ছবিতে বর্ষায় হাওড়ের জীবনযাত্রা ও পর্যটন

বর্ষায় টইটম্বুর হয়ে উঠে সুনামগঞ্জের হাওড়গুলো । ভারতের মেঘালয় থেকে আসা ঢলে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। বদলে যায় হাওড়ের মানুষের জীবনযাত্রা।

আর এই সময়েই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন হাওড়ের পানিতে বিলাসী নৌকা ভাসিয়ে হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে। বিবিসির শাহনেওয়াজ রকির ক্যামেরায় ধরা পড়েছে সুনামগঞ্জ হাওড় এলাকার তেমন কিছু চিত্র।

হাউসবোট পর্যটন

এমন নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে হাওড়ে যান পর্যটকরা
ছবির ক্যাপশান, এমন নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে হাওড়ে যান পর্যটকরা

সম্প্রতি সুনামগঞ্জের হাওড় এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে হাউসবোটে করে ভ্রমণ। থাকা খাওয়া, রাত্রিযাপনসহ, সব ধরনের ব্যবস্থা থাকে এসব হাউস বোটে। হাউসবোট কেন্দ্রিক পর্যটনকে ঘিরে সুনামগঞ্জ এলাকায় বেড়েছে কর্মসংস্থান ও ব্যবসায়িক কার্যক্রম।

হাউসবোট পর্যটন

ছবির উৎস, লাবিব ইত্তিহাদুল

এসব হাউসবোটে রয়েছে থাকাখাওয়া ও রাত্রিযাপনের সুবিধা
ছবির ক্যাপশান, এসব হাউসবোটে রয়েছে থাকাখাওয়া ও রাত্রিযাপনের সুবিধা

হাওড়ে মাছ ধরা

বর্ষায় হাওড় অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস মাছ ধরা। পানিতে তলিয়ে যাওয়া বিস্তীর্ণ এলাকায় জাল ফেলে মাছ শিকার করেন জেলেরা। তবে জলবায়ু পরিবর্তন ও শুষ্ক মৌসুমে হাওড়ে ধান চাষের সময় অতিরিক্ত রাসায়নিকের ব্যবহারের ফলে কমছে মাছের পরিমাণ।

জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছেন জেলেরা
ছবির ক্যাপশান, জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছেন জেলেরা
দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে কমে গেছে হাওড়ের মাছ
ছবির ক্যাপশান, দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে কমে গেছে হাওড়ের মাছ
জেলে

হাওড়ে যাতায়াত

বর্ষা মৌসুমে হাওড়ে চলাচলের একমাত্র বাহন নৌকা। বড় নৌকায় করে দূরদূরান্তে যাতায়াত করেন হাওড় এলাকার লোকজন। তবে কাছাকাছি যেতে বা ব্যক্তিগত ব্যবহারের জন্য অনেকে ছোট নৌকা ব্যবহার করেন। প্রায় প্রতিটি বাড়িতেই একটি ডিঙ্গি নৌকা থাকে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য।

এমন বড় নৌকায় করে দূরদূরান্তে যাতায়াত করেন যাত্রীরা
ছবির ক্যাপশান, এমন বড় নৌকায় করে দূরদূরান্তে যাতায়াত করেন যাত্রীরা
ব্যক্তিগত কাজে ছোট নৌকা ব্যবহার করেন হাওড় অঞ্চলের লোকজন
ছবির ক্যাপশান, ব্যক্তিগত কাজে ছোট নৌকা ব্যবহার করেন হাওড় অঞ্চলের লোকজন

পূর্ব পুরুষের পেশা ত্যাগ করছেন হাওড়ের জেলেরা

হাওড় অঞ্চলে এক সময় বর্ষাকালে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এখন অনেকে সে পেশা থেকে সরে আসছেন। তার বদলে হাড়ের পানিতে ভাসমান খামার গড়ে তুলছেন অনেকে। কারণ হাওড়ে মাছ পাওয়া যায় না, অন্যদিকে হাঁসের খামারে বেশি লাভবান হওয়া যায়।

মাছ ধরা পেশা ছেড়ে হাঁস পালছেন হাওড়ের অনেক জেলে
ছবির ক্যাপশান, মাছ ধরা পেশা ছেড়ে হাঁস পালছেন হাওড়ের অনেক জেলে
এরকম একেকটি হাঁসের ঝাঁকে এক হাজারের কাছাকাছি হাঁস থাকে
ছবির ক্যাপশান, এরকম একেকটি হাঁসের ঝাঁকে এক হাজারের কাছাকাছি হাঁস থাকে