নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে হাতাহাতি, নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম। নতুন ছাত্র সংগঠনে বৈষম্য ও সিন্ডিকেটের অভিযোগ এনে বিক্ষোভ, নাকচ করলেন নেতারা। খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে রাজি হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হোয়াইট হাউজে ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। ঢাকা সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব।
সরাসরি কভারেজ
বুধবার সারাদিন যা যা হলো
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হাতাহাতির ঘটনা ঘটেছে। নতুন ছাত্র সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট প্রাধান্য পেয়েছে ও তাদের প্রতি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ তাদের।
মঙ্গলবার নাহিদ ইসলামের পদত্যাগের পর বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার জনের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করেছে কর্তৃপক্ষ। আরও ৪৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনা পুনরায় তদন্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী চৌঠা মে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
দেশের চলমান পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে রাজি হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউজে ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলের শিক্ষার্থীরা।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামী মার্চে ঢাকা সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশে অবস্থান করবেন তিনি।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনবে সর্বোচ্চ আদালত। রিভিউ আবেদনের পরবর্তী শুনানি দিন ২২শে এপ্রিল ঠিক করেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ।
শীর্ষ চার পদ ছাড়া জাতীয় নাগরিক কমিটির বাকি সব পদ ও কমিটি বিলুপ্ত ঘোষণা
জাতীয় নাগরিক
কমিটির শীর্ষস্থানীয় চারটি পদ ছাড়া বাকি পদ, নির্বাহী কমিটি ও সার্চ কমিটি বিলুপ্ত
ঘোষণা করা হয়েছে।
এগারতম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে
নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এক বিবৃতিতে জানিয়েছেন।
এতে বলা হয়েছে, আহবায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক এ চারটি পদ
কেবল থাকবে। আগামী ২৮ শে ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৫ দিন অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব
পালন করবেন তারা।
তাদের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির তিন জনের
আনুষ্ঠানিক ফোরাম পরবর্তী অর্গানোগ্রাম নির্ধারণ করবে বলে ঘোষণা করা হয়েছে।
রাজনৈতিক দলে অন্তর্ভুক্তির সাথে সাথে
সংশ্লিষ্ট সদস্যদের নাগরিক কমিটির সদস্য পদ বাতিল হবে। নতুন রাজনৈতিক দলে যোগ
দিচ্ছে না এমন সদস্যদের সদস্য পদ বহাল থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।
নতুন দল গঠনের পর থেকে জাতীয় নাগরিক কমিটি সিভিল
- পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে থেকে যাবে, আর কোন দল গঠনের উদ্যোগ নেবে না বলেও
জানিয়েছেন মুখপাত্র সামান্তা শারমিন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় নিন্দা, বিচার দাবি
নতুন ছাত্র
সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
এলামনাই।
এক সংবাদ
বিবৃতিতে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক
ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে তারা।
শিক্ষার্থীদের
শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে
বলে আশা প্রকাশ করেছে বেসরকবারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
বিবৃতিতে বলা
হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন বৈষম্য ছাড়াই তাদের ন্যায্য
দাবি আদায় করতে সক্ষম। তাদের এই অমূল্য ত্যাগ কখনোই ভুলে যাওয়া উচিত নয়। একইসাথে তাদের
ন্যায়সঙ্গত অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরে আদালত চত্বর থেকে দুই আসামিকে তুলে নেয়ার অভিযোগ
ছবির উৎস, COLLECTED
ছবির ক্যাপশান, গাজীপুরে আদালত চত্বর থেকে দুই আসামীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে
গাজীপুরে জমি
সংক্রান্ত এক মামলায় স্থায়ী জামিন পাওয়ার পর আদালত চত্বর থেকেই দুই আসামিকে তুলে
নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ মামলায় আগেই অস্থায়ী
জামিনে ছিলেন ১৩ আসামি। স্থায়ী জামিনের জন্য মামলার সব আসামি আজ বুধবার সকালে
আদালতে হাজির হয়।
আদালত তাদের স্থায়ী
