আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় একদিনে ১৪ এনবিআর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বদলির চিঠি ছিঁড়ে ফেলায় জাতীয় রাজস্ব বোর্ডের ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামীকাল বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত কার্যকর করছে না ইয়েমেনি কর্তৃপক্ষ, বুধবার এই সাজা কার্যকর করার কথা ছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়াসহ ঝড়ের পূর্বাভাস, চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হয়েছে:

    • বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় একদিনে ১৪ এনবিআর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    • ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কেউ যেন ‘হাত দিতে না পারে’ সেজন্য সংবিধানে ‘শক্তিশালী’ সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে বিএনপি।
    • ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
    • সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায়ে সন্তুষ্ট হলেও, রায়ে কিছু বিষয়ে অসংগতি রয়েছে উল্লেখ করে আপিল করার কথা জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার।
    • গত ছয় মাসে সাম্প্রদায়িক হামলায় ২৭ জন নিহত হয়েছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মোর্চার দাবি সঠিক নয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
    • ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন।
    • ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত কার্যকর করছে না ইয়েমেনি কর্তৃপক্ষ। দুটি ভারতীয় সংবাদ সংস্থা এবং দেশটির আরও দুটি জাতীয় দৈনিক এই খবর দিয়েছে। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল।
    • বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
    • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
    • রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ কোনো কারণে ব্যর্থ হলে তার দায়ভার সংশ্লিষ্টদের সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ।
    • বর্ষা মৌসুমের ভারী বৃষ্টিতে গত ২৬শে জুন থেকে এখন পর্যন্ত পাকিস্তানে মোট ১১১ জনের মৃত্য হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আগামীকাল আবারো চালু করা হবে।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় একদিনে ১৪ এনবিআর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

    বদলির আদেশ অমান্য করে ছিঁড়ে ফেলার ঘটনায় আরো ছয়জন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে আজ একদিনে ১৪ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

    আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

    বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার রাজস্ব কর্মকর্তা শফিউল বশর, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের ঢাকার উপ-প্রকল্প পরিচালক অতিরিক্ত কমিশনার সিফাত-ই-মরিয়ম।

    এছাড়া নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ঢাকার অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, এনবিআরের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল এবং ঢাকার কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    এর মধ্যে প্রথমে আট আদেশে আয়কর অনুবিভাগের আট কর্মকর্তাকে এবং পরে আলাদা আদেশে শুল্ক অনুবিভাগের পাঁচজন ও কর অনুবিভাগের একজন কর্মকর্তার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হয়।

  3. গণভোট ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ‘হাত দেওয়া যাবে না’: প্রস্তাব বিএনপির

    ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কেউ যেন ‘হাত দিতে না পারে’ সেজন্য সংবিধানে ‘শক্তিশালী’ সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে বিএনপি।

    আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেখে এক ব্রিফিংয়ে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংশোধনীটা শক্তিশালী করতে চাই। ভবিষ্যতে যেন কেউ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হাত না দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কেউ যদি পরিবর্তন আনতে চায় সেটাও গণভোটের মাধ্যমে করার প্রস্তাব দিয়েছি।”

    দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন মি. আহমদ।

    তিনি বলেন, “ দ্বিকক্ষ পার্লামেন্ট গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দলই একমত। কিন্তু এর গঠন প্রক্রিয়া কী হবে এবং এর ক্ষমতা ও কার্যাবলী কী হবে, তা নিয়ে ব্যাপক বিতর্ক আছে।”

    এ বিষয়ে নিজের দলের অবস্থান তুলে ধরেন তিনি। এছাড়া বিদ্যমান সংবিধানে সংরক্ষিত নারী আসন যেভাবে নির্ধারণ হয় সেভাবে উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা।

