বিএনপির বড় শোডাউনের প্রস্তুতি, ঘুর্ণিঝড় মোখা ও ইমরান খানের রিমান্ডের নানা খবর

খবরে বলা হচ্ছে, সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে নতুন কর্মসূচি নিয়ে ২০ মে থেকে ফের রাজপথে নামছে বিএনপি ও সমমনা দলগুলো। জেলা সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রথম ধাপের কর্মসূচী। ৬৪ জেলাতেই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার স্থায়ী কমিটি ও বুধবার সাংগঠনিক সম্পাদকের সাথে রুদ্ধদ্বার বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। চারপর্বে প্রতি শনিবার এ কর্মসূচি পালন করা হবে। পরশু ঢাকায় এক সমাবেশ থেকে এর ঘোষণা আসবে।

একই খবরের শিরোনামে দ্য ডেইলি স্টার বলেছে, ‘BNP to warm up before big rally’ এতে বলা হচ্ছে, আগামী কয়েক দিনে সরকার বিরোধী বিক্ষোভের অংশ হিসেবে নতুন ধারাবাহিক কর্মসূচী ঘোষণা করবে বিএনপি। তবে আন্দোলনের এ পর্যায়ে দলটি কঠিন কোন পদক্ষেপে যাবে না।

বিএনপি নিয়ে প্রথম আলোর একটি খবরের শিরোনামে বলা হয়েছে ‘সিলেট সিটি নির্বাচন, কাউন্সিলর পদে প্রার্থিতা ঠেকাতে বিএনপির নানা তৎপরতা’। এই খবরে বলা হচ্ছে, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নেতাকর্মীদের অংশ নেওয়ার আভাস পেয়ে তাদের প্রার্থিতা ঠেকাতে তৎপরতা চালাচ্ছে বিএনপি। কেন্দ্রের নির্দেশনায় সম্ভাব্য প্রার্থীদের তালিকা করে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ না নেয়ার অনুরোধও জানানো হয়েছে তাদের।

নয়া দিগন্তের একটি খবরের শিরোনাম, ‘নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে: সিইসি’। এই খবরে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বাংলাদেশের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। নির্বাচন অর্থহীন নয়, নির্বাচনের গুরুত্ব আছে।

আমেরিকা, ইউকে, ইউরোপিয় ইউনিয়নসহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের নির্বাচন নিয়ে কথা বলছে। আমরা কিন্তু তাদের মুখ চেপে ধরতে পারছি না। যদি সম্ভব হতো মুখ চেপে ধরতাম; কিন্তু পারবো না। কারণ পৃথিবীটা এখন উন্মুক্ত।

একই খবরের শিরোনামে বণিকবার্তা বলেছে, “নির্বাচন নিয়ে কথা বলা দেশগুলোর মুখ চেপে ধরতে পারছি না-সিইসি

গতকাল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রাথীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। তিনি বলেন, গাজীপুরে যে নির্বাচন হচ্ছে এর গুরুত্ব নির্বাচন কমিশনের কাছে অত্যধিক। কারণ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এর আগ এত বড় পরিসরের একটা নির্বাচন জাতীয়ভাবে অনেক গুরুত্ব বহন করবে।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম ‘Mocha may turn into a super cyclone’। এতে বলা হচ্ছে মোখা আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অফিস বলেছে যে, রোববার এটি কক্সবাজার এবং মিয়ানমারে আঘাত হানতে পারে।

সংবাদ এই খবরটির শিরোনাম করেছে ‘ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা’। এটি প্রত্রিকাটির প্রধান শিরোনাম। এতে বলা হচ্ছে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। সুপার সাইক্লোনে রূপ নিতে পারে এই আশঙ্কায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় ফসলের ক্ষতি এড়াতে পাকা ধান, আম ও অন্যান্য ফসল দ্রুত সংগ্রহ করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

ঘূর্ণিঝড় মোখার খবর প্রায় সব সংবাদপত্রেই দেখা যাচ্ছে।

‘বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল পাকিস্তান’ এটিকে প্রধান শিরোনাম করেছে প্রথম আলো। এতে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানতে গ্রেফতারের পর উত্তাল পাকিস্তান। গতকাল বুধবার তাকে আট দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এতেই বিক্ষোভ আরো জোরালো হয়েছে।

