জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা আন্দোলনকারীদের

দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, এই সময়ে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। অন্যদিকে, দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ্-র পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। একনজরে দিনের ঘটনাপ্রবাহ থাকছে বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ এর ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, এই সময়ে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
    • পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকার কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেটসহ আরো কয়েকটি স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
    • আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যতক্ষণ পর্যন্ত তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি দেখা না করবেন ততক্ষণ পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব।
    • অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা এবং জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্মসচিব গাজী সালাহ উদ্দীন তানভীরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
    • দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ্-র পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।
    • বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্যই বিদেশে আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার।
    • রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদ করতে শুরু করেছে সিটি কর্পোরেশন।
    • ভারতের সেনাবাহিনী বলেছে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এক অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতরা 'উগ্রপন্থি' বলে দাবি করেছে তারা।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. ডিবির সাবেক কর্মকর্তা হারুনের শ্বশুর ও ভাইয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    আদালত, প্রতীকী ছবি
    ছবির ক্যাপশান, আদালত, প্রতীকী ছবি

    ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন অর রশিদের শ্বশুর মো. সোলায়মানের ১০ তলা ভবন জব্দ এবং পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

    এছাড়া তার ভাই এবিএম শাহরিয়ারের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার করার আদেশও দেয়া হয়েছে।

    আজ বৃহস্পতিবার ঢাকার একটি বিচারিক আদালত এসব আদেশ দিয়েছে।

    আওয়ামী লীগ সরকারের সময়ের এই পুলিশ কর্মকর্তা মি. রশিদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নামে-বেনামে ঢাকায় বেশ কয়েকটি বাড়ি, ফ্ল্যাট এবং প্লটের মালিক হওয়ার অভিযোগ উঠেছে।

    যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দাসহ বিভিন্ন জায়গায়ও তার সম্পদ রয়েছে বলে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুদক।

    ২০২২ সালের জুলাই থেকে ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পালন করছিলেন মি. রশীদ।

    গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের চার দিন আগে গতবছরের ৩১শে জুলাই তাকে সেখান থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনারের (ক্রাইম অ্যান্ড অপারেশনস) দায়িত্ব দেয়া হয়।

    পাঁচই অগাস্ট ওই সরকার পতনের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

  3. ঢাকার কয়েকটি স্থানে সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ

    পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকার কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেটসহ আরো কয়েকটি স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

    আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেছে।

    এতে বলা হয়েছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় ক্ষমতা অনুযায়ী বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

    এছাড়া বিভিন্ন দাবি আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে ব্যাঘাত না ঘটাতে ওই গণবিজ্ঞপ্তিতে সকলকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

  4. ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, বিক্রি নিষিদ্ধ ঘোষণা

    ইউক্যালিপটাস গাছ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার

    আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব তুষার কুমার পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য এই গাছগুলো রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হলো।

    ওই প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করার আহ্বান জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

    এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

    এর আগে ২০০৮ সালে এক প্রজ্ঞাপনে ইউক্যালিপটাসের চারা উৎপাদনে নিষেধাজ্ঞা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। এরপর বনবিভাগও এর উৎপাদন বন্ধ করার নীতি গ্রহণ করে।

  5. পুতিন আর আমি একসাথে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না: ইউক্রেন শান্তি আলোচনা প্রসঙ্গে ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যতক্ষণ পর্যন্ত তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি দেখা না করবেন ততক্ষণ পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব।

    প্রেসিডেন্ট ট্রাম্পের বিমান এয়ার ফোর্স ওয়ানে থাকা বিবিসির নর্থ আমেরিকান করেসপন্ডেন্ট তাকে জিজ্ঞাসা করেছিলেন, রাশিয়া তুরস্কে যে পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে তাতে তিনি হতাশ কিনা?

    ট্রাম্প বলেছেন, “ দেখুন, পুতিন আর আমি একসাথে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না। ঠিক আছে?”

