আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

আবারও পিটিয়ে হত্যা, খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব গ্রেফতার। নভেম্বরে বিমসটেক শীর্ষ সম্মেলনে ইউনূস-মোদি বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েলের হামলায় লেবাননে হতাহতের সংখ্যা বাড়ছেই।

সরাসরি কভারেজ

  1. নভেম্বরে বিমসটেক শীর্ষ সম্মেলনে ইউনূস-মোদি বৈঠক হতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিমসটেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হতে পারে বলে আভাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।

    নভেম্বর মাসে থাইল্যান্ডে ওই সম্মেলন হওয়ার কথা রয়েছে।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর দিয়েছে।

    বাসস জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আগামী মাসে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হতে পারে বলে আশা করা হচ্ছে।

    তিনি বলেছেন, ‘আমরা একমত যে আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা বাংলাদেশ ও ভারত দু’দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

    পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন যে উভয় পক্ষ ভারতে ভ্রমণকারী বাংলাদেশী নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেছে।

    বাসসের খবরে বলা হয়েছে, তৌহিদ হোসেন আরো বলেন, ‘তিনি (জয়শঙ্কর) আশা প্রকাশ করেছেন যে শীঘ্রই ভিসা ব্যবস্থা পুনরায় চালু হবে।’

    তিনি আরো বলেন, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

    তৌহিদ হোসেন উল্লেখ করেছেন, ‘আমি তাকে আশ্বস্ত করেছি যে নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং সাম্প্রতিক সময়ে অন্য কোনো বাইরের দেশ উদ্বেগ প্রকাশ করেনি।’

    আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ায় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে।

  2. শেয়ার কারসাজির অভিযোগে বেক্সিমকোর ৯ বিনিয়োগকারীকে ৪২৮ কোটি টাকা জরিমানা

    শেয়ার কারসাজির অভিযোগে বেক্সিমকোর ৯ বিনিয়োগকারীকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    দেশের পুঁজিবাজারে এই প্রথমবারের মতো শেয়ার কারসাজির অভিযোগে এত বড় অঙ্কের জরিমানা করা হলো।

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) শেয়ার কারসাজির অভিযোগে ৮ ব্যক্তি ও ৯ প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী।

    এতে বলা হয়েছে, বেক্সিমকোর শেয়ার কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ৮ ব্যক্তি ও ৯ প্রতিষ্ঠানকে মোট ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

  3. আগামী দুই দিনে আবারও ভারী বৃষ্টি ও ভূমিধ্বসের পূর্বাভাস

    সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের তিন বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    একই সাথে ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগে পাহার ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে আবহাওয়া অফিসের সতর্কবার্তায়।

    মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

  4. প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনীর প্রধানের সাক্ষাৎ

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    এর আগে গত রোববার ভোরে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

  5. আবারও পিটিয়ে হত্যা, খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

    আবারও গণপিটুনির ঘটনায় একজনের মৃত্যুর খবরে উত্তপ্ত পার্বত্য জেলা খাগড়াছড়ি। এই ঘটনায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সোমবার দুপুর থেকে কয়েক দফায় সংঘর্ষ ঘটে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

    স্থানীয় এক সংবাদকর্মী বিবিসি বাংলাকে বলেন, দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুলের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে একই প্রতিষ্ঠানের পাহাড়ি শিক্ষার্থীরা।

    স্থানীয়রা ওই সাংবাদিক জানান, বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। পরে সেই মামলা থেকে খালাসও পেয়েছিলেন মি. রানা।

    মঙ্গলবার দুপুর একটার দিকে ওই স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়লে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    জেলা শহরের টেকনিক্যাল স্কুল কলেজসহ বেশ কয়েক জায়গায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষও হয়। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে।

    এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

    জেলা প্রশাসক মি. সহিদুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    আরও খবর পেতে বিবিসি বাংলার ওয়েবসাইট ভিজিট করুন

  6. থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ২০ এর অধিক শিশুর মৃত্যুর শঙ্কা

    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে প্রাথমিক বিদ্যালয়ের কয়েক ডজন শিশু শিক্ষার্থী বহনকারী একটি বাস বিধ্বস্ত হয়ে আগুনের ঘটনা ঘটেছে।

    দেশটির পরিবহনমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি থেকে ১৬ শিশু শিক্ষার্থী ও তিনজন শিক্ষক বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। কিন্তু এখনো নিখোঁজ রয়েছেন তিন শিক্ষক ও ২২ শিক্ষার্থী।

    স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ পাওয়ার কথা জানিয়েছেন।

    দুর্ঘটনাস্থলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

    আগুনের তাপের কারণে উদ্ধারকারীরা বাসটির কাছে প্রবেশ করতে পারেনি বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম।

