আইইডিসিআরের পরিবর্তে নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ

  1. ভিয়েনা বিমানবন্দরেই হবে করোনাভাইরাস পরীক্ষা

    plane

    ছবির উৎস, Getty Images

    ভিয়েনা বিমানবন্দরে আসা যাত্রীদের এখন থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে না পাঠিয়ে তাদের দেহে সাথে সাথেই করোনাভাইরাসের পরীক্ষা করা হবে।

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এয়ারপোর্টে সোমবার থেকে এই পরীক্ষা ব্যবস্থা চালু হচ্ছে।

    একেকটি পরীক্ষার জন্য সময় লাগবে দুই থেকে তিন ঘণ্টা।

    এখনও পর্যন্ত যে নিয়ম চালু আছে তা হলো আগত যাত্রীদের একটি স্বাস্থ্য সার্টিফিকেট দেখিয়ে প্রমাণ করতে হয় যে তিনি কোভিড-১৯ রোগী নন। অন্যথায় তাকে দুই সপ্তাহের জন্যে কোয়ারেন্টিনে যেতে হয়।

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রিয়ায় ৫৯৮ জন মারা গেছে।

    দেশটি এর মধ্যেই লকডাউনের বিধি-নিষেধ শিথিল করতে শুরু করছে।

  2. ফুল ছিটিয়ে ফ্রন্ট লাইন কর্মীদের শ্রদ্ধা ভারতীয় বিমান বাহিনীর

    helicopter

    ছবির উৎস, Getty Images

    ভারতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ডাক্তার, নার্স, প্যারামেডিকসহ যারা ফ্রন্ট লাইনে কাজ করছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

    এসময় সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে বিভিন্ন হাসপাতালের ওপর ফুলের পাপড়ি ছিটানো হয়।

    ভারতে ২৫শে মার্চ থেকে লকডাউন জারি রয়েছে।

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গেছে ১,৩০০ জনেরও বেশি।

    front line worker in india

    ছবির উৎস, Getty Images

  3. আফগানিস্তানে আক্রান্তের সংখ্যা বাড়ছে

    afghan child

    ছবির উৎস, Getty Images

    আফগানিস্তানে সরকারের প্রকাশিত হিসেবে দেখা যাচ্ছে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৭৯ জনকে শনাক্ত করা হয়েছে যারা করোনাভাইরাসে আক্রান্ত।

    এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২,৪৬৯।

    এই ভাইরাসে দেশটিতে এখনও পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে।

    আফগানিস্তানে আক্রান্ত ব্যক্তির সংখ্যা কম হওয়ার পাশাপাশি পরীক্ষার সংখ্যাও খুব সীমিত।

    কয়েক দশকের যুদ্ধের কারণে দেশটির স্বাস্থ্য সেবা ব্যবস্থাও নানা সমস্যায় জর্জরিত।

    দাতব্য সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে মহামারির কারণে খাদ্য দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় ৭০ লাখেরও বেশি শিশু অনাহারে থাকার ঝুঁকি তৈরি হয়েছে।

  4. কোভিড-১৯ 'চিকিৎসায়' তাঞ্জানিয়াতে বিশেষ পানীয়

    tonic

    ছবির উৎস, AFP

    করোনাভাইরাসের চিকিৎসায় বিশেষ একটি টনিক বা পানীয়ের কথা বলছেন তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট। এটি এক ধরনের ভেষজ বা হারবাল টনিক। এর নোম কোভিড-অর্গানিক্স।

    প্রেসিডেন্টের এই দাবির পক্ষে বৈজ্ঞানিক কোন তথ্য প্রমাণ নেই।

    তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট আরো বলেছেন যে মাদাগাস্কার থেকে এই টনিক আমদানী করতে তিনি সেখানে বিমান পাঠাবেন।

    আর্টেমিসিয়া গাছ থেকে এই পানীয় তৈরি করা হয়েছে। এর উপাদান ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।

    আফ্রিকার আরো একটি দেশ গিনি-বিসাউতেও করোনাভাইরাসের চিকিৎসায় এই পানীয়ের কথা বলা হচ্ছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসের চিকিৎসা করতে এখনও কোন ওষুধ পাওয়া যায়নি।