    “এবং অবশ্যই তিনি (পুতিন) যাবেন না। তিনি যাবেন, কিন্তু তিনি ভেবেছিলেন যে আমি যাব” বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    তিনি বলেন, “আমি যদি সেখানে না থাকি তাহলে তিনি যাবেন না। আমি বিশ্বাস করি না যে কিছু ঘটবে যতক্ষণ পর্যন্ত তিনি ও আমি একসাথে হই। আপনি পছন্দ করুন বা না করুন। কিন্তু আমাদের এটা সমাধান করতে হবে কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।”

    এদিকে ইউক্রেন ও রাশিয়া উভয়ই গতকাল রাতে তাদের ভূখণ্ডে ড্রোন হামলার চেষ্টার খবর দিয়েছে।

    ইউক্রেনের বিমানবাহিনী অভিযোগ করেছে, রাশিয়া তাদের দিকে ১১০টি ড্রোন পাঠিয়েছে যার মধ্যে ৬২টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

    রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা ইউক্রেনের পাঠানো দুটি ড্রোন ধ্বংস করেছে।

  6. ‘চিকেনস নেক’-এর কাছে ভারতের সামরিক মহড়া ‘তিস্তা প্রহার’

    'তিস্তাপ্রহার' সামরিক মহড়ার একটি দৃশ্য

    ছবির উৎস, MoD INDIA

    ছবির ক্যাপশান, 'তিস্তাপ্রহার' সামরিক মহড়ার একটি দৃশ্য

    পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় ‘তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে’ ভারতের সামরিক বাহিনী তাদের ‘যুদ্ধকালীন প্রস্তুতির অংশ’ হিসেবে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পন্ন করেছে – যার নামকরণ করা হয়েছিল ‘তিস্তাপ্রহার’।

    গত সপ্তাহে তিনদিন ধরে (৮ থেকে ১০ই মে) যে জায়গায় মহড়াটি সম্পন্ন হয়েছে, সেটি ভারতের তথাকথিত ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের খুব কাছেই; অর্থাৎ ভারতের মানচিত্রে মাত্র ১৭ কিলোমিটার চওড়া যে সরু অংশটি উত্তর-পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করেছে।

    গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, “তিস্তাপ্রহার এক্সারসাইজে নদীবিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর ‘যৌথ কম্ব্যাট স্ট্র্যাটেজি’ এবং (যুদ্ধের) প্রস্তুতি কতটা, সেটাই প্রদর্শিত হয়েছে।”

    সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি আরও দাবি করেন, এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র, ট্যাকটিক্যাল ড্রিল ও খুব দ্রুত অভিযান চালানোর ক্ষমতাই আরো একবার ‘ভ্যালিডেট’ (বৈধতা দেওয়া) করেছে – যা তাদের উৎকর্ষ ও আধুনিকায়নের প্রমাণ।

    সেনাবাহিনীর পক্ষ থেকে ‘তিস্তাপ্রহারে’র যে সব ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাংক, হেলিকপ্টার, সারফেস-টু-এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দেখা যাচ্ছে।

    দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসি বাংলাকে বলেছেন, “এই মহড়াকে ঠিক ‘রুটিন এক্সারসাইজ’ বলা যাবে না, কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া কিন্তু সাম্প্রতিক কালের মধ্যে কখনোই হয়নি।”

    লন্ডন-ভিত্তিক জিওপলিটিক্যাল বিশ্লেষক প্রিয়জিৎ দেবসরকার মনে করছেন, এই সামরিক মহড়ার মধ্যে দিয়ে ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে।

    বিবিসিকে তিনি বলছিলেন, “এর মধ্যে একটা সূক্ষ প্ররোচনার উপাদানও হয়তো আছে, যেটা অবশ্যই বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না।”

  7. দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা আন্দোলনকারীদের

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন

    ছবির উৎস, RIAZ RAIHAN

    ছবির ক্যাপশান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন আন্দোলনকারীরা

    দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ এর ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, এই সময়ে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

    আজ কাকরাইল মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন এ ঘোষণা দেন।

    মি. উদ্দিন বলেন, "দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। এই পর্যন্ত কোনো চিন্তা নাই বিষয়টা কী হবে? আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এখনো ডাকেনি। সুতরাং এই পরিস্থিতিতে ক্যাম্পাসের কোনো কার্যক্রম চলতে পারে না। সুতরাং আন্দোলনের অংশ হিসেবে আমরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে।"

    আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি, অগ্রাধিকার ভিত্তিতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করাসহ তিন দফা দাবিতে দুইদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। অনেক শিক্ষকও এতে অংশ নিচ্ছেন।

