আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নতুন প্রধান নির্বাচন কমিশনার যা বললেন বিবিসি বাংলাকে

নতুন নির্বাচন কমিশন গঠন, প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দীন। সড়কে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থানে অচল ঢাকা। দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। দিনের ঘটনাপ্রবাহ জানতে যুক্ত থাকুন।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা যা হলো

    • গঠিত হলো নতুন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবে বলে জানিয়েছেন বিবিসি বাংলাকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
    • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
    • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
    • এছাড়াও ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে হেগের এই আন্তর্জাতিক আদালত।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে নয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৩৬ জন।
    • সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • দ্বিতীয় দিনের মতো বিভিন্ন গুরুত্ব পয়েন্টে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভে স্থবির হয়ে পড়ে রাজধানী।
    • দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। একইদিন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ মো. সাজ্জাত আলী। এর আগে বুধবার আইজিপি পদ থেকে মো. ময়নুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার পদ থেকে মো. মাইনুল হাসানকে সরিয়ে দেয়া হয়।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. 'ভারতের সাথে সচিব পর্যায়ের বৈঠকে হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ ওঠার অবকাশ আছে'

    আগামী মাসে ভারতের সাথে ঢাকায় অনুষ্ঠিতব্য পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ ওঠার অবকাশ আছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ ব্যাপারে এখনো কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।

    তাই, শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা হবে কি না তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মি. হাসান।

    ভারত ও বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বার্ষিক বৈঠক যা ফরেন অফিস কনসালটেন্সি বা এফওসি নামে পরিচিত, গত বছরের নভেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

  3. আসামের করিমগঞ্জের নাম বদলে 'শ্রীভূমি' হয়ে গেলো

    বদলে গেলো ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ লাগোয়া করিমগঞ্জ জেলার নাম। এখন থেকে জেলাটির নাম শ্রীভূমি।

    বৃহস্পতিবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, শুধু জেলার নাম নয়, করিমগঞ্জ শহরের নামও শ্রীভূমি টাউন হবে।

    গত মঙ্গলবার আসামের রাজধানী দিসপুরে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নামবদলের কথা ঘোষণা করেন।

    তারপরেই করিমগঞ্জ জেলায় বিজেপি ও সেটির সহযোগী সংগঠনগুলির কর্মী সমর্থকদের উল্লাস শুরু হয়ে যায়।

    তবে জেলার অন্য বাসিন্দারা হঠাৎ নাম বদলের সিদ্ধান্তে কিছুটা ক্ষুব্ধ।

    বাংলাদেশের জকিগঞ্জ লাগোয়া ওই জেলাটির প্রায় ৫৫ শতাংশ মুসলমান।

    সেখানকার মানুষ বলছে, করিমগঞ্জ একটি ঐতিহাসিক নাম। নাম বদল করার কোনও জোরালো গণদাবি ওঠেনি কখনই। তবে হিন্দুত্ববাদী নানা সংগঠন বিভিন্ন সময়ে করিমগঞ্জ নাম বদল করে ‘শ্রীভূমি’ রাখার দাবি তুলেছিল।

  4. বিবিসিকে যা বললেন নতুন প্রধান নির্বাচন কমিশনার

    নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবে বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

    নতুন কমিশনের প্রজ্ঞাপন জারির পর বিবিসি বাংলাকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দীন বলেন, সংকটময় সময়ে দায়িত্ব নিলেও এটি দেশের জন্য কিছু করার একটা সুযোগ হিসেবে দেখছেন তিনি।

    তিনি বলেন, আমরা মাঠ তৈরি করে দেবো। যারা নির্বাচনে যেতে চান তারা অংশ নেবেন।

    “জাতিকে একটা অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়া মূল লক্ষ্য,” বিবিসি বাংলাকে বলছিলেন মি. উদ্দীন।

    “এখন অনেক চ্যালেঞ্জ দেখছেন, নির্বাচন করতে গেলে ভবিষ্যতে অনেক চ্যালেঞ্জ আসবে, যখন আসবে তখনই যথাযথ উপায়ে মোকাবেলা করতে হবে,” যোগ করেন সিইসি।

    আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক পক্ষের তরফ থেকে পাল্টাপাল্টি বক্তব্য ও বিতর্ক চলমান।

