আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ঢাবিতে শেখ মুজিব হলের নাম বদলে ওসমান হাদির নাম দেওয়ার সুপারিশ করবে সিন্ডিকেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণের সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট বৈঠকে। এদিকে, কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলি থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণের সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট বৈঠকে। একইসঙ্গে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের' নাম পাল্টিয়ে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম হল’ নামকরণের সুপারিশ করবে বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট।
    • কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলি থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা বন্ডের শর্ত থেকে অব্যাহতি পেতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি শুধু বাংলাদেশের জন্য নয়। অনেক দেশের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার কার্যালয়ে ভারতের কেন্দ্রিয় সরকারি সংস্থা অভিযান চালিয়েছে। জব্দ করেছে কাগজপত্র।
    • ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
    • ইরানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং দেশটির মুদ্রা রিয়েলের দরপতনের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ-আন্দোলন দেশটির ছোট ছোট শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। এতে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এগুলোর মধ্যে জাতিসংঘ অনুমোদিত সংস্থাও রয়েছে।
    • ২০২৭ সালের জন্য মার্কিন প্রতিরক্ষা ব্যয় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস জানিয়েছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তাদের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।
    • প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না।
    • বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. ব্রেকিং, ঢাবিতে শেখ মুজিব হলের নাম বদলে ওসমান হাদির নাম দেওয়ার সুপারিশ করবে সিন্ডিকেট

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণের সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট বৈঠকে।

    একইসঙ্গে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের' নাম পাল্টিয়ে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম হল’ নামকরণের সুপারিশ করবে সিন্ডিকেট।

    বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের কাছে এই সুপারিশ পাঠাবে সিন্ডিকেট।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, " এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সিনেট। সিন্ডিকেটের প্রস্তাব সেখানে পাঠানোর সুপারিশ আজকের বৈঠকে এসেছে।"

    দুটি হলসহ ক্যাম্পাসের পাঁচটি স্থাপনা থেকে শেখ হাসিনার পরিবারের সদস্যদের নাম সরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সুপারিশ করবে বলে জানান তিনি।

    এছাড়া ‘শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল’ এর নাম পরিবর্তন করে 'বীর প্রতীক তারামন বিবি' র নামে করতে সুপারিশ করা হয়েছে।

    একইসাথে আরো দু্ইটি স্টাফ কোয়ার্টার ‘রাসেল টাওয়ার’ ও ‘বঙ্গবন্ধু টাওয়ারের’ নাম বদলানোর সুপারিশও করার সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে।

    বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত চলা সিন্ডিকেটের এই সভা অনুষ্ঠিত হয়েছে।

  3. গায়ে বুলেট প্রুফ জ্যাকেট বিএনপি প্রার্থীর, বললেন 'জীবনের হুমকি আছে'

    জীবনের হুমকি থাকায় বুলেট প্রুফ জ্যাকেট পড়েন গোপালগঞ্জ - ৩ (কোটালীপাড়া - টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জিলানী।

    এক মত বিনিময় সভায় ‘জীবনের হুমকি আছে’ উল্লেখ করে গায়ের পাঞ্জাবি খুলে কর্মী-সমর্থকদের দেখালেন সেই বুলেট প্রুফ জ্যাকেট।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

    মি. জিলানী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি।

    বিবিসি বাংলাকে এই ভিডিওটি যে তারই সেটি নিশ্চিত করেছেন মি. জিলানী।

    “ নিজের সেইফটির জন্যই পড়তে হচ্ছে, ঘরে বসে থাকতে তো পারি না ” বলেন মি. জিলানী।

    তিনি বিবিসি বাংলাকে এ-ও বলেন, “ নানান ধরনের হুমকি-ধামকি পাচ্ছি। প্রশাসন থেকেও বলে অ্যালার্ট থাকবেন। নানান ভাবে নানান দিক থেকে আসে যে, লাইফ রিস্ক আছে। যার কারণে নিজের সেইফটির জন্য..।”

    মি. জিলানী আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমি পার্লামেন্ট ইলেকশন করছি এটা আমার গণতান্ত্রিক অধিকার। সেক্ষেত্রে এরকম হুমকি আসবে, জীবনের রিস্ক কেন? আমি তো রাজনীতি করি মানুষের জন্য।”

    নির্বাচনী সব মতবিনিময় সভায়ই তিনি এমন বুলেটপ্রুফ জ্যাকেট পরে যান বলে জানান বিবিসি বাংলাকে।

