আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৫০ শতাংশ এবং যেসব আইফোন আমেরিকায় তৈরি হয় না, সেগুলোর ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. শুক্রবার যা যা হলো

    • আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, প্রধান উপদেষ্টাকে দায়িত্বে রেখেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে।
    • অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের খবর নিয়ে সাবেক অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ বলেছেন, জটিলতা সৃষ্টি করে সরকারের মান-অভিমান গ্রহণযোগ্য নয়।
    • “সচেতনতামূলক বিজ্ঞপ্তি” দিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া একটি পোস্টে বলা হয়,“গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।"
    • অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “আমাদের তিনটা দায়িত্ব; সংস্কার, বিচার ও নির্বাচন। শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি।”
    • নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ পেতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

    মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টায় দলটিকে সাক্ষাতের সময় দেয়া হয়েছে।

    জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বিবিসি বাংলাকে জানিয়েছেন, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাচ্ছেন।

    দলটি মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। তার চায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।

    এর আগে, উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তার পক্ষ থেকে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

  3. আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম

    প্রধান উপদেষ্টাকে “দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে” বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি– এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    “দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে,” বলছেন মি. ইসলাম।

    শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিজের ফেসবুক পেজে করা একটি পোস্টে নাহিদ ইসলাম এসব কথা লেখেন।

    “গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে” উল্লেখ করেন মি. ইসলাম বলেন, “বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারো দিল্লী থেকে ছঁক আকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার।”

    এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি তোলেন তিনি। আর নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ আসতে হবে এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একইসাথে দেয়ারও দাবি তোলেন মি. ইসলাম।

  4. জটিলতা সৃষ্টি করে সরকারের মান-অভিমান গ্রহণযোগ্য না : আনু মুহাম্মদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় মতাদর্শিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করা।’

    শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ : কেমন বাজেট চাই?’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেন।

    আনু মুহাম্মদ বলেন, ‘সরকার সেই কাজের দিকে না গিয়ে, অন্যদিকে গিয়ে জটিলতা সৃষ্টি করে তারপর মান-অভিমান করা, এটা তো কোনো গ্রহণযোগ্য কাজ না।’

    বেলা ১১টা থেকে শুরু হয়ে ২টা পর্যন্ত আলোচনা সভা চলে। এ সময় তিনি গ্যাস, খনিজ ও বিদ্যুৎ খাতের ওপর বহুজাতিক কোম্পানির দখলের বিরুদ্ধে কথা বলেন।

    তিনি বলেন, “এই সরকারের স্থায়ী কোনো ‘ম্যান্ডেট’ নেই। এই সরকার দীর্ঘদিন থাকবে না। তাই তার পক্ষে অনেক কিছুই সম্ভব না। তবে সরকার বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী কিছু কিছু পরিবর্তনের গতিমুখ তৈরি করতে পারে।”

  5. ইউরোপীয় পণ্য ও আইফোনে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    "তাদের সঙ্গে আমাদের আলোচনা কোনো দিশা পাচ্ছে না!" তিনি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই কথা বলেন।

    এই ঘোষণাটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের তীব্রতা বাড়ার ইঙ্গিত দেয়।

    এর আগে ইউরোপীয় ইউনিয়নের থেকে যুক্তরাষ্ট্রে আসা সব রপ্তানি পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ইইউ বাণিজ্য।

    ট্রাম্প হুমকি দিয়ে আরও বলেন, যেসব আইফোন আমেরিকায় তৈরি হয় না, সেগুলোর ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে।

    "আমি অনেক আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছি, আমি আশা করি আমেরিকায় বিক্রি হওয়া আইফোনগুলো আমেরিকাতেই তৈরি এবং নির্মিত হবে, ভারত বা অন্য কোথাও নয়," বলেছেন ট্রাম্প।

    "যদি তা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রকে অ্যাপলের কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে," তিনি যোগ করেন।

    হোয়াইট হাউসে ফেরার পর থেকে, ট্রাম্প বিভিন্ন দেশের ওপর দফায় দফায় শুল্ক আরোপ করে যাচ্ছেন এবং হুমকি দিয়ে যাচ্ছেন। ।

  6. ‘কসম খেয়ে বলছি, এখনো আমাদের কাছে কোনো খাবার আসেনি’- দক্ষিণ গাজার বাসিন্দার দাবি

    গাজার দক্ষিণাঞ্চলের এক বাসিন্দা, যিনি নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে চাননি তিনি হোয়াটসঅ্যাপে বিবিসির সংবাদদাতাকে বলেছেন, গত ক’দিন ধরে কিছু ত্রাণ ঢুকলেও তিনি কিছুই পাননি।

