আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয় দেওয়ার ব্যাখ্যা দিলো আইএসপিআর

"মানবিক দায়বদ্ধতার কারণে ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে জীবন রক্ষা করতেই" জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রায় ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। এদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারা দিন যা যা হলো

    • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • জুলাই গণঅভ্যূত্থানের পর সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয় দেওয়ার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। "মানবিক দায়বদ্ধতার কারণে ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে জীবন রক্ষা করতেই" ওই সময় প্রায় ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেয়া হয়েছিল বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা।
    • মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা ও প্রসিকিউটররা গ্রেফতার করতে পারবেন–– এমন ক্ষমতা দিয়ে সংশোধন করা হয়েছে ২০১০ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা। আগে তাদের এ ক্ষমতা ছিল না।
    • দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর এবং নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
    • জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি এবং অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবি জানিয়েছে বিএনপি। আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এ দাবি জানান।
    • ২০০৮ সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।
    • পূর্বের যে কোনো "বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের" কারণে দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই দুঃখ প্রকাশ করেন তিনি।
    • বিএনপি নেতা ইশরাক হাসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কয়েকদিন ধরে চলমান বিক্ষোভ কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে হয়েছে। দলীয় সিদ্ধান্তে এই ঘোষণা দেওয়া হলো বলে সমর্থকদের জানান মি. ইশরাক।
    • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়তে কোনো বাধা নেই।
    • হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার এ তথ্য জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।
    • মানিকগঞ্জ-দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের আলাদা দুই মামলায় ছয় দিনের রিমান্ড দিয়েছে আদালত।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকার শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয় দেওয়ার ব্যাখ্যা দিলো আইএসপিআর

    "মানবিক দায়বদ্ধতার কারণে ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে জীবন রক্ষা করতেই" জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রায় ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

    তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সেনাবাহিনীর অবস্থান জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, "সে সময়ে শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য। সেনানিবাসে আশ্রয়প্রার্থী এ সকল ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল।"

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে, সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতিসহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়।"

    এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয় বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

    "এমতাবস্থায়, ঢাকাসহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকগণ আশ্রয় প্রার্থনা করেন। উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয়প্রার্থীদের পরিচয় যাচাই-বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল," বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

    সেসময় ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, পাঁচজন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে সেনানিবাসে আশ্রয় দেয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    পুলিশ সদস্যদের মধ্যে ৪৩২ জনই সাধারণ পুলিশ সদস্য এবং একজন এনএসআই সদস্য।

    এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ ১২ জন এবং ৫১ জন পরিবার পরিজনসহ (স্ত্রী ও শিশু) মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী।

    পরিস্থিতির উন্নয়নের পর বেশিরভাগই দুই-একদিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেছে বলে জানিয়েছে আইএসপিআর।

    তবে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

    এর আগে গত ১৮ই অগাস্ট আইএসপিআর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল বলেও এতে উল্লেখ করা হয়েছে।

    আইএসপিআর জানিয়েছে, "তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।"

    এই সংবাদ বিজ্ঞপ্তির সাথে আইএসপির যাদের আশ্রয় দিয়েছিল তাদের একটি পূর্ণাঙ্গ তালিকাও দিয়েছে।

    সকলকে এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর।

  3. গ্রেফতার করার ক্ষমতা পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটররা

    মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তারা গ্রেফতার করতে পারবেন এমন ক্ষমতা দিয়ে সংশোধন করা হয়েছে ২০১০ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা।

    আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাদের এ ক্ষমতা ছিল না।

    আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

    এছাড়া ট্রাইব্যুনাল কোনো আসামি বা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রসিকিউটরও পরোয়ানাভুক্ত আসামি বা আসামিদের গ্রেপ্তার করতে পারবেন।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২০১০ সালের কার্যপ্রণালী বিধিমালার ২৪টি বিধিতে সংশোধনী আনা হয়েছে।

    এর মধ্যে পাঁচটি বিধি একেবারেই বিলুপ্ত এবং বাকি ১৯টি বিধি আংশিক বা পুরোপুরি বিলুপ্ত করে নতুন কার্যপ্রণালী বিধিতে প্রতিস্থাপন করা হয়েছে।

    গ্রেপ্তার সংক্রান্ত বিধিতে বলা হয়েছে, "যদি তদন্ত কর্মকর্তার বিশ্বাস করার কারণ থাকে যে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে তিনি নিজে ঘটনাস্থলে যাবেন, মামলার তথ্য ও পরিস্থিতি তদন্ত করবেন এবং অভিযুক্ত সন্দেহভাজন বা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবেন এবং প্রয়োজনীয় অনুসন্ধান করতে পারবেন।"

