আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ'- বিবিসি বাংলার সরাসরি অনুষ্ঠান
সংসদ নির্বাচনের আগে রাজনীতির নানা দিক নিয়ে বিবিসি বাংলা প্রতিদিন বিশেষ লাইভ করছে।
আজকের বিষয় 'বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ'
এ নিয়ে আলোচনার জন্য বিবিসি বাংলার অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান।
সংসদ নির্বাচনের আগে রাজনীতির নানা দিক নিয়ে বিবিসি বাংলা প্রতিদিন বিশেষ লাইভ করছে।
এবারের বিষয় 'নির্বাচন নিয়ে আগ্রহ হারাচ্ছে তরুণরা?'
এ নিয়ে আলোচনার জন্য বিবিসি বাংলার অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এছাড়াও তরুণদের মধ্যে যুক্ত থাকবেন স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাকিব বিন রশীদ ও তরুণ ফিল্ম মেকার, বিজ্ঞাপনকর্মী সৈয়দা নীলিমা দোলা।
সংসদ নির্বাচনের আগে রাজনীতির নানা দিক নিয়ে বিবিসি বাংলা প্রতিদিন বিশেষ লাইভ করছে।
এবারের বিষয় 'সাতই জানুয়ারি নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা'
এ নিয়ে আলোচনার জন্য বিবিসি বাংলার অতিথি সাবেক রাষ্ট্রদূত এম জমির ও নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ।
সংসদ নির্বাচনের আগে রাজনীতির নানা দিক নিয়ে বিবিসি বাংলা প্রতিদিন বিশেষ লাইভ করছে।
এবারের বিষয় 'নির্বাচন ঘিরে বিএনপির আন্দোলন কতটা কার্যকর?'
এ নিয়ে আলোচনার জন্য বিবিসি বাংলার অতিথি বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ জে এম শফিউল আলম ভূঁইয়া।
সংসদ নির্বাচনের আগে রাজনীতির নানা দিক নিয়ে বিবিসি বাংলা প্রতিদিন বিশেষ লাইভ করছে।
এবারের বিষয় 'নির্বাচনের আগে আওয়ামী লীগ-বিএনপির পক্ষে-বিপক্ষে ভুয়া খবর; কার লাভ, কার ক্ষতি?'
এ নিয়ে আলোচনার জন্য বিবিসি বাংলার অতিথি আওয়ামী লীগ নেতা এ বি এম রিয়াজুল কবির কাওসার এবং বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী।
সংসদ নির্বাচনের আগে রাজনীতি নিয়ে বিবিসি বাংলা প্রতিদিন লাইভ আয়োজন করছে।
নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের কৌশল কতটা কাজ করছে? - এ বিষয়ে আলোচনার জন্য বিবিসি বাংলায় ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিব উল আলম।
২৮শে ডিসেম্বরের বিষয় ছিল 'বাংলাদেশের নির্বাচন ঘিরে ভারত ও যুক্তরাষ্ট্রের ভূমিকা'।
এ বিষয়ে আলোচনার জন্য বিবিসি বাংলায় ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ও সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।
২৭শে ডিসেম্বরের বিষয় ছিল নির্বাচনী ইশতেহার।
অতিথি ছিলেন সরকারের শিক্ষাবিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান।
২৬শে ডিসেম্বরের বিষয় ছিল অর্থনীতি।
অতিথি ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এবং অর্থনীতিবিদ জামালউদ্দিন আহমেদ।