  5. আইইডিসিআরের পরিবর্তে নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর

    sample collection

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশে কারো দেহে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে আইইডিসিআরের পরিবর্তে আজ রবিবার থেকে সেই নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর।

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, সারা দেশে এই ভাইরাস সংক্রমণের পরিধি বেড়েছে এবং ভবিষ্যতে এটা আরো বাড়বে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এতোদিন রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর এসব নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়ে আসছিল।

    মি. আজাদ জানিয়েছেন আইইডিসিআর এখন থেকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও এর নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা কাজ পরিচালনা করবে।

    বাংলাদেশে ৯,৪৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এতে মৃত্যু হয়েছে ১৭৭ জনের।

  6. রাশিয়াতে একদিনে ১০,০০০ আক্রান্ত

    russia

    ছবির উৎস, EFP

    রাশিয়ায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

    সরকারি হিসেবে এই সংখ্যা ১০ হাজারের বেশি। এর ফলে ইউরোপের এই দেশটিতে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হলো।

    এদের বেশিরভাগই রাজধানী মস্কোর তবে যেসব জায়গায় স্বাস্থ্য সেবা ব্যবস্থা দুর্বল সেখানেও এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে।

    মস্কোতে প্রতিদিন ১৭০০ জনকে ভর্তি করা হচ্ছে হাসপাতালে।

    কর্তৃপক্ষ বলছে, রাশিয়াতে করোনাভাইরাসে ১৩শর মতো মানুষের মৃত্যু হয়েছে।

  7. গত ৬ সপ্তাহে সবচেয়ে কম মৃত্যু স্পেনে

    people wearing mask in spain

    ছবির উৎস, Getty Images

    স্পেনে ১৮ই মার্চের পর থেকে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে কম সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে একদিনে মারা গেছে ১৬৪ জন। গত ছয় সপ্তাহে এই প্রথম এতো কম সংখ্যক মানুষের মৃত্যু হলো।

    বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, শনি ও রবিবারে কখনও কখনও এই সংখ্যা কম পাওয়া যায়। তার পরেও এই পরিসংখ্যান ইতিবাচক।

    স্পেনে করোনাভাইরাসে ২৫,২৬৪ জন মারা গেছে।

    সরকার ইতোমধ্যে লকডাউন শিথিল করেছে। তবে সোমবার থেকে গণপরিবহনে চলাচলের সময় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

  8. নিউ ইয়র্কের পার্কে বেরিয়ে পড়েছে মানুষ

    new york

    ছবির উৎস, Getty Images

    • নিউ ইয়র্কে আজ রবিবার তাপমাত্রা একটু বেশি হওয়ায় শহরের হাজার হাজার বাসিন্দা বিভিন্ন পার্কে বেরিয়ে পড়েছে। তবে পুলিশ তাদেরকে সতর্ক করে দিয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তাবলীর বিষয়ে। এই রাজ্যে তিন লাখ ১৩ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৮,৯০০ জনেরও বেশি।
    • সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ এক ভিডিও বার্তায় আমেরিকার সবাইকে একজোট হয়ে পরিস্থিতি মোকাবেলার আহবান জানিয়েছেন।
    • ফ্লোরিডাতে লকডাউনের বিধি-নিষেধ তুলে নেওয়া হচ্ছে সোমবার। দোকান-পাট ও রেস্তোরাঁ খুলে দেওয়া হচ্ছে। তবে স্কুল, জিম, সেলুন, পানশালা, কেয়ার হোম এখনও বন্ধ থাকবে।
    • এই মহামারির কারণে যুক্তরাষ্ট্রে প্রায় তিন কোটি মানুষ বেকার হয়ে পড়েছে। সাহায্যের জন্যে তারা দ্বারস্থ হচ্ছে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের কাছে।
  9. লকডাউনে রবিবার দুপুরে ঢাকার গুলশানের একটি সড়ক

    a street in dhaka

    ছবির উৎস, Shahnewaz Rocky

  10. সিঙ্গাপুরে আরো অভিবাসী শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত

    অভিবাসী শ্রমিক

    ছবির উৎস, EPA

    সিঙ্গাপুরে নতুন করে আরো ৬৫৭ জনকে শনাক্ত করা হয়েছে যারা করোনাভাইরাসে আক্রান্ত। এর ফলে এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে১৮,২০৫ জন।

    স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নতুন করে আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই অভিবাসী শ্রমিক যারা ডরমিটরিতে বসবাস করেন।