    ক্ষমতাচ্যুত দলটিকে নিয়ে নির্বাচন ইস্যুতে এখনই কোনো মন্তব্য করতে চান না নতুন সিইসি।

    বিবিসি বাংলাকে তিনি বলেন, “রাজনৈতিক বিতর্ক চলছে। ইলেকশন আসতে আসতে হয়তো সেই বিতর্কের একটা ফয়সালা হবে। আমি এখনো শপথও নিইনি। এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”

  5. পুলিশের বিভিন্ন ইউনিটে ৫৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

    পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের ৫৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

    এই কর্মকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৩ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।

    তাদের বদলির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সদ্য সাবেক পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।

  6. সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন শফিক রেহমান

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।

    আপিলের শত অনুযায়ী বৃহস্পতিবার আত্মসমর্পণের পরে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত তার জামিন মঞ্জুর করেন।

    এ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানসহ পাঁচজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছিল।

    চলতি বছরের ২২ সেপ্টেম্বর শফিক রেহমানের সাজা এক বছরের জন্য স্থগিতের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

    মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনো সময় আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে (সাবেক) প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।

  7. খালেদা জিয়ার সঙ্গে আসিফ, নাহিদ, মাহফুজের শুভেচ্ছা বিনিময়

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টা।

    বিএনপি'র মিডিয়া সেল প্রকাশিত ছবিতে দেখা যায়, দলটির চেয়ারপার্সনের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

    এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ হয় খালেদা জিয়ার।

    অধ্যাপক ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

  8. গৌতম আদানিকে গ্রেফতারের দাবি রাহুল গান্ধীর

    আদানি শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা ও ঘুস দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হওয়ার পর আজ বৃহস্পতিবার ভারতে ওই শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

    একটি বিবৃতিতে আদানি গোষ্ঠীর একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন বিচার অভিযোগ যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। একটি ‘আইন মেনে চলা’ সংস্থা হিসেবে তারা বিদ্যমান সমস্ত নিয়মকানুনের প্রতি ‘কমপ্লায়ান্ট’ বলেও দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।

    অন্যদিকে ভারতের পার্লামেন্টে বিরোধী দলনেতা ও কংগ্রেস এমপি রাহুল গান্ধী এদিন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, শিল্পপতি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতার করা উচিত এবং তিনি যে সব অন্যায় করেছেন তার জন্য মি আদানির শাস্তিও ভোগ করা দরকার।

    “কিন্তু মুশকিল হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই তার প্রিয় গৌতম আদানিকে আড়াল করে চলেছেন,” অভিযোগ করেছেন মি. গান্ধী।

    এদিকে মার্কিন আদালতে গৌতম আদানিসহ সহযোগীদের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার খবর সামনে আসার পর ভারতের শেয়ার বাজারে আদানি শিল্পগোষ্ঠীর বিভিন্ন শেয়ারের দরে ব্যাপক দরপতন লক্ষ্য করা গেছে।

    আদানি এনার্জি সলিউশনস, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার, আদানি এন্টারপ্রাইজেস, আদানি পোর্টস, আদানি উইলমার-সহ বিভিন্ন শেয়ারের দর বাজার খোলার পরই প্রায় এক ধাক্কায় ২০ শতাংশ পর্যন্ত পড়ে যায়।

  9. নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা, ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও হামাসের সামরিক কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

    এছাড়াও ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে হেগের এই আন্তর্জাতিক আদালত।

    এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাক-বিচারক চেম্বার আদালত ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে এবং বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের জন্য ওয়ারেন্ট জারি করেছে।

    মোহাম্মদ দেইফের জন্যও একটি পরোয়ানা জারি করা হয়েছিল, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।

    বিচারকরা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য এই তিন ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করার "যুক্তিসঙ্গত কারণ" আছে।

    ইসরায়েল ও হামাস উভয়ই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

    এটা এখন আইসিসির ১২৪ সদস্য রাষ্ট্রের উপর নির্ভর করবে যে তারা এই পরোয়ানা কার্যকর করবে কি না। ইসরায়েল বা তার মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নেই।

