আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লেবাননে আট ইসরায়েলি সেনা নিহত

তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার। এক নজরে জেনে নিন দিনের খবরাখবর।

সার সংক্ষেপ

  • জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল
  • এলপিজি দাম ১২ কেজিতে এবার ৩৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
  • আইন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা
  • খাগড়াছড়িতে বেলা ৩টায় ১৪৪ ধারা প্রত্যাহার
  • সাবেক মুখ্য সচিবসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি
  • ইসরায়েলের 'সমস্ত অবকাঠামোতে' হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান

সরাসরি কভারেজ

  1. বুধবার যা যা হলো

    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। এসময় আরও সাত জন সৈন্য আহত হওয়ার খবরও দিচ্ছে ইসরায়েলি বাহিনী।
    • জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে 'পারসনা নন গ্রাটা' আখ্যা দিয়ে তাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে আদালতের দেওয়া দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার।
    • মঙ্গলবার সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
    • দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমলেও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৩৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
    • বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার অভিযোগে সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
    • প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরে দুই হাজার ৪০৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৮৫৭ কোটি টাকা।
    • এছাড়াও অন্যান্য খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।
  2. আইন কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা

    আইন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা।

    বুধবার (২ অক্টোবর) তান নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

    এছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আরও দুটি প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাঈমা হক-কে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    চেয়ারম্যান ও সদস্যদের তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  3. লেবাননে আট ইসরায়েলি সেনা নিহত

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। এসময় আরও সাত জন সৈন্য আহত হওয়ার খবরও দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যে সব সৈন্য মারা গেছে তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের।

    লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরায়েলি সৈন্য মৃত্যুর ঘটনা এই প্রথম।

    লেবাননের হেজবুল্লাহ ইরানের একটি প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছিল।

    ইরানের পরমাণু স্থাপনাগুলো আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে, হেজবুল্লাহর ভাণ্ডারে থাকা অত্যাধুনিক অস্ত্রগুলো প্রতিরোধের কাজে লাগানো যেতো।

    কিন্তু, মার্কিন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, গত দুই সপ্তাহে সশস্ত্র সংগঠনটির অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে।

    তাদের শীর্ষ নেতৃত্ব শেখ হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন, লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা।

    তবে, লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করার দাবি করছে হেজবুল্লাহ। বুধবার দুইবার মুখোমুখি লড়াই হয়েছে বলে জানায় তারা। সংগঠনটির বক্তব্য, এগুলো যুদ্ধের প্রথম পর্যায়।

    মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিবিসির বিশ্লেষণ জানতে পড়ুন - ইরান-ইসরায়েল সংঘাত কোনদিকে যাচ্ছে?

  4. পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব ইতালির

    ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা এবং দেশটিতে আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করতে চায়।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা- বাসসের খবরে বলা হয়েছে, বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার অফিসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে দেশটির রাষ্ট্রদূত এ কথা জানান।

    এ সময় আলোচনায় ইতালিতে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশ সংস্কার প্রাধান্য পেয়েছে।

    নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পরে এ সাক্ষাৎ হলো।

    জাতিসংঘের বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে ইতালিতে বড় আকারে আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান।

    ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশ সংস্কারে ইতালির সহায়তার প্রস্তাব দেন।

    তিনি বলেন, ‘আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এ সহায়তা দিয়ে থাকে।’

    রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ‘শীঘ্রই ঘুরে দাঁড়াবে।’

  5. একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু

    মঙ্গলবার সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১৭ জন।

    বুধবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

    এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৯৯ জন।

    স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৬৯৯ জন, বাকি ১ হাজার ৭৫১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের।

  6. সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

    ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরসহ সাতজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

    বুধবার এক চিঠিতে বিএফআইইউ ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব ব্যক্তি ও তাদের কোম্পানি বা সংগঠনের নামে থাকা বিভিন্ন হিসাবের তথ্য দিতে বলেছে।

    চিঠিতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এই দুজনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপোজিট প্লাস স্কিম (ডিপিএস) হিসাবের তথ্য দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ।

