মঙ্গলবার সারাদিন যা যা হয়েছে:
- বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় একদিনে ১৪ এনবিআর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
- ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কেউ যেন ‘হাত দিতে না পারে’ সেজন্য সংবিধানে ‘শক্তিশালী’ সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে বিএনপি।
- ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায়ে সন্তুষ্ট হলেও, রায়ে কিছু বিষয়ে অসংগতি রয়েছে উল্লেখ করে আপিল করার কথা জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার।
- গত ছয় মাসে সাম্প্রদায়িক হামলায় ২৭ জন নিহত হয়েছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মোর্চার দাবি সঠিক নয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন।
- ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত কার্যকর করছে না ইয়েমেনি কর্তৃপক্ষ। দুটি ভারতীয় সংবাদ সংস্থা এবং দেশটির আরও দুটি জাতীয় দৈনিক এই খবর দিয়েছে। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল।
- বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
- রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ কোনো কারণে ব্যর্থ হলে তার দায়ভার সংশ্লিষ্টদের সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ।
- বর্ষা মৌসুমের ভারী বৃষ্টিতে গত ২৬শে জুন থেকে এখন পর্যন্ত পাকিস্তানে মোট ১১১ জনের মৃত্য হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আগামীকাল আবারো চালু করা হবে।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।