    কারা হুমকি দিচ্ছে এমন প্রশ্নে মি. জিলানী প্রশাসনের কথা উল্লেখ করে বলেন, “আমাকে প্রশাসনও বলছে যে আপনি অ্যালার্ট থাকবেন। আমাদের গোয়েন্দাদের কাছে।”

    মি. জিলানী গোপালগঞ্জের যে আসন থেকে নির্বাচন করছেন সেই আসনটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্বাচনী আসন।

    এর আগে, ২০০৮ এবং ২০১৮ সালে একই আসন থেকে শেখ হাসিনার বিপরীতে নির্বাচন করেছিলেন বলে জানান মি. জিলানী।

  4. নির্বাচন নিয়ে অভিযোগ জানাতে ইসিতে সেল

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা সমন্বয়ে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একটি সেল স্থাপন করা হয়েছে।

    ভোটের পরদিন ১৩ ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সমন্বয় সেল চালু থাকবে।

    বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।

    ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের সই করা এ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যে কোনও নাগরিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার সংক্রান্ত অভিযোগ বা তথ্য আইনশৃঙ্খলা সমন্বয় সেলের পাঁচটি ফোন নম্বরে জানাতে পারবেন।

  5. মার্কিন ভিসা বন্ড থেকে অব্যাহতি চাইবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

    যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা বন্ডের শর্ত থেকে অব্যাহতি পেতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ খবর প্রকাশ করেছে।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি শুধু বাংলাদেশের জন্য নয়। অনেক দেশের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তিনি আরো বলেন, অভিবাসন ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। এ কারণে যদি কিছু দেশের ওপর তারা বিধিনিষেধ আরোপ করে এবং তার মধ্যে বাংলাদেশ থাকে, তাহলে সেটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয় না। তবে, এটি অবশ্যই দুঃখজনক এবং আমাদের জন্য কষ্টকর।

    মো. তৌহিদ হোসেন বলেন, এই অনিয়মিত অভিবাসন সমস্যা পলিসি রিলেটেড এবং দীর্ঘদিন ধরে চলমান।

    অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সরকার শুরু থেকেই অনিয়মিত অভিবাসনের বিরোধিতা করে আসছে এবং এ ধরনের অভিবাসন বন্ধ করাই একমাত্র টেকসই সমাধান।

    তিনি বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মানুষের মৃত্যু বা উদ্ধার হওয়ার খবর নিয়মিত প্রকাশিত হচ্ছে। তারা ভিকটিম, তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি আছে। তবে, একই সঙ্গে আইনও লঙ্ঘিত হচ্ছে।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করার সময় সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড (জামানত) জমা দিতে হবে।

    গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র প্রথমে ছয়টি দেশকে ভিসা বন্ড তালিকায় অন্তর্ভুক্ত করে, পরে আরো সাতটি দেশ যোগ করে। মঙ্গলবার বাংলাদেশসহ আরো ২৫টি দেশ তালিকায় যুক্ত করা হয়েছে।

    ওয়েবসাইটে বলা হয়েছে, নতুনভাবে যুক্ত হওয়া দেশগুলোর জন্য বন্ডের শর্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে।

  6. কলকাতায় মমতার পরামর্শদাতা সংস্থার কার্যালয়ে অভিযান, কাগজপত্র জব্দ

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের কলকাতার বাসভবনে ইডির অভিযান চলাকালীন সময়ে সেখানে গিয়েছেন তিনি।

    ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী দাবি করেন, ভারতে কেন্দ্রীয় সরকারের সংস্থা ইডি তার দল তৃণমূল কংগ্রেসের কম্পিউটারের হার্ড ডিস্ক, অভ্যন্তরীণ নথি এবং সংবেদনশীল তথ্য বাজেয়াপ্ত করার চেষ্টা করছে।

    প্রতীক জৈনকে নিজের দলের পরামর্শদাতা সংস্থার প্রধান হিসেবে উল্লেখ করে মমতা বন্দোপাধ্যায় বলেন, তার বাড়িতে ইডির এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অসাংবিধানিক।

    তিনি দাবি করেছেন, ইডির কর্মকর্তারা তৃণমূল কংগ্রেসের নথি এবং দলের বিধান সভা প্রার্থীদের বিবরণ সংবলিত হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছেন।

    এদিকে, বিজেপি এই দিনটিকে ‘কালো দিন’ বলে অভিহিত করেছে।

    “পশ্চিমবঙ্গে যদি লুকানোর কিছুই না থাকে, তাহলে কেন একজন মুখ্যমন্ত্রী সরকারি তদন্তের স্থান থেকে ফাইলগুলো নেওয়ার জন্য হাত বাড়াচ্ছেন? ” বলেছে বিজেপি।