    মে মাসে, আইসিসির প্রসিকিউটর করিম খান নেতানিয়াহু, গ্যালান্ট, দেইফ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ে এবং ইয়াহিয়া সিনওয়ারের (যারা পরবর্তীতে নিহত) বিরুদ্ধে পরোয়ানা চেয়েছিলেন।

    অবশ্য ইসরায়েল বিশ্বাস করে দেইফকেও হত্যা করা হয়েছে।

    ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলাটি হয় যখন হামাসের বন্দুকধারীরা দক্ষিণ ইস্রায়েলে আক্রমণ করেছিল এবং প্রায় ১২০০ জনকে হত্যা করেছিল। এ ঘটনায় ২৫১ জনকে জিম্মি হিসাবে গাজায় নিয়ে যায় তারা।

    ইসরায়েল হামাসকে নির্মূল করার জন্য একটি সামরিক অভিযান শুরু করে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে এ অভিযানে অন্তত ৪৪ হাজার মানুষ মারা গেছে।

  10. ডেঙ্গুতে একদিনে নয়জনের মৃত্যু

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে নয়জনের মৃত্যু হয়েছে।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৩৬। তাদের মধ্যে ২১৫ জন পুরুষ ও ২২১ জন নারী।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২১৪ জন। এ বছর মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৩৬৮।

    বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৫ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

  11. বক্তৃতায় খালেদা জিয়াকে স্বাগত ও ধন্যবাদ জানালেন অধ্যাপক ইউনূস

    সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    অধ্যাপক ইউনূস বলেন, "খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মিলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে এই সুযোগ দিতে পেরেছি আপনাকে।"

    "শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সাথে শরিক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ," যোগ করেন তিনি।

    বলেন, "এই অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি।"

    খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা।

    সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার মধ্য দিয়ে ছয় বছর পর খালেদা জিয়া কোনো প্রকাশ্য অনুষ্ঠানে সশরীরে অংশ নিচ্ছেন। আর, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন দীর্ঘ ১২ বছর পর।

  12. আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী- অধ্যাপক ইউনূস

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনসাধারণের পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন অধ্যাপক ইউনূস।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্দোলনের পরবর্তী সময়েও সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

    সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের সময়ে বাহিনী সদস্যদের ভূমিকার প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা।

    অধ্যাপক ইউনূস বক্তৃতার শুরুতে ছাত্র আন্দোলনে নিহতদেরও স্মরণ করেন।

  13. সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে খালেদা জিয়া

    সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

    বৃহস্পতিবার বিকেল তিনটার কিছু পরে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন তিনি।

    সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার মধ্য দিয়ে ছয় বছর পর খালেদা জিয়া কোনো প্রকাশ্য অনুষ্ঠানে সশরীরে অংশ নিচ্ছেন। আর, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন দীর্ঘ ১২ বছর পর।

    সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

    চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ২৬ জন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন।

    সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

  14. নতুন নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন এ এম এম নাসির উদ্দীন

    গঠিত হলো নতুন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন।

    বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

    নির্বাচন কমিশনার পদে যে চারজন নিয়োগ পেয়েছেন তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

  15. ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থানে স্থবির ঢাকা

    দ্বিতীয় দিনের মতো ঢাকার বিভিন্ন গুরুত্ব পয়েন্টে অবস্থান নিয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। রাস্তার পাশাপাশি রেললাইনের ওপর রিকশা রেখে অবরোধ করছেন তারা।

    ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে তাদের এই কর্মসূচি।

    রিকশাচালকরা বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা ও ডেমরা এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

    মহাখালী ও খিলগাঁওয়ে রেলপথে তাদের অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

    মহাখালী ও মিরপুরে সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে আন্দোলনকারীরা।

  16. দায়িত্ব নিলেন নতুন আইজিপি

    দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

    বৃহস্পতিবার সকালে তার পদে যোগ দেয়ার কথা জানায় পুলিশ সদর দপ্তর। এর আগে বুধবার আইজিপি পদ থেকে মো. ময়নুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার পদ থেকে মো. মাইনুল হাসানকে সরিয়ে দেয়া হয়।

    অবসরে যাওয়া উপপুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সেদিনই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই মো. ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। তার কিছু দিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মাইনুল হাসানকে।