ডাকসু নির্বাচন, নেপালে বিক্ষোভ, কাতারে ইসরায়েলি হামলা- গত ২৪ ঘণ্টার উল্লেখযোগ্য কিছু খবর:
- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম, এস এম ফরহাদ এবং মহিউদ্দীন খান।
- অনিয়মের অভিযোগ তুলে ডাকসু নির্বাচন বয়কট করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা এবং ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ আনেন প্রতিরোধ পর্ষদের প্রার্থীরাও। তবে এসব অভিযোগ নাকচ করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন খান।
- মঙ্গলবার সকাল আটটা থেকে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। এরপর রাতভর ভোটগণনা ও প্রাথমিক ফল দেয়ার পর বুধবার সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা করে ডাকসু’র নির্বাচন কমিশন।
- ইসরায়েল জানিয়েছে, তারা কাতারে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় প্রধান নেতারা অক্ষত থাকার দাবি করলেও ছয় জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হামাস।
- কাতারের রাজধানী দোহায় হামাস কর্মকর্তাদের ওপর ইসরায়েলের হামলার পর নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে নিলে গাজা যুদ্ধ "অবিলম্বে শেষ" হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
- নেপালে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশটিতে বসবাসকারী বা আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে বাংলাদেশের দূতাবাস।
- নেপালে বিক্ষোভ আর ২২ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
- নেপালে বিক্ষোভকারীরা পরিস্থিতিরি সুযোগ নিয়ে ক্ষয়ক্ষতি, লুটপাট ও সরকারি-বেসরকারি ভবনে আগুন দিচ্ছে উল্লেখ করে একটি বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, এরকম পরিস্থিতি চলতে থাকলে "সেনাবাহিনী সহ সমস্ত নিরাপত্তা প্রতিষ্ঠান পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।"
বিবিসি বাংলার লাইভ পাতা এখানেই শেষ করা হচ্ছে। দেশ বিদেশের আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।