শুক্রবার যা যা হলো
- আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, প্রধান উপদেষ্টাকে দায়িত্বে রেখেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে।
- অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের খবর নিয়ে সাবেক অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ বলেছেন, জটিলতা সৃষ্টি করে সরকারের মান-অভিমান গ্রহণযোগ্য নয়।
- “সচেতনতামূলক বিজ্ঞপ্তি” দিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া একটি পোস্টে বলা হয়,“গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।"
- অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “আমাদের তিনটা দায়িত্ব; সংস্কার, বিচার ও নির্বাচন। শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি।”
- নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ পেতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।
শনিবারের লাইভ পেজ দেখতে ক্লিক করুন এখানে।