ঘূর্ণিঝড়ে মহাবিপদ, আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচী ও ইমরান খানের জামিন

সংবাদপত্র

ছবির উৎস, বিবিসি বাংলা

লাশ লুকাতে ‘নিরাপদ’ নদীর ৫৬ স্থান-সমকালের বিশেষ প্রতিবেদনের শিরোনাম এটি।

খবরে বলা হয়, রাজধানীর চারপাশের ১১০ কিলোমিটার নৌপথে মিলছে একের পর এক লাশ। ঢাকার বিভিন্ন স্থান থেকে লাশ এনে সহজে নদীতে ফেলে যাচ্ছে অপরাধীরা। কারও পরিচয় মিলছে, কারও নাম-পরিচয় থেকে যাচ্ছে অজানা। ফলে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ হয়ে উঠেছে লাশ গুমের ‘নিরাপদ অঞ্চল’।

এই চার নদ-নদীর ঝুঁকিপূর্ণ ৫৬ স্থান শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ২৫ স্থানে জরুরি ভিত্তিতে সিসিটিভি ও বাতি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আজকের সবকটি পত্রিকাজুড়েই ঘূর্ণিঝড় 'মোখা'র খবরাখবর।

ভেতরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোখা’ শক্তিশালী হয়ে কক্সবাজারের দিকে এগিয়ে আসছে। এটি কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপসহ মায়ানমারের উপকূল এবং এর আশেপাশের উপর দিয়ে বয়ে যাবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল থেকে দ্বীপ ছেড়ে কাঠের ট্রলারে করে মানুষ টেকনাফের বিভিন্ন আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছে।

সমুদ্র বন্দরে ৮ নম্বর মহা বিপদ সংকেত - ইনকিলাব লিখেছে এমনটা। তারা বলছে ‘অত্যধিক প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়েছে ‘মোখা’। দেশের সমুদ্র বন্দরগুলোকে আট নম্বর মহাবিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Cyclone Mocha: Signal hits 8, million await evacuation,নিউ এজের প্রধান শিরোনাম। বলা হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে অন্তত ১০ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে। ৮ নম্বর বিপদ সংকেত ঘোষণার আগে আবহাওয়া অফিস সব জেলেদের সমুদ্র থেকে নিরাপদ আশ্রয়ে যেতে বলে।

৫ বোর্ডের কালকের এসএসসি পরীক্ষা স্থগিত - নয়া দিগন্তের অন্যতম শিরোনাম। খবরে বলা হয় ২০২৩ সালের চলমান এসএসসি ও সমমান পরীক্ষার আগামীকাল রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখায় উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এই দিনের পরীক্ষা স্থগিত থাকবে।

আর ঘূর্ণিঝড় নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি সানের প্রধান শিরোনাম - Mocha turns very severe in Bay

সংবাদপত্র

ছবির উৎস, বিবিসি বাংলা

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

ঘূর্ণিঝড় ছাড়া ইমরান খানের জামিন নিয়ে খবর এসেছে প্রায় সব দৈনিকের প্রথম পাতাতেই।

ইমরান খানকে গ্রেফতার করা যাবে না-ইসলামাবাদ হাইকোর্টের আদেশ। যুগান্তর শিরোনাম করেছে এটি।

খবরে বলা হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানকে ৯ মের পর দায়ের করা কোনো মামলায় আগামী ১৫ মে পর্যন্ত গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

আপাত জয় হাল না ছাড়া ইমরানেরই—মানবজমিন শিরোনাম করেছে এমনটা। ভেতরে বলা হচ্ছে বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের মতোই রাজনীতির কঠিন খেলায়ও জিতে চলেছেন ইমরান খান। ঘটনার এক আশ্চর্য পালাবদলে এ দফায়ও পার পেয়ে গেলেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। এবার তাকে রক্ষার দৃশ্যপটে সবথেকে বড় ভূমিকা ইসলামাবাদ হাইকোর্টের।

আদালতের নির্দেশে মুক্তি পেয়ে আপাতত এই খেলায় জয়ী ইমরান খান। তাকে স্তব্ধ করতে এবং কারাগারে পাঠানোর শত চেষ্টাকে রীতিমতো বুড়ো আঙুল দেখালেন তিনি। শুক্রবার আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