    এই বিধিতে আরো বলা হয়েছে, "তদন্ত কর্মকর্তা গ্রেফতার, আবিষ্কার এবং জব্দ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তাও চাইতে পারেন।"

    এছাড়া আরেকটি বিধিতে বলা হয়েছে, "আইন প্রয়োগকারী সংস্থা বা তদন্তকারী কর্মকর্তা অথবা আইনের ৮(২) ধারার অধীনে তদন্তকারী প্রসিকিউটর ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবেন।"

  4. প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    প্রধান উপদেষ্টার পদ থেকে মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন তিনি।

    বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম নিজেই।

  5. সমুদ্র বন্দরগুলোয় তিন নম্বর এবং নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

    তারা জানায়, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

    ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের মানে হলো, বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলো দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।

    আবহওয়া অফিসের মোট ১১টি সতর্ক সংকেত রয়েছে। ১১টি অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সর্বোচ্চ সংকেত।

    এদিকে আজ ২২শে মে রাত ১০টা থেকে ২৩শে মে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

    নদী বন্দরের জন্য ১ নম্বর সংকেতের অর্থ হলো- বন্দর এলাকা ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগের কালবৈশাখী ক্ষেত্রেও এই সংকেত প্রদর্শিত হয়। এই সংকেত আবহাওয়ার চলতি অবস্থার ওপর সতর্ক নজর রাখারও তাগিদ দেয়।

    আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

  6. জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি বিএনপির

    জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। আজ এক সংবাদ সম্মেলনে এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এ দাবি জানিয়েছেন।

    তিনি বলেন, "জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালকের বক্তব্যে আবারও নতুন বির্তকের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে। ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেক বার উত্থাপন করেছি।"

    নিরপেক্ষতা বজায়ে বিতর্কিত উপদেষ্টাদের সরানোর আহ্বান জানান তিনি।

    মি. হোসেন বলেন, "অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেয়ার দাবি আমরা তুলেছিলাম।"

    দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের দিকে ইঙ্গিত করে মি. হোসেন বলেন, "অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নতুন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বোঝে; উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের র্নিদলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি প্রদান করা প্রয়োজন।"

    "এ সরকারের প্রধান কাজ একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, তাই শুধুমাত্র রুটিন ওয়ার্ক (দৈনন্দিন কার্যক্রম) পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়," বলেও মন্তব্য করেন মি. হোসেন।

    মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটি বিবেচনা করার দাবি জানিয়েছে দলটি।

    এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘ মেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের আছে কিনা সেই প্রশ্নও তুলেছেন বিএনপি নেতারা।

    এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলমের সমালোচনা করে মি. হোসেন বলেন, "অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে।”

  7. আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ভাই রাহাত হোসেন গ্রেফতার

    'সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার' অভিযোগে আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। তিনি সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাত ভাই।

    আজ বৃহস্পতিবার বেলা পৌনে চারটায় উত্তরার এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগের একটি দল।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

    এতে বলা হয়েছে, গ্রেফতারকৃত মি. হোসেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই এবং শেখ হাসিনাসহ শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।

    বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

  8. অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা পুনর্বিবেচনা করতে পারে বিএনপি

    ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন।

    আজ বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির আলোচনার সিদ্ধান্তগুলো জানাতে গিয়ে এ মন্তব্য করেন মি. হোসেন।

    তিনি বলেন, "যথাশীঘ্র সম্ভব জনআকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি।"

    এই জনআকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

    "এর অন্যথা হলে জনগণের দল হিসেবে বিএনপি’র পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে," বলেন মি. হোসেন।

    তিনি বলেন, "যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, সে বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক এবং সেক্ষেত্রে অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।"

    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ।

  9. অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

    মিজ আফরোজের সৎ মা নিশি ইসলামের করা একটি মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার একটি বিচারিক আদালত এ আদেশ দিয়েছে।

    আরও যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম, মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মো. আলী, বোন মাহিন আফরোজ শিঞ্জন, সেঁজুতি, সাব্বির, সুব্রত দাস, মাইনুল হোসেনসহ পুলিশের আরও তিন কর্মকর্তা।

    গত ১৩ই মার্চ হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে ১২ জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিশি ইসলাম।

    মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আগের স্ত্রীর কথা গোপন রেখে ও প্রতারণা করে প্রলোভন দেখিয়ে নিশি ইসলামকে বিয়ে করেন। পরে তিনি মো. আলীর আগের বিয়ে ও পরিবার সম্পর্কে জানতে পারেন।