  7. নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

    ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস জানিয়েছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তাদের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ খবর প্রকাশ করেছে।

    ড. ইভারস আইজাবস বলেন, আমাদের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ডিসেম্বরের শেষ থেকেই বাংলাদেশে কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ সব মিলিয়ে নির্বাচনের সময় ইইউ’র ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন।

    সংসদ নির্বাচনের পাশাপাশি একই সময়ে গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক।

    তিনি বলেন, ‘কমিশন আমাদের জানিয়েছে যে সংসদ নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে, যা তাদের জন্য একটি চ্যালেঞ্জ। তবে কমিশন বিষয়টি যথাযথভাবে সামাল দিতে পারবে বলে আমরা আশা করছি।’

    ইইউ প্রতিনিধিদলের প্রধান বলেন, ‘আমরা এখানে সাহায্য করতে এসেছি। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবো। কারণ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।’

    তিনি বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের নির্বাচনটি হবে এক ঐতিহাসিক নির্বাচন।’

    এ সময় অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আশা প্রকাশ করেন তিনি।

  8. প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ

    প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেটসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১০ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত ওই এলাকাগুলোয় সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

    একইসাথে বিভিন্ন দাবি - দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন - তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সকলকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

  9. জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া

    গুম ও হত্যার ঘটনায় মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

    ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

    বৃহস্পতিবার মি. আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল।

    পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন।

    তিনি তার বক্তব্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে ইতিমধ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার দেওয়া জবানবন্দি পড়ে শোনান।

    মি. তামিম বিবিসি বাংলাকে বলেন, “তদন্ত সংস্থার কাছে দেওয়া সাবেক সেনাপ্রধানের জবানবন্দি থেকে চিফ প্রসিকিউটর উদ্ধৃত করেছেন। তিনি ট্রাইব্যুনালে শারীরিকভাবে এসে সাক্ষ্য দেবেন এ মামলায়।”

    জিয়াউল আহসান মামলাটিতে একমাত্র আসামি।

    এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে ১৪ জানুয়ারি আদেশ দেবে ট্রাইব্যুনাল।

    জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে গত ১৭ ই ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।

  10. অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মোসাব্বির হত্যা: বিএনপি মহাসচিব

    বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান তিনি।

    তিনি বলেন, “ ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।”

    গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়।

    এই অমানবিক ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক প্রকাশ করেন মি. আলমগীর।

    “ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই এই ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমনের বিকল্প নেই ” বিবৃতিতে বলেন মি. আলমগীর।

    গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

    “ নইলে ওঁত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসর’রা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে ” বিবৃতিতে শঙ্কা প্রকাশ করেন তিনি।

    অবিলম্বে হত্যাকারী দুষ্কৃতকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

  11. এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

    তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

    বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান সাংবাদিকদের এ তথ্য জানান।

    এর আগে বুধবার সন্ধ‍্যায় ব্যবসায়ী সমিতি সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের নোটিশ জারি করে ধর্মঘটের ডাক দিয়েছিলেন।

    বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন ব্যবসায়ীরা। পরে দুপুরে বিইআরসির সাথে ওই বৈঠক হয়।

  12. ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আইন উপদেষ্টা

    ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

    বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে মি. নজরুল লিখেছেন, “ জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ‘ফ্যাসিস্ট’ শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকালে ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।”

    এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ বলে মন্তব্য করেন তিনি।

    মি. নজরুল লিখেছেন, “আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণ-অভ্যুত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে।”

    তিনি পোস্টে উল্লেখ করেছেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিলো।

    এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে বলে জানান তিনি।

    “ ইনশাল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা (অধ্যাদেশের খসড়া) অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব ” লিখেছেন আইন উপদেষ্টা মি. নজরুল।

  13. নির্বাচন কমিশন চাইলে মাঠ প্রশাসনে রদবদলের বিষয় বিবেচনা করা হবে: মন্ত্রিপরিষদ সচিব

    রাজনৈতিক দলের অভিযোগে নয়, নির্বাচন কমিশন চাইলে মাঠ প্রশাসনে রদবদলের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

    জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় ‘দলীয়’ জেলা প্রশাসকদের (ডিসি) নিয়োগের অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি ওঠার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