জামিন মঞ্জুরের পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল সাড়ে এগারটায় গাজীপুর জেলা জজ আদালতের
পাশে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
যে দুই আসামিকে তুলে নিয়ে
যাওয়া হয়েছে তারা আপন দুই ভাই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, শত শত
মানুষের সামনে দুই জন ব্যক্তিকে টেনে, হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত
চত্বরে। একপর্যায়ে বাঁচার জন্য ওই দুই আসামি আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ
সম্পাদকের রুমে আশ্রয় নেয়। কিন্তু সেখানে গিয়ে তাদের ওপর হামলা করা হয় ও একপর্যায়ে
টানতে টানতে নিয়ে যাওয়া হয়।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার জনের ছাত্রত্ব বাতিল করেছে রুয়েট কর্তৃপক্ষ
রাজশাহী
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার জনের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করেছে কর্তৃপক্ষ।
এছাড়া আরও ৪২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ
সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য আরও দুই শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের
জন্য বহিষ্কার করা হয়েছে।
নিয়মানুযায়ী, শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা
গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ
প্রমাণিত হওয়ায় এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক
ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজীবন বহিষ্কৃতরা হলেন নিষিদ্ধ
সংগঠন ছাত্রলীগের রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী
ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক ও সি.এস.ই বিভাগের
২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক সাহা।
এছাড়া যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের
শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর এবং একই শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী
মৃন্ময় কান্তি বিশ্বাসের আজীবনের জন্য ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
এই শিক্ষার্থীরা গত চৌঠা অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা করেছিলো
বলে অভিযোগ ছিল। সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম
ছবির ক্যাপশান, তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম
তথ্য ও সম্প্রচার
মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।
এ বিষয়ে প্রজ্ঞাপন
জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে এই
মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। তিনি পদত্যাগ করার পর এই মন্ত্রণালয়
প্রধান উপদেষ্টার অধীনে ছিল একদিন।
গণ অভ্যুত্থানের পর ছাত্র, নাগরিক ও সরকারের
মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির
সমন্বয়ক ছিলেন মি. আলম।
গত
বছরের ১০ ই নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। তবে কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না।
অন্তর্বর্তী
সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮শে অগাস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছিল।
নতুন ছাত্র সংগঠনে বৈষম্য ও সিন্ডিকেটের অভিযোগ এনে বিক্ষোভ, নাকচ করলেন নেতারা
নতুন ছাত্র সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট প্রাধান্য পেয়েছে ও তাদের প্রতি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে বেসরকারি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ তাদের।
আত্মপ্রকাশ ঘিরে মধুর ক্যান্টিনে উত্তেজিত শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি করতে
দেখা যায়। এক পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের ‘সিন্ডিকেট, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’
স্লোগান দিতে দেখা যায়।
তারা অভিযোগ
করেন, “মেয়েদের ওপর হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।"
জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় তখন বেসরকারি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন চালিয়ে নিয়ে যায় বলে উল্লেখ করেন তারা।
“নতুন দলের কমিটিতে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য তারা করেছে এটা মানি না। তারা
কীভাবে এটা করে?” প্রশ্ন তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিক্ষোভরত শিক্ষার্থী।
তবে, বেসরকারি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে নতুন দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সমন্বয়ক মো.
