‘অধিকাংশ গার্মেন্টস পণ্য থেকে রফতানি প্রণোদনা প্রত্যাহার’

৩১শে জানুয়ারি, ২০২৪

অধিকাংশ গার্মেন্টস পণ্য থেকে রফতানি প্রণোদনা প্রত্যাহার’, এই খবরটি বণিক বার্তার প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে, এক সার্কুলারের মাধ্যমে গত ৩০শে জানুয়ারি মোট ৪৩টি রপ্তানিমুখী খাতে নগদ প্রণোদনা প্রত্যাহারের ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এই ৪৩টি পণ্যের মাঝে অধিকাংশই আবার গার্মেন্ট খাতের। মূলত, স্বল্পোন্নত দেশের কাতার থেকে চূড়ান্তভাবে বের হওয়ার পদক্ষেপ হিসেবে এসব পণ্যে প্রণোদনা প্রত্যাহার করা হয়। নিয়ম অনুযায়ী, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কোনও রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান করা যাবে না।

তবে এটি একসঙ্গে প্রত্যাহার করা হলে রপ্তানি খাত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বলে চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন খাতে নগদ সহায়তার হার অল্প অল্প করে কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

যদিও বৈদেশিক মুদ্রার এই সংকটের সময় অধিকাংশ গার্মেন্টস পণ্য থেকে রপ্তানি প্রণোদনা প্রত্যাহারের সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

আরও পড়ুন:
দেশ রূপান্তর পত্রিকা

দুর্নীতিতে দশ নম্বর বাংলাদেশ’, এটি দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন ২০২৩-এর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে প্রতিবেদনটিতে বলা হয়েছে, এবার বাংলাদেশের অবস্থান হয়েছে দশম, যা গত বছর ছিল ১২তম। কাছাকাছি স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে।

“টিআইবি তো বিএনপির দালাল, বিএনপি যা বলে, টিআইবিও তা বলে। এসব প্রতিষ্ঠানের কিছু রাজনৈতিক ইন্টারেস্ট আছে। বিশ্ব জুড়ে ক্ষমতার যে দ্বন্দ্ব, সেখানে অবস্থানগতভাবে কোনো কোনো জোট বা দেশের স্বার্থ সংরক্ষণের পাহারাদার এসব প্রতিষ্ঠান,” টিআইবি’র প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দ্য ডেইলি স্টার পত্রিকা

গ্রেফতার অর্ধশতাধিক, মঈন খানকে আটকের পর ছাড়’, এটি নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়, দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিনকে ঘিরে গতকাল রাজধানীর মোট সাত জায়গা থেকে কালো পতাকা মিছিল বের করার কর্মসূচি ছিল বিএনপি’র। কিন্তু পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

পুলিশ এ সময় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে। সেইসাথে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান উত্তরার একটি স্পট থেকে নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করতে চাইলে পুলিশ তাকে আটক করে এবং ঘণ্টাখানেক পরে আবার তাকে ছেড়েও দেয়া হয়।

এ বিষয়ে পুলিশের উত্তরা পশ্চিমের এডিসি সালাহউদ্দিন বলেন, “তারা (বিএনপি) সমাবেশের চেষ্টা করেছিল। কিন্তু এটা ছিল অনুমোদনহীন। তারা দরখাস্ত করেছিল, কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে এটা অনুমোদন করা হয়নি। যে কারণে আমরা মিছিলকে ছত্রভঙ্গ করে দিয়েছি।”

নয়া দিগন্ত পত্রিকা

State no party to case against Prof Yunus’, অর্থাৎ ‘অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মামলায় রাষ্ট্র কোনও পক্ষ নয়’। এটি দ্য ডেইলি স্টার পত্রিকার শেষ পাতার খবর।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বলা হয় যে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মামলায় সরকার কোনও পক্ষ নয় এবং বাংলাদেশের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ।

গতকাল ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনাবাসিক রাষ্ট্রদূত এবং ১৪টি দেশের হাইকমিশনারদের সাথে মিটিংয়ের পর তিনি সাংবাদিকদের বলেন, "ড. ইউনূসের প্রতি যথাযথ সম্মান রেখে আমি বলতে চাই যে বাংলাদেশের বিচারপ্রক্রিয়া স্বচ্ছ।

সেজন্যই ক্ষমতাসীন দলের অনেকে বিচার এবং এমনকি কারাদণ্ডের সম্মুখীন হয়।"

বণিক বার্তা

নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশকে পেঁয়াজ চিনি দেবে ভারত’, এটি সমকাল পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়, চিনি ও পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে ভারত সরকারের।

কিন্তু তারপরও রমজান উপলক্ষে চিনি ও পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে এ দু’টো পণ্য আমদানিতে বিশেষ সুযোগ দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ এবং এ অনুরোধে ইতিবাচক ইঙ্গিত দেয় ভারত।

রমজানকে কেন্দ্র করে ভারত ৫০ হাজার টন চিনি এবং ২০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে পারে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সমকাল পত্রিকা

যাত্রা করল দ্বাদশ সংসদ, ভোট বর্জনের সমালোচনায় রাষ্ট্রপতি’, এটি প্রথম আলো পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়, বিগত একাদশ জাতীয় সংসদের মেয়াদ ছিল ২৯ জানুয়ারি পর্যন্ত এবং এর পরদিন, অর্থাৎ গতকাল ৩০ জানুয়ারি বসে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

নতুন সংসদের সদস্যরা একাদশ সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে ১০ জানুয়ারি শপথ নিয়েছিলেন, যা নিয়ে দেশজুড়ে একটা বিতর্কও সৃষ্টি হয়েছিল।

তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতের রাষ্ট্রদূতসহ প্রায় ৮০০টি দেশের কূটনীতিকরা সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন।

এদিকে, দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত সাতই জানুয়ারি নির্বাচন বর্জনকারী দলগুলোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে একটি মহল সহিংসতা ও সংঘাতের সৃষ্টি করে গণতন্ত্রের যাত্রাপথে বাধা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল।’

প্রথম আলো পত্রিকা
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

রাখাইনে সংঘাতে জিম্মি রোহিঙ্গারা’, এটি কালের কণ্ঠের প্রতিবেদন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের এক বিবৃতিতে বলা হয়েছে, আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘাতের কারণে রাখাইনে অবস্থানরত রোহিঙ্গারা এখন জিম্মি।

রাখাইন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে ভলকার তুর্ক বলেন, “গত শুক্রবার আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ে কমপক্ষে ১২ জন রোহিঙ্গা বেসামরিক ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সেখানে বাসিন্দারা যুদ্ধরত দুই পক্ষের মধ্যে আটকা পড়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সামনেও নিরাপদে মিয়ানমারে ফেরার সম্ভাবনা নেই।”

এদিকে, মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে যেন সেখানে বসবাসকারী রোহিঙ্গারা এ দেশে অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ইমরান খানের দশ বছরের কারাদণ্ড’, এটি যুগান্তর পত্রিকার খবর। এতে বলা হয়, গোপন তথ্য পাচারের অভিযোগ এনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই রায় দেয়া হয়।

এর আগে ২০২২ সালে অনাস্থার মাধ্যমে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান এবং দুর্নীতিত দায়ে দোষী প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে তিন বছরের কারাদণ্ড ভোগ করেছেন তিনি। যদিও তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণেদিত বলে দাবী করছেন।