আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের বড় জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। সেই সাথে জিএস, এজিএস ও অন্যান্য পদেও বড় জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। কাতারে ইসরায়েলি হামলায় হামাস নেতারা অক্ষত থাকলেও ছয়জন নিহত হয়েছেন বলে হামাসের দাবি। নেপালের জেনজি-দের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ডাকসু নির্বাচন, নেপালে বিক্ষোভ, কাতারে ইসরায়েলি হামলা- গত ২৪ ঘণ্টার উল্লেখযোগ্য কিছু খবর:

    • ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম, এস এম ফরহাদ এবং মহিউদ্দীন খান।
    • অনিয়মের অভিযোগ তুলে ডাকসু নির্বাচন বয়কট করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা এবং ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ আনেন প্রতিরোধ পর্ষদের প্রার্থীরাও। তবে এসব অভিযোগ নাকচ করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন খান।
    • মঙ্গলবার সকাল আটটা থেকে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। এরপর রাতভর ভোটগণনা ও প্রাথমিক ফল দেয়ার পর বুধবার সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা করে ডাকসু’র নির্বাচন কমিশন।
    • ইসরায়েল জানিয়েছে, তারা কাতারে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় প্রধান নেতারা অক্ষত থাকার দাবি করলেও ছয় জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হামাস।
    • কাতারের রাজধানী দোহায় হামাস কর্মকর্তাদের ওপর ইসরায়েলের হামলার পর নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে নিলে গাজা যুদ্ধ "অবিলম্বে শেষ" হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    • নেপালে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশটিতে বসবাসকারী বা আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে বাংলাদেশের দূতাবাস।
    • নেপালে বিক্ষোভ আর ২২ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
    • নেপালে বিক্ষোভকারীরা পরিস্থিতিরি সুযোগ নিয়ে ক্ষয়ক্ষতি, লুটপাট ও সরকারি-বেসরকারি ভবনে আগুন দিচ্ছে উল্লেখ করে একটি বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, এরকম পরিস্থিতি চলতে থাকলে "সেনাবাহিনী সহ সমস্ত নিরাপত্তা প্রতিষ্ঠান পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।"

    বিবিসি বাংলার লাইভ পাতা এখানেই শেষ করা হচ্ছে। দেশ বিদেশের আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদের বিপুল জয়

    ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ।

    এই নির্বাচনে ছাত্র সংসদ ও হল সংসদের অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ পদে বিজয়ী হয়েছেন।

    ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোঃ আবু সাদিক ওরফে সাদিক কায়েম সর্বোচ্চ পেয়েছেন ১৪০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট।

    জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ পেয়েছেন ১০৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট।

    সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মোঃ মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১৭৭২ ভোট।

    সোমবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও সারারাত ধরে ভোটগণনা চলে।

    রাতেই বিভিন্ন হল থেকে ভোটের ফলাফল আসতে শুরু করে।

    তবে আনুষ্ঠানিকভাবে সকাল সোয়া আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

    এর মধ্যেই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্রদলের আবিদুল ইসলাম খান। ভিপি প্রার্থী হিসেবে উমামা ফাতেমা মোট পেয়েছেন ৩৩৮৯টি।

    বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের পেয়েছেন ১১০৩ ভোট।

    তবে নির্বাচনে কোনও কারচুপি হয়নি, বরং একটি মডেল নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

  3. ডাকসু নির্বাচনে জয়ের পথে শিবিরের ভিপি ও জিএস প্রার্থী

    ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ।

    ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সাতটি ভোট কেন্দ্রের ১৬টি হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। অন্য অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক ভোটে এগিয়ে রয়েছেন শিবিরের দুই পদের প্রার্থী।

    এখন একটি ভোটকেন্দ্রের দুইটি হলের ফলাফল বাকি রয়েছে।

    ইতোমধ্যেই ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েচেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সক-সভাপতি প্রার্থী উমামা ফাতেমা।

  4. ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি বা ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার মধ্যরাতে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

    সামাজিক মাধ্যমে দেয়া ওই পোস্টে মি. খান লেখেন, "পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।"

  5. ঢাবি শিক্ষার্থীদের রায়কে সম্মান জানালেন ছাত্রদলের জিএস প্রার্থী হামিম

    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

    বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে এসব কথা লেখেন তিনি।

    মি. হামিম লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায় তবে এই রায়কে আমি সম্মান জানাই।”

    তবে, ঢাকসু নির্বাচনে ভোট গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতিসহ কিছু অনিয়মের প্রসঙ্গও উল্লেখ করেন মি. হামিম।