    উত্তরাঞ্চলীয় প্রদেশ উথাই থানিতে একটি স্কুল ট্যুর শেষে তিনটি বাসে করে শিশু ও শিক্ষকরা ফিরছিলেন। এরমধ্যে একটি বাস বিস্ফোরিত হয়।

    পরিবহনমন্ত্রী সুরিয়াহে জুয়াংরুংকিত বলেছেন, বাসটি প্রাকৃতিক গ্যাসে চলত।

    তিনি আরও জানান, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মন্ত্রণালয়কে অবশ্যই একটি ব্যবস্থা খুঁজে বের করতে হবে। যাত্রীবাহী যানবাহনের জন্য এই ধরনের জ্বালানি ব্যবহার নিষিদ্ধ করা হবে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা মন্ত্রীদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি আমার গভীর দুঃখ প্রকাশ করেছেন।

    ক্ষতিগ্রস্ত সবার চিকিৎসা খরচ বহন এবং নিহতদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

  7. নিজের বন্দুকের গুলিতে আহত বলিউড অভিনেতা গোভিন্দা

    নিজের বন্দুকের গুলিতে মঙ্গলবার সকালে জখম হয়েছেন বলিউড অভিনেতা গোভিন্দা। ঘটনাটি ঘটেছে তার মুম্বাইয়ের বাসভবনে। লাইসেন্স করা রিভলভার হাত থেকে পড়ে গিয়ে গোভিন্দার পায়ে গুলি লাগে বলে তার ম্যানেজার বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন।

    আহত অবস্থায় অভিনেতাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে ওই গুলি তার পা থেকে বের করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকলেও তার অবস্থা স্থিতিশীল।

    বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে গোভিন্দার ম্যানেজার শশী সিনহা জানিয়েছে, “মঙ্গলবার ভোর পৌনে পাঁচটা নাগাদ কলকাতার উদ্দেশে রওয়ানা দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তিনি। তার আগে লাইসেন্সকৃত রিভলভার আলমারিতে তুলে রাখতে যাচ্ছিলেন। সেই সময় রিভলভারটি হাত থেকে পড়ে গিয়ে গুলি ছুটে এসে তার পায়ে লাগে।”

    মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, অভিনেতার আঘাত গুরুতর নয়।

    মুম্বাইয়ে বিবিসির সহযোগী সাংবাদিক মধুপাল জানিয়েছেন ঘটনার সময় অভিনেতার স্ত্রী সুনীতা জয়পুরে ছিলেন। পরে ঘটনার কথা জানতে পেরে দ্রুত মুম্বাইয়ের উদ্দেশে রওয়ানা দেন।

  8. খুলেছে পোশাক কারখানা, কিছু শ্রমিক বিক্ষোভ করছে

    শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতন ও পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন শ্রমিক নিহত হলেও আজ ওই অঞ্চলের প্রায় সব কারখানা চলমান আছে।

    “শুধুমাত্র বার্ডস গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে এখনও রাস্তায় বসে বিক্ষোভ করছে” বলে জানান শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

    শিল্পাঞ্চল-১ অর্থাৎ আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকায় মোট এক হাজার ৮৬৩টি কারখানা আছে। তার মাঝে ৮০০-ই হলো পোশাক কারখানা।

    কিন্তু এসবের প্রায় সব কারখানাই আজ চালু আছে। ১৪টি কারখানা এই মুহূর্তে বন্ধ আছে। এগুলোর মাঝে কেবল একটি হলো পোশাক কারখানা।

  9. বিএনপি প্রার্থী শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা আদালতের

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন বাতিল চেয়ে বিএনপি নেতা শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছে আদালত।

    একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দিয়ে ২০২১ সালের ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত ওই চট্টগ্রাম সিটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছে আদালত।

    ওই বছরের নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন শাহাদাত হোসেনও। ফলাফলে তিনি আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর কাছে হেরে গিয়েছিলেন।

    পরে ওই বছরের ২৪শে ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে তিনি নির্বাচন কমিশনারসহ মোট নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম-ই আসীন হয়েছিলেন। তবে গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান এবং গত ১৯শে অগাস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে অপসারণ করে।

    অবৈধ ঘোষণা করা সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। শাহাদাত হোসেন পান ৫২ হাজার ৪৮৯ ভোট।

  10. সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম গ্রেফতার

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ও পরবর্তীতে নির্বাচন কমিশনের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

    আজ মঙ্গলবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

    পুলিশ জানিয়েছে, ‘ডামি নির্বাচনের কারিগর’ জাহাংগীর আলমকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।

    মূলত, বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি ইসি সচিব ছিলেন। ওই নির্বাচনকে অনেকে কটাক্ষ করে ডামি নির্বাচন বলে। গত ১৪ই অগাস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

  11. আরজি কর: পশ্চিমবঙ্গে আবারও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু

    মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা আবারও পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ডাক্তার-পড়ুয়ার ধর্ষণ ও খুনের দ্রুত ন্যায়বিচার সহ ১০ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। এই দাবিগুলির মধ্যে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তার মতো বিষয়গুলি যেমন আছে, তেমনই রয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিও।