    তিনি লেখেন, “আমি আপনাকে কসম খেয়ে বলছি, এখনো আমাদের কাছে এক ফোঁটা পানীয় আসেনি।, না খাবার, না আশ্রয়ের জন্য তাঁবু।”

    অন্যদিকে গাজার উত্তরাঞ্চলে ২৩ বছর বয়সী এসরাহ শাহিন হোয়াটসঅ্যাপে পরিস্থিতি বর্ণনা করে বলেন, “অবস্থা খুবই কঠিন। অনেক বিপদ, লাগাতার বোমাবর্ষণ হচ্ছে।”

    এর আগে এসরাহ বলেছিলেন, যুদ্ধবিরতির সময় তিনি গাজা শহরে ফিরে আসেন এবং এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন, কখনো ছেড়ে যাবেন না।

    কিন্তু এখন, তিনি বলছেন যে আর থাকা সম্ভব নয়।

    “সম্ভবত আমরা আর বেশিদিন থাকতে পারব না। আমাদের সরে যেতেই হবে,” তিনি লেখেন।

    যুদ্ধ শুরুর পর থেকে গাজার ভেতরে কী ঘটছে, তা জানার অন্যতম মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ বার্তা। ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় ঢুকতে দিচ্ছে না — কেবল খুব কমসংখ্যক সাংবাদিক সেনাবাহিনীর সঙ্গে থেকে নির্দিষ্ট এলাকার মধ্যে সফরের অনুমতি পাচ্ছেন।

    এদিকে গাজায় অ্যাকশন ফর হিউম্যানিটি-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর হানিয়া আলজামাল, বিবিসিকে জানিয়েছেন, প্রায় ১০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও বাস্তবে তাদের প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাকের প্রয়োজন।

    ৮০ দিন ধরে অবরোধ চলার পর, যে অল্প কয়েকটি ট্রাক ঢুকছে, তা “মূলত কিছুই না,” তিনি বলেন। তার নিজের এলাকায়, দেইর আল-বালাহ-তে এখনো “আসলে কিছুই পৌঁছায়নি।”

    ময়দা বেকারিতে যাওয়ার কথা যাতে তারা রুটি বানিয়ে বিতরণ করতে পারে —কিন্তু আলজামাল বলছেন, এই বিতরণ কেন্দ্রগুলোয় একেবারে গাদাগাদি অবস্থা।

    মানুষ এখন “বেঁচে থাকার জন্য লড়াই করতে করতে বিশাল লাইন ধরছে।”

    তিনি আরও বলেন, তার পরিবারসহ গাজার বেশিরভাগ পরিবার এখন দিনে মাত্র একবার খাবার খাচ্ছে, তাও পুষ্টির ঘাটতি আছে তাতে, “মানুষকে ৮০ দিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছে।”

  7. অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

    টানা ১১ সপ্তাহ অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে মানবিক সহায়তা। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো ১০৭টি ত্রাণবাহী ট্রাক গতকাল দক্ষিণ-পূর্ব কেরেম শালোম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় ঢুকেছে বলে জানিয়েছে গাজার প্রবেশপথ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইসরায়েলি সংস্থা 'কোগাট'।

    তবে এই ত্রাণ গাজার মানুষদের কাছে পৌঁছেছে কি না তা এখনো নিশ্চিত করেনি জাতিসংঘ।

    কোগাট বলেছে, “আমরা গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে সহায়তা করে যাব, তবে চেষ্টা করব যেন এই ত্রাণ হামাসের হাতে না পড়ে।”

    ইসরায়েল হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ আনলেও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

    বিশ্ব খাদ্য সংস্থার কর্মকর্তা অঁতওয়ান রেনার্ড বিবিসিকে বলেন, প্রতিদিন ১০০টি ট্রাক শুধু গাজার খাবারের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য প্রয়োজন।

    বিবিসির সংবাদদাতা জেরেমি বোয়েনের মতে, ২০ লাখের বেশি গাজাবাসীর জন্য এই ত্রাণ মোট চাহিদার তুলনায় একফোঁটা পানির সমান।

    যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ৫০০টি ট্রাক গাজায় প্রবেশ করত, যেখানে খাবার, ওষুধ, শিশু খাদ্য ও চিকিৎসা সামগ্রী থাকত। যুদ্ধ শুরু হলে এই সংখ্যা অনেক কমে যায়।এখন জাতিসংঘের বিভিন্ন সংস্থার মতে, গাজার মানবিক সংকট মোকাবিলায় প্রতিদিন অন্তত ৬০০টি ট্রাক প্রয়োজন।

    মার্চের শুরু থেকে সব ত্রাণ বন্ধ করে দেয় ইসরায়েল, ফলে দুর্ভিক্ষের দোরগোড়ায় রয়েছে গাজাবাসী। মানবিক সংস্থাগুলো সতর্ক করছে-গাজার ২১ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটের মুখে রয়েছে।

