আজ বুধবার যা যা হলো:
- জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় ছিলেন এমন চার জন উর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তরা হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআরের সদস্য ডঃ মোঃ আবদুর রউফ, হোসেন আহমেদ ও মোঃ আলমগীর হোসেন এবং বরিশাল কর-অঞ্চলের কর কমিশনার মোঃ শাব্বির আহমদ।
- বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৫ই অগাস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া ১৬ই জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে আজ আরেকটি পরিপত্র জারি করেছে সরকার।
- আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১। জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় সাজা ঘোষণা করা হলো।
- লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে “তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড প্রদান করা হলো।
- জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে এবং এ ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে। সকলের সহযোগিতা থাকলে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে তারা জুলাই সনদ প্রণয়নের প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন।
- নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অবসরপ্রাপ্ত) জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনটিসি) পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য নৌবাহিনীকেই দেয়া হচ্ছে।
- 'অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে' দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
- এএফসি উইমেন্স মেয়েদের এশিয়ান কাপের বাছাই পর্বে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামের এই খেলায় বাংলাদেশের পক্ষে দুটি গোলই করেছেন ঋতুপর্ণা। এর মাধ্যমে প্রথম দল হিসাবে বাছাই পর্ব থেকে ২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
- আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল - ২। এ মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
- চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহারসহ তিন দফা দাবিতে থানা ঘেরাও করে আন্দোলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সাথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কও অবরোধ করে রেখেছিল তারা।
- ইউরোপজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে কোনো কোনো জায়গায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে। দমকলকর্মীরা স্পেনের কাতালোনিয়া অঞ্চলে মঙ্গলবার দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। অন্যদিকে প্রচণ্ড তাপমাত্রার কারণে ফ্রান্সেও দুজন মারা গেছে। ইতালিতেও প্রচণ্ড গরমে অসুস্থ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
- তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা তার মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। বহু বছর ধরেই এ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা ছিলো। তিনি জানিয়েছেন তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনই এ বিষয়ে ভবিষ্যত দালাই লামাকে স্বীকৃতি দিবে। তিব্বতের বৌদ্ধ ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী, দালাই লামা মৃত্যুর পর পুনর্জন্ম লাভ করেন।