আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা, ১৩০ কোটি ডলার ঋণ পেতে পারে বাংলাদেশ

আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ থেকে ১৩০ কোটি ডলার ঋণের বিষয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। তবে এই সমঝোতায় সংস্থার নির্বাহী পরিষদের অনুমোদন পেতে হবে। এদিকে, ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে ১৩০ কোটি ডলার ঋণের বিষয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশের কর্তৃপক্ষ। তবে এই সমঝোতায় সংস্থার নির্বাহী পরিষদের অনুমোদন পেতে হবে।
    • সেনাবাহিনীর সাবেক সদস্যদের শাস্তি পুনর্বিবেচনার দাবি-দাওয়ার বিষয়ে নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং ধৈর্য্য, শৃঙ্খলা ও সহনশীলতা বজায় রাখার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী।
    • আবাসন ভাতা, বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে ঢাকায় কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে লংমার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার তাদের কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।
    • ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন নার্সিং শিক্ষার্থীরা। দুপুর থেকেই তারা সেখানে অবস্থান করছিলেন।
    • সৌদি আরব সফর শেষে কাতারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রিয়াদে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সিরিয়াকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।
    • মার্কিন ডলারের দাম কত হবে সেটি বাজারের ওপর ছেড়ে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
    • যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপ মুখপাত্র (প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপার্সন) টমি পিগট বলেছেন, অন্তর্বর্তী সরকার স্পেশাল ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা সচেতন।
    • রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের ওপর রায় ঘোষণার জন্য আগামী পহেলা জুন দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ।
    • জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের মালিকানার অভিযোগে দুনীতি দমন কমিশনের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    বৃহস্পতিবারের লাইভ পেজ দেখতে ক্লিক করুন এখানে

  2. ঋণ পেতে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে সমঝোতা

    আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ থেকে ১৩০ কোটি ডলার ঋণের বিষয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। তবে এই সমঝোতায় সংস্থার নির্বাহী পরিষদের অনুমোদন পেতে হবে।

    আজ বুধবার এ বিষয়ে বিবৃতি দিয়ে এ বিষয়ে সমঝোতার কথা জানিয়েছে আইএমএফ।

    যদিও কর্মকর্তা পর্যায়ের বৈঠকে সমঝোতা হওয়ায় এ ঋণ বাংলাদেশ পাবে বলে আশা করা হচ্ছে।

    ওদিকে আজই ঢাকায় অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইএমএফ চলতি বছরের জুনের মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য নির্ধারিত এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার একত্রে ছাড় করবে।

    এতে বলা হয়, বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সব বিষয় সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে উভয়পক্ষ রাজস্ব ব্যবস্থাপনা, মুদ্রা বিনিময় হারসহ অন্যান্য সংস্কার কাঠামো বিষয়ে সম্মত হয়েছে।

    রাজস্ব ব্যবস্থাপনা এবং বিনিময় হার ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে অধিকতর পর্যালোচনার লক্ষ্যে চতুর্থ রিভিউ সম্পন্ন হওয়ার পর উভয় রিভিউয়ের জন্য নির্ধারিত কিস্তির অর্থ একত্রে ছাড় করা হবে বলে বিগত তৃতীয় রিভিউয়ে সিদ্ধান্ত হওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।

    তখন সংস্থাটি বলেছিলো, পরবর্তী ৪২ মাস ধরে মোট সাত কিস্তিতে এই ঋণ পাবে বাংলাদেশ। ঋণের গড় সুদ হবে দুই দশমিক দুই শতাংশ।

    এ কর্মসূচির আওতায় ২০২৪ সালের জুন পর্যন্ত তিনটি কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।

    এরপর চতুর্থ কিস্তি আর ছাড় করেনি সংস্থাটি। পরে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা হয় এর কর্মকর্তাদের।

    শেষ পর্যন্ত আজ ১৩০ কোটি ডলার অর্থ ছাড়ের বিষয়ে সমঝোতার কথা জানালো আইএমএফ ও বাংলাদেশ সরকার।

  3. সাবেক সদস্যদের দাবি-দাওয়া নিয়ে নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ সেনাবাহিনীর

