পত্রিকা: 'দেশের ভোটে বিশেষ নজর বিদেশিদের'

দেশের ভোটে বিশেষ নজর বিদেশিদের— দেশ রূপান্তরের প্রধান খবর এটি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভোটের প্রচারে পুরোদমে নেমে পড়েছেন প্রার্থীরা। এই নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখছে বিদেশিরা।

রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ঢাকায় বিভিন্ন দেশ ও সংস্থার মিশনপ্রধানরা কথা বলেছেন।

ঢাকাসহ বিভিন্ন স্থানে দূতাবাস, স্থানীয় মিশন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা খোঁজ নিচ্ছেন।

এর মধ্যে দিল্লি ও ঢাকার কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশের এবারকার নির্বাচনের ওপর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সরকারগুলোর তীক্ষ্ণ নজর রয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, ভোটের ফল যে দলের পক্ষেই যাক, নতুন সম্ভাব্য সরকার ও বিরোধী দলের দৃষ্টিভঙ্গি ও কর্মসূচি বুঝে তার সঙ্গে নিজ দেশের প্রয়োজন ও স্বার্থের দিকগুলোয় খাপ খাওয়াতেই বিদেশিদের এ তৎপরতা।

আজকের পত্রিকার প্রধান খবর— ধর্ম ও অতীত নিয়ে টানাটানি

এই খবরে বলা হয়েছে, নির্বাচনী জনসভার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নেমেই মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলে জামায়াতে ইসলামীকে ঘায়েল করার চেষ্টা করছে বিএনপি।

অন্যদিকে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতির কথা বলে বিএনপিকে ঘায়েলের চেষ্টা জামায়াতের।

এসবের পাশাপাশি দলগুলো সামনে আনছে জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি।

তবে, ভোটের মাঠে কথার যুদ্ধে ঘুরে-ফিরে পুরোনো পথেই দলগুলো হাঁটছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের পরও রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চোখে পড়ছে না তাদের।

পদ্মা ব্যারাজ নির্মাণকাজ শুরু মার্চে— সমকালের দ্বিতীয় প্রধান খবর এটি।

এতে বলা হয়েছে, ছয় দশক ধরে আলোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর বহুল আলোচিত পদ্মা ব্যারাজ নির্মাণ করতে যাচ্ছে সরকার।

আগামী মার্চ মাসেই প্রকল্পের কাজ শুরু হচ্ছে।

আপাতত প্রকল্পের ব্যয় ধরা হচ্ছে ৫০ হাজার ৪৪৪ কোটি টাকা। তবে এ ব্যয় বাড়তে পারে।

এত বড় ব্যয়ের জোগান বিবেচনায় তিনটি পর্যায়ে প্রকল্পের কাজ শেষ করা হবে।

ব্যারাজ নির্মাণে ব্যয় জোগান দেওয়া হবে সরকারের নিজস্ব অর্থায়নে।

আপাতত কোনো বিদেশি ঋণ নেই প্রকল্পে।

তবে উন্নয়ন সহযোগীদের আগ্রহ দেখা গেলে পরিস্থিতি বুঝে পরবর্তী সময় ঋণ নেওয়া হতে পারে।

আগামীকাল রোববার জাতীয় অর্থনৈতিক পর্যদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হবে।

সাত বছরের মাথায় ২০৩৩ সালে শেষ করা হবে এর নির্মাণকাজ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রথম আলোর প্রথম পাতার একটি খবর হচ্ছে— রোহিঙ্গাদের 'বাঙালি' বলে মিয়ানমারের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

এই প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের 'বাঙালি' বলে সম্প্রতি মিয়ানমারের দেওয়া বক্তব্য কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের 'বাঙালি' বলাটা ইতিহাসের বিকৃতি এবং তাদের পরিচয়কে অস্বীকার করার নামান্তর। মূলত ২০১৬-১৭ সালে সংঘটিত নৃশংসতাকে বৈধতা দিতেই মিয়ানমার এমন দাবি করছে।

এতে আরও বলা হয়, 'রোহিঙ্গারা তাদের সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ— মিয়ানমার সরকার এবং রাখাইনের ওপর নিয়ন্ত্রণ থাকা পক্ষগুলোকে এই সত্য মেনে নেওয়ার সত্যিকারের সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে রাখাইনে অনুকূল পরিবেশ তৈরি করে সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনের সুযোগ তৈরির আহ্বান জানানো হচ্ছে।'

বিবৃতিতে এ-ও বলা হয়, বিষয়টিকে অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি হিসেবে দেখিয়ে মূলত রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংস অপরাধ থেকে বিশ্ববাসীর মনোযোগ সরিয়ে নিতে চায় মিয়ানমার।

এছাড়া, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৫ লাখ বাংলাদেশি রাখাইনে আশ্রয় নিয়েছিল— মিয়ানমারের এমন দাবিরও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মিয়ানমার তাদের এ ধরনের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ভোটে তরুণরাই নির্ধারক— কালের কণ্ঠের প্রধান খবর এটি।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩।

এর মধ্যে ১৮ থেকে ৩৩ বছর বয়সী তরুণ ভোটার প্রায় চার কোটি ৩২ লাখ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত নির্বাচনগুলোতে তরুণ ভোটাররা সেভাবে ভোট দেওয়ার সুযোগ পাননি।

এছাড়া, ২০২৪ সালের গণআন্দোলনে মূল ভূমিকা ছিল তরুণদের। ফলে তারা ভোট দিতে বেশ আগ্রহী।