    ওই ডাক্তার-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই কর্মবিরতি শুরু করেছিলেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে এক বৈঠকের পরে গত ২১শে সেপ্টেম্বর থেকে আংশিক কর্মবিরতি তুলে নেওয়া হয়।

    সরকার দাবি করছিল যে চিকিৎসকদের নিরাপত্তাসহ যেসব দাবিতে আগেরবার কর্মবিরতি পালন করা হচ্ছিল, তার মধ্যে অনেকগুলি ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

    তারই মধ্যে গত শুক্রবার কলকাতা লাগোয়া এলাকায় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে আবারও কর্তব্যরত ডাক্তারদের ওপরে এক রোগীর পরিবার হামলা করেন বলে অভিযোগ। তারপরে কলকাতার ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও এক রোগীর পরিবারের হাতে ডাক্তারদের হেনস্থা হতে হয় বলে অভিযোগ ওঠে।

    এই প্রেক্ষিতে রাজ্যের ২৩টি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা সোমবার গভীর রাত পর্যন্ত বৈঠক করে মঙ্গলবার সকাল থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    সোমবার সুপ্রিম কোর্টে ডাক্তার-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার শুনানিতে শীর্ষ আদালত মন্তব্য করেছিল যে কেন জুনিয়র চিকিৎসকরা আংশিক কর্মবিরতি তুলেছেন, তাদের সব পরিষেবায় যোগ দেওয়া উচিত।

    এদিকে আরজি কর মেডিক্যাল কলেজের ওই তরুণী ডাক্তার-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে নতুন উদ্যমে মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের নানা জায়গায় প্রতিবাদ মিছিল, জমায়েত হওয়ার কথা। চিকিৎসক, ফুটবল ফ্যান, প্রতিবন্ধী, স্কুলগুলির বর্তমান ও প্রাক্তণ ছাত্রছাত্রীরা সহ অনেকগুলি সংগঠন সম্মিলিত ভাবে এইসব প্রতিবাদ-জমায়েতের ডাক দিয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার ভোর পর্যন্ত এই জমায়েতগুলি চলার কথা। এর আগেও ওই তরুণী ডাক্তার-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে একাধিকবার ‘রাত দখল’ কর্মসূচিতে লক্ষ লক্ষ সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন কোনও দলীয় পতাকা ছাড়াই।

  12. ইসরায়েলি বিমান হামলায় সোমবার লেবাননে ৯৫ জন নিহত

    লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলায় সোমবার অন্তত ৯৫ জন নিহত ও ১৭২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

    তাদের মতে, গত দুই সপ্তাহে লেবাননে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

    গত প্রায় দুই সপ্তাহ ধরে সংঘাতের পর ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা দক্ষিণ লেবাননে হেজবুল্লাহ’র বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে।

    তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে “সীমিত” ও “সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে” এই অভিযান পরিচালনা করছে বলে দাবি তাদের।

    এর আগে, ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বৈরুতের দক্ষিণ দিকের তিন স্থানের বাসিন্দাদেরকে সরে যাওয়ার জন্য হুঁশিয়ার করেছিলো।

  13. সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব গ্রেফতার

    আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে গ্রেফতার করা হয়েছে।

    মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সাভার থানার একটি মামলায় গুলশান-১ থেকে মাঝরাতে মি. জ্যাকব গ্রেফতার হয়েছেন।

  14. সুনামগঞ্জে মাঝরাতে ঘরে আগুন, এক পরিবারের ছয়জনের মৃত্যু

    সুনামগঞ্জের ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মাঝে চারজন ছিল শিশু।

    ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিবিসি বাংলাকে জানান, মাঝরাতে ঘরে আগুন লাগে। রাত দুইটা-আড়াইটার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান।

    আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে এ বিষয়টি “তদন্তাধীন”।

    “ঘটনাস্থলে এসে স্থানীয় উদ্ধারকারীদের থেকে শুনেছি, দরজা ভেতর থেকে তালা মারা ছিল। আগুন লাগার পর তারা দরজা ভেঙ্গে উদ্ধার করার চেষ্টা করছিলো,” বলছিলেন তিনি।

    সুনামগঞ্জের স্থানীয় সাংবাদিক শামস শামীম জানিয়েছেন, ওই জায়গায় মোট ৩৪টি ঘর ছিল। “এখানে কেউ বলে যে ঘর ভেতর থেকে বন্ধ ছিল, কেউ বলে বাইরে থেকে তালা মারা ছিল।”

    এই আগুনে নিহতরা হলেন এমারুল (৫০), পলি আক্তার (৪৫), পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা আক্তার (৫) ও উমর ফারুক (৩)। জানা গেছে, পেশায় এমারুল ছিলেন একজন দিনমজুর।