হাসিব আল ইসলাম বলেন, “আলোচনার ভিত্তিতে সকলের প্রতিনিধিত্বের ভিত্তিতে এই কমিটি
ঘোষণা করা হয়েছে।”
বেলা তিনটায়
সংবাদ সম্মেলন করে দলের ঘোষণা দেওয়ার কথা থাকলেও পরে বিকেল পাঁচটা পর্যন্ত সেটি করা যায়নি। পরে তড়িঘড়ি করে নাম ঘোষণা করা হয় কমিটির। এখনো ঘোষণা করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি।
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে হাতাহাতি, উত্তেজনার মধ্যেই নাম ঘোষণা
ছবির ক্যাপশান, নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বেলা ৩টায় সংবাদ সম্মেলনে নতুন সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল। কিন্তু ধাক্কাধাক্কি ও বিক্ষোভের মুখে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরও সংবাদ সম্মেলন শুরু করা যায়নি।
পরে সোয়া পাঁচটার দিকে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের অন্যতম আবু বাকের মজুমদার নতুন দলের নাম ঘোষণা করেন। তখনও বিক্ষুব্ধ কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়।
নতুন ছাত্র সংগঠনের নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।
পদ বঞ্চিত হয়েছেন দাবি করে এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি করতে দেখা যায়।
নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। সদস্য সচিব জাহিদ আহসান। মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির এবং মুখপাত্র আশরেফা খাতুন।
দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের এবং সদস্য সচিব মাহির আলমের নাম ঘোষণা করা হয়।
সংগঠনটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সাথে এর সাংগঠনিক কাঠামোর কোনো সম্পর্ক থাকবে না। এমনকি গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের সাথেও কোনো সম্পর্ক থাকবে না।
শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক একটি ছাত্র সংগঠন হিসেবে এই সংগঠন কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনা পুনরায় তদন্তের নির্দেশ
ছবির উৎস, Sultana Mehzabeen Chaity
ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনা পুনরায় তদন্ত করতে নির্দেশ দিয়েছে আদালত, প্রতীকী ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর
সন্দেহে তোফাজ্জল হোসেন নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনা পুনরায় তদন্ত করতে নির্দেশ দিয়েছে
আদালত। আগামী চৌঠা মে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার একটি
বিচারিক আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
গত বছরের ১৮ই সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর দিন শাহবাগ থানায় মামলা করেন
বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।
মামলাটি
তদন্ত করে গত ৩০শে ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা
শাহবাগ থানার ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান। চার্জশিটে প্রতিষ্ঠানের ২১জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে।
গত দোসরা ফেব্রুয়ারি এ চার্জশিটে নারাজি আবেদন দাখিল করে
ঢাবি কর্তৃপক্ষ। ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি- এই যুক্তিতে নারাজি দাখিল করা হয়। পরে আজ শুনানি
শেষে আদালত পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে।
আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ছবির উৎস, Ministry of Home Affairs
ছবির ক্যাপশান, আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের চলমান পরিস্থিতিতে আইন
নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সকালে সাভারে এক অনুষ্ঠানে
তিনি এ কথা বলেন।
মি. আলম বলেন, “জনগণকে বলবো
আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না। আর পুলিশকে বলবো তারা আরও সক্রিয় হওয়ার
জন্য। কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জনসংখ্যাও আমরা
বাড়াবো।”
গত কয়েকদিন ধরেই সারা দেশে
ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে এ সপ্তাহে স্বরাষ্ট্র উপদেষ্টার
পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেন।
পরে মধ্যরাতে সংবাদ সম্মেলন
করে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসরদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাইয়ে আহত ব্যক্তিদের অবস্থান
ছবির উৎস, Collected
ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাইয়ে আহত ব্যক্তিরা
জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের
অনেকেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। বুধবার বেলা ১২টা থেকে কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছেন তারা।
অবস্থান নেওয়া ব্যক্তিদের দাবি, সরকার আহতদের
সুযোগ দেয়ার জন্য যে ক্যাটাগরি করেছে তাতে তারা যে ‘সি’ ক্যাটাগরিতে পড়েছেন এতে কোনো সুযোগ-সুবিধা নেই।