তরুণরা যদি সক্রিয়ভাবে ভোটকেন্দ্রে যান, তাহলে নির্বাচনের ফলাফল যেকোনো দিকে মোড় নিতে পারে। ফলে আসন্ন নির্বাচনে জয়-পরাজয়ের চাবিকাঠি তরুণদের হাতেই থাকবে।

এদিকে, তরুণ ভোটারদের টানতে সব প্রার্থীই বিশেষ মনোযোগ দিচ্ছেন।

পত্রিকাটির ৩১ দলে নারী প্রার্থী নেই, ২০ দলে ৭৬ জন শিরোনামে আরেকটি সংবাদে বলা হয়েছে, দুইটি আসন বাদে এবারের নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী এক হাজার ৯৮১ প্রার্থীর মধ্যে নারী ৭৬ জন; যা মোট প্রার্থীর মাত্র তিন দশমিক ৮৯ শতাংশ। ৭৬ জনের মধ্যে আবার ১৫ জন স্বতন্ত্র।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ভোটে অংশ নেয়া ৫১টি দলের মধ্যে ২০টি দলের নারী প্রার্থী রয়েছে। জামায়াত, ইসলামী আন্দোলনসহ ৩১ দলের কোনো নারী প্রার্থী নেই।

দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১০ জন করে প্রার্থী দিয়েছে বিএনপি ও বাসদ (মার্ক্সবাদী)।

মধ্যরাতে লাশ নিয়ে সড়ক অবরোধ, ওসিকে মারধর— ইত্তেফাকের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, রংপুরে মাদকের মামলায় মামুন মিয়া নামের এক ব্যক্তি গ্রেফতারের ২০ মিনিটের মধ্যেই মারা গেছেন।

পুলিশ হেফাজতে নির্যাতনে তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলীসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে ব্যাপক মারধর করেছেন নিহত মামুন মিয়ার স্বজনরা।

পরে নগরীর মেডিকেল মোড়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন স্বজন ও এলাকাবাসী।

অন্যদিকে, গুরুতর আহত ওসিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, ট্রাকচালক মামুনের বিরুদ্ধে মাদকের চারটি মামলা রয়েছে। সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, গ্রেফতারের পরেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে, নিহত মামুনের স্বজনদের অভিযোগ, সুস্থ ও পরিষ্কার শরীরে মামুন মিয়াকে গ্রেফতার করা হলেও হাসপাতালে তার শরীরে বালুচাপা দেওয়ার চিহ্ন পেয়েছেন তারা। পুলিশ নির্যাতন করে তাকে মেরে ফেলেছে।

এতে বলা হয়েছে, সিভিল সার্ভিস সংস্কারের লক্ষ্যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অন্তত ২০টি সংস্কার কমিশন ও টাস্কফোর্স গঠিত হয়েছে।

সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আমলে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠিত হয় এবং সেই কমিশন ২০৮টি সুপারিশসহ সরকারের কাছে প্রতিবেদন পেশ করে।

তবে সেসব সুপারিশ বাস্তবায়নে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ঘটেনি।

এর মধ্যে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল ১৮টি সুপারিশ। পরে তার মধ্য থেকে অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য আটটি প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এর মধ্যে মাত্র তিনটি বাস্তবায়ন করা হয়েছে।

সংস্কারে বিভিন্ন আমলে গঠিত কমিটিগুলোর সুপারিশের বড় অংশ বাস্তবায়ন না হলেও বেতন কাঠামো বাস্তবায়নই নিয়মিতভাবে হয়েছে।

কিন্তু তাতেও সরকারি কর্মচারীদের দুর্নীতির প্রবণতা কমেনি বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

মানবজমিনের প্রথম পাতার খবর— বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

এই খবরে বলা হয়েছে, তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে বিপিএলের শিরোপা জিতে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারায় রাজশাহী।

টস জিতে চট্টগ্রাম অধিনায়ক মেহেদী হাসান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু তার সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন রাজশাহীর ব্যাটাররা।

বিশেষ করে ফাইনালে জ্বলে ওঠা তানজিদ তামিমের ব্যাটেই লড়াকু পুঁজি পায় দলটি।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম। পরে আর দলটি ঘুরে দাঁড়াতে পারেনি।

ইংরেজি দৈনিক নিউ এইজের প্রধান শিরোনাম— Rape incidents keep rising; অর্থাৎ ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে।

এই খবরে বলা হয়েছে, ২০২৫ সালে অন্তত সাত হাজার ৬৮টি ধষর্ণের ঘটনার অভিযোগ এসেছে, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল পাঁচ হাজার ৫৭০টি।

এই তথ্য পুলিশ সদর দফতরের।

এর মধ্যে চব্বিশের অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে পঁচিশের ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ধর্ষণের অভিযোগে মোট নয় হাজার ১৪৩টি মামলা হয়েছে।

মানবাধিকার কর্মীদের মতে, এই ধরনের অভিযোগে বেশিরভাগ ক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতির কারণে চলন্ত বাস, ট্রেন এবং অন্যান্য পাবলিক প্লেসে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে।

এদিকে, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে, সংবাদপত্রের প্রতিবেদন এবং নিজেদের পাওয়া তথ্য অনুসারে, ২০২৫ সালে ৭৪৯ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে; ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৪০১ জন।

তবে অধিকারকর্মীদের মতে, প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ সব ঘটনায় সংবাদ হয় না এবং অনেক ভুক্তভোগী সম্মানহানির ভয়ে মামলা করেন না।

আসক ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বলেছে যে, ভুক্তভোগীদের বেশিরভাগই শিশু ও কিশোরী। ৭৪৯ ভুক্তভোগীর মধ্যে কমপক্ষে ৩৭০ জনের বয়স ১৮ বছরের কম।