বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ এর ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, এই সময়ে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
- পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকার কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেটসহ আরো কয়েকটি স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
- আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যতক্ষণ পর্যন্ত তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি দেখা না করবেন ততক্ষণ পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব।
- অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা এবং জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্মসচিব গাজী সালাহ উদ্দীন তানভীরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
- দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ্-র পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।
- বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্যই বিদেশে আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার।
- রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদ করতে শুরু করেছে সিটি কর্পোরেশন।
- ভারতের সেনাবাহিনী বলেছে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এক অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতরা 'উগ্রপন্থি' বলে দাবি করেছে তারা।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।



















