এনবিআরের চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিলো সরকার

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় ছিলেন এমন চার জন উর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনটিসি) পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য নৌবাহিনীকেই দেয়া হচ্ছে। এদিকে, আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সরাসরি কভারেজ

  1. আজ বুধবার যা যা হলো:

    • জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় ছিলেন এমন চার জন উর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তরা হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআরের সদস্য ডঃ মোঃ আবদুর রউফ, হোসেন আহমেদ ও মোঃ আলমগীর হোসেন এবং বরিশাল কর-অঞ্চলের কর কমিশনার মোঃ শাব্বির আহমদ।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৫ই অগাস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া ১৬ই জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে আজ আরেকটি পরিপত্র জারি করেছে সরকার।
    • আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১। জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় সাজা ঘোষণা করা হলো।
    • লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে “তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড প্রদান করা হলো।
    • জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে এবং এ ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে। সকলের সহযোগিতা থাকলে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে তারা জুলাই সনদ প্রণয়নের প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন।
    • নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অবসরপ্রাপ্ত) জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনটিসি) পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য নৌবাহিনীকেই দেয়া হচ্ছে।
    • 'অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে' দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
    • এএফসি উইমেন্স মেয়েদের এশিয়ান কাপের বাছাই পর্বে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামের এই খেলায় বাংলাদেশের পক্ষে দুটি গোলই করেছেন ঋতুপর্ণা। এর মাধ্যমে প্রথম দল হিসাবে বাছাই পর্ব থেকে ২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
    • আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল - ২। এ মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
    • চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহারসহ তিন দফা দাবিতে থানা ঘেরাও করে আন্দোলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সাথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কও অবরোধ করে রেখেছিল তারা।
    • ইউরোপজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে কোনো কোনো জায়গায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে। দমকলকর্মীরা স্পেনের কাতালোনিয়া অঞ্চলে মঙ্গলবার দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। অন্যদিকে প্রচণ্ড তাপমাত্রার কারণে ফ্রান্সেও দুজন মারা গেছে। ইতালিতেও প্রচণ্ড গরমে অসুস্থ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
    • তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা তার মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। বহু বছর ধরেই এ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা ছিলো। তিনি জানিয়েছেন তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনই এ বিষয়ে ভবিষ্যত দালাই লামাকে স্বীকৃতি দিবে। তিব্বতের বৌদ্ধ ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী, দালাই লামা মৃত্যুর পর পুনর্জন্ম লাভ করেন।
  2. পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ

    বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়

    চলতি বছরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের অন্তত একশ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

    এক্ষেত্রে সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুতের ঘাটতি নিরসন এবং মোবাইল নেটওয়ার্ক ও স্টারলিংক পরিষেবা ব্যবহার করে সংকট মোকাবিলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

    “পার্বত্য চট্টগ্রামের দুর্বল এলাকায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রথমে একশটি স্কুলের তালিকা তৈরি করতে হবে; যেখানে ইন্টারনেট বেসড স্কুল শুরুর ব্যবস্থা করতে হবে। কোন স্কুলে কীসের ঘাটতি- ইন্টারনেট সংযোগ, সরঞ্জাম ইত্যাদি কী কী লাগবে সব তালিকা করে যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দিতে হবে। চলতি বছরের মধ্যেই ক্লাস শুরু করতে হবে,” বলেছেন তিনি।

    প্রধান উপদেষ্টা বলেন, যেসব দক্ষ শিক্ষকরা শহরের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায় তারাই অনলাইনে পার্বত্য চট্টগ্রামের ছেলেমেয়েদের গণিত, বিজ্ঞান ও ইংলিশ পড়াবে।

    “তাহলে সেখানকার ছেলেমেয়েরাও আর পিছিয়ে থাকবে না। ভালো শিক্ষক ও পড়াশোনার সুযোগ-সুবিধা পেলে অনেক মেধাবী ছেলেমেয়েরা সেখান থেকে উঠে আসবে,” বলছিলেন তিনি।

  3. মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের মেয়েরা

    মিয়ানমারকে হারিয়ে দিয়েছে বাংলাদেশে মেয়েরা

    ছবির উৎস, Bangladesh Football Federation

    এএফসি উইমেন্স মেয়েদের এশিয়ান কাপের বাছাই পর্বে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামের এই খেলায় বাংলাদেশের পক্ষে দুটি গোলই করেছেন ঋতুপর্ণা।