    জাতিসংঘ-সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন বলেছে, সামনের মাসে পাঁচ লাখ মানুষ “চরম খাদ্য নিরাপত্তাহীনতায়” পড়বে। অপুষ্টির মাত্রা এমন হবে যে মৃত্যু ও ক্ষুধামৃত্যুর হার বেড়ে যাবে।

  8. শপথ নেওয়াকে 'কেবল একটা ফরমালিটি' বললেন ইশরাক হোসেন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়টিকে 'কেবল একটা ফরমালিটি' বলে উল্লেখ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

    শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।

    সেখানে ইশরাক হোসেন বলেন, "শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে। আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।"

    তিনি বলেন, "দক্ষিণে সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয় করে একটি জোন-ভিত্তিক মনিটরিং টিমের অনুমোদন দেব। বিকেলের মধ্যে (১৬ ঘণ্টায়) ! একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করব। দক্ষিণ পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমি নিজেও থাকব।"

    উল্লেখ্য, গত ১৪ই মে থেকে প্রতিদিনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করেন তার সমর্থকেরা।

    পরে হাইকোর্ট তার মেয়র হিসেবে শপথ নেওয়ার আদেশ স্থগিত করা বিষয়ক রিট খারিজ করে দেন। এতে তার মেয়র হিসেবে শপথ নেয়ার পথে আর বাধা থাকছে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করেন ইশরাক হোসেন।

  9. টানা তিন দিন ধরে অবস্থান কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা

    অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, দমন-পীড়ন বন্ধ, মামলা প্রত্যাহারসহসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

    শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী। গত বুধবার থেকে তাদের এই অবস্থান কর্মসূচি চলছে।

    তাদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক সংস্কার চাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঢালাওভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    কর্মসূচিতে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল ও মামলা প্রত্যাহার, অনিয়মিতদের নিয়মতকরণসহ বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দিচ্ছেন বক্তারা।

    সেইসাথে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য এবং সুযোগ-সুবিধায় অসামঞ্জস্যতা দূর করা, পদোন্নতি ও চাকরির নিরাপত্তার দেয়া, আলাদা পেনশন স্কিম সেইসাথে কর্মীদের জন্য বিশেষ ইনক্রিমেন্ট চালুসহ মোট ৭টি দাবি তুলে ধরেন।

    একইসঙ্গে অনিয়মের অভিযোগ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানেরও পদত্যাগের দাবি তোলেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

  10. নারী কমিশনের প্রস্তাবনা বাতিলসহ চার দাবিতে হেফাজতের বিক্ষোভ

    নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।

    শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

    সেখানে সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, "ড. মুহাম্মদ ইউনূস অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। আমাদের সেনাপ্রধান দেশের স্তম্ভ। আপনারা বক্তিগত মান অভিমানের কারণে মানুষের স্বপ্ন ফিকে হতে দেবেন না”।

    এ সময়ে "ক্ষমতা নিয়ে মারামারি হানাহানি করা সমীচীন হবে না" উল্লেখ করে তিনি সব রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, “এভাব টাইম ফ্রেম বেঁধে দেশকে এগিয়ে নেয়া সম্ভব না।

    "একের পর এক দাবি আদায়ের সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না" বলেও তিনি উল্লেখ করেন।

    এ সময় তিনি জুলাই আন্দোলনে অংশ নেয়া সব দল ও সংগঠনের প্রতি ঐক্যের ডাক দেন।

    সেইসাথে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধান থেকে বিতর্কিত বহুত্ববাদ প্রত্যাহার, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের রূপরেখা ঘোষণার দাবি জানান।

    সমাবেশ শেষে হেফাজত নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে। যা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাংকে শেষ হয়।

    হেফাজতের দাবিগুলোর মধ্যে রয়েছে–– নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাইসহ সকল ঘটনার বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর গণহত্যা বন্ধের দাবি।

  11. সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

    প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ভাবনা’র বিষয়টি গণমাধ্যমে আসার পর চলমান আলোচনার মধ্যেই শুক্রবার নিজের ফেসবুক পাতায় তিনি এনিয়ে একটি পোস্ট দেন।

    ডিলিট করে ফেলা সেই দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড ইউনূস স্যার এর দরকার আছে” উল্লেখ করে তিনি লেখেন, “সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে, গণঅভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন।”

    এসময় রাজনৈতিক দলওগুলোর সাথে সরকারকে আলোচনায় বসে বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

    একই লেখায় সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মি. তৈয়্যব ।

    তিনি লেখেন, “পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি।”