  6. ডাকসু নির্বাচন বয়কটের ঘোষণা উমামা ফাতেমার

    কারচুপির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি বা ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

    বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি।

    সামাজিক মাধ্যমে উমামা লেখেন, “ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। পাঁচই অগাস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন।”

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে “শিবির পালিত প্রশাসন” বলেও উল্লেখ করেন মিজ ফাতেমা।

  7. ডাকসু নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ফল ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে মূলত রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিয়েছিলেন।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, এখানে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম ১৪৭২ ভোট পেয়েছেন। এই হলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৬১৪ ভোট।

    এছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭৫ ভোট।

    ছাত্র-শিক্ষক কেন্দ্রেও জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

  8. ডাকসু নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রের ফল ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল ও এসএম হলের শিক্ষার্থীরা।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৩১৪ ভোট।

    জগন্নাথ হলে কেন্দ্রীয় ছাত্র সংসদে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১২৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ২৭৮ ভোট। এছাড়া এই হলে কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে মেঘমল্লার বসু ১১৭০ ভোট পেয়েছেন।

  9. ডাকসু’র ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের ফল ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের ফল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কেন্দ্রে ভোট দেন শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, এই হলে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ১১১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪৩৪ ভোট।

    এছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৪০৩ ভোট পেয়েছেন।

    এই হলের ভোট ঘোষণার সময় বিশৃঙ্খলা তৈরি হয়। পরে পুলিশের উপস্থিতিতে ভোটের ফল ঘোষণা করেন ওই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা।

  10. ডাকসু নির্বাচনে কার্জন হল কেন্দ্রের ফল ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কার্জন হল কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল ও শহিদুল্লাহ হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছিলেন।

    ঘোষিত ফলাফল অনুযায়ী এই কেন্দ্রের তিনটি হলেই ভোটের ব্যবধানের এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

    অমর একুশে হলে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট।

    ফজলুল হক মুসলিম হলে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট।

    এছাড়া শহীদুল্লাহ হলে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট।

    এই তিনটি হলেই সাধারণ সম্পাদক এবং সহ-সাধারণ সম্পাদক পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

  11. ডাকসু নির্বাচনে অমর একুশে হলের ফল ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে অমর একুশে হলের ফল ঘোষণা করা হয়েছে। কার্জন হল কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন ওই কেন্দ্রের দায়িত্বরতরা।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের চেয়ে পাঁচশ’র বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

    এছাড়া জিএস ও এজিএস পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

  12. ইসরায়েলি হামলায় ছয়জন নিহত, আলোচক দল অক্ষত: হামাস

    ইসরায়েলি হামলায় কাতারের রাজধানী দোহায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হামাস। তবে তারা দাবি করেছে, তাদের আলোচক দল অক্ষত রয়েছে।

    হামাস জানিয়েছে, যারা নিহত হয়েছে, তাদের মধ্যে প্রধান আলোচকের ছেলে খলিল আল হায়া রয়েছে। নিহত ছয়জনের মধ্যে কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও রয়েছে।

  13. ডাকসুর ফল ঘোষণায় সময় লাগছে যে কারণে

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘোষণায় “মাঝ রাত পার হয়ে যেতে পারে” বলে জানিয়েছেন উদয়ন স্কুল কেন্দ্রের কেন্দ্রপ্রধান অধ্যাপক শামীম রেজা।

    রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রযুক্তিগত কারণেই ভোট গণনায় কিছুটা সময় লাগছে।

    মি. রেজা দাবি করেন, “এক কেন্দ্রে গণনা শেষ হলে সেখান থেকে মেশিন এনে অন্য কেন্দ্রে ভোট গণনা তরান্বিত করার চেষ্টা করছি আমরা।”

  14. নেপালে বিক্ষোভের দ্বিতীয় দিনের কিছু ছবি

    কাঠমাণ্ডুতে চলমান ঘটনাপ্রবাহের কিছু ছবি

  15. ট্রাম্পের প্রস্তাব মানলে, গাজা যুদ্ধ শেষ হতে পারে: নেতানিয়াহু

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে নিলে গাজা যুদ্ধ "অবিলম্বে শেষ" হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    গাজার বেসামরিক নাগরিকদের উদ্দেশ্যে এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, "আপনার অধিকার এবং নিজের ভবিষ্যতের জন্য দাঁড়ান। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করুন এবং আমাদের সাথে শান্তি স্থাপন করুন।"