    এর মাধ্যমে প্রথম দল হিসাবে বাছাই পর্ব থেকে ২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাসেও এই প্রথমবারের মতো বাংলাদেশি নারী ফুটল দল এশিয়ান কাপে খেলছে। এর আগে ১৯৮০ সালে শুধুমাত্র একবারই এশিয়ান কাপের কুয়েত আসরে খেলেছিল বাংলাদেশের পুরুষ দল।

    আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে এশিয়ান কাপের আসর।

    টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশ। মিয়ানমার র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে আছে।

    আগামী শনিবার বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে।

  4. সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

    'অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে' দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এর আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

    এর আগে গত ২২শে জুন রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরের দিন ২৩শে জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    গত ২৭শে জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ দ্বিতীয় দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    গত ১লা জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তিনি দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

    গত ২২শে জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি।

  5. নিয়মিত প্রচারিত গণমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্যের উৎস হয়ে ওঠে, বললেন প্রধান উপদেষ্টা

    ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ ও ইউনেস্কোর ‘মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা’ বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    ছবির উৎস, CA PRESS WING

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন ‘শুধু ডিজিটাল মাধ্যমে নয়, নিয়মিত প্রচারিত গণমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্যের উৎস হয়ে ওঠে।’

    “আমাদের প্রধান সমস্যা হলো অপতথ্য, ভুয়া সংবাদ। আর এসব অপতথ্যের কিছু ছড়ায় বিদেশে থাকা লোকজন, আবার কিছু ক্ষেত্রে স্থানীয়রাও এতে জড়িত। ধারাবাহিকভাবে এ হামলা হচ্ছে,” বলেছেন তিনি।

    আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ ও ইউনেস্কোর ‘মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা’ বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

    মি. ইউনূস অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে সহায়তা দেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

    প্রধান উপদেষ্টা বলেন বলেন, ‘একটি স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। যদি কোনো গণমাধ্যম বারবার মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে তাদের স্মরণ করিয়ে দেওয়া উচিত তারা বিশ্বাসযোগ্য নয়।’

  6. এনবিআরের চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিলো সরকার

    জাতীয় রাজস্ব ভবন

    ছবির উৎস, NBR.GOV.BD

    ছবির ক্যাপশান, জাতীয় রাজস্ব ভবন

    জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় ছিলেন এমন চার জন উর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ তাদের অবসরের বিষয়ে চারটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।

    অবসরপ্রাপ্তরা হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআরের সদস্য ডঃ মোঃ আবদুর রউফ, হোসেন আহমেদ ও মোঃ আলমগীর হোসেন এবং বরিশাল কর-অঞ্চলের কর কমিশনার মোঃ শাব্বির আহমদ।

    এসব কর্মকর্তাদের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনে তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে উল্লেখ করে বলা হয়েছে ‘যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে: সেহেতু সরকারি চাকরি আইন ২০১৮ সার ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো’।

    এর আগে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রাখায় সেখানকার কমিশনার মো. জাকির হোসেনকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করেছিলো সরকার।

    এর আগে রোববার দুর্নীতি দমন কমিশন জানিয়েছিল, ঘুসের বিনিময়ে কর দাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে। এই কর্মকর্তাদের মধ্যে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।

    প্রায় দেড় মাস ধরে সংস্কার ইস্যু ও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল এনবিআর কর্মকর্তা কর্মচারীরা।

    এর ধারাবাহিকতা শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

    রোববার রাতে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পর 'কমপ্লিট শাটডাউন' প্রত্যাহার করে নেয় আন্দোলনরত কর্মকর্তারা।

  7. তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় সব দল একমত: ঐকমত্য কমিশন

    সংবাদ সম্মেলনে আলী রীয়াজ

    ছবির উৎস, National Consensus Commission

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে আলী রীয়াজ

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে এবং এ ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে।

    “তত্ত্বাবধায়ক সরকার গঠন ও কাঠামো এবং এর এখতিয়ার নিয়েও আলোচনা হয়েছে আজ। এসব বিষয়ে খোলামেলা আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে,” ঐকমত্য কমিশনের সভা শেষে তিনি মঙ্গলবার সাংবাদিকদের একথা বলেছেন।

    তিনি জানান, আজকের সভায় তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও আজকে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিষয়েও আলোচনা হয়েছে। এতে নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে আশু এবং দীর্ঘ মেয়াদে ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানান তিনি।

    “আশু ব্যবস্থা হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন (যদি ইতোমধ্যে তা গঠিত হয়ে থাকে তবে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে) এবং সেই কমিটির পরামর্শক্রমে সংসদীয় এলাকা নির্ধারণ করা হবে,” বলেছেন তিনি।