    গত বছরের চৌঠা মার্চ আসামিরা তাকে মারধর ও হুমকি দেয় বলে উল্লেখ করা হয়েছে মামলার নথিতে।

  10. শেখ হাসিনার নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের প্রমাণ পাওয়ার দাবি দুদকের, ইসিকে চিঠি

    ২০০৮ সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।

    আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ এ কথা জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন।

    তিনি জানিয়েছেন নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়েছে।

    এছাড়া এই মিথ্য তথ্য দেওয়ার ঘটনায় দুদক আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন মি. মোমেন।

    ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পর গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা।

    তার আমলে হওয়া ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিগত তিনটি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০০৮ সালের নির্বাচন নিয়ে সেভাবে প্রশ্ন ছিল না।

    এবার দুদক ওই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

    ২০০৮ সালের নির্বাচনের হলফনামায় শেখ হাসিনা এক লাখ ৭৫ হাজার টাকার স্থাবর সম্পদ এবং তিন কোটি ৪৭ লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন বলে জানিয়েছে দুদক।

    দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনার তৎকালীন সময় স্থাবর সম্পদ ছিল ৩৩ লাখ ৬৬ হাজার টাকা। আর অস্থাবর সম্পদ ছিল পাঁচ কোটি ১৮ লাখ টাকার। সব মিলিয়ে দুই কোটি তিন লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে বলে দুদক জানিয়েছে।

  11. 'বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়ন', তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুঃখপ্রকাশ

    পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের কারণে দুঃখপ্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

    আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই দুঃখ প্রকাশ করেন তিনি।

    মি. আলম লিখেছেন, "ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল- সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।"

    "আর একদিনও সরকারে থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ" করতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন মি. আলম।

    উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়াতে বেশ কয়েকদিন ধরে চলা আন্দোলনে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছেন ইশরাক হোসেন ও তার সমর্থকরা।

    মি. আলম ফেসবুকে লিখেছেন, "পুরাতন বন্দোবস্তের বিভেদকামী শ্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্টীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যত রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী।"

    সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে বলে উল্লেখ করেছেন মি. আলম।

    জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ থাকা জনগণের সামনে দীর্ঘ পরীক্ষা রয়েছে বলেও লিখেছেন মি. আলম, "এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে" লিখেছেন এই উপদেষ্টা।

    এর আগে, মি. আলমের ফেসবুকের আরেকটি স্ট্যাটাসের কারণে জামায়াতে ইসলামীর সাথেও দূরত্ব তৈরি হয়েছিল। ওই স্ট্যাটাসে তিনি ৭১ এর যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাওয়া ও পাকিস্তানপন্থা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, যাতে মূলত পরোক্ষভাবে জামায়াতে ইসলামীকেই নির্দেশ করা হয় বলে অনেকে মনে করেন।

    তার পোস্ট নিয়ে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের অনেককেই তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মি. আলমকে জড়িয়ে নেতিবাচক পোস্ট করতে দেখা যায়।

  12. ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের

    ঢাকায় একদিকে শাহবাগ মোড় এবং অন্যদিকে মৎস্য ভবন মোড় অবরোধ রয়েছে সারাদিন। সপ্তাহের শেষ দিনে তীব্র যানজটের মুখে পড়েছেন মানুষ।

    বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়াতে বাধা নেই আদালতের এমন রায়ের পরও তার কর্মী-সমর্থকদের বিক্ষোভ সমাবেশ বন্ধ হয়নি। গত কয়েক দিনের মতো আজও তারা মৎস্য ভবন মোড় ও কাকরাইলের মুখে অবস্থান নিয়েছেন।

    অবশেষে দুপুরে সেখানে উপস্থিত হন মি. হোসেন। আন্দোলন-সমাবেশের কারণে নগরবাসীর দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করেন।

    পরে তিনি জানান দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপাতত বিক্ষোভ কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

    “আমরা গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল, আজকে হাইকোর্টের আদেশের পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখবো। সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে। এরপরে তার পরিপ্রেক্ষিতে তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী নির্দেশনা আসবে।”

    তবে সরকারের দুইজন উপদেষ্টার পদত্যাগের দাবি বহাল থাকবে বলেও জানান তিনি।

    এদিকে, শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে সকাল ১০টা থেকে থেকে সড়ক অবরোধ করে রেখেছে ছাত্রদল।