    মি. রশীদ বলেছেন, “ আমরা রদবদলের কথা বলছি না তো। তবে নির্বাচন কমিশন যদি ‘কনভিন্সড’ হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন। তখন আমরা সেটা বিবেচনা করবো, সেইভাবে ব্যবস্থা নেব।”

    বুধবার জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নেই অভিযোগ করে ‘দলীয়’ ডিসি ও এসপিদের (পুলিশ সুপার) অপসারণ করার দাবি জানিয়েছে।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বা অভিমতের এখন অনেক বেশি মূল্য। সেটাই আমরা অনার করার চেষ্টা করব। তো তারা কনভিন্সড হোক আগে।”

    আগামী ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সেদিন গণভোটও হবে।

  14. ২৯৫ টি ওষুধ ‘অত্যাবশ্যকীয়' তালিকায়, দাম নির্ধারণ করে দেবে সরকার

    নতুন করে ১৩৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়' তালিকায় যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে এখন এই তালিকায় ওষুধের সংখ্যা হলো ২৯৫ টি।

    এই ‘অত্যাবশ্যকীয়’ ওষুধ বিক্রির জন্য নির্দিষ্ট দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পরে বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান।

    মানুষের চিকিৎসা ও ওষুধ প্রাপ্যতার জন্য বিক্রেতাদের সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে হবে বলে জানিয়েছেন তিনি।

    তবে এর জন্য সময় দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

  15. ইরানের বিভিন্ন স্থানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও গতি হ্রাস

    ইন্টারনেট প্রাপ্তিতে বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন ইরানের সাধারণ মানুষ - দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

    গত কয়েকদিনে দেশটির কয়ৈকটি এলাকায় মানুষ এ বাধার মুখোমুখি হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

    ইরানের ইন্টারনেট ব্যবহারকারীরা বলছেন, ইন্টারনেটের গতি বৃহস্পতিবার আগের চাইতেও কমে গেছে এবং ইন্টারনেট ব্যবহারের প্রক্সি সার্ভার ভিপিএনগুলো ব্যবহার করতেও তারা আরো বেশি বাধার সম্মুখীন হচ্ছেন।

    এই সংকটের সময়ে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ বা ব্যবহারকারীদের জন্য ব্যাপক বাধা তৈরি করাই ছিল ইরান সরকারের অন্যতম হাতিয়ার।

    ডিসেম্বরের ২৮ তারিখ থেকে দেশটিতে বিক্ষোভ চলছে।

    আরো পড়তে পারেন:

  16. ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

    কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলি থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে।

    এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দফতর থেকে ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল।

    এখন শুধুমাত্র গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ড হাই কমিশনারের দফতর থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু থাকল।

    এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা না হলেও, বুধবার থেকে যে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে তা নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সূত্রগুলি।

    এখন পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করলেও বাণিজ্যিক ভিসা সহ অন্যান্য ভিসা দেওয়া চালু থাকছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    গণ-অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে থাকা চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর করা হয়। সেসময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়।

    এরপর কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।

    পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও মূলত ওই সময় থেকেই ভারত জানিয়ে দেয় যে মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না।

    বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।

    আরো পড়তে পারেন:

  17. ইরানের বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ তেহরানের

    ইরানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং দেশটির মুদ্রা রিয়েলের দরপতনের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ-আন্দোলন দেশটির ছোট ছোট শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। এতে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

    এই আন্দোলনের বারোতম দিনে আজ বৃহস্পতিবার দেশটির বিভিন্ন শহরের বিক্রেতারাও দোকান বন্ধ করে এতে অংশ নিয়েছেন।

    এদিকে, বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে, চলমান বিক্ষোভের প্রতি যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই সমর্থনকে “হস্তক্ষেপবাদী এবং প্রতারণামূলক” অভিহিত করে নিন্দা জানিয়েছে।

    এই বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইরানি জনগণের প্রতি সহানুভূতি থেকে নেওয়া হয়নি। বরং সর্বোচ্চ চাপ, হুমকি এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নীতির সাথে তা সঙ্গতিপূর্ণ। যেটির লক্ষ্য সহিংসতা ও সন্ত্রাসবাদকে উসকে দেওয়া এবং দেশটিতে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা তৈরি করা।”

    “আজ যুক্তরাষ্ট্রের সরকার ইরানের বিরুদ্ধে যা করছে তা কেবল অর্থনৈতিক যুদ্ধ নয় বরং মনস্তাত্ত্বিক যুদ্ধ। মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার একটি মিডিয়া প্রচারণা, সামরিক হস্তক্ষেপের হুমকি এবং সহিংসতার প্ররোচনা,” বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    মানবাধিকার সংস্থাগুলোর মতে, দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে।

    এর মধ্যে বিবিসি পারসিয়ান স্বাধীনভাবে কমপক্ষে ২১ জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে। যাদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরান সরকারকে বিক্ষোভকারীদের ‘হত্যা’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় বিবিসি পারসিয়ানকে জানিয়েছে, ইরানের সাম্প্রতিক বিক্ষোভগুলো “ইরানি জনগণের ক্ষোভকে প্রতিফলিত করে”, কারণ দেশটির সরকার জনগণকে উন্নত জীবন যাপন করতে দিতে ব্যর্থ হয়েছে।

  18. ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ছেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এগুলোর মধ্যে জাতিসংঘ অনুমোদিত সংস্থাও রয়েছে।

    "যুক্তরাষ্ট্রের স্বার্থ পরিপন্থি যে কোনো আন্তর্জাতিক সংস্থা, সমঝোতা ও চুক্তি থেকে" সরে আসতে বুধবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

    আমেরিকা বলছে, এই প্রতিষ্ঠানগুলো হয় ‘অপ্রয়োজনীয়’ অথবা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করে।

    হোয়াইট হাউস থেকে প্রকাশিত ফ্যাক্ট শিট বা তথ্যপত্র অনুযায়ী, এই সংস্থাগুলোর মধ্যে ৩১টি জাতিসংঘ অনুমোদিত সংস্থা এবং ৩৫টি জাতিসংঘের বাইরের সংস্থা যেগুলো ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি বা সার্বভৌমত্বের বিরুদ্ধে’ কাজ করে।

    সব সরকারি বিভাগ এবং সংস্থাগুলোকে ‘যত দ্রুত সম্ভব’ এই সংস্থাগুলো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

    এই সংস্থাগুলোর তালিকায় ‘ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স'ও রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত ও ফ্রান্সের একটি যৌথ উদ্যোগ এটি।

  19. মার্কিন সামরিক ব্যয় ৫০ শতাংশের বেশি বাড়াতে চান ট্রাম্প

    ২০২৭ সালের জন্য মার্কিন প্রতিরক্ষা ব্যয় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এই সময়টাকে তিনি, “ অত্যন্ত সমস্যাপূর্ণ এবং বিপজ্জনক সময়” বলে অভিহিত করেছেন।

    ডিসেম্বরে কংগ্রেস অনুমোদিত এ বছরের ৯০১ বিলিয়ন ডলারের বাজেটের চেয়ে সেক্ষেত্রে ২০২৭ সালের বাজেট ৫০ শতাংশ বেশি হবে।

    বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, “এটি আমাদের ‘ড্রিম মিলিটারি' (স্বপ্নের সামরিক বাহিনী) তৈরিতে সাহায্য করবে, যেটি দীর্ঘদিন ধরেই আমাদের প্রাপ্য। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা আমাদের সব শত্রুর ক্ষেত্রেই নিরাপদ এবং সুরক্ষিত রাখবে”।

    পৃথক আরেকটি পোস্টে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অন্যতম কন্ট্রাক্টর বা ঠিকাদার ও শেয়ারহোল্ডারদের টাকা দেওয়ার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি, যদি না সংস্থাগুলো দ্রুত অস্ত্র সরবরাহ করে এবং নতুন উৎপাদন কেন্দ্র তৈরি করে।

    ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান এবং রেথিয়নের শেয়ারের দাম পাঁচ শতাংশেরও বেশি বেড়েছে।

    অর্থনীতিবিদরা আগেই সতর্ক করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের ব্যয় এবং আয়ের মধ্যে ব্যবধান অস্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে।

    কিন্তু ট্রাম্প বলেছেন, শুল্কের মাধ্যমে অর্থ আনার কারণে ওয়াশিংটন তার প্রস্তাবিত এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট “সহজেই ছুঁতে” পারবে।

  20. মোসাব্বিরকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা

    ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে তেজগাঁও থানায় মামলা করেছেন তার স্ত্রী সুরাইয়া বেগম।

    বৃহস্পতিবার সকালে মামলাটি দায়ের করা হয়।

    পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    মি. করিম বলেন, “অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।”

    এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

    গুলিবিদ্ধ অপর ব্যক্তি আবু সুফিয়ান মাসুদ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান মি. করিম।

    নিহত মি. মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক ছিলেন একসময়।

    বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার গ্রেফতার হয়ে কারাগারে গেছেন তিনি।