হাওড়ে বিলাসবহুল ও দৃষ্টিনন্দন হাউজবোট - ভ্রমণে নতুন গন্তব্য

ভিডিওর ক্যাপশান, হাওড়ে পর্যটনের নতুন আকর্ষণ হাউসবোটে রাত্রিযাপন

সম্প্রতি সুনামগঞ্জের হাওড় এলাকায় বিলাসবহুল ও দৃষ্টিনন্দন হাউজবোট আকৃষ্ট করছে পর্যটকদের, শুয়ে বসে হাওড়ের সৌন্দর্য উপভোগ করা আর রাতযাপনের মতো সুবিধাও রয়েছে এখানে।

গত তিন বছর ধরে পর্যটনের নতুন এই ক্ষেত্রটি কাছে টানছে দেশের বিভিন্ন এলাকার পর্যটকদের। এক রাত দুই দিনের একটি প্যাকেজে এসব হাউসবোটে ঘুরতে আপনাকে গুনতে হবে ৫-১০ হাজার টাকা। যেটা অনেক বেশি ব্যয়বহুল বলছেন আগত পর্যটকরা।

তবে কেন এই দাম বেশি রাখেন সে যুক্তিও দিচ্ছেন হাউসবোট মালিকরা।

বিলাসী এই পর্যটনের কারণে সুনামগঞ্জ এলাকার অর্থনীতি ও কর্মসংস্থানে প্রভাব ফেললেও বাড়তি লোক সমাগমে হাওড়ের পরিবেশ দূষিত হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

একটি হাউসবোট বানাতে কী পরিমাণ ব্যয় হয়, এতে কী কী সুযোগ সুবিধা থাকে এসব জানতে দেখুন বিবিসির শাহনেওয়াজ রকির এই ভিডিওটি।