    একইসঙ্গে তাদের সাথে সংশ্লিষ্ট কোম্পানি বা সংগঠনের ব্যাংক হিসাবগুলোর বিষয়েও তথ্য চাওয়া হয়েছে।

    এছাড়া ওই চিঠিতে আরও পাঁচ জনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়েছে। তারা হলেন আবুল কালাম মাদবর, মো. নাজমুল বাশার খান, মোহাম্মদ বাশার, কণিকা আফরোজ ও কাজী সাদিয়া হাসান।

  7. ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিত করেছে সরকার

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে আদালতের দেওয়া দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার।

    বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

    এতে বলা হয়, ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হলো।

    অন্যান্য খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।

  8. জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে 'পারসনা নন গ্রাটা' আখ্যা দিয়ে তাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

    বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে সেটির নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন মি. গুতেরেস।

    তার অভিযোগ জাতিসংঘ মহাসচিব ‘ইসরায়েল বিরোধী’ এবং ‘সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের মদদদাতা। আগামী প্রজন্মের কাছে জাতিসংঘ মহাসচিব কলঙ্কিত হিসেবে আখ্যায়িত হবেন।’

    মঙ্গলবার জাতিসংঘের প্রধান মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির পর এ নিয়ে নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি যুদ্ধ বিরতিরও আহবান জানিয়েছিলেন।

  9. আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, কার্যকর সন্ধ্যা থেকে

    দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমলেও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৩৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে গত মাসে ১২ কেজিতে ৪৪ টাকা বেড়েছিল এলপি গ্যাসের দাম।

    ঘোষিত নতুন দাম বুধবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। অক্টোবরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৬ টাকা।

    সেপ্টেম্বরে দাম ছিল ১ হাজার ৪২১ টাকা। গত অগাস্টে দাম ছিল এক হাজার ৩৭৭ টাকা।

    বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকায় ৪৯ পয়সায় নির্ধারণ করা হয়েছে।

    এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।

  10. একদিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

    খাগড়াছড়িতে গণপিটুনিতে এক শিক্ষকের মৃত্যুকে সংঘর্ষের জের ধরে খাগড়াছড়িতে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার হয়েছে।

    এর আগে মঙ্গলবার দুপুরে ১৪৪ ধারা জারি করে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রশাসন।

    এই ঘটনায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

    তবে, গণপিটুনিতে নিহত ও সংঘর্ষকে কেন্দ্র করে জেলা সদরসহ অন্যান্য উপজেলাগুলোতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তাঘাটে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। কিছুক্ষণ পরপর তাদেরকে বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে।

    এরই মধ্যে মঙ্গলবারের পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

    ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার একটি মামলা করেছে নিহত শিক্ষকের বিরুদ্ধে। এছাড়া সরকারি কাজে বাধাদান, ভাঙচুরের ঘটনায় হয়েছে আরো একটি মামলা।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির আহ্বায়ক রোজলীন শহীদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, “ আজকের পরিস্থিতি ভালো।

  11. ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করল ছাত্রশিবির

    ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির।

    মঙ্গলবার দলটি আনুষ্ঠানিকভাবে ১৪ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

    এর আগে, গত মাসে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশ করে সংগঠনটি। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতিও শুরু করেছে এই ছাত্র সংগঠনটি।

    সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক কায়েম তার রাজনৈতিক পরিচয় প্রকাশের পর এটি নিয়ে নানা আলোচনা তৈরি হয়। কেননা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা হিসেবে ছিলেন সাদিক কায়েম।

    যে কারণে আন্দোলনের পর পরিচয় প্রকাশের পর বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।

    বুধবার ছাত্রশিবির যে তালিকা প্রকাশ করেছে সেখানে সাধারণ সম্পাদক হিসেবে আছেন এসএম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন।

    এছাড়াও বিভিন্ন পদে আরও ৮জন দায়িত্বপ্রাপ্তের নাম প্রকাশ করে এই ছাত্র সংগঠনটি।

  12. ছাত্র-জনতার ওপর হামলায় ১১৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে: র‌্যাব

    পাঁচই অগাস্টের পর বিভিন্ন সময় অবৈধ অস্ত্র, হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত প্রায় এক হাজার ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