    সেনাবাহিনীর সাবেক সদস্যদের শাস্তি পুনর্বিবেচনার দাবি-দাওয়ার বিষয়ে নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং ধৈর্য্য, শৃঙ্খলা ও সহনশীলতা বজায় রাখার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী।

    আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী বলেছে, “সাম্প্রতিক সময়ে কতিপয় সাবেক সেনাসদস্যের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে শাস্তি সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কিছু আবেদন উত্থাপিত হয়েছে যা সেনাসদর সর্বোচ্চ গুরুত্বের সাথে গ্রহণ করেছে। মানবিক ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এ সকল আবেদনসমূহ যথাযথভাবে পর্যালোচনার উদ্দেশ্যে ইতিমধ্যে সেনাসদরে উচ্চপর্যায়ের একটি পর্ষদ গঠিত হয়েছে এবং এই পর্ষদের কার্যক্রম চলমান রয়েছে।”

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সংক্রান্ত মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে ১০৬টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট রেকর্ডে পাঠানো হয়েছে। বাকি ৬৯৬টি আবেদন পর্যায়ক্রমে যাচাই-বাছাই এবং মূল্যায়ন সাপেক্ষে নিষ্পত্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    বিষয়টি সময়সাপেক্ষ হলেও সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়িত্ববোধের সাথে কাজ করে যাচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    “সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী, সাবেক সেনাসদস্যদের প্রাপ্য সম্মান, মর্যাদা ও ন্যায্য দাবিসমূহের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে—পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও যথাযথ প্রক্রিয়া মেনে চলার মাধ্যমেই প্রতিটি সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব,” বিজ্ঞপ্তিতে বলা হয়।

    এ বিষয়ে যে কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য্য, শৃঙ্খলা ও সহনশীলতা বজায় রাখার জন্য পরামর্শ প্রদান করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

    প্রসঙ্গত, গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত সেনাসদস্যরা বকেয়া বেতন-ভাতাসহ চাকরি পুনর্বহালের দাবি জানিয়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন।

    ওই একই সময় সময় অর্ধশতের বেশি চাকরিচ্যুত সেনাসদস্য প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

    ‘সহযোদ্ধা’ নামে চাকরিচ্যুত সেনাসদস্যদের একটি প্ল্যাটফর্ম থেকে তারা এসব দাবি তুলে ধরেছিলেন।

    এরপর ডিসেম্বর মাসে চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কারসহ তিন দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে সশস্ত্র বাহিনীর একদল সদস্য। পরে তাদের আবেদনের পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

    এরপরও বিভিন্ন সময়ে সাবেক সেনাসদস্যদের জাহাঙ্গীর গেট বা রাওয়া ক্লাব এলাকায় নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে।

  4. কাকরাইল মসজিদ এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ও শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান

    ঢাকায় কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে লংমার্চ শুরু করেছিলেন সেটি লাঠিচার্জ, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পণ্ড করে দিয়েছিলো পুলিশ।

    আবাসন ভাতা, বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে লংমার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার কর্মসূচি দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা।

    সেই কর্মসূচি পণ্ড হওয়ার সময় শিক্ষক-শিক্ষার্থী অনেকেই আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    পরে সন্ধ্যায় আবারো শিক্ষার্থীদের কাকরাইল মসজিদ এলাকায় জমায়েত হতে দেখা গেছে।

    ওদিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন নার্সিং শিক্ষার্থীরা। দুপুর থেকেই তারা সেখানে অবস্থান করছিলেন।

    ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

    রমনা জোনের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল আলম সুমন বিবিসি বাংলাকে জানান, ক্রাইম ডিভিশনের সহায়তায় আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে শাহবাগে তিন দিকে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

  5. দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজ, নিচ্ছেন ছয় কোটি রুপি

    ভারতের আইপিএলে দিল্লি ক্যাপিটালসে বড় ধরনের একটি পরিবর্তন এলো।

    সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে দলটি জানিয়েছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান দুই বছর পর আবার দলে ফিরছেন।

    আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, বাঁহাতি এই মিডিয়াম পেসারকে ছয় কোটি ভারতীয় রুপিতে দলে নিয়েছে দিল্লি।

    অস্ট্রেলিয়ান পেসার জ্যাক ফ্রেজার মাকগার্কের জায়গায় দলভুক্ত হচ্ছেন তিনি।

    চলতি আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য মোস্তাফিজকে দলে নিলো তারা। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

    আইপিএলে এর আগে ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ।

    ২০১৬ সালে সানরাইজেস হায়দ্রাবাদ দলে খেলার মধ্য দিয়ে আইপিএলে অভিষেক হয়েছিলো তার। এরপর ২০২২ ও ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি।

    পরে ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুযোগ পান তিনি।

  6. রাজস্থান থেকে অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিতদের ফেরত পাঠানো শুরু

    ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর থেকে বিশেষ বিমানে করে অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিত ১৪৮ জনকে বুধবার দেশে ফেরত পাঠানোর জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

    রাজস্থানে গত কয়েকদিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাভাষী মুসলমানদের আটক করা হচ্ছে। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের বাংলাভাষী মুসলমানরাও আছেন।

    রাজস্থান পুলিশ বলেছে, এখন পর্যন্ত ১০০৮ জনকে আটক করা হয়েছিল, তার মধ্যে ৭৬১ জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করতে পেরেছে তারা।

    এদেরই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হলো বুধবার।

    রাজস্থান থেকে বিবিসির সহযোগী সংবাদদাতা মোহর সিং মীণা জানাচ্ছেন, প্রথম ধাপে ১৪৮ জনকে ফেরত পাঠানোর জন্য যোধপুরে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা হয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা আছে বলে রাজস্থান পুলিশের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে।

    অন্যদিকে যারা ভারতীয় ও বাংলাভাষী মুসলমান, তাদের পরিচয় নিশ্চিত করার জন্য প্রায় ১০ দিন ধরে তাদের আটকে রাখা হয়েছিল।

    এদের মঙ্গলবার রাত থেকে ছেড়ে দেওয়া শুরু হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে তাদের কোনো আদালতে তোলা হয়নি বলে বিবিসিকে জানিয়েছে গতরাতে ছাড়া পাওয়া পশ্চিমবঙ্গের একটি পরিবার।

  7. কাতারে বর্ণাঢ্য সংবর্ধনা পেলেন ট্রাম্প

    সৌদি আরব থেকে কাতারে গিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    পৌঁছানোর পরই বিলাসবহুল লুসাইল প্রাসাদে গিয়ে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

    উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ দেশটিতে বিলাসবহুল সংবর্ধনায় সিক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট।

  8. কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান উপহার বিতর্কে যুক্তি দিলেন ট্রাম্প

    কাতারের কাছ থেকে ৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল বিমান গ্রহণ করার বিষয়ে বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, “এখন কিছু লোক বলছে, দেশের জন্য উপহার গ্রহণ তোমার উচিত নয়। আমার কথা হলো, কেন আমি উপহার নেবো না? আমরা অন্যদের দিচ্ছি। কেন আমি উপহার গ্রহণ করবো না?”

    ট্রাম্প বলেন তিনি মনে করেন, বোয়িং এর বিমান তৈরির কাজ শেষ করতে ‘কয়েক বছর সময় লাগবে’। তিনি বলেন “যখন তারা কাজটি শেষ করবে তখন এটি চমৎকার হবে। কিন্তু সেটা দীর্ঘ সময়ের ব্যাপার”।

    ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে ‘বিশ্বকে সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র অঘোষিতভাবে বিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থ ব্যয় করে বলে’ ওই উপহারটি অফার করা হয়েছে কি-না?

    “আমরা বিশ্বের ওই অঞ্চলটির নিরাপত্তা দিচ্ছি অনেক বছর ধরে,” বলেন তিনি। এরপর বলেন “কাতারের বিমান আমাদের সহায়তা করবে কারণ ৪০ বছরের পুরানো বিমানের জায়গায় নতুন একটি বিমান আসবে”।

    এর আগে রোববার মার্কিন সংবাদমাধ্যম জানায়, ট্রাম্প প্রশাসন কাতারি রাজপরিবারের কাছ থেকে একটি বোয়িং জাম্বো জেট বিমান গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। বিমানটির ভেতরে কিছুপরিবর্তন আনার পর অস্থায়ীভাবে এটিএয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা হবে বলেওএসব খবরে জানানো হয়।

    নিজেরসামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেট্রাম্প লেখেন, "প্রতিরক্ষা বিভাগ ৪০ বছরের পুরানো এয়ার ফোর্স ওয়ানকে সাময়িকভাবে প্রতিস্থাপনের জন্য বিনামূল্যে একটি ৭৪৭ বিমান উপহার পাচ্ছে, একটি অত্যন্ত প্রকাশ্য এবং স্বচ্ছ লেনদেন।"

    সাংবাদিকরাএব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, "এটি কাতারের দিক থেকে একটি চমৎকার পদক্ষেপ, আমিএটির অনেক প্রশংসা করি। আমি কখনোই এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করবোনা।"

    এরফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, এয়ার ফোর্স ওয়ানের জন্য নতুন দুটি জেট বিমান পেতে বোয়িং দেরিকরায় তিনি খুশি নন।

    তিনি তখন এটাও যোগ করেন, হোয়াইট হাউস "একটি বিমান কিনতে বা একটি বিমান পেতে, অথবা অন্য কিছু" করতে পারে।

  9. সিরিয়াকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বললেন ট্রাম্প

    সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে সৌদি আরবের রিয়াদে বৈঠকের সময় তাকে পাঁচটি নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট এ তথ্য দিয়েছেন। ট্রাম্প যে পাঁচটি শর্ত বা নির্দেশনা সিরিয়াকে দিয়েছেন সেগুলো হলো:

    • ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহার অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করা
    • সব ‘বিদেশি সন্ত্রাসী’কে সিরিয়া থেকে চলে যেতে বলা
    • ‘ফিলিস্তিনি সন্ত্রাসী’দের সিরিয়া ত্যাগে বাধ্য করা
    • কথিত ইসলামিক স্টেট গ্রুপের পুনরুত্থান বন্ধের যুক্তরাষ্ট্রকে সহায়তা করা
    • উত্তরপূর্ব সিরিয়ায় এই গোষ্ঠীর সাথে সম্পর্কিত ডিটেনশন সেন্টারগুলোর দায়িত্ব নেয়া

    প্রসঙ্গত, আব্রাহাম অ্যাকর্ড হলো আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল, আরব আমিরাত ও বাহরাইনের মধ্য একটি চুক্তি, যা ২০২০ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

    ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ চুক্তিটি হয়েছিলো ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে।

  10. ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

    মার্কিন ডলারের দাম কত হবে সেটি বাজারের ওপর ছেড়ে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

    "এখন প্রবাসী আয় ভালো আসছে। রিজার্ভও স্থিতিশীল। উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এতে রিজার্ভ আরও বাড়বে। ফলে বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই ভালো সময়," বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে সাংবাদিকদের বলেন মি. মনসুর।

    বাজারভিত্তিক করার কারণে ডলারের মূল্য বাড়বে না বলে আশা করছেন তিনি।

    "আশা করছি, দাম এখনকার দামের আশপাশে থাকবে," বলেন গভর্নর মনসুর।

    উল্লেখ্য, ডলারের দাম বাজারভিত্তিক করতে চাপ দিয়ে আসছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

    বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে তাদের সঙ্গে বাংলাদেশের দর-কষাকষি চলছিল। এই শর্ত পূরণ না করায় সম্প্রতি আইএমএফ ঋণের কিস্তি ছাড় করছিল না বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।

    এর মধ্যেই মঙ্গলবার জানা যায়, বাংলাদেশ ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একদিন না যেতেই ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার ঘোষণা দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

  11. ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে, অভিযোগ সাধারণ সম্পাদকের

    ছাত্রদলের নেতাকর্মীদের 'টার্গেট করে' হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

    ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন।

    "আমরা দেখছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। অথচ সরকার তা নিয়ে নিশ্চুপ," বলেন মি. নাছির।

    পূর্বঘোষণা অনুযায়ী, বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ-সমাবেশ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখার পাশাপাশি ঢাকা মহানগর, ঢাকা কলেজ এবং তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এতে যোগ দেন।

    রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শেষে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে সমাবেশ করে ছাত্রদলের নেতা-কর্মীরা।

    এসময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা।

    "অতি দ্রুত আমরা এই ভিসি ও প্রক্টরকে সরানোর অনুরোধ করছি সরকারের কাছে। না হলে আমরা এই ইন্টেরিম সরকারকেই সরাতে বাধ্য হবো," বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়।

    উল্লেখ্য যে, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য।

    তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ছিলেন। ঘটনার পর মি. সাম্যের ভাই বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    হত্যার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

  12. আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার ঘটনাবলী নিয়ে সচেতন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

    যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে উঠে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি।

    এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধান উপ মুখপাত্র (প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপার্সন) টমি পিগট বলেছেন, “অন্তর্বর্তী সরকার স্পেশাল ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা সচেতন”।

    “আমরা বাংলাদেশের কোন একটি দলের চেয়ে অন্যকে বেশি সমর্থন করি না। আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একই সাথে সবার সাথে স্বচ্ছ আইনি প্রক্রিয়া”।

    তিনি বলেন, “আমরা বাংলাদেশ সহ সব দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ জমায়েত ও সংগঠন করার অধিকারকে সম্মান জানানোর আহবান জানাই”।

    এরপর ‘উগ্রপন্থাকে উৎসাহিত করতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার’ বিষয়ে একটি প্র্রশ্ন করেন প্রশ্নকর্তা সাংবাদিক।

    জবাবে টমি পিগট বলেন “আমরা ৫০ বছর ধরে গড়ে তোলা বাংলাদেশের সাথে আমাদের অংশদারিত্বকে গুরুত্ব দেই। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে এ অংশীদারিত্ব আও গভীর করতে অঙ্গীকারাবদ্ধ।

    প্রসঙ্গত, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে' আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে।

  13. আল-শারার সাথে ডোনাল্ড ট্রাম্পের প্রথম দেখার ছবি

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাক্ষাত ও বৈঠকের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে এটিই প্রথম সাক্ষাত।

  14. ইরানের সাথে চুক্তি করতে চান ট্রাম্প, ইসরায়েল বিষয়ে কী বললেন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গেও চুক্তি করতে চান, তবে সেজন্য দেশটিকে ‘সন্ত্রাসে অর্থায়ন’ বন্ধ করতে হবে এবং পারমাণবিক অস্ত্র থাকা যাবে না।

    মি. ট্রাম্প তার চার দিনের সফরে এখন সৌদি আরবের রাজধানী রিয়াদের রয়েছেন। সেখানে গালফ কো-অপারেশন কাউন্সিলে তিনি বক্তব্য রাখছিলেন।

    “অনেকেই ঈর্ষা নিয়ে দেখছে,” আরব নেতাদের উদ্দেশ্যে বলছিলেন তিনি। একই সাথে তিনি বলেন এ অঞ্চলের জন্য দারুণ চুক্তিগুলো এখন নাগালের মধ্যেই।

    তিনি আরব নেতাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যা করছেন তা নিয়ে পুরো বিশ্ব কথা বলছে”। তার মতে, এসব নেতারা এমন একটি মধ্যপ্রাচ্য গড়ে তুলছে যা হবে ‘সমৃদ্ধ ও বিশ্বের ভৌগলিক কেন্দ্র’।

    সৌদি আরব সফর শেষে তিনি কাতার সফর করবেন।

    ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় উল্লেখ করেন যে, তার প্রথম মেয়াদের শেষে মধ্যপ্রাচ্য ছিলো ‘শান্তির দিকে’।

    নিজের আবারো নির্বাচিত হওয়াকে ‘আমেরিকার ১২৯ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন তার আগের অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

    ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আরও দেশ ‘আব্রাহাম অ্যাকর্ডে’ যোগ হবে বলে আশা করেন তিনি।

    আব্রাহাম অ্যাকর্ড হলো আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল, আরব আমিরাত ও বাহরাইনের মধ্য একটি চুক্তি, যা ২০২০ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

    ডোনাল্ড ট্রামের মধ্যস্থতার এ চুক্তিটি হয়েছিলো ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে।

  15. পাকিস্তানে আটক বিএসএফ সদস্য ভারতে ফিরলেন

    ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে যে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্স-এর হাতে আটক হওয়া বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাউ বুধবার সকালে দেশে ফিরেছেন।

    মি. সাউ পশ্চিমবঙ্গের বাসিন্দা।

    বুধবার মি. সাউ দেশের ফেরার খবরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক্স-এ লিখেছেন, “বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়ার খবর জেনে আমি খুশি। হুগলির রিষড়ায় তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম আমি। তার স্ত্রীকে তিনবার ফোন করেছি।“

    পহেলগামের ঘটনার পরের দিন, ২৩শে এপ্রিল মি. সাউ পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে প্রহরা দেওয়ার সময়ে ভুল করে পাকিস্তানের মাটিতে চলে গিয়েছিলেন। তখনই তাকে পাকিস্তানের রেঞ্জার্স আটক করে।

    বিএসএফ তখন জানিয়েছিল যে ২৩শে এপ্রিল তারিখের দুপুরে ভারতীয় কৃষকদের প্রহরার দায়িত্ব ছিল তার। একটি গাছের তলায় ছায়াতে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনি পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েন। তার সঙ্গে অস্ত্রও ছিল।

    তাকে ফেরত আনতে বিএসএফ বার বার পতাকা বৈঠক করছিল, আর তার মধ্যেই ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়ে যায়।

    সেই সময়ে মি. সাউকে কীভাবে ফেরানো যাবে, বা আদৌ ফেরত আনা যাবে কী না, তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তার অন্ত:সত্তা স্ত্রী সহ পুরো পরিবার।

    মি. সাউ দেশে ফেরার খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদ সংস্থা এএনআইকে তার স্ত্রী রজনী বলেছেন, “আজ সকালেই ফোন এসেছিল যে উনি দেশে চলে এসেছেন এবং সুস্থ আছেন। আমার স্বামী ভিডিও কল করেছিলেন, তিনি সুস্থ সবল আছেন।“

    বিএসএফের মুখপাত্র বুধবার জানিয়েছেন নিয়মিত পাকিস্তান রেঞ্জার্স-এর সঙ্গে পতাকা বৈঠক এবং অন্যান্য পথেও আলোচনা চালিয়ে পূর্ণম কুমার সাউকে ফেরত আনা সম্ভব হয়েছে।

    এদিন আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে মি. সাউ ভারতে প্রবেশ করেন।

  16. নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় পহেলা জুন

    রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের ওপর রায় ঘোষণার জন্য আগামী পহেলা জুন দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ।

    বুধবার আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন।

    রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের পহেলা অগাস্টে রায় দেয় হাই কোর্ট।

    পরে ওই রায় স্থগিত জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হলে সেটিও খারিজ করে দেয় তৎকালীন হাই কোর্টের আপিল বিভাগ।

    এরপর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ২০১৮ সালের সাতই ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

    এছাড়া চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল ও লিভ টু আপিল ২০২৩ সালের ১৯শে নভেম্বর খারিজ করেছিল আপিল বিভাগ।

    কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে আবেদন করে জামায়াত।

    গত ২২শে অক্টোবর সেই আপিল মঞ্জুর করেছিল আপিল বিভাগ। এরপর সেই আপিলের শুনানি শেষে আগামী পহেলা জুন রায়ের দিন ধার্য করেছে আপিল বিভাগ।

  17. সিরিয়ার অন্তর্বর্তী নেতা আল-শারার সঙ্গে বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের সাথে সাক্ষাত করলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রিয়াদে তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়। মি. ট্রাম্প গতকালই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন।

    দুই হাজার সালের পর এই প্রথম দেশ দুটির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাত হলো। ট্রাম্পের অফিস থেকে আগেই জানানো হয়েছিলো যে তারা শুধু পরস্পরকে ‘হ্যালো’ বলবেন।

    তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প ও আল-শালার মধ্যকার বৈঠকের সময় সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান উপস্থিতি ছিলেন। আর অনলাইন ভিডিও লিংকের মাধ্যমে ওই বৈঠকে যোগ দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান।

    দীর্ঘদিন ধরেই সিরিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিলো যুক্তরাষ্ট্র, যে কারণে দেশটির ত্রাণ থেকে শুরু করে আর্থিক সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়েছিলো।

    গতকাল নিষেধাজ্ঞা প্রত্যাহারে মি. ট্রাম্পের ঘোষণার পর সিরিয়ার দামেস্কে লোকজন রাস্তায় নেমে এসে উল্লাস করেছে।

    বাশার আল আসাদ সরকারের পতনের পর গত ডিসেম্বরে সিরিয়ার আনুষ্ঠানিক দায়িত্ব নেন মি. শারা।

    তবে গত বছরেই আহমেদ আল-শারাকে গ্রেফতারের জন্য এক কোটি ডলারের পুরষ্কার ঘোষণা করেছিলো যুক্তরাষ্ট্র, যা গত বছর ডিসেম্বরে সিরিয়ার নতুন প্রশাসনের সাথে আলোচনার পর প্রত্যাহার করেছিলো যুক্তরাষ্ট্র।

  18. পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লংমার্চ পণ্ড

    আবাসন ভাতা, বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে লংমার্চ শুরু করেছিল, সেটি লাঠিচার্জ, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেটি পণ্ড করে দিয়েছে পুলিশ।

    বুধবার দুপুর একটার দিকে কাকরাইল মসজিদের সামনে লংমার্চটি বাধার মুখে পড়েছে। সড়কে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান পুলিশের কর্মকর্তারা।

    কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়।

    একপর্যায়ে পুলিশের সদস্যরা লাঠিপেটা শুরু করেন। এসময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

    পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

    এ ঘটনায় বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

  19. দুদকের মামলায় জামিন পেলেন জুবাইদা রহমান

    জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের মালিকানার অভিযোগে দুদকের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

    বুধবার মামলার শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ। মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিজ রহমান জামিনে থাকবেন বলেও জানানো হয়েছে।

    আওয়ামী লীগ সরকারের আমলে দুদকের ওই মামলায় তিন বছরের সাজা দেওয়া হয়েছিল জুবাইদা রহমানকে।

    তখন তিনি লন্ডনে ছিলেন। ১৭ বছর পর সম্প্রতি দেশে ফেরেন মিজ রহমান। এরপর গত মঙ্গলবার ওই মামলার রায় বাতিল চেয়ে আপিল আবেদন করেন জুবাইদা রহমান।

    “আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে মামলার নথি তলব করে ৩৫ লাখ টাকা অর্থদণ্ডও স্থগিত করা হয়েছে,” বুধবার সাংবাদিকদের বলেন মিজ রহমানের আইনজীবী কায়সার কামাল।

  20. ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ

    প্রজ্ঞাপন জারির দুই সপ্তাহ পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব না বুঝিয়ে দেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাজারেরও বেশি মানুষ।

    বুধবার সকাল সাড়ে আটটা থেকে বিক্ষোভকারীরা দলে দলে নগর ভবনের সামনে আসতে শুরু করেন। ঢাকাবাসী ব্যানারে নয়টার দিকে তারা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

    এতে নগরভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

    বিক্ষোভকারীরা নতুন মেয়রকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে নানান স্লোগান দিতে থাকেন।

    "মেয়র না থাকায় গত আট মাস ধরে আমাদের অনেক অসুবিধা হইতেছে। সেবা পাইতে ভোগান্তি হইতেছে। প্রশাসক অদক্ষ। মেয়র দায়িত্ব না নিলে সমস্যার সমাধান হবে না। সেজন্যই আসছি," সাংবাদিকদের বলছিলেন বিক্ষোভকারীদের একজন।

    আরেক জন বলেন, "ট্যাক্সের টাকা দেওয়ার পরও আমরা সেবা পাইতেছি না। ময়লা সরানো, পানি-এসব নিয়ে নানান সমস্যা হচ্ছে। মেয়র না থাকার কারণেই এসব হচ্ছে। এখন নতুন মেয়রের নাম ঘোষণা করার পরও কেন তাকে দায়িত্ব দেয়া হচ্ছে না?"

    দাবি আদায় বুধবার দুপুর দুইটা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারী। এরপরও দাবি মেনে না নেওয়া হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

    উল্লেখ্য যে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেয় আদালত।

    ওই রায়ের প্রেক্ষিতে মি. হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল প্রজ্ঞাপন দেয় নির্বাচন কমিশন।