    মি. আহমদ বলেন, “এখন দ্বিকক্ষ পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন অনেক দল তুলেছে। আমাদের দেশের যে আর্থিক সক্ষমতা সেই বিষয়ে আরেকটি পার্লামেন্ট সৃষ্টি করা এবং সেই পার্লামেন্ট যদি নিম্নকক্ষের রিপাবলিক হয়, তাহলে সেটার প্রয়োজন আছে কিনা সেসব প্রশ্ন এসেছে। কারণ এটাও একটা আলাদা পার্লামেন্টের মত ব্যয়বহুল পার্লামেন্ট হবে।”

    সবার মতামত নিয়ে এসব বিষয়ে আলোচনা করে ঐকমত্য কমিশন আগামী রোববার সিদ্ধান্ত দেবে। পরে দলটি তাদের প্রতিক্রিয়া বা সম্মতি বা অসম্মতি জানাবে বলেও উল্লেখ করেছেন মি. আহমদ।

  4. ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে

    ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামীকাল বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

    আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, এ দিন বাংলাদেশের সকল সরকারি, আধা - সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, “শহীদগণের মাগফেরাতের জন্য আগামী বুধবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।”

    উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ই জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। ইতিমধ্যে এই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

  5. তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায়ে সন্তুষ্ট হলেও আপিল করবেন বদিউল আলম মজুমদার

    সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায়ে সন্তুষ্ট হলেও রায়ে কিছু বিষয়ে অসংগতি রয়েছে উল্লেখ করে আপিল করার কথা জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার।

    আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, “শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল কিন্তু সময়ের পরিক্রমায় তিনি স্বৈরাচারে পরিণত হয়েছিলেন। একসময় তিনি ক্ষমতা কুক্ষিগতই নয়, ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন। ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যেই ২০১১ সালে তিনি সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাস করেন।”

    জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনীর বিষয়ে কোন আলোচনা হয়নি উল্লেখ করে মি. মজুমদার জানান, এর আইনগত কোন বৈধতা ছিল না। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারও অবৈধ। সুতরাং শেখ হাসিনার সরকার অবৈধ ছিল বলে দাবি করেন তিনি।

    তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে চলতি মাসে দেওয়া আদালতের রায় নিয়ে মি. মজুমদার বলেন, “এ রায় গণতন্ত্রের প্রাথমিক বিজয়। যদিও রায়ে কিছু বিষয়ে অসংগতি রয়েছে। সে বিষয়ে চলতি মাসেই আপিল করব। আশা করি এর মাধ্যমে চূড়ান্ত সমাধান হবে।”

  6. ২৭ জন নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলায় হয়নি: পুলিশ সদর দপ্তর

    গত ছয় মাসে সাম্প্রদায়িক হামলায় ২৭ জন নিহত হয়েছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মোর্চার দাবি সঠিক নয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

    এতে বলা হয়েছে, “ কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক সহিংসতা বা সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি মর্মে তদন্তে পাওয়া গেছে।”

    এই ২৭ জন নিহত হওয়ার ঘটনাগুলো পুলিশ পর্যালোচনা করেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২৭ জন নিহত হওয়ার ঘটনার মধ্যে ২২টি ঘটনায় নিয়মিত হত্যা মামলা এবং পাঁচটি ক্ষেত্রে অপমৃত্যু মামলা রুজু হয়েছে।”

    এছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গত ১০ই জুলাই যে সংবাদ সম্মেলন করেছিল, তাতে গত ১১ মাসে ২৪৪২টি সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছিল। একই সাথে ধর্ষণ বা যৌন হয়রানি বা গণ ধর্ষণ সংক্রান্ত মোট ২০টি ঘটনার কথাও জানানো হয়েছিল।

    পুলিশ জানিয়েছে, ২০টি ঘটনার মধ্যে ১৬টি ঘটনার অভিযোগে মামলা রুজু হয়েছে এবং ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

    রাজশাহীর তানোরে আদিবাসী নারী ধর্ষণের শিকার ঘটনার সত্যতা পাওয়া যায়নি। অভিযুক্তের সঙ্গে আগে থেকে বাদীনির পারিবারিক দ্বন্দ্ব ছিল মর্মে জানা যায় বলে এই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পুলিশ।