ইমরান খানকে নিয়ে ডেইলি সানের শিরোনাম Imran khan granted bail

আবারো পাল্টাপাল্টি কর্মসূচী। ঢাকায় বিএনপির সমাবেশ আজ, শান্তি সমাবেশ আওয়ামী লীগের। প্রথম আলোর প্রথম পাতার খবর।

খবরে বলা হয় ঈদের আজ শনিবার মাঠের কর্মসূচীতে ফিরছে বিরোধী দল বিএনপি। দলটি ঢাকার নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে। ক্ষমতাসীন আওয়ামী লীগও আবার পাল্টা কর্মসূচীতে নামছে। রাজধানীর মিরপুর-১০ নম্বরে সমাবেশ করবে ক্ষমতাসীন দল।

নাজমুলের বিস্ফোরক সেঞ্চুরিতে জয়ের স্বস্তি-গতরাতে হয়ে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড ক্রিকেট ম্যাচ নিয়ে এমন শিরোনাম কালের কন্ঠর। খবরে বলা হয় সিরিজের ২য় ওয়ানডেতে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ।

সংবাদপত্র

ছবির উৎস, বিবিসি বাংলা

রোহিঙ্গাদের বোঝা টানা সম্ভব হচ্ছে না-বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী এমনটা বলেছেন বলে খবর।

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

No easy exits for loan guarantor – দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রধান শিরোনাম করেছে এই খবরকে। যেখানে বলা হয় এখন থেকে ব্যাংকের ঋণগ্রহীতার যিনি জামিনদার হবেন তিনি আর ঋণ শোধ করার দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। সুপ্রীম কোর্টের আপিল ডিভিশন এক রায়ে বলেছে প্রয়োজনে জামিনদারের সম্পত্তি নিলামে তুলে ঋণ শোধ করতে হবে।

নজর কাড়বে বিমানবন্দর, শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন অক্টোবরে। ইনকিলাব প্রধান শিরোনাম করেছে এটি। বিস্তারিত খবরে বলা হয়েছে, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে নির্মিত হচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এই টর্মিনালের নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় ৭২ শতাংশ।

এই থার্ড টামিনাল চালু হলে পাল্টে যাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র। যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে আর্কষনীয় হয়ে উঠবে এই টার্মিনাল।

অন্যান্য খবর

তীব্র গরমে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়-বাংলাদেশ প্রতিদিনের আরেকটি শিরোনাম। খবরে বলা হয় হিট স্ট্রোকে মারা যাচ্ছে মানুষ, মাম্পস আক্রান্ত বাড়ছে এবং ঝুঁকি বাড়াচ্ছে ডায়রিয়া।

সুদান থেকে ফিরলেন আরো ২৬২ বাংলাদেশি – দৈনিক সংবাদের খবর। বলা হয়েছে সংঘাতময় সুদান থেকে তৃতীয় দফায় সৌদি আরব হয়ে দুটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তারা। এ নিয়ে গত চারদিনে ৪৪৯ জন দেশে ফিরলেন।

সংবাদপত্র

ছবির উৎস, বিবিসি বাংলা

কাজী নজরুলের পুত্রবধু কল্যাণী আর নেই-ইত্তেফাকের খবরে বলা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ ও সংগীতশিল্পী কল্যাণী কাজী মারা গেছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টায় কলকাতায় মারা যান তিনি।

তিনি দীর্ঘদিন অসুস্থ এবং বার্ধক্যজনিত কিছু জটিলতায় ভুগছিলেন। তিনি নজরুলের ছোট ছেলে কাজী অনিরুদ্ধের স্ত্রী। কবি পরিবারের ২য় প্রজন্মের তিনি ছিলেন শেষ সদস্য।

রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মধ্যে সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধসহ আহত ৭—মানজমিনের শিরোনাম। খবরের বিস্তারিত হল নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এই সংঘর্ষ হয়।

এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের খবরটিও এসেছে বেশ কিছু পত্রিকায়।