    এছাড়া দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসেবে প্রতি আদমশুমারী বা অনধিক ১০ বছর পরে সংসদীয় নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের জন্য ‘সংবিধানে একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান’ যুক্ত করা হবে বলে জানান তিনি।

  8. তীব্র তাপপ্রবাহ প্রাণঘাতী হয়ে উঠেছে স্পেন ও ফ্রান্সে

    রোমের দৃশ্য

    ছবির উৎস, Getty Images

    ইউরোপজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে কোনো কোনো জায়গায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে।

    দমকলকর্মীরা স্পেনের কাতালোনিয়া অঞ্চলে মঙ্গলবার দুজনের মৃতদেহ উদ্ধার করেছে।

    এক বিবৃতিতে কাতালোনিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, টরেফেটা এলাকায় আগুন নেভানোর পর দমকল কর্মীরা ওই দুটি মৃতদেহ উদ্ধার করেছে।

    অন্যদিকে প্রচণ্ড তাপমাত্রার কারণে ফ্রান্সেও দুজন মারা গেছে।

    এছাড়া ৩০০ জনকে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

    স্পেন ও ইংল্যান্ডে এই জুন মাস সবচেয়ে গরম মাস হিসেবে রেকর্ড করেছে।

    ইতালিতেও প্রচণ্ড গরমে অসুস্থ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

  9. সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি সরকারি চাকরি থেকে বরখাস্ত

    লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে আজ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে “তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড প্রদান করা হলো।

    প্রসঙ্গত, গত বছর নয়ই অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মির নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিলো।

    বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সাময়িক বরখাস্ত হওয়া ওই মামলা করা হয়েছিলো।

    মামলার বাদী বাদী এজাহারে উল্লেখ করেছিলেন, তাপসী তাবাসসুম একজন সরকারি কর্মচারী হয়ে ফেসবুকে পোস্ট করা মানে তিনি সরকার উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তার মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ।

    এর পর আদালতে হাজির হয়ে জামিন নিয়েছিলেন তিনি।

    এর আগে গত বছর সাতই অক্টোবর প্রধান উপদেষ্টার সমালোচনায় করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো।

    তখন তিনি লালমনিরহাটে কর্মরত ছিলেন। ২০২২ সালের ৮ই ডিসেম্বর সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলা প্রশাসনে যোগদান করেছিলেন মিস তাপসী।

    প্রজ্ঞাপনের একাংশ

    ছবির উৎস, api.gems.gov.bd

    ছবির ক্যাপশান, প্রজ্ঞাপনের একাংশ
  10. ৫ই অগাস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৫ই অগাস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    গত ১৯শে জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, ৫ই অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে।

    এছাড়া ১৬ই জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে আজ আরেকটি পরিপত্র জারি করেছে সরকার।

    এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ই অগাস্টকে 'নতুন বাংলাদেশ দিবস' ঘোষণা করছিলো সরকার। 'নতুন বাংলাদেশ দিবস'-এর পাশাপাশি ১৬ই জুলাই 'শহীদ আবু সাঈদ দিবস' এবং পাঁচই অগাস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করেছিলো একটি পরিপত্র জারি করেছিলো মন্ত্রিপরিষদ বিভাগ।

    পরে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার কথা জানায় সরকার। আজ আগের পরিপত্রগুলো বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হলো।

    সরকারি প্রজ্ঞাপন

    ছবির উৎস, https://cabinet.gov.bd/

  11. চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের দায়িত্ব পাচ্ছে নৌ-বাহিনী

    চট্টগ্রাম বন্দর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চট্টগ্রাম বন্দরে নিউমুরিং টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব কাকে দেয়া হবে তা নিয়ে নানা বিতর্ক হচ্ছিলো, আপাতত ছয় মাসের জন্য বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে নৌ বাহিনীকে এ দায়িত্ব দেয়া হচ্ছে

    নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অবসরপ্রাপ্ত) জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনটিসি) পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য নৌবাহিনীকেই দেয়া হচ্ছে।

    আজ বুধবার ঢাকায় সচিবালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

    মি. হোসেন জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে মঙ্গলবারই বন্দরের পরিচালনা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

    “এরপর বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠকে আপাতত নৌবাহিনীকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হয়েছে বিধি অনুসারে ছয় মাস বা তার বেশি সময়ের জন্য একটা নির্দিষ্ট খরচের মধ্যে তারা পরিচালনা করবে। এখন বন্দরের সাথে নৌ বাহিনীর চুক্তি হবে,” বলছিলেন তিনি।