    এ ছাড়া মাগুরার শ্রীপুর হরিনন্দী গ্রামে কিশোর কুমার রায়ের বাড়িতে ডাকাতির পর সহধর্মিণীকে গণধর্ষণের ঘটনাটিতে কোনো অভিযোগ দায়ের হয়নি এবং ঘটনাটি পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পায়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

    ঐক্য পরিষয়দ জানিয়েছিল, সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে গত বছরের চৌঠা অগাস্ট থেকে ২০শে অগাস্ট পর্যন্ত। দুই হাজার ১০টি ঘটনার মধ্যে এক হাজার ৭৬৯টি সাম্প্রদায়িক আক্রমণ এবং হামলার ঘটনা।

    পুলিশ এই এক হাজার ৭৬৯ টি হামলার ঘটনা যাচাই-বাছাই করেছে বলে জানিয়েছে। এর মধ্যে ৫৬টি জেলায় মোট ১৪৫৭টি ঘটনার সত্যতা পাওয়া গেছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    এগুলোর মধ্যে এক হাজার ২৩৪টি ঘটনা রাজনৈতিক বিরোধ সংক্রান্ত এবং ১৬১টি ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

    সংঘটিত প্রত্যেকটি ঘটনায় সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে তদন্ত করার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, সব স্থাপনা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।

  7. দুর্নীতির মামলায় বিচারিক আদালতে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচার নিরপেক্ষভাবে হয়নি: হাইকোর্ট

    দুর্নীতির মামলায় বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচার নিরপেক্ষভাবে হয়নি বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট।

    সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় তারেক রহমানের নয় বছর এবং জুবাইদা রহমানের তিন বছরের সাজা হয় বিচারিক আদালতে। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিলের পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দেয়া হয়েছে।

    গতকাল সোমবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ৫২ পৃষ্ঠার রায়টি প্রকাশিত হয়েছে।

    রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে, বিচারিক আদালতে দুই মাস চারদিনে ৪২ সাক্ষীর সাক্ষ্য নেওয়া এবং সাক্ষী শেষে আট দিনের মধ্যে রায় দেওয়ার এমন দ্রুতগতি ও সমাপ্তি ব্যাপকভাবে বিশ্বাস তৈরি করে ‘বিচার নিরপেক্ষ’ হয়নি।

    এছাড়া জুবাইদা রহমানকে নোটিশ ইস্যু না করা এবং অভিযোগ গঠনে আইনের ব্যত্যয় হয়েছে বলে পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করেছে হাইকোর্ট।

    ২০০৭ সালে সেপ্টেম্বরে রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক।

  8. চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন।

    আজ মঙ্গলবার বেইজিংয়ে তিনি তার সাথে দেখা করেছেন।

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স - এ এই বৈঠকের কথা জানিয়েছেন জয়শঙ্কর।

    এক পোস্টে তিনি লিখেছেন, “ আমি তাকে (শি জিনপিং) আমাদের (ভারত ও চীন) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেছি। আমরা এই বিষয়ে আমাদের নেতাদের নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।”

    সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি সম্মেলনে যোগ দিতে চীন রয়েছেন ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী।

    এর আগে, সোমবার তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সাথে দেখা করেছেন।

    বৈঠকের পর তিনি বলেছিলেন ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কসহ সীমান্ত সম্পর্কিত সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে।

    ২০২০ সালে লাইন অব অ্যাকচুয়েল কন্ট্রোলে সামরিক অচলাবস্থা এবং এর কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের পর এটিই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রথম চীন সফর।

  9. প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছে নেই সরকারের: প্রেস সচিব

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি।

    এর আগে, রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ সংক্রান্ত একটি রুল দেয়।

    মি. আলম তার পোস্টে হাইকোর্টের ওই রুলের কথা উল্লেখ করে বলেছেন এ বিষয়টি সরকারের নজরে এসেছে। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে রুলের জবাব দেবে বলে জানিয়েছেন তিনি।

    মি. আলম লিখেছেন, “ সরকার স্পষ্ট করে বলতে চায় অধ্যাপক ইউনূসকে এরকম ঘোষণার ইচ্ছাও তার নেই এবং অধ্যাপক ইউনূসকে এই ধরনের কোনও উপাধি দেওয়ার পরিকল্পনাও নেই সরকারের।”

    আবেদনকারী নিজেই রিট আবেদনটি দায়ের করেছেন বলে মনে হচ্ছে উল্লেখ করে প্রেস সচিব মি. আলম লিখেছেন, “ কিসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টির সমাধান করবে।”

  10. একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি বৃহস্পতিবার

    একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস করে দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি হবে বৃহস্পতিবার।

    মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ শুনানির এই দিন ঠিক করে দেয়।

    বিএনপির আইনজীবী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন আজ এই মামলাটির দ্রুত শুনানির জন্য আবেদন করেন। পরে ওই দিন ঠিক করে আপিল বিভাগ।

    গত পহেলা ডিসেম্বর এই মামলায় বিচারিক আদালতের দেয়া রায় অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। সেই সাথে মামলার সব আসামিকে মুক্তি দেয়া হয়।

    এই রায়ে লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তারেক রহমানসহ এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট।

    ২০০৪ সালের ২১শে অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে শেখ হাসিনাসহ নেতাকর্মীদের ওপর এ হামলা হয়।

    এতে দলটির নেতা-কর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েকশো নেতাকর্মী। ওই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা হয়।

    ২০১৮ সালের ১০ই অক্টোবর মামলা দুটির রায় ঘোষণা করা হয়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত।

  11. পাঁচ যুগ্ম-কমিশনারসহ জাতীয় রাজস্ব বোর্ডের আট কর্মকর্তা চাকরি থেকে সাময়িক বরখাস্ত

    জাতীয় রাজস্ব বোর্ডের আট জন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জন যুগ্ম কর কমিশনার এবং তিন জন উপ-কর কমিশনার।

    আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

    অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

    যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছে ঢাকা কর অঞ্চল-২ এর বিভাগীয় প্রতিনিধি (যুগ্ম কর কমিশনার) মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা।

    এছাড়াও কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান, খুলনা কর অঞ্চলের উপ- কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপ- কর কমিশনার মোসা. নুশরাত জাহান শমী এবং কুমিল্লা কর অঞ্চলের উপ- কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিলকেও বরখাস্ত করা হয়েছে।

    পৃথক এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের ২২শে জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং এর মাধ্যমে বদলি আদেশ অমান্যকারীকে সমর্থন করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে জাতীয় রাজস্ব বোর্ডে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার কথা বলা হয়েছে এসব প্রজ্ঞাপনে।

    একইসাথে সাময়িক বরখাস্তকালীন সকলে খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।

    উল্লেখ্য, গত জুন মাসের শেষ সপ্তাহে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন করে কর্মকর্তা-কর্মচারীরা। গত ২৮শে জুন কমপ্লিট শাটডাউনের মতো কঠোর কর্মসূচিও পালন করা হয়। পর দিন ২৯শে জুন রাতে তা প্রত্যাহার করে নেয়া হয়।

    এরপর জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলনে সক্রিয় থাকা চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

  12. জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সেই দায়ভার সবাইকে নিতে হবে: আলী রীয়াজ

    রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ কোনো কারণে ব্যর্থ হলে তার দায়ভার সংশ্লিষ্টদের সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ।

    আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৪ তম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

    ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই উল্লেখ করে মি. রীয়াজ বলেন, “যদি আমরা কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলে ব্যর্থতা হবে। সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে। ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই। যে দায় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। সে দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর আমরা তার অংশীদার হয়েছি মাত্র।”

