আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙ্গে পড়ার কিছু ছবি

আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই যেখানে ভেঙ্গে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি, সেই এলাকার কিছু ছবি তুলে ধরা হল আপনাদের জন্য। এইসব ছবি দেখে একটা ধারণা পাওয়া যাবে যে জনবহুল এলাকায় কীভাবে ভেঙ্গে পড়েছে বিমানটি।

ক্রু সমেত বিমানটিতে ২৪২ জন ছিলেন। বিমানটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের গ্যাটউইক যাচ্ছিল। আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি ভেঙ্গে পড়ে।
ছবির ক্যাপশান, ক্রু সমেত বিমানটিতে ২৪২ জন ছিলেন। বিমানটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের গ্যাটউইক যাচ্ছিল। আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি ভেঙ্গে পড়ে।
বিমানটি ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গেই ধোঁয়ার কুন্ডলী দেখা যায়

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিমানটি ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গেই ধোঁয়ার কুন্ডলী দেখা যায়
ভেঙ্গে পড়া বিমানটিতে আগুন লেগে যায়

ছবির উৎস, ANi

ছবির ক্যাপশান, ভেঙ্গে পড়া বিমানটিতে আগুন লেগে যায়
দমকল কর্মীরা চেষ্টা করছেন বিধ্বস্ত বিমানটির আগুন নেভাতে
ছবির ক্যাপশান, দমকল কর্মীরা চেষ্টা করছেন বিধ্বস্ত বিমানটির আগুন নেভাতে
গাছও পুড়ে গেছে আগুনে
ছবির ক্যাপশান, গাছও পুড়ে গেছে আগুনে
আগুন নিয়ন্ত্রনে আসতেই শুরু হয় উদ্ধার তৎপরতা

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, আগুন নিয়ন্ত্রণে আসতেই শুরু হয় উদ্ধার তৎপরতা
নিহত ও আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে
ছবির ক্যাপশান, নিহত ও আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে
বিমানটি যে ভবনের ওপরে ভেঙ্গে পড়ে, সেটি ডাক্তারদের হোস্টেল

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, বিমানটি যে ভবনের ওপরে ভেঙ্গে পড়ে, সেটি চিকিৎসকদের একটি হোস্টেল
বিমানের লেজের অংশ ঝুলছে ওই ভবন থেকে

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, বিমানের লেজের অংশ ঝুলছে ওই ভবন থেকে
বিমানে আগুন লাগার পাশাপাশি এলাকাতেও আগুন লেগে যায়

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, বিমানে আগুন লাগার পাশাপাশি এলাকাতেও আগুন লেগে যায়