ইমরান খানের দল পিটিআইয়ের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। পেশোয়ারে চারজনসহ গতকাল পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। তকে পিটিআই দাবি করেছে, দুদিনের বিক্ষোভে ৪৭ জন প্রাণ হারিয়েছেন। তবে এতেও থামছে না বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে সেনা তোমায়েন করা হয়েছে।

মানবজমিন এই খবরটির শিরোনাম করেছে ‘জ্বলছে পাকিস্তান’। এতে বলা হচ্ছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে গ্রেপ্তার ও রিমান্ডের ফলে জ্বলছে পাকিস্তান।

নির্বাচনী বছরের বাজেটেও চমকের সম্ভাবনা কম’ এটি সমকালের প্রথম পাতার একটি শিরোনাম। এতে বলা হচ্ছে, মূল্যস্ফীতির চাপ, সুদ পরিশোধ ও বকেয়া ভর্তুকির বাড়তি দায় মেটানোর কথা মাথায় রেখে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রায় ৭ লাখ ৬৪ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা সাজিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ ব্যয় চলতি বাজেটের চেয়ে প্রায় ১৪ শতাংশ বাড়লেও অন্যান্য নির্বাচনী বছরের বাজেটের মতো নতুন চমক থাকার সম্ভাবনা কম। কারণ বাড়তি বরাদ্দের অধিকাংশই যাবে সুদ পরিশোধ ও ভর্তুকির দায় মেটাতে।

একই খবর প্রকাশ করেছে প্রথম আলো। যাদের শিরোনাম ‘কঠিন সময়ে আসছে চলতি মেয়াদের শেষ বাজেট’। এতে বলা হচ্ছে, নির্বাচনের আগের বাজেটে সাধারণত জনতুষ্টিমূলক প্রকল্প হাতে নেয়া হয়। কিন্তু পরিস্থিতি এখন অন্য রকম। ফলে আগামী বাজেটে প্রয়োজনীয় ব্যয় করার অর্থ সংস্থান নিয়েই সরকারের হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি হয়েছে।

বাজেট আলোচনা নিয়ে যুগান্তরের শিরোনাম, ‘কৃচ্ছসাধনসহ ৫ নির্দেশ প্রধানমন্ত্রীর, বাজেটে মহার্ঘ ঘোষণা থাকছে না’।

ভোগ্যপণ্য চিনির দাম বাড়ানোর একটি খবর প্রায় সব পত্রিকাতেই দেখা যাচ্ছে। নিউ এইজ তাদের শিরোনাম করেছে, ‘Sugar prices rise by TK 16 per kg

এই খবরে বলা হচ্ছে, সরকার খোলা ও প্যাকেটজাত দুই ধরণের চিনির দামই কেজি প্রতি ১৬ টাকা করে বাড়িয়েছে। ফলে এখন খোলা চিনির দাম প্রতিকেজি ১২০ টাকা ও প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১২৫ টাকা করে কিনতে হবে। এর আগে এই দুই ধরণের চিনির দাম ছিলো প্রতি কেজি ১০৪ এবং ১০৯ টাকা।

মানবজমিন তাদের শিরোনামে বলেছে, ‘চিনির দাম কেজিতে ১৬ টাকা বাড়লো’ যাতে বলা হচ্ছে, চিনি পরিশোধনকারীরা এখন থেকে নতুন এই দামে চিনি বিক্রি করবেন।

বণিকবার্তার প্রধান খবর, ‘অর্থনীতিতে ডিজিটাল জিডিপির অবদান এখনো ৩ শতাংশের নিচে’। এই খবরে বলা হচ্ছে, সরকারের বড় উদ্যোগ ও বিপুল বিনিয়োগ সত্ত্বেও দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছে না ডিজিটাল খাত।