    বুধবার এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

    জুলাই অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। সেগুলো থেকে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণকারীদেরকে চিহ্নিত করা হচ্ছে বলে তিনি জানান।

    তিনি উল্লেখ করেন, সেসব ফুটেজে অনেককে একে-৪৭ বন্দুকসহ দেশিয় অস্ত্র হাতে দেখা গেছে।

  13. লেবানন অভিযানে আরো সৈন্য পাঠাচ্ছে ইসরায়েল

    লেবাননের দক্ষিণ এলাকায় স্থল অভিযানে আরো সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

    ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, সীমিত, স্থানীয় আর হেজবুল্লাহর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো ওই অভিযানে আরো সৈন্য পাঠানো হচ্ছে।

    অন্যদিকে লেবানন সীমান্তের ২৫টি গ্রাম থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে আইডিএফ।

    এর আগে হেজবুল্লাহ দাবি করেছিল যে, দক্ষিণ লেবানন সীমান্তের একটি গ্রামে ইসরায়েলি একটি অভিযান তারা ঠেকিয়ে দিয়েছে। এই দাবির বিষয়ে কোন মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

    বৈরুত থেকে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন, ইসরায়েলি বিমান হামলার কারণে বৈরুতজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

  14. শেখ হাসিনার 'সাবেক পিয়নের' বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত সিআইডি’র

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের কর্মচারি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে সিআইডি।

    জাহাঙ্গীর আলম নাম হলেও তিনি অনেকের কাছে পানি জাহাঙ্গীর নামেও পরিচিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তখন তিনি শেখ হাসিনার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার মূল কাজ ছিল সুধা সদনে আসা লোকজনের কাছে খাবার পানি সরবরাহ করা।

    এ কারণে তখন তার নাম হয়ে যায় পানি জাহাঙ্গীর। কিন্ত পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দেয়া শুরু করে।

    প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ, চাকরি নিয়োগ ও বদলি বাণিজ্য করেন জাহাঙ্গীর আলম। এই পরিচয়ে তিনি নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ পেয়েছেন। কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন।

    সিআইডি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে তিনি ৪০০ কোটি টাকার মালিকসহ গাড়ি-বাড়ির মালিক হয়েছেন।

    এছাড়া, গত দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-১ আসন (চাটখিল-সোনাইমুড়ী) থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন।

    জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের নামে সাত কোটি ৩০ লাখ টাকার সম্পদ থাকার কথাও জানা যায়। যার মধ্যে ধানমন্ডিতে দুই হাজার ৩৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট, একটি গাড়ি, বিভিন্ন ব্যবসায় মূলধন ৭৩ লাখ টাকা এবং ব্যাংকে এক কোটি ১৭ লাখ টাকার তথ্য পাওয়া যায়।

    জাহাঙ্গীর আলমের নিজের নামে এলাকায় চার কোটি টাকার কৃষি ও অকৃষি জমি, মোহাম্মদপুর ও নিউমার্কেটে দু’টি দোকান, মিরপুরে সাত তলা ভবন ও দু’টি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে একতলা ভবন ও চাটখিলে পৈতৃক ভিটায় চারতলা বাড়ি রয়েছে।

    এছাড়াও, তার পরিবারের একটি আটতলা বাড়ি রয়েছে নোয়াখালী শহর মাইজদীর হরিনারায়নপুর এলাকায়, যার ১৯টি ফ্ল্যাটের মধ্যে ১৮টি ভাড়ায় দেওয়া আছে।

    জাহাঙ্গীর আলম এ কে রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির মালিক ও হুন্ডির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলে জানা যায়।

  15. ফের রিমান্ডে সালমান এফ রহমান

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা জেলার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) খবর অনুযায়ী, আজ বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

    এরপর ঢাকার নবাবগঞ্জ ও দোহারের পৃথক দুই হত্যা মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

    অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

    উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এম সাইফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে নবাবগঞ্জের মামলায় চার ও দোহারের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এছাড়া, দোহার থানার আরও দুই হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

    গত ১৩ই অগাস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিয়ে যাওয়ার সময়ে ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়।

    নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় গত ১৪ই অগাস্ট তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

  16. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগের তিন নেতা গ্রেফতার

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় পল্লবী থানার করা মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ– ডিএমপি’র পল্লবী থানা পুলিশ।

    তাদের তিনজনকেই গতকাল মঙ্গলবার পল্লবী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চৌঠা আগস্ট পল্লবী থানার মিরপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরও অনেকের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছিলো মো. ইমরান।

    ‘সেসময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে মো. ইমরান গুরুতর আহত হয়।’

    এরপর তাকে প্রথমে একটি ক্লিনিকে নিয়ে গেলে “আসামীদের ভয়ে” চিকিৎসা দেওয়া হয়নি। পরে তাকে অন্য একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মো. ইমরানকে মৃত ঘোষণা করেন।

    ওই ঘটনায় গত ২৭শে অগাস্ট বাদী হয়ে পল্লবী থানায় মামলা করে মো. ইমরানের মা। সেই মামলার তদন্তের জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আক্রমণকারীদের চিহ্নিত করা হয়।

    তাদেরই তিন হলেন– থানার বাউনিয়া এ ব্লকের যুবলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংঘঠনিক সম্পাদক মো. শাহীন খান ও সদস্য সোহেল।

    গ্রেফতারের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

  17. সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

    বৈরি আবহাওয়ার জন্য দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বিবিসি বাংলাকে বলেন, এখন মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় আছে। তাই উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

    এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    শুধুমাত্র এই “সক্রিয় মৌসুমি বায়ুর কারণেই” দেওয়া হয়েছে। এমনিতে এখন সাগরে কোনও “লঘুচাপ নেই, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই”।

    আজ বুধবার আবহাওয়া অফিস থেকে এক সতর্কবার্তাও জারি করা হয়েছে।

    সেখানে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করে।

  18. সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮০ দশমিক ২০ ভাগ

    প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরে দুই হাজার ৪০৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৮৫৭ কোটি টাকা।

    বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) খবর বলছে, এই রেমিট্যান্স গত বছরের একই মাসের তুলনায় ৮০ দশমিক ২০ শতাংশ বেশি। গত বছর রেমিট্যান্স এসেছিলো এক হাজার ৩৩৪ মার্কিন ডলার।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, এই তিন মাসে প্রবাসী বাংলাদেশিরা ছয় হাজার ৫৪৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছে।

    অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিল চার হাজার ৯০৭ মিলিয়ন মার্কিন ডলার।

    আরও খবর পেতে বিবিসি বাংলার ওয়েবসাইট ভিজিট করুন

  19. খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, জনমনে আতঙ্ক

    পাহাড়ি-বাঙ্গালী সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় খাগড়াছড়িতে এখনও ১৪৪ ধারা বলবৎ রয়েছে। একদিন পেরোলেও সেখানকার বাসিন্দাদের মাঝে এক ধরনের ভয়-আতঙ্ক কাজ করছে।

    স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। দোকানপাট এখনও সব বন্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে আছেন।

    ঘটনার সূত্রপাত হয় গতকাল মঙ্গলবার দুপুরে। খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানকে পিটিয়ে হত্যা করে একই প্রতিষ্ঠানের পাহাড়ি শিক্ষার্থীরা।

    ওই স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়লে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েক জায়গায় পাহাড়ি-বাঙ্গালীদের মধ্যে সংঘর্ষ হয়। কয়েকটি মোটর সাইকেল ও গাড়ি ভাঙচুর করার পাশাপাশি পোড়ানোও হয়। এতে কয়েকজন আহত হয়েছে।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তীতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    জানা গেছে, বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। পরে সেই মামলা থেকে খালাসও পেয়েছিলেন মি. রানা।

  20. সাবেক মুখ্য সচিবসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, তাদের সকলকে মাঝরাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছে।

    “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে” বলেও উল্লেখ করেন মি. রহমান।

    আজ বুধবার সকাল ১০টার দিকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদেরকে এখন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার হেফাজতে রাখা হয়েছে।

    সেই সাথে, আজকেই তাদেরকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছে পুলিশ।