'এ ও বি' দুটি ক্যাটাগরি রাখতে হবে বলে দাবি করছেন তারা। একইসাথে সাত মাসেও সরকার আহতদের তালিকা প্রকাশ করতে না পারায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মো. মোবারক হোসেন বিবিসি বাংলাকে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এখনও তারা
সেখানে আছে। তারা ‘সি’ ক্যাটাগরির আহত ব্যক্তি। তাদের দাবি এই ক্যাটাগরিতে কোনো সুযোগ সুবিধা নেই। তাদেরকে ‘এ’ অথবা ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে
ওই ক্যাটাগরির সুযোগ-সুবিধাও তারা পায়।”
মি. হোসেন জানান, তাদের সেখান
থেকে সরে যাওয়ার জন্য বোঝানো হয়েছে। তবে এখনও
তারা সেখানেই আছেন।
এর আগে, অন্তর্বর্তী সরকার
জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার ঘোষণা
দিয়েছে। ওই ঘোষণায় আহতদের জন্য তিনটি ক্যাটাগরি এ, বি, সি করে বিভিন্ন সুযোগ-সুবিধা
দেয়ার ঘোষণা দিয়েছে।
থাইল্যান্ডে শিক্ষা সফরের বাস উল্টে ১৮ জনের মৃত্যু
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, থাইল্যান্ডে শিক্ষা সফরের বাস উল্টে অন্তত ১৮ জন নিহত হয়েছেন
থাইল্যান্ডের পূর্বাঞ্চলে অবস্থিত প্রাচীনবুরি প্রদেশে শিক্ষা সফরের বাস উল্টে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৩ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটির চালকসহ কমপক্ষে ৪৯ জন মানুষ ছিলেন। তাদের সবাই থাই নাগরিক বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
“রাস্তাটা বেশ ঢালু ছিল। একপর্যায়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সেটি উল্টে যায়,” রয়টার্সকে বলেন রয়েল থাই পুলিশের কর্মকর্তা কর্নেল সোফান ফ্রামানিহী।
দুর্ঘটনাস্থলটি ব্যাংককের ১৫৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের বেশকিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
“তদন্তে যদি দেখা যায় যে, গাড়িটি নির্ধারিত মান পূরণ করেনি বা এ বিষয়ে অবহেলা ছিলো, তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে," সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন থাই প্রধানমন্ত্রী।
ছবির ক্যাপশান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে রাজি হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউজে ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চুক্তিতে সই করতে মি. জেলেনস্কি আগামী শুক্রবার হোয়াইট হাউজে পৌঁছাবেন বলে আশা করছেন মি. ট্রাম্প।
এর আগে, নিজেদের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। কিয়েভের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে এই নিশ্চিত করেন।
"বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে আমরা একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবেই দেখছি," বলছিলেন ওই কর্মকর্তা।
তবে এর বিস্তারিত কিছু তিনি জানাননি।
গত মঙ্গলবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তিনশ থেকে সাড়ে তিনশ বিলিয়ন ডলার দিয়েছে।
"আমরা সেই অর্থ ফেরত চাই। আমরা বড় সমস্যায় থাকা দেশকে সাহায্য করেছি...। কিন্তু আমেরিকার করদাতারা এখন তাদের অর্থ ফেরত পেতে চায়," বলেন মি. ট্রাম্প।
অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেয়া ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশায়না ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন যে, "চুক্তি গোটা চিত্রের একটি অংশমাত্র"।
"আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছ থেকে অনেকবার শুনেছি যে এটা বড় দৃশ্যপটের একটি অংশ," বলেছেন তিনি।
ছবির ক্যাপশান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে নিহত জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ফের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এর মধ্যে মি. হককে ছয় দিনের এবং মি. মামুনের তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
পুলিশের আবেদনের শুনানি শেষে বুধবার এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সেফাতুল্লাহ।
এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় আরও সাতজনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তারা হলেন- সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং সাবেক তিন সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, হাজী মোহাম্মদ সেলিম ও আলী আজম মুকুল।
ক্যাম্পাস ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা, অতিরিক্ত পুলিশ মোতায়েন
ছবির উৎস, KUET
ছবির ক্যাপশান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলের শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে তারা হল ছাড়তে শুরু করেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে বলেও জানান তারা।