    গতকাল বুধবারের মতো আজ বৃহস্পতিবারও শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন। এর ফলে কাকরাইল থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সম্মুখের উভয় পাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে।

    রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বিবিসি বাংলাকে জানিয়েছেন, “শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে এখনো আছে। আমরা যমুনার দিকে যাওয়ার দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছি।”

    এর ফলে আশে-পাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে বলে স্বীকার করেন মি. ফারুক।

    গতকাল বুধবার থেকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। গতকাল যমুনা অভিমুখে লংমার্চের কর্মসূচিতে পুলিশ টিয়ার শেল, লাঠিচার্জ করলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

    তিন দফা দাবির সাথে পুলিশের হামলার বিচারও তারা দাবি করেছেন।

    শিক্ষার্থীদের আন্দোলন

    ছবির উৎস, RIAZ RAIHAN

    ছবির ক্যাপশান, কাকরাইল মোড়ে রাস্তা অবরোধ করে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থী, শিক্ষকরা
  8. সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসার সামনে বিক্ষোভ ছাত্রদলের

    শাহরিয়ার আলম সাম্য

    ছবির উৎস, Shahriar Alam Shammo/Facebook

    ছবির ক্যাপশান, শাহরিয়ার আলম সাম্য

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

    বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ- এই অভিযোগ করে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন ছাত্রদলের নেতারা।

    ছাত্রদলের কেন্দ্রীয় শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে রাজপথে আমরা থাকবো, সেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা মাঠে থাকবো। খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস পালন করবো আমরা।”

    "নিহত সাম্য একটি বৃহত্তর রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতা বা কর্মী হয়েও তার নিরাপত্তা নাই। তাহলে সাধারণ ছাত্রদের নিরাপত্তা কোথায়"- এমন প্রশ্ন তোলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

    ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন শিক্ষার্থী সাম্য। তার মৃত্যুকে ঘিরে রাত থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।

  9. দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ও এনসিপি নেতাকে তলব দুদকে

    দুর্নীতি দমন কমিশন
    ছবির ক্যাপশান, দুর্নীতি দমন কমিশন

    অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা এবং জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্মসচিব গাজী সালাহ উদ্দীন তানভীরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

    তিন জনকেই নিজেদের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে দুদকে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুদক।

    আজ বৃহস্পতিবার এসব কমিটি গঠনের কথা জানান জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

    এর মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবিকে ২০শে মে, এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিনকে ২১শে মে এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেমকে ২২শে মে দুদকে উপস্থিত হতে বলা হয়েছে।

    তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার দুর্নীতি করার অভিযোগ পেয়েছে দুদক।

  10. ইসরায়েলি বিমান হামলায় গাজায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় বিধ্বস্ত এলাকার পরিমাণ ক্রমাগত বাড়ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় গাজায় বিধ্বস্ত এলাকার পরিমাণ ক্রমাগত বাড়ছে

    হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেসি জানিয়েছে, গতকাল রাতভর ইসরায়েলি বিমান হামলায় গাজায় মৃতের সংখ্যা বেঁড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে।

    এ হামলায় নিহতদের মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরের ১৩ জন রয়েছেন। ওই শিবিরের একটি প্রার্থনা কক্ষ এবং দাতব্য হাসপাতালে হামলা করা হয়েছে।

    দক্ষিণ গাজায় হামলা চালানোর পাশাপাশি আরও উত্তরে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, দক্ষিণ গাজায় হামলা চালানোর পাশাপাশি আরও উত্তরে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল
  11. দিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ পিছিয়ে গেলো

    দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মূল প্রবেশপথ

    ছবির উৎস, BDHC

    ছবির ক্যাপশান, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মূল প্রবেশপথ

    দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ্-র পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

    এদিন (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকেল চারটার সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করার কথা ছিল।

    কিন্তু বেলা বারোটা নাগাদ দিল্লির বাংলাদেশ দূতাবাসকে ওই অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়।

    দু’দেশের সরকারেরই নির্ভরযোগ্য সূত্র বিবিসি বাংলার কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    ভারত সরকারের একটি সূত্র বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষকে জানিয়েছেন, রাষ্ট্রপতি মুর্মু হঠাৎ করে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়াতেই এদিনের অনুষ্ঠান রদ করতে হয়েছে – এটি পরে অন্য কোনো সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

