শি ও পুতিনের সঙ্গে বৈঠক, এসসিও সামিট থেকে কী প্রাপ্তি মোদীর?

তিয়ানজিনে শীর্ষ সম্মেলনে পুতিন, মোদী ও শি-র অন্তরঙ্গ আলাপচারিতা

ছবির উৎস, Narendra Modi/X

ছবির ক্যাপশান, তিয়ানজিনে শীর্ষ সম্মেলনে পুতিন, মোদী ও শি-র অন্তরঙ্গ আলাপচারিতা

চীনের তিয়ানজিনে দুই দিন ব্যাপী সফর শেষে সোমবার রাতে দিল্লিতে ফিরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা 'এসসিও' জোটের শীর্ষ সম্মেলনে অংশ নেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা চড়া হারের 'ট্যারিফে'র মোকাবিলায় ভারতকে যখন কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, সেই প্রেক্ষাপটে এই সফরকে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

এই সফরের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী মোদী অবশ্যই ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিতে চেয়েছেন, রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়ে।

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে করা পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, "চীনে একটি ফলপ্রসূ সফর শেষ করলাম। এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছি, বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে ভারতের অবস্থান তুলে ধরেছি।"

তিনি আরও লেখেন, "সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং, চীনা সরকার ও জনগণকে ধন্যবাদ জানাই।"

চীন, রাশিয়া ও ভারত দীর্ঘদিন ধরেই 'এসসিও'-কে পশ্চিমা বিশ্বের জোট 'নেটো'র বিকল্প একটি মঞ্চ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে – আবার নানা কারণে এসসিও-তে সম্পৃক্ততার বিষয়ে ভারতের নানা দ্বিধাও কাজ করেছে।

এসসিও শীর্ষ সম্মেলনের মঞ্চে সদস্য দেশগুলোর নেতারা

ছবির উৎস, Narendra Modi/X

ছবির ক্যাপশান, এসসিও শীর্ষ সম্মেলনের মঞ্চে সদস্য দেশগুলোর নেতারা

বস্তুত এর আগের বেশ কয়েকটি এসসিও শীর্ষ সম্মেলনে নিজে না গিয়ে প্রধানমন্ত্রী মোদী তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে।

কিন্তু এবারে তার ব্যতিক্রম ঘটিয়ে তিনি নিজেই সশরীরে তিয়ানজিনে গিয়েছিলেন। গত সাত বছরের মধ্যে চীনে এটাই ছিল তার প্রথম সফর।

শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক

রোববার সফরের প্রথম দিনেই শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত-চীনের সহযোগিতা সমগ্র মানবজাতির কল্যাণ বয়ে আনবে।

পৃথিবীর ২৮০ কোটি মানুষ যে এই দুটো দেশে থাকে, সে কথাও মনে করিয়ে দেন তিনি।

অন্যদিকে প্রেসিডেন্ট শি বার্তা দেন, "বিশ্ব আজ একটি রূপান্তরের পথে। এশিয়ার ড্রাগন আর হাতি একসঙ্গে এগোলে তা হবে সময়ের দাবি।"

তিনি আরও বলেন, "আমরা বিশ্বের দুই প্রাচীনতম সভ্য দেশ এবং সর্বাধিক জনবহুল রাষ্ট্র। আমাদের পরস্পরের বন্ধু ও সৎ প্রতিবেশী হয়ে একসাথে এগোতে হবে।"

সম্পর্কিত খবর :
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ছবির উৎস, Narendra Modi/X

ছবির ক্যাপশান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

চীন ও ভারত যে পরস্পরের প্রতিপক্ষ নয়, বরং 'সহযোগিতার অংশীদার' – সে কথাও বলেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদী আরও জানান, ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা অচিরেই চালু হতে যাচ্ছে – যা গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল।

রাশিয়া-ভারত-চীন 'ট্রয়কা'?

