আজ সোমবার যা যা হলো:
- ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ঢাকায় কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিনে ভারতে হাইকমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাইকমিশন, উপদূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে।
- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন। সম্পাদক পরিষদ ও নোয়াবের এক প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেছেন।
- ওই সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ প্রথম আলো নয়, ডেইলি স্টার নয়—গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। স্বাধীনভাবে চিন্তা ও কথা বলার অধিকারের ওপর আবার আঘাত এসেছে।’
- ওদিকে নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেছেন, প্রথম আলোতে আগুনের পর সরকারের সব সংস্থা ও ব্যক্তির কাছে অনুরোধ-অনুনয় করেও সাড়া পাননি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
- বাংলাদেশের নাগরিক দীপুচন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে সোমবার কলকাতা ও আসামের নানা জেলায় হিন্দুত্ববাদী এবং বাঙালি সংগঠনগুলি বিক্ষোভ দেখিয়েছে।
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের যাতায়াতের জন্য ১০টি রুটে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়ে রেল মন্ত্রণালয় বলেছে, এ বাবদ আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আহরিত হবে। লন্ডনে ২০০৮ সাল থেকে রাজনৈতিক আশ্রয়ে থাকা মি. রহমানের বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা রয়েছে।
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি ফেসবুকে তার ভেরিফায়েড পাতায় দেয়া পোস্টে এ তথ্য জানান। বেলা দুইটার কিছুক্ষণ আগে তিনি এ পোস্ট দিয়েছেন। এর কিছুক্ষণ পরই ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে ‘খুনের দায় নিয়ে পদত্যাগের’ দাবি জানিয়েছে।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথম বারের মতো আউন্স প্রতি ৪ হাজার ৪০০ ডলার হয়েছে, যা এর দামের ক্ষেত্রে নতুন রেকর্ড।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর, বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...