মঙ্গলবার সারা দিন যা যা ঘটেছে
- নতুন রাজনৈতিক দলে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আগামী ২৮শে ফেব্রুয়ারি ঘোষিত হতে যাওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে তার।
- শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। সেইসঙ্গে, বুধবার সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে।
- 'নিজেরা কাঁদা ছোড়াছুড়ি বা মারামারি-কাটাকাটি করলে' দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিডিআর বিদ্রোহের বিচারিক প্রক্রিয়া নষ্ট না করার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।
- আগামী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা নির্বাচনের বিরোধিতা করছে, তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
- ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী 'অত্যন্ত পরিকল্পিতভাবে' পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটিতে রাশিয়ার পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার জাতিসংঘে উত্থাপিত তিনটি প্রস্তাব নিয়ে ভোট হয়, যেখানে দু’বারই রাশিয়ার পক্ষ নেয় যুক্তরাষ্ট্র।
- মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতুবি করেছে আপিল বিভাগ।
- বাংলাদেশ পুলিশে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৮২ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত করা হয়েছে।
- টাঙ্গাইলে পিকনিকের তিনটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বাসগুলো ময়মনসিংহ থেকে নাটোর যাচ্ছিলো।
- গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে ৬৩৯ জন গ্রেফতার হয়েছেন যৌথ বাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্টে'।
- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর যদি গাফিলতি থাকে, তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার পরিবারের সদস্যদের ২৭টি ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি ১৭ লাখ টাকা ফ্রিজ বা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
- ভারতে হিন্দু সম্প্রদায় ও ইসকনের একজন প্রভাবশালী নেতা বাংলাদেশে হিন্দুদের জন্য সুরক্ষা দাবি করে দেশের সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা করেছিলেন, প্রধান বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দিয়েছে।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
বুধবার দিনের উল্লেখযোগ্য খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পেজে।