ট্যারিফ নিয়ে আমেরিকার চাপ মোকাবিলায় ভারত এখন চাইবে চীন ও রাশিয়ার কাছাকাছি আসতে, এমন একটা ধারণার কথা সম্প্রতি বহু পর্যবেক্ষকই বলেছেন।

এসসিও সামিটের দ্বিতীয় দিনে দেখা গেছে যে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং, তিনজনে একসঙ্গে মিলে সৌহার্দ্যের এক বিরল দৃশ্য তুলে ধরছেন।

তিন বিশ্বনেতার মধ্যে করমর্দন, আলিঙ্গন ও হাসি-রসিকতা বিনিময়ের মাধ্যমে তিয়ানজিনে এক বিরল অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়।

এরপরই নরেন্দ্র মোদী এক্সে লেখেন, "তিয়ানজিনে কথোপকথন অব্যাহত! প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে মতবিনিময়।"

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ছবির উৎস, Narendra Modi/X

ছবির ক্যাপশান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অন্য আর একটি পোস্টে তিনি লেখেন, "প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা হওয়াটা সব সময়ই আনন্দের।"

এসসিও শীর্ষ সম্মেলনের মঞ্চের একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নরেন্দ্র মোদী স্বতঃস্ফূর্তভাবে পুতিন ও শিকে কাছে টেনে এনে ঐক্যের প্রতীকী বার্তা দিতে চাইছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ মরিফও সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী দৃশ্যতই তাকে উপেক্ষা করতে চেয়েছেন।

সম্মেলনে একটা পর্যায়ে প্রেসিডেন্ট পুতিনের হাত ধরে হাঁটছিলেন নরেন্দ্র মোদী। ঠিক সেই মুহুর্তে তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

কিন্তু মোদী বা পুতিন কেউই তার দিকে চোখ তুলে তাকাননি, সে দিকে এগোননি মি শরিফও।

ভারত ও পাকিস্তান মাত্র কয়েক মাস আগেই পরস্পরের বিরুদ্ধে সামরিক সংঘর্ষে লিপ্ত হয়েছিল, যে যুদ্ধ থামানোর 'কৃতিত্ব' কার তা নিয়ে কূটনৈতিক জলঘোলাও কম হয়নি।

মোদী ও পুতিনের নেতৃত্বে আলোচনায় ভারত ও রুশ প্রতিনিধিদল

ছবির উৎস, Narendra Modi/X

ছবির ক্যাপশান, মোদী ও পুতিনের নেতৃত্বে আলোচনায় ভারত ও রুশ প্রতিনিধিদল

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা

সম্মেলনের যৌথ ঘোষণাপত্রে এসসিও সদস্য রাষ্ট্রগুলো গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়।

ওই হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করা হয় এবং হামলার নেপথ্যে যারা রয়েছে, তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

যদিও ওই হামলার জন্য কোনও গোষ্ঠী বা দেশকে অভিযুক্ত করা হযনি, তারপরও ঘোষণাপত্রে পহেলগামের অন্তর্ভুক্তিকে ভারত একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে।

এসসিও-র পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "সন্ত্রাসবাদ শুধু একটি দেশের সমস্যা নয়, এটি গোটা মানবজাতির বিরুদ্ধে হুমকি। এর বিরুদ্ধে দ্বিমুখী নীতি একেবারেই গ্রহণযোগ্য নয়।"

সেই সঙ্গেই তিনি আরও যোগ করেন, "যে দেশগুলো প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করে, তাদের বিরুদ্ধে আমাদের একযোগে অবস্থান নিতে হবে। মানবতার স্বার্থে সন্ত্রাসবাদের সব ধরনের রূপকে রুখতে হবে।"

সামিটের অবকাশে প্রধানমন্ত্রী মোদী বৈঠকে বসেন মিয়ানমারের সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং-এর সঙ্গেও

ছবির উৎস, Narendra Modi/X

ছবির ক্যাপশান, সামিটের অবকাশে প্রধানমন্ত্রী মোদী বৈঠকে বসেন মিয়ানমারের সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং-এর সঙ্গেও

এর আগে পহেলগাম হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছিল এবং ওই হামলার দিন পনেরো পরে পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিন্দুর' শুরু করেছিল।