    নতুন করে কোন মৃত্যুর কথা বলা হয়নি। তবে এখনও পর্যন্ত এই ভাইরাসে ১৭ জন মারা গেছেন।

    সিঙ্গাপুরে তিন লাখের মতো নিম্ন আয়ের অভিবাসী শ্রমিক বাস করেন যাদের বেশিরভাগই বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে সেখানে কাজ করতে গেছেন। তারা মূলত কাজ করেন নির্মাণ খাতে।

  11. ইরানে আগামীকাল খুলছে মসজিদ

    মার্চের মাঝামাঝি সময় থেকেই ইরানে মসজিদ বন্ধ ছিল।

    তবে রমজান মাস উপলক্ষ্যে এখন সেগুলো খুলে দেয়া হচ্ছে। ১৩২টি তুলনামূলক কম ঝুঁকির এলাকায় মসজিদ খুলে দেয়ার কথা বলছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

    ইরানে এক লাখের কাছাকাছি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় হাজারের বেশি মানুষ।

    mosque

    ছবির উৎস, Getty Images

  12. ঢাকায় যেসব জায়গায় সংক্রমণ ১০০ ছাড়িয়েছে

    ঢাকায় কিছু জায়গায় সংক্রমণ বাড়ছে দ্রুতগতিতে।

    রাজারবাগে এখন ১৬৫ জনের কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

    কাকরাইলে ১৫০ জন আক্রান্ত।

    যাত্রাবাড়িতে ১০১ জনের শনাক্ত হয়েছে।

    মোহাম্মদপুরে ৮১ জন এবং মুগদায় ৮০ জন শনাক্ত হয়েছে।

    এর বাইরে লালবাগে ৭৮ জন। গেন্ডারিয়ায় ৪৮ জন। মালিবাগে ৬২ জন। মিটফোর্ডে ৩৮ জন। মগবাজারে ৪৩ জচন। মহাখালিতে ৭১ জন। শাহবাগে ৫১ জন। তেজগাঁওয়ে ৫৫ জন। উত্তরা ৬৩ জন।

    দোসরা মে পর্যন্ত আইইডিসিআরের তথ্য থেকে নেয়া।

  13. থাইল্যান্ডে লকডাউন শিথিলের খবর আসছে

    থাইল্যান্ডে মার্কেট, সেলুন, ক্রীড়ামঞ্চ ও কিছু রেস্তোরাঁ খুলে দেয়া হয়েছে।

    রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বলা হয়েছে। যেখানে দু’জনের মাঝে প্লাস্টিকের পর্দা দেয়া থাকবে।

    অ্যালকোহল বিক্রির নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে তবে সেটা বাড়িতে বসে খেতে হবে।

    করোনাভাইরাস

    ছবির উৎস, AFP

  14. ব্রেকিং, বাংলাদেশে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১০৬৩ জন

    কুয়েত মৈত্রী হাসপাতালে সুস্থ হয়েছেন ২৯৮।

    কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুস্থ হয়েছেন ২১৩।

    ইনফেকশন ডিজিস সেন্টাসে সুস্থ হয়েছেন ২০৮।

    ঢাকা মহানগর হাসপাতালে সুস্থ হয়েছেন ৩৮ জন।

    রিজেন্ট হাসপাতালে ১৫ জন।

    সাজেদা হাসপাতালে ২২ জন।

    রাজারবাগ পুলিশ হাসপাতালে ২৬ জন।

    লালকুঠি হাসপাতালে ৪ জন।

  15. ব্রেকিং, বাংলাদেশে টানা ষষ্ঠদিন পাঁচশোর বেশি শনাক্ত

    ৬৬৫ জন নতুন করে শনাক্ত হয়েছে বাংলাদেশে।

    এ পর্যন্ত শনাক্ত ৯৪৫৫।

    বাংলাদেশে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৮১৪৩৪ জনের।

    আজও দুজন মৃত্যুবরণ করেছেন যার মধ্যে একজন ১১ থেকে ২০ বছর বয়সী।

    এরা একজন রংপুর ও একজন নারায়ণগঞ্জের। মোট মৃতের সংখ্যা ১৭৭ জন।

  16. জার্মানিতে গীর্জা খুলে দেয়া হচ্ছে

    জার্মানিতে খুলছে চার্চ তবে কিছুই ঠিক পূর্বের মতো থাকবে না।

    ধর্মীয় নেতা, কর্তৃপক্ষ ও সরকার মিলে একটা সিদ্ধান্ত নিয়েছ যে তারা গীর্জা খুলে দেবে।