    বিকেল পাঁচটায় তারা দিনের কর্মসূচি স্থগিত করবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

    সকাল থেকে রাজধানীর প্রধান সড়কগুলো আটকে থাকায় তীব্র ভোগান্তি হয় মানুষের।

    শাহবাগের দুটি হাসপাতালে আসা রোগীরাও তীব্র ভোগান্তির মুখোমুখি হয়েছেন।

  13. সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

    সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠকে এ অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

    বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

    এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ‘দ্য প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

    ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে।

    উপদেষ্টা পরিষদের সভায় সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর বিষয়ে দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে।

  14. বৃষ্টি কতদিন চলবে, কোথায় পড়বে গরম

    চলতি সপ্তাহজুড়ে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় তিন বিভাগে ভারী বর্ষণের আভাস দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়, সেইসাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

    এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    অন্যদিকে, মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

    সেইসঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

  15. এইসব মূলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না: ইশরাক হোসেন

    আদালতের রায়ে মেয়র পদে শপথ গ্রহণে বাধা না থাকার খবর আসার পরও আন্দোলনকারীদের রাস্তা না ছাড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদেরকে আন্দোলন চালিয়ে যেতে বললেন তিনি।

    বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

    ওই পোস্টে তিনি লেখেন, "আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আশা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।"

    উল্লেখ্য, এদিন ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে তাকে মেয়র পদে শপথ পড়াতে আর বাধা থাকল না।

  16. বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

    হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার এ তথ্য জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।

    রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার আইন ও বিচার বিভাগ ওই বিচারপতি অপসারণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

    সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে ২১শে মে অপসারণ করেছেন।

    আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের ওই প্রজ্ঞাপনে সই করেন।

  17. মমতাজ ছয় দিনের রিমান্ডে

    মানিকগঞ্জ-দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের আলাদা দুই মামলায় ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মমতাজ বেগমকে আদালতে তোলা হলে শুনানি শেষে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এই রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে সাড়ে ৯টার দিকে তাকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে আনা হয়।

    ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিলো।

    ওই মামলার আসামি হিসেবে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয় মমতাজকে। এছাড়া তার নির্বাচনি এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে।

    গত ১২ই মে রাতে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় মমতাজকে। মূলত গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর মডেল থানার এক হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

    মমতাজ বেগম সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

  18. সাম্য হত্যার বিচারের দাবিতে বৃষ্টির মধ্যেই ছাত্রদলের অবস্থান

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই ঢাকার শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

    বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন। বিকেল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছেন।

    এই কর্মসূচির কারণে শাহবাগ মোড় এবং টিএসসি, কাঁটাবন ও মৎস্য ভবন ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

    সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ, হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে এই অবস্থান কর্মসূচি করার কথা জানান সড়কে অবস্থান নেয়া নেতাকর্মীরা।

    বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটকের কথা জানিয়েছে।

  19. সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি

    সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সাইবার সুরক্ষার নিশ্চিতকরণ, সাইবার স্পেসে এ সংঘটিত অপরাধ শনাক্তকরণ, অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করে সরকার।

    বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী অধ্যাদেশে স্বাক্ষর করেন বলে জানিয়েছে বাংলাদেশে সংবাদ সংস্থা (বাসস)।

    অধ্যাদেশে বলা হয়েছে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত ক্রমে সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংগঠিত অপরাধ শনাক্তকরণ প্রতিরোধ দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করা হলো।

    গেজেটে বলা হয়, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। তবে ওই আইনের ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ৩০, ৩২ ও ৩৫ ধারাসমূহ বলবৎ থাকবে।

  20. মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই ইশরাক হোসেনের

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়তে কোনো বাধা নেই।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন ।

    ইশরাক হোসেনের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে বলেন, ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা নেই। যদি শপথ না পড়ানো হয়, সেটা হবে আদালত অবমাননা।

    এর আগে, বুধবার রিট আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। এদিন আদেশ দেয়ার কথা থাকলেও দুই পক্ষের পুনরায় শুনানি হয়। এরপর আদেশের জন্য আজকের দিন ধার্য করে হাইকোর্ট।

    গত ১৪ই মে বিএনপির এই নেতাকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

    গত ৫ই অগাস্ট সরকার পতনের পর দেশের সব সিটি মেয়রকে অপসারণ করা হয়। এমন অবস্থায় গেল ২৭শে মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।

    এরপর ২৭শে এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। একইদিন ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে লিগ্যাল নোটিশ দেন দুই ব্যক্তি।

    নোটিশে গেজেট প্রকাশ ও ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।