    শুধু বাংলাদেশই নয়, আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশও এদিন পিছিয়ে দিতে হয়েছে বলে তিনি জানান।

  12. রাতভর ইসরায়েলি বিমান হামলায় ৬২ জনের মৃত্যু

    গাজায় বিধ্বস্ত ঘরবাড়ি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রাতভর ইসরায়েলি বিমান হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়েছে

    গাজায় মধ্যরাতে ১২টি ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই দক্ষিণের শহর খান ইউনিসের।

    হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বিবিসিকে জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে খান ইউনিস থেকে ৫৬ জন, উত্তর গাজার বেইত লাহিয়া থেকে চারজন এবং মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

    নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল।

    মুখপাত্র আরও জানান, খান ইউনিসের ১৩ সদস্যের সামুর পরিবারের নাম নাগরিক নিবন্ধন থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে।

    এদিকে গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পাশাপাশি উত্তরে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

    ইতিমধ্যেই আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া গাজা সিটির বাসিন্দাদের ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ‘তীব্র হামলা’ শুরু হওয়ার আগেই নিজেদের নিরাপত্তার জন্য চলে যেতে বলা হয়েছে।

    বিশেষভাবে ইসলামিক বিশ্ববিদ্যালয়, আল-শিফা হাসপাতাল এবং তিনটি প্রাক্তন স্কুল খালি করার কথা বলেছে ইসরায়েল এবং তারা অভিযোগ করেছে, ভবনগুলো হামাস তাদের কার্যক্রমের জন্য ব্যবহার করছে।

    তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং সাহায্য সংস্থাগুলো বলছে, সেখানে হাজার হাজার বেসামরিক লোক আশ্রয় নিয়েছে এবং এই এলাকাগুলো থেকে তাদের সরিয়ে নিতে সময় লাগবে। এতে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটতে পারে।

  13. চিকিৎসার জন্যই বিদেশে আছেন আবদুল হামিদ, জানালেন তার ছেলে

    বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।
    ছবির ক্যাপশান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

    বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্যই বিদেশে আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার।

    বৃহস্পতিবার (১৫ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ পোস্ট দেন মি. আহমেদ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, "৮২-৮৩ বৎসরের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে এখন ২ মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না, ২ ঘণ্টা বসে থাকতে পারছেন না বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়েন। ওজন কমতে কমতে এখন ৫৪ কেজি। যে কারণে নিজের কোন প্যান্ট পড়তে পারছেন না বাধ্য হয়েই লুঙ্গি পড়ে থাকতে হচ্ছে। তাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তাররা বোর্ড করে সিদ্ধান্ত দিয়েছেন বিদেশে চিকিৎসা করানোর জন্য।"

    সাবেক রাষ্ট্রপতি রাজনীতির সাথে জড়িত নয় উল্লেখ করে তিনি বলেন, "তিনি রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হবার পর প্রকাশ্যে বলেছেন যে উনি আর পলিটিক্সের সঙ্গে জড়িত হবেন না এবং তারপর পলিটিক্সের সঙ্গে কোনভাবে জড়িত হননি। আবার, যেখানে শত শত লোক বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে নিয়মিত থাইল্যান্ড যাচ্ছে সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে থাইল্যান্ডে চিকিৎসার জন্য তিনি আসতেই পারেন।"

    এ ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে উল্লেখ করে তিনি লেখেন, "সকলেই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ।"

    আওয়ামী লীগ সরকারের আমলে টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন মো. আবদুল হামিদ। গত ৬ই মে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। বাংলাদেশ গত বছরে চলা ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সদর মডেল থানায় তার নামে একটি মামলা রয়েছে।

    তার দেশত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় প্রেক্ষিতে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

  14. রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেকু মেশিন দিয়ে সব দোকানপাট গুঁড়িয়ে দেয়া হয়।

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদ করতে শুরু করেছে সিটি কর্পোরেশন।

    বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্যানের প্রধান ফটক থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেকু মেশিন দিয়ে দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়।

    বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর।

    তিনি বলেছেন, এই দোকানপাটগুলো কোনো ধরনের নিয়মনীতি না মেনে ব্যবসা করে আসছিলো। গত রাতে তাদেরকে সরে যেতে বলা হলেও তারা কোনো ভ্রুক্ষেপ করেনি। ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

    রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ডিএমপির শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।

    উল্লেখ্য, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলে ধাক্কা লাগায় কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য গুরুতর নিহত হন।

    রাতেই হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা।

  15. বজ্রপাতে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫

    বজ্রপাত

    ছবির উৎস, Getty Images

    কু‌ড়িগ্রামের রৌমারী সীমা‌ন্তে টহলরত অবস্থায় বজ্রপাতে নিহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস‌্য। এ সময় আহত হয়েছে বি‌জি‌বি সদস‌্য ও এক আনসার সদস‌্যসহ আরো পাঁচ জন।

    বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি লুৎফর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

    তিনি জানান, রাতে টহল দেয়ার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রঝড় শুরু হ‌লে টহল দ‌লের সদস‌্যরা এক‌টি শে‌ডে আশ্রয় নেয়।

    হঠাৎ বজ্রপাত হলে সবাই আহত হন। দ্রুত তা‌দের উদ্ধার করে রৌমারী স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হ‌লে চি‌কিৎসক বি‌জি‌বি সদস‌্য রিয়াদ হো‌সেন‌কে মৃত ঘোষণা ক‌রেন।

    গুরুতর আহত অবস্থায় দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবার অবস্থা শঙ্কামুক্ত বলে জানতে পেরেছে পুলিশ।

  16. ২১শে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় লিভ টু আপিলের পরবর্তী শুনানি ২৬শে মে

    আদালত

    ছবির উৎস, Getty Images

    ২১শে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ।

    আগামী ২৬শে মে আপিল বিভাগে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য করেন।

    গত ১লা ডিসেম্বর ২১শে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট।

    রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে।২০০৪ সালের ২১শে অগাস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে।

    ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়।

  17. ভারত-মিয়ানমার সীমান্তে ১০ সন্দেহভাজন বন্দুকধারী নিহত

    ভারত-মিয়ানমার সীমান্তের কাছে গুলির যুদ্ধ শুরু হয় বুধবার রাতে - প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারত-মিয়ানমার সীমান্তের কাছে বুধবার রাতে গোলাগুলি হয়েছে - প্রতীকী ছবি

    ভারতের সেনাবাহিনী বলেছে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এক অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতরা "উগ্রপন্থী" বলে দাবি করেছে তারা।

    সেনাবাহিনীর পূর্ব কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে যে ভারত মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় ওই “সশস্ত্র উগ্রপন্থীরা” যাতায়াত করছে এরকম খবর গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছিল।

    আসাম রাইফেলসের একটি দল সেখানে অপারেশন শুরু করে।

    “সন্দেহভাজন উগ্রপন্থীরা সেনা সদস্যদের ওপরে গুলি চালালে পাল্টা গুলি চালায় বাহিনী আর তাতেই ১০ জন উগ্রপন্থী মারা গেছে,” লিখেছে ভারতীয় সেনাবাহিনী।

    ওই অভিযান থেকে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর ওই পোস্টে।

  18. তিন জেলায় ঝড়ের পূর্বাভাস, গরম থাকবে কিছু এলাকায়

    আবহাওয়া অধিদপ্তর।

    ছবির উৎস, Meteorological Department

    বাংলাদেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে বৃহস্পতিবার দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    এছাড়া আগামী পাঁচ দিন ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এদিকে বুধবার পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

    বৃষ্টির পাশাপাশি দেশের কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বর্তমানে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

  19. দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

    বৃহস্পতিবার সকালেও সড়কে অবস্থান নিয়ে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
    ছবির ক্যাপশান, বৃহস্পতিবার সকালেও সড়কে অবস্থান নিয়ে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো ঢাকার কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার সকালে দেখা গেছে আন্দোলনকারীদের কেউ কেউ রাস্তায় কাগজ বা কাপড় বিছিয়ে শুয়ে আছেন। কেউ বা বসে বা হেলান দিয়ে বিশ্রাম করছেন।

    বেলা গড়াতেই বিভিন্ন স্থান থেকে দলে দলে শিক্ষার্থীদের কাকরাইলে জড়ো হতে দেখা যাচ্ছে।

    আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেয়ার তিন দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

    এর আগে, বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে যাত্রা করে কয়েকশত শিক্ষার্থী।

    তবে, কাকরাইল মোড় পৌঁছালে সেখানে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এসময় আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।