ভারতে না যাওয়া নিয়ে বাংলাদেশের পক্ষে আইসিসিকে চিঠি পিসিবির

আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ভারতে না খেলতে চাওয়ার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বর্তমান আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে পিসিবি জানিয়েছে, এই সময়ে বাংলাদেশ দলের ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত যৌক্তিক। চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি চায়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।

তবে আইসিসির অবস্থান এখনো অপরিবর্তিত। সংস্থাটি শুরু থেকেই বিশ্বকাপের নির্ধারিত সূচি ও ভেন্যু পরিবর্তনের বিপক্ষে রয়েছে।

শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজক হলেও বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়ার বিষয়ে আইসিসি এখন পর্যন্ত রাজি হয়নি। গত সপ্তাহে বিসিবির সঙ্গে বৈঠকেও তারা এই অবস্থান স্পষ্ট করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, সরকারের পূর্ণ সমর্থন নিয়েই তারা ভারতের মাটিতে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে।

সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় গত সপ্তাহান্তে ঢাকায়। তবে দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। একদিকে আইসিসি নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজনের ওপর জোর দিচ্ছে, অন্যদিকে বিসিবি বলছে, তারা দল পাঠাতে পারবে না।

এই সিদ্ধান্ত ঘিরে সময়ও দ্রুত ফুরিয়ে আসছে, টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় বাকি।

এর মধ্যেই পিসিবির দেরিতে যুক্ত হওয়া নানা জল্পনা তৈরি করেছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, পিসিবি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছিল।

এমনকি বাংলাদেশের বিষয়ে কী সিদ্ধান্ত হয়, তার ওপর নির্ভর করে পাকিস্তান নিজেদের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়েও ভাবছে এমন কথাও শোনা যায়। তবে এসব বিষয়ে পিসিবি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

টি–টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে অন্ধকারে বাংলাদেশ দলঃ লিটন দাস

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

আইসিসি এখনো ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান তিনি।

৭ই ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে যদি বাংলাদেশ অংশ নেয়, তাহলে মানসিক প্রস্তুতির জন্য সময় এখনো আছে বলেও মনে করেন লিটন।

বর্তমানে বিসিবি ও বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়েছে, তারা দলকে ভারতে পাঠাবে না, যেখানে বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ হওয়ার কথা।

এ বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, যদিও ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত হওয়ার কথা।

বিপিএলে রংপুর রাইডার্সের বিদায়ের পর লিটন বলেন, ''প্রতিপক্ষ বা কোন দেশে খেলতে হবে তা জানা থাকলে প্রস্তুতি সহজ হতো। স্কোয়াড ঘোষণা হলেও এখনো খেলোয়াড়রা জানেন না, তারা কোথায় খেলবেন বা কার বিপক্ষে খেলবেন।''

তিনি বলেন, এই অনিশ্চয়তা শুধু তাঁর নয়, পুরো দেশের।

সাংবাদিকদের উল্টো প্রশ্ন করে লিটন বলেন, বিশ্বকাপে বাংলাদেশ যাবে কি না, সেটাই এখনো নিশ্চিত নয়। রাজনৈতিক বিষয় বা বিসিবির অবস্থান নিয়ে মন্তব্য না করলেও তিনি বলেন, পরিস্থিতি আদর্শ নয়, তবে যেকোনো সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়রা প্রস্তুত।

স্কটল্যান্ডের সাথে আইসিসির কোনও আলাপ হয়নি - বিবিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী মাসে অনুষ্ঠেয় পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনো স্কটিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো আলোচনা করেনি। তবে সুযোগ এলে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা।

বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনার কারণে আগামী মাসে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বলে আইসিসিকে জানিয়েছে। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো অন্য কোথাও আয়োজনের অনুরোধ করেছে।

বিশ্বকাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডই বর্তমানে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে আছে। ফলে আইসিসি যদি বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে স্কটল্যান্ডই হতে পারে সম্ভাব্য প্রার্থী।

তবে বিবিসি স্পোর্টকে জানানো হয়েছে, এ বিষয়ে এখনো আইসিসি ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। একই সঙ্গে বিসিবির প্রতি সম্মান জানিয়ে স্কটিশ ক্রিকেট কর্তৃপক্ষও নিজেরা উদ্যোগ নিয়ে আইসিসির সঙ্গে কথা বলছে না।