়। নিহতরা কেউ গাছ বা বৈদ্যুতিক পোস্ট চাপা পড়ে, কেউ জলে ডুবে কেউ বাড়ির ছাদ ধসে, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

  10. আম্পান মোকাবেলাকে রাজনৈতিক দৃষ্টিতে না দেখতে কেন্দ্রের প্রতি মমতার আহ্বান

    বুধবার রাতে পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয় নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারের কাছে সহযোগিতা চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন:

  11. পশ্চিমবঙ্গকে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সবধরনের সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

    সুপার সাইক্লোন আম্পানে ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যটিকে ও সেই সঙ্গে পার্শ্ববর্তী ওড়িশাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

    আজ দুপুরে তিনি টুইট করে জানান, ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে।

    গতকাল রাতেই রাজ্যের সচিবালয় নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারের কাছে সহযোগিতা চেয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন কেন্দ্র যেন বিষয়টি মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখে।

    আজ টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন,''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা ওসুরক্ষার প্রতি দায়বদ্ধ থাকবে।"

  12. আম্পানের তাণ্ডবে মংলায় ধ্বংসের চিত্র

  13. শ্যামনগরের বিস্তীর্ণ এলাকা পানির নিচে

    সাতক্ষীরার শ্যামনগরে ঘরবাড়ি ডুবে গেছে বেড়ি বাঁধ ভেঙে পড়ার কারণে। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। বিমান থেকে তোলা ছবি।

  14. সাতক্ষীরাতেই ক্ষতি সবচেয়ে বেশি, সুন্দরবন ঠেকিয়েছে গতি

  15. ব্রেকিং, বাংলাদেশে আম্পানে মৃতের সংখ্যা বাড়লো, মোট ১২ জন মারা গেছেন, কোন জেলায় কতজন

    যশোর ও পিরোজপুরে দুইজন করে মারা গেছেন।

    পটুয়াখালী জেলায় মারা গেছেন দুইজন।

    ভোলায় মারা গেছেন একজন, ঝিনাইদহ ও চট্টগ্রামেও একজন মারা গেছেন।

  16. ছবি ও টুইটে বিধ্বস্ত কলকাতার ছবি ফুটে উঠেছে

  17. পুরোনো ছবি, সুন্দরবন রক্ষার দাবিতে ঢাকায় একটি আন্দোলন

  18. সুন্দরবনের কী অবস্থা, ক্ষতি হয়েছে কতটা?

    সুন্দরবনের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, আম্পান মূলত সুন্দরবনের সাতক্ষীরা অংশ দিয়ে গিয়েছে তবুও প্রভাব ছিল গোটা অঞ্চল জুড়েই।

    তবে তিনি বলছেন, “যতটা আশঙ্কা করেছিলাম ততটা ক্ষয়ক্ষতি হয়নি।”

    গাছপালার ক্ষতি কতটা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বনাঞ্চলের কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনই বলা মুশকিল। যেসব নদী পাড়ি দিয়ে যেতে হয়। সুন্দরবনের মাঝ ও শুরুর দিকে তেমন ক্ষতি হয়নি কেওড়া গাছের কিছু ডাল ভেঙেছে।”

    সমুদ্র সংলগ্ন এলাকায় একেবারেই দক্ষিণের এলাকায় ঝড়ের ঝাপটা ছিল অনেক বেশি।

    চার ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ার ফলে ৬১টি টহল ফাঁড়ি ও ১৬টি স্টেশন লবন পানিতে তলিয়ে গেছে।

    টিনশেড উড়ে গেছে অনেক স্থাপনার।

    তবে বনের ভেতরে অনেকেই ছিলেন যারা মাছ ধরতে ও মধু আহরণের জন্য ছিলেন।

    “অমাবশ্যা ও পূর্ণিমায় মাছ ধরে এখন মধু আহরণের মৌসুম। এই সিগনাল শুরু হওয়ার আগে জেলেরা মাছ ও মধু সংগ্রহের জন্য প্রবেশ করেছিল। অনেকেই বের হয়ে এসেছে যে কয়জন ছিলেন তাদের খবর এখনো পাওয়া যায়নি।”

  19. ২০২০ মৌসুমের প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় আম্পান

  20. কলকাতা বিমানবন্দরের একাংশ ডুবে গেছে