বৃহস্পতিবার সারা দিন যা যা হলো
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
- জুলাই গণঅভ্যূত্থানের পর সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয় দেওয়ার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। "মানবিক দায়বদ্ধতার কারণে ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে জীবন রক্ষা করতেই" ওই সময় প্রায় ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেয়া হয়েছিল বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা।
- মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা ও প্রসিকিউটররা গ্রেফতার করতে পারবেন–– এমন ক্ষমতা দিয়ে সংশোধন করা হয়েছে ২০১০ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা। আগে তাদের এ ক্ষমতা ছিল না।
- দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর এবং নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি এবং অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবি জানিয়েছে বিএনপি। আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এ দাবি জানান।
- ২০০৮ সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।
- পূর্বের যে কোনো "বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের" কারণে দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই দুঃখ প্রকাশ করেন তিনি।
- বিএনপি নেতা ইশরাক হাসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কয়েকদিন ধরে চলমান বিক্ষোভ কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে হয়েছে। দলীয় সিদ্ধান্তে এই ঘোষণা দেওয়া হলো বলে সমর্থকদের জানান মি. ইশরাক।
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়তে কোনো বাধা নেই।
- হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার এ তথ্য জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।
- মানিকগঞ্জ-দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের আলাদা দুই মামলায় ছয় দিনের রিমান্ড দিয়েছে আদালত।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকার শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
শুক্রবারের লাইভ পেজ দেখতে ক্লিক করুন এখানে।