    “তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি, ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা- সেটা কেউ ভঙ্গ করবে না,” লেখেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।

    এছাড়াও ব্যক্তিগত মতামত হিসেবে “দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে'র কোনো সময়ে অনুষ্ঠিত” হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

    মি. তৈয়্যব আরও লিখেছেন, “এসময়ে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে, করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেয়া রোডম্যাপ মতে নির্বাচনের এক্সাক্ট ডেট ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না।”

    তবে পরে তিনি স্ট্যাটাসটি ডিলিট করে ফেলেন এবং তার এই স্ট্যাটাস নিয়ে কোনো খবর প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আরেকটি পোস্ট দেন। তিনি বলেন, আগের স্ট্যাটাসটি তার "ব্যক্তিগত মতামত" ছিল।

  12. যেসব জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

    ঢাকার বাইরে দেশের কয়েকটি অঞ্চলে ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

    সেইসাথে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বৃষ্টির এ প্রবণতা আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসাথে আগামী ২৭ মে পশ্চিমমধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

  13. গত রাত ছিল জুলাই অভ্যুত্থানের পর অন্যতম কঠিন রাত: তাসনিম জারা

    "জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার রাত অন্যতম কঠিন রাত ছিল" বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

    শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

    ইংরেজিতে লেখা ওই পোস্টে তিনি লিখেছেন, “গত রাত ছিল জুলাই অভ্যুত্থানের পর অন্যতম কঠিন রাত। একটি ভাবনা আমাকে সারা রাত জাগিয়ে রেখেছে।"

    এটা দোষারোপের নয়, আত্মসমালোচনার সময়- উল্লেখ করে তিনি বলেন, “রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলছে। আমরা স্বল্পমেয়াদী হিসাব-নিকাশের জন্য এমন এক জাতির আশাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না, যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে।”

    “এই বিপ্লব ছিল জনগণের। আর সেই জনগণের প্রতিই আমাদের দায়িত্ব— সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা," লিখেছেন তিনি।

    এদিকে, "দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই" বলে ফেসবুকে এক পোস্টে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

    বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, "রাজনৈতিক এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর-অক্টোবরের দিকেই।"

    “খোলসটা ছিল একরকমভাবে। বর্তমানে খোলসটাও খুলে পড়ছে, তাই অনেকে অবাক হচ্ছে।”

    দেশ অস্থিতিশীল করতে অনেক ধরনের ফোর্স কাজ করছে জানিয়ে ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন, "দেশটা স্ট্যাবল না হতে দেওয়ার জন্য অনেক ধরনের ফোর্স ভেতরে সক্রিয় আছে। আর জুলাইয়ের সকল লড়াকু শক্তিই ক্ষমতা প্রশ্নে অস্থির হয়ে গেছে। যেন গোটা দেশটাই একটা খেলামাত্র।"

    উমামা আরও লেখেন, “রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও টেবিলে ঐকমত্যের রাজনীতিই দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিতে পারে। কিন্তু হায়! এখন প্রতিটি শক্তিই পরস্পরকে বেইমান, গাদ্দার মনে করে”।

    ড. ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “এখন এসে ড. ইউনূসের জন্য হা-হুতাশ একটু হালকা লাগে বৈকি। যখন ঐকমত্যের রাজনীতি করতে হয়, ঐ সময় ভাঙনের রাজনীতি করছেন। আর এখন এসে হাহুতাশ দেখতে হাস্যকর লাগে।”

  14. অন্তর্বর্তী সরকার বাধার সম্মুখীন হচ্ছে: রিজওয়ানা হাসান

    অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

    শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

    মিজ রিজওয়ানা বলেন, “আমাদের তিনটা দায়িত্ব; সংস্কার, বিচার ও নির্বাচন। শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি।”

    "তবে অন্তর্বতী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে যার যতো রকম দাবি আছে সব দাবি নিয়ে রাস্তায় বসে রাস্তা আটকে দিচ্ছে, শহর অচল করে ফেলছে" বলে তিনি হতাশা প্রকাশ করেন।

    তিনি বলেন, “আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্ব পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সবার সহযোগিতা পাবো। আমরা যদি দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকা প্রাসঙ্গিক।”

    অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে রিজওয়ানা বলেন, "ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন সরকারপ্রধান। এর বাইরে এদিক-সেদিক যাওয়ার সুযোগ নেই।"

  15. ‘গুজবে কান না দেওয়ার’ অনুরোধ সেনাবাহিনীর

    গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

    “সচেতনতামূলক বিজ্ঞপ্তি” শিরোনামে আজ শুক্রবার দেওয়া এই পোস্টে বলা হয়, “সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরীর অপচেষ্টা চলছে।"

    এতে আরও বলা হয়,“গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।"

  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে