হাওড়ে জেলেদের এখন মাছ নয়, হাঁসই ভরসা
বর্ষাকালে সুনামগঞ্জের হাওড় এলাকায় জেলেদের প্রধান আয়ের উৎস ছিলো মাছ ধরা, কিন্তু এখন বেশিরভাগ জেলে পল্লীতে বর্ষাকালে গেলে দেখা যায় ভিন্ন দৃশ্য।
ঘরে ঘরে তারা এখন হাঁস পালন করেন, কেউ হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটান এবং সে বাচ্চা দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন।
জেলে পরিবারগুলো জানায়- এক সময় হাওড়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও, দিন দিন হাওড়ে মাছের পরিমাণ কমছে। আগের মতো মাছ পাওয়া যায় না, ফলে পরিবার চালাতে তাদের হিমশিম খেতে হয়।
জলবায়ু পরিবর্তন, হাওড়ে দূষণ এবং নির্বিচারে মাছ ধরার কারণে এখন হাওড় প্রায় মাছ শূন্য। টিকে থাকার তাগিদে তারা এখন বেছে নিয়েছে হাঁস পালন।
হাঁসের খামার করে সুনামগঞ্জের জেলে পরিবারগুলো কীভাবে টিকে থাকার চেষ্টা করছে তা জানতে দেখুন বিবিসির শাহনেওয়াজ রকির এই ভিডিওটি।