তবে এসসিও-র মঞ্চে প্রত্যাশিতভাবেই তিনি সন্ত্রাসবাদের সমর্থনকারী হিসেবে নির্দিষ্ট কোনও দেশের নাম করেননি।

চীনের বিরুদ্ধেও পরোক্ষ বার্তা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে 'ফলপ্রসূ' দ্বিপাক্ষিক বৈঠক করলেও চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (বিআরআই) নিয়ে ভারত তাদের আপত্তির বিষয়টিও প্রচ্ছন্নভাবে তিয়ানজিনে তুলে ধরেছে।

'বিআরআই' প্রকল্প যেহেতু পাকিস্তান-শাসিত কাশ্মীরের মধ্যে দিয়ে যায় এবং সেটিকে ভারত নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে থাকে – তাই চীনের এই প্রকল্পটিকে ভারত নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখে।

সেই কারণেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে ইঙ্গিত করে করে প্রধানমন্ত্রী মোদী বলেন বলেন, "সংযোগ তখনই অর্থবহ, যখন তা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে। অন্যথায় সেটি কিন্তু আস্থা হারায়।"

পাশাপাশি তিনি এটাও জানান, ভারত চাইছে ইরানের চাবাহার বন্দর ও উত্তর-দক্ষিণ আন্তর্জাতিক করিডরের মাধ্যমে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে টেঁকসই একটি কানেক্টিভিটি বা সংযোগ স্থাপন করতে।

মোদী ও শি-র নেতৃত্বে আলোচনায় ভারত ও চীনের প্রতিনিধিদল

ছবির উৎস, Narendra Modi/X

ছবির ক্যাপশান, মোদী ও শি-র নেতৃত্বে আলোচনায় ভারত ও চীনের প্রতিনিধিদল

ইরানের এই চাবাহার বন্দরটি প্রধানত ভারতের অর্থায়নেই নির্মিত হয়েছে, যেটিকে মধ্য এশিয়া ও আফগানিস্তানে ভারত তাদের গেটওয়ে বা প্রবেশমুখ হিসেবে দেখছে।

'কারপুল কূটনীতি'

এসসিও সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একই লিমুজিনে চাপেন প্রধানমন্ত্রী মোদী।

গাড়ির পেছনের সিটে দু'জনে পাশাপাশি বসে তারা শহরের রিটজ কার্লটন হোটেল অভিমুখে রওনা হন, যেখানে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পথে প্রায় এক ঘণ্টা তাঁরা একান্তে কথাবার্তা বলেন। রাশিয়ার সংবাদমাধ্যম বলছে, "এই কথাবার্তা ছিল একেবারেই গোপন, যা অন্যদের কানে পৌঁছানোর জন্য নয়!"

নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের বৈঠকে দুই দেশের মধ্যে বিশেষ ও সুবিধাজনক 'কৌশলগত অংশীদারিত্ব' (স্ট্র্যাটেজিক পার্টনারশিপ) জোরালো করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

দ্বিপাক্ষিক বৈঠকে যাওয়ার পথে একই গাড়িতে মোদী ও পুতিন

ছবির উৎস, Narendra Modi/X

ছবির ক্যাপশান, দ্বিপাক্ষিক বৈঠকে যাওয়ার পথে একই গাড়িতে মোদী ও পুতিন
বিবিসি বাংলায় আরও পড়তে পারেন :

আলোচনা হয় ইউক্রেন সংকট নিয়েও।

নরেন্দ্র মোদী ওই যুদ্ধের ব্যাপারে বলেন, "সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক পথে এগোতে হবে।"

এই সময় তিনি প্রেসিডেন্ট পুতিনকে আগামী ডিসেম্বর মাসে ভারতে অনুষ্ঠিতব্য ২৩তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।

"১৪০ কোটি ভারতীয় আপনার জন্য অপেক্ষা করছে", বলেন নরেন্দ্র মোদী।

ক্রেমলিন অবশ্য আগেই জানিয়েছে, এই সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট পুতিন ডিসেম্বরে ভারত সফর করবেন।