    উপদেষ্টা বলেন নৌবাহিনী এখন দেশে বন্দর পরিচালনার জন্য সবচেয়ে এক্সপার্ট এবং বিধি অনুযায়ী তারা যে কোনো সময়ের জন্য অপারেটর নিয়োগ করতে পারবে।

    “আমরা নেভিকে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। সেজন্য উনারা নেভির সঙ্গে চুক্তি করছেন। কালকে সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে কোনো সময় চাইলে অপারেটর নিয়োগ করতে পারবে,” বলছিলেন তিনি।

    উপদেষ্টা বলেছেন, ছয় মাস পর বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেয়ার সম্ভাবনা আছে। তবে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেয়ার বিষয়ে বিস্তারিত বলার সময় এখনো আসেনি বলে জানান তিনি।

    “আজকে যেমন নেভিকে দিলাম, কালকে নেভি না থাকলে আরেকজনকে দিতে হবে। সেখানে যদি ইন্টারন্যাশনাল কেউ আগ্রহী হয়, তাহলে আমি আমার সুবিধাটা দেখব,” বলেছেন তিনি।

  12. মধ্যপ্রাচ্যে সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে, আসিফ নজরুল

    আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশেরই অল্প কিছুর লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে।

    “আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি। আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া মারামারি করে,” ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় তিনি এসব বলছিলেন।

    তিনি বলেন, “সৌদি আরবে একটা জায়গা আছে যেখানে বাঙ্গালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে- এমন ঘটনা আছে। এগুলো কী মিথ্যা?”।

    “আমি তাদের জিজ্ঞেস করেছি যে পুলিশে বলেন না কেন। তারা বলে খবর দিলে সবাইকে পুলিশ বের করে দিবে। বাজে কাজ করে দশ জন আর এজন্য সাফার করে দশ হাজার জন, দশ লাখ লোক,” বলছিলেন মি. নজরুল।

    আসিফ নজরুল জানান, বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ সেখানে একজন মালিককে মেরে ফেলা হয়েছে। তিনি এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহবান জানান।

  13. জুলাইয়ের মাঝামাঝি জুলাই সনদের আশা আলী রীয়াজের

    সভায় বক্তব্য রাখবেন আলী রীয়াজ

    ছবির উৎস, national consesus commission

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সকলের সহযোগিতা থাকলে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে তারা জুলাই সনদ প্রণয়নের প্রত্যাশা করছেন।

    এছাড়া রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

    আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের আলোচনার শুরুতে মি. রীয়াজ এসব কথা বলেন।

    আজকের সভায় নির্বাচনি এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এই তিনটি বিষয়ে আলোচনা হয়েছে বলে কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানা হয়েছে।

    "রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করতে আমরা সমবেত হয়েছি৷ যে রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়৷ আর যেন কেউ গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার না হয়," বলেছেন তিনি।

    এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

  14. ছবিতে: তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা

    তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা তার মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

    বহু বছর ধরেই এ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা ছিলো।

    তিনি জানিয়েছেন তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনই এ বিষয়ে ভবিষ্যত দালাই লামাকে স্বীকৃতি দিবে।

    তিব্বতের বৌদ্ধ ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী, দালাই লামা মৃত্যুর পর পুনর্জন্ম লাভ করেন।

    চীন অবশ্য বলেছেন তারাই দালাই লামার উত্তরসূরি নির্ধারণ করবে।

    নীচে দালাইলামার কয়েকটি ছবি দেয়া হলো:

    তিব্বতের লাসায় বালক দালাই লামা।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তিব্বতের লাসায় বালক দালাই লামা।
    দালাই লামার সাথে পাঞ্চেন লামা (বায়ে)। ১৯৫২ সালের ছবি।