    এদিকে রবিবার হামাসও বলেছে যে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের "কিছু ধারণাকে" স্বাগত জানিয়েছে।

    এর আগের দিন, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে তিনি বলেন, "সবাই জিম্মিদের বাড়ি ফেরত চায়। সবাই চায় এই যুদ্ধের অবসান হোক! ইসরায়েলিরা আমার শর্ত মেনে নিয়েছে। হামাসেরও এখন মেনে নেওয়ার সময় এসেছে।"

    তিনি বলেন, "আমি হামাসকে মেনে না নেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এটি আমার শেষ সতর্কবার্তা, আর কোনও সতর্কবার্তা থাকবে না!"

  16. বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রতিরোধ পর্ষদের

    ভোট গণনার কক্ষে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর উপস্থিতি এই নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্বের প্রমাণ বলে মনে করে বাম ধারার সাত সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ।

    মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা।

    এই প্যানেলের এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল অভিযোগ করেন, “কারচুপির মাধ্যমে একটা একক গোষ্ঠীকে ডাকসু নির্বাচনে জিতিয়ে নেয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”

    দিনভর অনিয়ম এবং প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি অনিশ্চয়তার দিকে নেয়ার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন মি. জুবেল।

    তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় ঘিরে দুইটা রাজনৈতিক দল মারমুখী অবস্থান নিয়েছে। কারচুপি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছেড়ে কথা বলবে না।”

  17. নেপালের কারাগার থেকে শত শত বন্দি পালিয়েছে

    সরকারি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ সহিংস বিক্ষোভের মধ্যেই নেপালের পশ্চিমাঞ্চলীয় দুটি জেলায় দুটি কারাগার ভাঙার ঘটনা নিশ্চিত করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

    দেশটির কাস্কি জেলার পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা কারাগারে প্রবেশ করলে ৭৭৩ জন বন্দী সেখান থেকে পালিয়ে গেছে।

    এছাড়া তুলসীপুর কারাগার থেকে ১২৭ জন বন্দী পালানোর খবর জানিয়েছে, নেপালের ডাং প্রদেশের তুলসীপুরের এরিয়া পুলিশ অফিস।

    স্থানীয় বিভিন্ন গণমাধ্যম অন্যান্য জেল ভাঙার ঘটনা নিয়ে রিপোর্ট করলেও সেগুলো এখনও নিশ্চিত হওয়া যায়নি।

  18. প্রয়োজনে 'পরিস্থিতির নিয়ন্ত্রণ নেবে' নেপাল সেনাবাহিনী- বিবৃতি

    নেপালে বিক্ষোভকারীরা পরিস্থিতিরি সুযোগ নিয়ে ক্ষয়ক্ষতি, লুটপাট ও সরকারি-বেসরকারি ভবনে আগুন দিচ্ছে উল্লেখ করে একটি বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, এরকম পরিস্থিতি চলতে থাকলে "সেনাবাহিনী সহ সমস্ত নিরাপত্তা প্রতিষ্ঠান পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।"

    সেনাবাহিনী বলেছে, "আমরা সকল নাগরিককে এই প্রচেষ্টায় সেনাবাহিনীকে সমর্থন করার জন্য আবেদন করছি। পরিস্থিতি মূল্যায়ন করার পরে" আরও আপডেট জানানো হবে।

    এদিকে, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান খুঁজে বের করার জন্য বিক্ষোভকারীদের সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির সেনাপ্রধান।

    সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় সেনাবাহিনী প্রধান জেনারেল অশোক রাজ সিগডেল বলেছেন, জাতীয় ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

  19. কাতারে ইসরায়েলি হামলায় আরব দেশগুলোর নিন্দা

    কাতারের রাজধানী দোহায় হামাস কর্মকর্তাদের ওপর ইসরায়েলের হামলার পর নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।

    ইসরায়েলি হামলার "কঠোর ভাষায়" নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে "একটি বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য উস্কানিমূলক উত্তেজনা বৃদ্ধি" হিসেবে বর্ণনা করেছে।

    এই ঘটনার "তীব্র নিন্দা" জানিয়েছে কুয়েত। এর প্রতিশোধ হিসেবে কাতার যে পদক্ষেপ নেবে তার প্রতি নিজেদের "পূর্ণ সমর্থন" থাকবে বলেও জানিয়েছে দেশটি।

    ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে, এই হামলাকে "সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন" বলে বর্ণনা করেছেন ওমানের সুলতান।

  20. আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে

    বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।