বৃহস্পতিবার যা যা হলো
- গঠিত হলো নতুন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবে বলে জানিয়েছেন বিবিসি বাংলাকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
- এছাড়াও ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে হেগের এই আন্তর্জাতিক আদালত।
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে নয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৩৬ জন।
- সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- দ্বিতীয় দিনের মতো বিভিন্ন গুরুত্ব পয়েন্টে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভে স্থবির হয়ে পড়ে রাজধানী।
- দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। একইদিন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ মো. সাজ্জাত আলী। এর আগে বুধবার আইজিপি পদ থেকে মো. ময়নুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার পদ থেকে মো. মাইনুল হাসানকে সরিয়ে দেয়া হয়।
আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।