    ছবির উৎস, Getty

    ছবির ক্যাপশান, দালাই লামার সাথে পাঞ্চেন লামা (বায়ে)। ১৯৫২ সালের ছবি।
    ১৯৫৭ সালে দিল্লিতে ভারতীয় বিমান ঘাঁটিতে একটি যুদ্ধ বিমানের ককপিটে দালাই লামা ও পাঞ্চেন লামা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ১৯৫৭ সালে দিল্লিতে ভারতীয় বিমান ঘাঁটিতে একটি যুদ্ধ বিমানের ককপিটে দালাই লামা ও পাঞ্চেন লামা
    তিব্বত থেকে পালিয়ে ভারতের মুসৌরিতে পৌঁছান দালাই লামা ১৯৫৯ সালে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তিব্বত থেকে পালিয়ে ভারতের মুসৌরিতে পৌঁছান দালাই লামা ১৯৫৯ সালে।
    অভিনেতা রিচার্ড গের ও দালাই লামা। ১৯৭০ সালের ছবি।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অভিনেতা রিচার্ড গের ও দালাই লামা। ১৯৭০ সালের ছবি।
    ভারতের প্রধানমন্ত্রী নেহেরুর সাথে দালাই লামা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের প্রধানমন্ত্রী নেহেরুর সাথে দালাই লামা
  15. সংসদীয় আসন নির্ধারণে স্বাধীন কমিটির বিধান সংবিধানে থাকবে

    জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা

    ছবির উৎস, PID

    ছবির ক্যাপশান, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা

    জাতীয় সংসদের নির্বাচনি আসনের সীমানা নির্ধারণে একটি স্বাধীন কমিটির বিধান সংবিধানে সংযোজিত করতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

    ঐকমত্য কমিশনের সভার পর দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেছেন, আগামী নির্বাচনের জন্য সীমানা নির্ধারণের কাজটি হবে নির্বাচন কমিশনের অধীনেই। কিন্তু এরপর থেকে একটি স্থায়ী কমিটির বিধান সংবিধানে সংযোজনে সব দল একমত হয়েছে।

    “আদম শুমারি হয় দশ বছর পর পর। আদম শুমারির পরেই ওই কমিটি সীমানা নির্ধারণের কাজ করবে। এটি হবে একটি স্বাধীন কমিটি। এনিয়ে সবাই একমত হয়েছে,” বলছিলেন মি. তাহের।

    তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে বহু সংসদীয় আসন তছনছ করা হয়েছে। কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা দেয়ার জন্য।

    “তাই আমরা বলেছি সীমানা নির্ধারণ স্বচ্ছ ও সঠিক হওয়ার জন্য এবার নির্বাচন কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি করুক। এটা হবে বিশেষায়িত কমিটি। এরপর থেকে একটি স্থায়ী কমিটির বিধান সংবিধানে সংযোজিত হোক,” বলছিলেন তিনি।

    মি. তাহের বলেন, বিএনপি প্রথমে সংবিধানে বিষয়টি সংযোজন করতে দ্বিমত প্রকাশ করে একটি আইনের মাধ্যমে করতে চেয়েছে।

    “পরে দীর্ঘ আলোচনার পর বিএনপি রাজি হয়েছে সংবিধানে এই কমিটির বিষয় থাকবে। পরে সবাই একমত হয়েছে,” বলেছেন তিনি।

  16. আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    ছবির উৎস, BBC/TANVEE

    ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল - ২। এ মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

    আজ সকালে এই অভিযোগ দাখিল করা হয়েছে।

    চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “১৬ জন আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ আমরা দাখিল করেছি। এর মধ্যে যে কয়জন গ্রেফতার আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তো থাকবেই। যারা অনুপস্থিত আছেন বা পলাতক আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আজ।"

    "এর মাধ্যমে আশুলিয়ার যে মামলা ছয়জনকে পুড়িয়ে মারার এবং এর বাইরেও আরও একজনকে গুলি করে হত্যা করাসহ আশুলিয়া অঞ্চলে যে সমস্ত অপরাধ হয়েছিল সেটার বিচার কার্য শুরু হয়ে গেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে,” বলেন মি. ইসলাম।

    গত বছরের পাঁচই অগাস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয়জন। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়।

  17. আদালত অবমাননায় শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড ট্রাইব্যুনালের

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১। জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় সাজা ঘোষণা করা হলো।

    এই মামলার আরেক আসামি গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

    পরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, “যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন সেদিন থেকে এ সাজা কার্যকর হবে।”

    এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ এমন একটি অডিও বক্তব্য ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে এই আদালত অবমাননার অভিযোগ আনেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

    এই কথোপকথন এ আই জেনারেটেড নয় বলে জানান চিফ প্রসিকিউটর।

    “সিআইডির ফরেনসিক রিপোর্ট বিশ্লেষণপূর্বক ও সকলের যুক্তি শুনে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বিতর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তাসহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেয়া এবং নানানভাবে তাদের থ্রেটেন করেছেন যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনানুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, ” বলেন মি. ইসলাম।

    মি. ইসলাম জানান, বিশেষ করে যারা মামলার তদন্ত কর্মকর্তা, তারা সরকারি কর্মকর্তা। তাদেরকে ভয় দেখানো হলে মামলায় প্রভাব পড়বে। সে কারণেই এই আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

  18. পটিয়া থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    মহাসড়ক অবরোধ

    ছবির উৎস, Abdul Quaium

    ছবির ক্যাপশান, পটিয়ায় মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহারসহ তিন দফা দাবিতে থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সাথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কও অবরোধ করেছে তারা।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ বিবিসি বাংলাকে বলেন, “তিন দফা দাবিতে পটিয়া থানা ঘেরাও এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হয়েছে।”

    দাবির মধ্যে রয়েছে–– তাদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের গ্রেফতার এবং আটক নেতাকর্মীদের মুক্তি দেওয়া।

    আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে পটিয়া থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয় তারা। পরে আবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে।

    তাদের দাবি, মঙ্গলবার রাতে পুলিশ দুই দফায় তাদের ওপর হামলা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবে।

    গতকাল মঙ্গলবার রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার সামনে ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

    কিন্তু ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি।

    এ নিয়ে তাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়, উত্তেজনা তৈরি হয়।

    এক পর্যায়ে পুলিশের উদ্দেশে আন্দোলনকারীরা স্লোগান দিতে শুরু করলে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই দফায় সংঘর্ষ হয় গতকাল রাতে।

  19. আন্দোলনের সময় চট্টগ্রামের কাস্টম হাউস বন্ধ রাখায় কমিশনার বরখাস্ত

    দেশব্যাপী শাটডাউন কর্মসূচি পালন করেছিলেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা

    ছবির উৎস, BBC/ COLLECTED

    ছবির ক্যাপশান, দেশব্যাপী শাটডাউন কর্মসূচি পালন করেছিলেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা, গত রোববারের ছবি

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রাখায় কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    গতকাল মঙ্গলবার রাতে এক প্রজ্ঞাপনে মি. হোসেনকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সাময়িক বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে সরকারের ‘নির্দেশনা অমান্য করে’ কাস্টম হাউজ বন্ধ রাখায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

    এতে বলা হয়েছে, মো. জাকির হোসেন ১৮ই জুন দেয়া চিঠি অনুযায়ী রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে ২১ ও ২৮ শে জুন শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীনস্থ কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত অন্যান্য সকল দফতর খোলা রাখার নির্দেশ অমান্য করেন।

    গত ২৮ ও ২৯ জুন শনিবার ও রোববার চট্টগ্রামের কাস্টম হাউজ বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    এনবিআর কর্মকর্তারা গত এক সপ্তাহ ধরে টানা আন্দোলন করে আসছিলের। এরই মধ্যে শনিবার থেকে দেশের সব কাস্টম ও ভ্যাট দফতরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন শুরু হয়।

    গত রোববার ব্যবসায়ীদের বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন অর্থ উপদেষ্টা। পরে রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শাটডাউন কর্মসূচি তুলে নেয়।

    এরই মধ্যে বেশ কয়েকজন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তথ্যানুসন্ধান শুরু করেছে দুদক।

  20. উত্তরসূরির বিষয়ে কী জানালেন দালাই লামা

    দালাই লামা

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, দালাই লামা যে তার উত্তরসূরির বিষয়ে কোনো সূত্র দিতে পারেন সেই নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল

    তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন, তার মৃত্যুর পর একজন উত্তরসূরি শতশত বছরের প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখবেন।

    দালাই লামা তার ৯০ তম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো সূত্র দিতে পারেন এই প্রত্যাশা তৈরি হয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা ইতোমধ্যে উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হয়েছেন।

    অতীতে উত্তরসূরির বিষয়ে দ্বিধায় দেখা গিয়েছিল নির্বাসনে থাকা তিব্বতের আধ্যাত্মিক নেতাকে। তবে বুধবারই এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন।

    তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং জানিয়েছেন, দালাই লামার উত্তরাধিকার সম্পর্কিত ঘোষণাকে তারা “সর্বসম্মতভাবে” সমর্থন করছেন।

    পেনপা সেরিং জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিব্বতীরা দালাই লামাকে তিব্বতী বৌদ্ধ ধর্মের পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সম্মতি জানিয়েছেন দালাই লামা।

    তবে দালাই লামার জ্যেষ্ঠ সহযোগী সামধং রিংপোচ জানিয়েছেন, উত্তরসূরির বিষয়ে সঠিক সময় এলে জানানো হবে। দালাই লামা এই বিষয়ে আর কোনো প্রকাশ্য বিবৃতি দেবেন না।