শিক্ষার্থীদের হল ত্যাগের সময় যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেজন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে কুয়েট কর্তৃপক্ষ।
এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেইসঙ্গে, বুধবার সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে বেশ কিছু দিন ধরে ক্যাম্পাসটিতে আন্দোলন করে আসছেন একদল শিক্ষার্থী।
প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি
ছবির ক্যাপশান, মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চিঠিতে বাংলাদেশ ও ড. ইউনূসের নেতৃত্বে পরিবর্তন প্রক্রিয়ার প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন গুতেরেস।
গত ৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক ‘হাই রিপ্রেজেন্টেটিভ’ খলিলুর রহমানের মাধ্যমে নিউ ইয়র্কে আমন্ত্রণপত্র পাঠানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব।
তিনি বাংলাদেশসহ এই অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাব নিয়ে সৃষ্ট উদ্বেগ এবং রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করেছেন। এই ইস্যুতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার প্রকাশ করেছেন।
মার্চে বাংলাদেশ সফরের সময় মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা আরও এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।
জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন শুনবে আপিল বিভাগ
ছবির উৎস, JAMAAT-E- ISLAMI/FACEBOOK
ছবির ক্যাপশান, এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গত কিছুদিন ধরে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আবেদনের ওপর শুনানি করবে আপিল বিভাগ। একইসঙ্গে তাকে আবেদনে অতিরিক্ত গ্রাউন্ড বা যুক্তি সংযোজনের অনুমতি দেওয়া হয়েছে।
বুধবার সকালে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই সিদ্ধান্ত জানায়।
রিভিউ আবেদনের পরবর্তী শুনানি দিন ২২শে এপ্রিল ঠিক করেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর এ টি এম আজহারুল ইসলামকে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০১৯ সালের ৩১শে অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।
পরে পরে ২০২০ সালের ১৯শে জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন মি. ইসলাম।
ছবির ক্যাপশান, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী মার্চে ঢাকা সফরে আসছেন। ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশে অবস্থান করবেন তিনি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন বলেও এতে জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে: মধ্যরাতে স্থানীয় সরকার উপদেষ্টা
ছবির উৎস, BSS
ছবির ক্যাপশান, মঙ্গলবার মধ্যরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা।
"ছিনতাই নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, এ অবস্থা থেকে দ্রুতই উত্তরণ হবে। যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায়, তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে," বলেন মি. ভূঁইয়া।
"দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা আশা করছি দ্রুত সুফল পাওয়া যাবে," বলেন তিনি।
এদিকে, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে অভিযান পরিচালনা করছেন।
“চিহ্নিত অপরাধীদের তালিকা করে সেই মোতাবেক আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে কোর্টে সোপর্দ করি। আমাদের চিহ্নিত ছিনতাইকারী যারা আছে, তাদেরকেই শুধু অ্যারেস্ট করবো,” সংবাদ সম্মেলনে বলেন তিনি।
“একটা ঘটনা যখন হয়, সমাজে একটা প্যানিক সৃষ্টি হয়, যা নিরাপত্তাহীনতা সৃষ্টি করতেছে। এটা থেকে মানুষকে বের করে আনার জন্য আমরা আরও বেশি অ্যাকটিভ,” বলনে মি. আলী।
নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আজ
ছবির ক্যাপশান, ছাত্রদের নতুন সংগঠন নিয়ে সংবাদ সম্মেলন, ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা হতে যাচ্ছে আজ বুধবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিকাল ৩টার দিকে এ ছাত্র সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়াদের ছাত্রদের মধ্যে অন্যতম আবু বাকের মজুমদার গণমাধ্যমে পাঠানো বার্তায় জানান, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠন হতে যাচ্ছে আজ। এ উপলক্ষে ঘোষণাপত্রসহ বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে সম্পতি এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যারা জুলাইয়ের ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলো তাদের অনেকেই সাধারণ ছাত্র। তাদের মধ্যে যারা রাজনীতিতে আগ্রহী তাদের জন্যই রাজনৈতিক সংগঠন করা হচ্ছে যেন তারা এই সংগঠনের মাধ্যমেই 'ছাত্রদের সমস্যা সমাধানে গঠনমূলক ভূমিকা' রাখতে পারেন।