    তবে সেখানে সীমিত সংখ্যক মানুষ ঢুকতে পারবে এবং তারা অন্তত ২ মিটার বা ছয় ফুট দূরত্ব বজায় রাখবে।

    সেখানে প্রার্থনা সঙ্গীত নিষিদ্ধ করা হয়েছে এবং যেসব পাদ্রীরা দোয়া পড়বেন তাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

    ইহুদি ও মুসলিমদের জন্যও নিজ নিজ উপসনালয়ে একই নিয়ম করা হয়েছে।

  17. সারা বাংলাদেশে প্রায় নয়শ পুলিশ আক্রান্ত

    পুলিশের একটি সূত্র জানিয়েছে পুরো বাংলাদেশে ৮৫৪ জন পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত।

    ঢাকায় প্রায় সাড়ে চারশো পুলিশ সদস্যের কোভিড-১৯ ধরা পড়েছে।

    এখন পর্যন্ত কোয়ারেন্টিনে আছেন ১২৫০ জন।

    আইসোলেশনে আছেন ৩১৫ জন।

    এর মধ্যে সেড়েও উঠেছেন ৫৭ জন।

    মারা গেছেন পাঁচজন।

    বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ৮৭৯০ জন।

    অর্থাৎ মোট আক্রান্ত মানুষের ১০ শতাংশই পুলিশ সদস্য।

    বাংলাদেশে প্রায় নয়শ পুলিশ আক্রান্ত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশে প্রায় নয়শ পুলিশ আক্রান্ত
  18. স্পেনে কাল থেকে গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক

    স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন সরকার ৬০ লাখ মাস্ক বিতরণ করবে।

    মূলত গণপরিবহনের জন্য এই ষাট লাখ মাস্ক। এর বাইরে আরো ৭০ লাখ মাস্ক স্থানীয় প্রশাসনকে দেবে সরকার।

    এক সপ্তাহ হলো বাচ্চাদের জন্য স্পেনে লকডাউন শিথিল করা হয়েছে।

    ইউরোপে মৃতের সংখ্যার দিক থেকে স্পেন আছে তিন নম্বরে।

    যুক্তরাজ্যে এখনো মানুষ মারা যাচ্ছে, ৬২১ জন মারা গেছেন শনিবারে।

    ইতালিতে শনিবার ৪৭৪ জন মারা গেছেন।

    স্পেনের একটি রাস্তার ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, স্পেনের একটি রাস্তার ছবি
  19. বাংলাদেশে কোন বয়সের মানুষ বেশি মারা গেছেন

    বাংলাদেশে এখন পর্যন্ত ১৭৫ জন মানুষ মারা গেছে।

    যার মধ্যে ১০ বছরের নিচে আছে ২ শতাংশ।

    ১১ থেকে ২০ বছর বয়সী কেউ মারা যায়নি।

    ২১ থেকে ৩০ বছর বয়সী আছেন ৩ শতাংশ।

    ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন ৭ শতাংশ। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১৯ এবং ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ২৭ শতাংশ মানুষ।

    তবে ষাটোর্ধ্বই সবচেয়ে বেশি। যারা মারা গেছেন তাদের মধ্যে ৪২ শতাংশ ৬০ বা তার চেয়ে বেশি বছর বয়সী।

  20. 'করোনাভাইরাস কাট', অনেক দেশেই চুলের এমন স্টাইল জনপ্রিয় হয়ে উঠেছে। মজা করেই কেউ কেউ এটাকে বলছেন 'করোনাভাইরাস'। কারণ মাইক্রোস্কোপে ভাইরাসকে যেমনটা দেখা যায় এটা অনেকটা তেমন।

    কেনিয়ার ৮ বছর বয়সী স্টেসি অমা চুলের 'করোনাভাইরাস' কাট নিচ্ছে।

    ছবির উৎস, রয়টার্স

    ছবির ক্যাপশান, কেনিয়ার ৮ বছর বয়সী স্টেসি অমা চুলের 'করোনাভাইরাস' কাট নিচ্ছে।