    রাজনৈতিক দলগুলোকে এক বছর আগের পরিস্থিতি অনুধাবন করার অনুরোধ জানিয়েছেন তিনি।

    বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলোর কর্মীরা জীবন বাজী রেখে সংগ্রাম করেছিলেন। সেই স্মৃতি ও পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানান তিনি।

    মি. রীয়াজ বলেন, “আমাদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকা উচিত নয়। আপনারা সেই চেষ্টাই করে যাচ্ছেন। আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করছি।”

  13. নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত পিছিয়ে গেছে

    ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত কার্যকর করছে না ইয়েমেনি কর্তৃপক্ষ। দুটি ভারতীয় সংবাদ সংস্থা এবং দেশটির আরও দুটি জাতীয় দৈনিক এই খবর দিয়েছে। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল।

    এক ইয়েমেনি ব্যবসায়ীকে ২০১৭ সালে হত্যার দায়ে নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ডের সাজা হয়।

    সূত্র উদ্ধৃত করে ওই দুটি সংবাদ সংস্থা – পিটিআই এবং এএনআই জানাচ্ছে যে ভারত সরকারের সমন্বিত প্রচেষ্টার পরেই ইয়েমেনি কর্তৃপক্ষ মিজ. প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করার দিন আপাতত পিছিয়ে দিয়েছে।

    সরকারি সূত্রগুলি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, শাস্তি পিছিয়ে যাওয়ার ফলে নিমিশা প্রিয়ার পরিবার হাতে আরও কিছুটা সময় পেল যাতে খুন হওয়া ইয়েমেনি ব্যবসায়ীর পরিবারের সঙ্গে তারা এমন একটি সমাধানের পৌঁছতে পারে, যা দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠবে।

    তালাল আব্দো মাহদি নামে নিহত ওই ব্যক্তি নিমিশা প্রিয়ার ব্যবসাায়িক অংশীদার ছিলেন।

    ইয়েমেনে কোনও ব্যবসা করতে হলে সে দেশের কোনও নাগরিককে সঙ্গে রাখা বাধ্যতামূলক, তাই ওই ব্যক্তির সঙ্গে মিলে নিমিশা প্রিয়া তার ক্লিনিক চালু করেছিলেন।

    ২০১৭ সালে তালাল আব্দো মাহদির টুকরো টুকরো করা দেহ একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। এরপরই সেই হত্যার অভিযোগে নিমিশা প্রিয়াকে গ্রেপ্তার হতে হয় এবং সে দেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।

    ভারতীয় কর্মকর্তারা ইয়েমেনের জেল কর্তৃপক্ষ এবং প্রসিকিউটরের দফতরের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ রেখে চলেছেন।

    নিমিশাকে বাঁচানোর একমাত্র রাস্তা হলো যদি ওই নিহত ব্যক্তির পরিবার 'দিয়াহ' বা 'ব্লাড মানি'-র বিনিময়ে ওই নার্সের প্রাণভিক্ষা দিতে রাজি হয়!

    নিমিশা প্রিয়া-র আত্মীয়স্বজন ও সমর্থকরা ইতোমধ্যেই মাহদির পরিবারকে 'ব্লাড মানি' দিতে ১ মিলিয়ন বা ১০ লক্ষ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ সংগ্রহ করেছেন এবং পরিবারকে সেটা 'অফার'ও করা হয়েছে।

    ভারতের সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি মামলায় অবশ্য সোমবারই ভারত সরকারের আইনজীবী জানিয়েছিলেন যে , নিহতের পরিবারের কাছ থেকে এখনও কোনও আশার আলো পাওয়া যায়নি।

    সুপ্রিম কোর্টের শুনানিতে এদিন অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, নিমিশা প্রিয়াকে বাঁচানোর চেষ্টায় সরকার সব রকম চেষ্টা চালালেও "ভারত এক্ষেত্রে আসলে কতদূর কী করতে পারে, তার একটা সীমা আছে – আর আমরা সেই সীমায় পৌঁছে গেছি!"

    অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি সোমবার কার্যত মেনেই নিয়েছিলেন, দক্ষিণ ভারতের কেরালার ওই নার্সের জীবন আদৌ বাঁচানো যাবে কি না, সেটা এখন ভারত সরকারের ওপর আর নির্ভর করছে না।

    "যত রকম চ্যানেলে চেষ্টা চালানো যায় আমরা তার সবই চেষ্টা করেছি। ইয়েমেনের একজন 'প্রভাবশালী শেখে'র মাধ্যমেও চেষ্টা চালানো হয়েছে, আরও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে – কিন্তু কিছুতেই কিছু হয়নি", শীর্ষ আদালতকে সোমবার জানিয়েছিলেন তিনি।

    এরপরেই মঙ্গলবার জানা গেল যে ইয়েমেনি কর্তৃপক্ষ নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করার দিন আপাতত পিছিয়ে দিয়েছে।

  14. খাদ্যে মজুত স্যাটিসফেক্টরি আছে: অর্থ উপদেষ্টা

    "খাদ্য মজুত স্যাটিসফেক্টরি আছে...চাল, ধান, গম...এই তিনটাই প্রধান...এটা আমাদের আছে। কি কি কেনা হবে, তার টার্গেট আমরা দিয়েছি" বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই তথ্য জানান।

    এ বছর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করেছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম কম।

    তাই, "প্রয়োজন হলে ওখান থেকে আনবো। কারণ তুলনামূলকভাবে চালের দাম কম... বিষয় হলো, আমরা চেষ্টা করছি, যেভাবেই হোক, বাজারমূল্য স্থিতিশীল করা। আপস অ্যান্ড ডাউনস থাকবেই। সব পণ্যের দাম একসাথে কমে যাবে, তা কোনোদিন সম্ভব না। পণ্যের দাম একসাথে বেড়ে যাওয়াও কাম্য না," যোগ করেন তিনি।

  15. পাকিস্তানে ভারী বৃষ্টিতে ১১১ জনের মৃত্যু

    বর্ষা মৌসুমের ভারী বৃষ্টিতে গত ২৬শে জুন থেকে এখন পর্যন্ত পাকিস্তানে মোট ১১১ জনের মৃত্য হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।

    এনডিএমএ-এর তথ্য অনুযায়ী, গত ২৬শে জুন থেকে গতকাল ১৪ই জুলাইয়ের মাঝে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাবে। এ পর্যন্ত ওই প্রদেশটিতে মারা গেছেন ৪০ জন।

    একই সময়ে খাইবার পাখতুনখোয়া, সিন্ধু, বালুচিস্তান প্রদেশে মৃতের সংখ্যা যথাক্রমে ৩৭, ১৭ ও ১৬ জন।

    এই বৃষ্টিতে পাকিস্তান-শাসিত কাশ্মীরেও একজনের মৃত্যু হয়েছে।

    এ পর্যন্ত মৃতদের মাঝে ৫৩ জন শিশু এবং ১৯ জন নারী রয়েছেন।

    এদিকে, দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ১৫ই জুলাই থেকে আগামী ১৭ই জুলাইয়ের মাঝে ভারী বৃষ্টির কারণে চিত্রাল, দির, সোয়াত, শাংলা, মানসেহরা, ম্যুরি গালিয়াত, কোহিস্তান, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে নদী ও জলাধারগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

    এসময় কিছু কিছু অঞ্চলে ভূমিধস হওয়ার শঙ্কার কথাও জানানো হয়েছে।

  16. ভারী বৃষ্টির শঙ্কা, সমুদ্র ও নদী বন্দরে সতর্ক সংকেত

    বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

    আবহাওয়া বিভাগ আজ সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ ১৫ই জুলাই সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

    বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূদের ওপর দিকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    তাই, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

    এদিকে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হতে পারে।

    তাই, আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    গতকালের গুরুত্বপূর্ণ সব খবর পড়তে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে