বুধবার সারাদিন যা যা হলো
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে ১৩০ কোটি ডলার ঋণের বিষয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশের কর্তৃপক্ষ। তবে এই সমঝোতায় সংস্থার নির্বাহী পরিষদের অনুমোদন পেতে হবে।
- সেনাবাহিনীর সাবেক সদস্যদের শাস্তি পুনর্বিবেচনার দাবি-দাওয়ার বিষয়ে নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং ধৈর্য্য, শৃঙ্খলা ও সহনশীলতা বজায় রাখার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী।
- আবাসন ভাতা, বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে ঢাকায় কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে লংমার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার তাদের কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।
- ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন নার্সিং শিক্ষার্থীরা। দুপুর থেকেই তারা সেখানে অবস্থান করছিলেন।
- সৌদি আরব সফর শেষে কাতারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রিয়াদে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সিরিয়াকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।
- মার্কিন ডলারের দাম কত হবে সেটি বাজারের ওপর ছেড়ে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
- যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপ মুখপাত্র (প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপার্সন) টমি পিগট বলেছেন, অন্তর্বর্তী সরকার স্পেশাল ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা সচেতন।
- রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের ওপর রায় ঘোষণার জন্য আগামী পহেলা জুন দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ।
- জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের মালিকানার অভিযোগে দুনীতি দমন কমিশনের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
বৃহস্পতিবারের লাইভ পেজ দেখতে ক্লিক করুন এখানে।






