এশীয় উন্নয়ন ব্যাংকের এক হিসাবে দেখা গেছে, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশের অর্থনীতি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি পেলেও মোট জিডিপিতে ডিজিটাল খাতের অবদান ছিল ৩ শতাংশের নিচে। এই পাঁচ বছরে অর্থনীতিতে ডিজিটাল জিডিপির অংশ না বেড়ে কিছুটা কমেছে।

অন্যান্য খবর

নিউ এইজ তাদের প্রধান শিরোনাম করেছে ‘Bridges without roads waste public money all over’।

এই খবরটিতে বলা হচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বহু বছর ধরে ভোগান্তির শিকার হয়েই যাচ্ছে কারণ তারা সংযোগ সড়ক বিহীন যেসব সেতু নির্মাণ করা হয়েছে সেগুলো ব্যবহার করতে পারছে না। আর এটা হচ্ছে সরকারি অর্থ অপচয়ের একটি বড় উদাহরণ।

দেশ রূপান্তরের শিরোনাম, ‘সাগরে আসছে মার্কিন কোম্পানি

এই খবরে বলা হয়েছে, বিভিন্ন সময়ে বাংলাদেশের গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে অনাগ্রহ দেখালেও এবার আগ্রহী হয়েছে শীর্ষস্থানীয় মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সনমোবিল। সরকারও ইতিবাচক। সব ঠিক থাকলে এ বছরেই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হতে পারে।

ঢাকা ট্রিবিউনের একটি খবরের শিরোনাম, ‘Bangladesh forex reserves cross $30bn

এই খবরে বলা হচ্ছে, মাত্র একদিন আগে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯.৭৮ বিলিয়ন ডলার থাকলেও সেটি বেড়ে বর্তমানে ৩০.৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বিশ্ব ব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা হিসেবে ৫০৭ মিলিয়ন ডলার ঋণ পাওয়ার পর রিজার্ভের পরিমাণ বাড়ে।

তিনি বলেন, “আমরা এরইমধ্যে বেশ কয়েকটি বৈশ্বিক প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চেয়েছি। আর বিশ্ব ব্যাংকের কাছ থেকে এরইমধ্যে সহায়তা পেয়েছি। আমরা আশা করছি যে, অন্যান্য সংস্থার কাছ থেকেও শিগগিরই আমরা আরো সহায়তা পাবো।”

একই সংবাদের শিরোনামে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলেছে, ‘Current account deficit narrows further, reserves inch up to $30b

এতে বলা হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বিদেশি বন্ধুরা সরকারের কাছে কোন প্রস্তাব করেনি, চাপও সৃষ্টি করেনি। তিনি বলেন, বিএনপি তিনটি দাবি নিয়ে মাঠে নেমেছে। সরকারের পদত্যাগ, পার্লামেন্ট বিলুপ্তি ও তত্ত্বাবধায়ক সরকার। এই তিনটির কোনোটির ব্যাপারে বিদেশি বন্ধুরা সরকারের কাছে কোনো প্রস্তাবও করেনি। তবে হ্যাঁ বাংলাদেশে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায়।

যুগান্তরের শিরোনাম, ‘ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, আট মাসে ঘাটতি ৯৫০ কোটি টাকা

এই খবরে বলা হয়েছে, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের জন্য চালু করা হয় সঞ্চয় প্রকল্প ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। আকর্ষণীয় মুনাফার কারণে প্রবাসীরা এতে বিনিয়োগও করেন। কিন্তু এতে কালোটাকা বিনিয়োগ হচ্ছে এমন অভিযোগের কারণে বিনিয়োগ সীমায় লাগাম টানা হয়। নানা ধরণের বিধিনিষেধ আরোপ করায় এতে বিনিয়োগ কমে যায়।

এর প্রভাবে রেমিট্যান্সেও নেতিবাচক প্রভাব পগেছে। বিক্রি কমে যাওয়ায় অন্য খাত থেকে তহবিল এনেন আগের বিনিয়োগের অর্থ পরিশোধ করতে হচ্ছে। জুলাই-ফেব্রুয়ারিতে এ বন্ডে ঘাটতি হয়েছে প্রায় ৯৫০ কোটি টাকা।