আম্পান পরবর্তী ক্ষয়ক্ষতি সম্পর্কে সারাদিনে যা জানা গেল
আম্পানের দাপট ও এর ফলে ক্ষয়ক্ষতি সম্পর্কে সারাদিন কী জানা গেছে:
বাংলাদেশ:
- বাংলাদেশে মারা গেছেন ১৬জন।
- ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে প্রাথমিকভাবে প্রায় সাড়ে এগারোশ কোটি টাকার আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।
- বিভিন্ন এলাকায় বাঁধ, রাস্তা, ব্রিজ-কালভার্টসহ অবকাঠামোর পাশাপাশি ঘরবাড়ি, কৃষি এবং চিংড়ি ঘেরসহ মাছের ব্যাপক ক্ষতি হয়েছে।
- দেশের ২৫টি জেলায় প্রায় দেড় কোটি মানুষ ঘূর্ণিঘড় আঘাত হানার আগের দিন থেকে বিদ্যুতহীন অবস্থায় রয়েছেন।পরিস্থিতি স্বাভাবিক হতে ২৪ ঘন্টা লাগবে।
- দক্ষিণ পশ্চিমের জেলায় পানের বরজ থেকে শুরু করে রাজশাহীতে মৌসুমী ফল আম এবং উত্তরের অন্য জেলাগুলোয় ধান এবং সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
- রাজশাহীর আমচাষীরা বলছেন প্রায় ২৫ শতাংশ আম নষ্ট হয়ে গেছে। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক জানিয়েছেন সাতক্ষীরা ও রাজশাহীতে যেসব আম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার কৃষকদের ক্ষতি পুষিয়ে দেবার জন্য সেসব আম কিনে নেবে।

ছবির উৎস, Ahsanur Rahman Rajib
পশ্চিমবঙ্গ
- ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পশ্চিমবঙ্গে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে।
- এর মধ্যে কলকাতায় ১৫ জন ও রাজ্যের বিভিন্ন জেলায় আরও ৫৭ জন মারা গেছেন।
- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাথমিক হিসাবে বলেছেন তার রাজ্যে ক্ষতির পরিমাণ এক লক্ষ কোটি রুপি।
- সুপার সাইক্লোন আম্পান পশ্চিমবঙ্গ ও লাগোয়া ওড়িশা রাজ্যে কী ধরনের ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে, সরেজমিনে তা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ওই দুই রাজ্যে সফরে যাচ্ছেন।

ছবির উৎস, NDRF












