সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা।
"ছিনতাই নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, এ অবস্থা থেকে দ্রুতই উত্তরণ হবে। যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায়, তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে," বলেন মি. ভূঁইয়া।
"দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা আশা করছি দ্রুত সুফল পাওয়া যাবে," বলেন তিনি।
এদিকে, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে অভিযান পরিচালনা করছেন।
“চিহ্নিত অপরাধীদের তালিকা করে সেই মোতাবেক আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে কোর্টে সোপর্দ করি। আমাদের চিহ্নিত ছিনতাইকারী যারা আছে, তাদেরকেই শুধু অ্যারেস্ট করবো,” সংবাদ সম্মেলনে বলেন তিনি।
“একটা ঘটনা যখন হয়, সমাজে একটা প্যানিক সৃষ্টি হয়, যা নিরাপত্তাহীনতা সৃষ্টি করতেছে। এটা থেকে মানুষকে বের করে আনার জন্য আমরা আরও বেশি অ্যাকটিভ,” বলনে মি. আলী।