ভিয়েনা বিমানবন্দরেই হবে করোনাভাইরাস পরীক্ষা
ভিয়েনা বিমানবন্দরে আসা যাত্রীদের এখন থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে না পাঠিয়ে তাদের দেহে সাথে সাথেই করোনাভাইরাসের পরীক্ষা করা হবে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এয়ারপোর্টে সোমবার থেকে এই পরীক্ষা ব্যবস্থা চালু হচ্ছে।
একেকটি পরীক্ষার জন্য সময় লাগবে দুই থেকে তিন ঘণ্টা।
এখনও পর্যন্ত যে নিয়ম চালু আছে তা হলো আগত যাত্রীদের একটি স্বাস্থ্য সার্টিফিকেট দেখিয়ে প্রমাণ করতে হয় যে তিনি কোভিড-১৯ রোগী নন। অন্যথায় তাকে দুই সপ্তাহের জন্যে কোয়ারেন্টিনে যেতে হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রিয়ায় ৫৯৮ জন মারা গেছে।
দেশটি এর মধ্যেই লকডাউনের বিধি-নিষেধ শিথিল করতে শুরু করছে।