আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ভারতে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগে ইডি-র হেফাজতে
- Author, অমিতাভ ভট্টশালী
- Role, বিবিসি নিউজ বাংলা, কলকাতা
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেকথিত দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বুধবার রাতে দীর্ঘ জেরার পরে নিজেদের হেফাজতে নিয়েছে। এর আগে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়াতে নিয়ে যাওয়া হয় গভর্নরের বাসভবনে।
লোকসভা নির্বাচনের আগে অ-বিজেপি দলগুলি যেসব রাজ্যে সরকার চালায়, তাদের হেনস্থা আর রাজ্যগুলিতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করছে বিজেপি বিরোধী দলগুলি।
ভোটের সময়ে ভারতের যে চারটি রাজ্যে বিজেপি-বিরোধী হাওয়া কিছুটা কাজ করতে পারে, ঝাড়খণ্ড তেমনই একটা রাজ্য বলে জানাচ্ছেন ভোট বিশেষজ্ঞরা।
সে জন্যই কি সেখানকার বিজেপি-বিরোধী সরকারকে হেনস্থা করা হচ্ছে? এ প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বুধবার সকাল থেকে অনেক রাত পর্যন্ত সারাদিনই একের পর এক নাটকীয় ঘটনা হতে থাকে।
বুধবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে সরকার পক্ষের বিধায়করা জানান, পরিবহন মন্ত্রী চম্পাই সোরেনকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তারা বেছে নিচ্ছেন।
পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও তখন সেখানে উপস্থিত ছিলেন।
প্রথমে হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনের নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আলোচনায় উঠে এলেও বুধবার সন্ধ্যা থেকে মি. সোরেনের মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্য চম্পাই সোরেনও যে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন, সেটাও জানা গিয়েছিল।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বুধবার দুপুর থেকে জেরা করতে শুরু করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
রাঁচি থেকে বিবিসির সহযোগী সংবাদদাতা রভি প্রকাশ জানাচ্ছেন যে বুধবার দুপুর দুটো নাগাদ বেশ কয়েকটি গাড়িতে চেপে ইডি কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছান।
রাজ্য পুলিশই তাদের ভেতরে নিয়ে যায়, তবে কেন্দ্রীয় দলের সঙ্গে আসা কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকতে দেওয়া হয়নি।
মি. সোরেনকে জেরা চলাকালীনই তার দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন রাঁচির রাস্তায়।
সরকারের তিনজন শীর্ষ কর্মকর্তা আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপরে নজর রাখছেন, নামানো হয়েছে প্রায় এক হাজার অতিরিক্ত পুলিশ কর্মী।
বেশ কয়েকটি এলাকায় যাতে বিক্ষোভ না হতে পারে, সেজন্য ১৪৪ ধারাও জারি করা হয়েছে।
হেমন্ত সোরেনকে এর আগেও একবার জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে তারা আগে একাধিকবার জেরা করার জন্য সমন পাঠালেও মি. সোরেন হাজিরা দেননি।
এরই মধ্যে মুখ্যমন্ত্রীর দিল্লির বাসভবনেও তল্লাশি চালায় ইডি।
End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ওই তল্লাশিতে একটি দামি গাড়িসহ ৩৬ লক্ষ ভারতীয় টাকাও পেয়েছে ইডি।
ঝাড়খন্ডের রাজধানী রাঁচির প্রায় পাঁচ একর জমি কেনাবেচায় দুর্নীতি হয়েছে বলেই কেন্দ্রীয় তদন্ত এজেন্সির সন্দেহ। ওই জমিটি সেনাবাহিনীর মালিকানাধীন।
ভোটের আগে নিশানায় বিরোধীরা?
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং বিজেপি-বিরোধী দলগুলি অভিযোগ করছে যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ যখন ঘোষণা হতে চলেছে, তার আগেই ঝাড়খণ্ডের সরকারকে অস্থিতিশীল করে দেওয়ার চেষ্টা হচ্ছে।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সংসদ সদস্য মহুয়া মাঝি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "দেখতেই পাচ্ছেন যে কীভাবে কেন্দ্রীয় সরকার আর বিজেপি চক্রান্ত করছে বিরোধী দলীয় সরকারগুলোকে ফেলে দিয়ে বা একটা অস্থিরতা তৈরি করে, যাতে তারা নিজেদের সরকার গড়তে পারে।"
ভোট বিশেষজ্ঞরা বলছেন ভারতের যে বড় চারটি রাজ্যে বিজেপি বিরোধী হাওয়া কিছুটা কাজ করতে পারে, তারই অন্যতম হলো ঝাড়খণ্ড।
অন্য রাজ্যগুলি হলো মহারাষ্ট্র, বিহার আর পশ্চিমবঙ্গ।
উত্তর ভারতের অন্য রাজ্যগুলিতে বিজেপি যে খুবই ভালো অবস্থায় রয়েছে, সেটাও সাম্প্রতিক রাজ্য নির্বাচনগুলিতে দেখা গেছে।
নির্বাচন বিশ্লেষক সব্যসাচী বসুরায়চৌধুরী বলছিলেন, "দক্ষিণ ভারতে বিজেপির পায়ের তলায় শক্ত জমি নেই। উত্তর ভারতের হিন্দি বলয়ের রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের সাম্প্রতিক ফলই বলে দিচ্ছে সেখানে বিজেপি ভালো অবস্থানে আছে।"
"উত্তরপ্রদেশ তো আছেই তাদের গড়। আবার রামমন্দির উদ্বোধন করে দেওয়ার পর হিন্দি বলয়ে আরও কিছুটা ভিত শক্ত হয়েছে বিজেপির।
"তার মানে বড় রাজ্যের মধ্যে বিজেপি বিরোধীদের অবস্থান শক্ত রয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর বিহারে। এর মধ্যে বিহারে তো তারা নীতিশ কুমারের সহায়তায় সরকারে চলে এল। মহারাষ্ট্রেও তারা ক্ষমতায়।"
"তাই বাকি ছিল ঝাড়খণ্ড। সেখানেও যদি একটা অস্থির পরিস্থিতি তৈরি হয় তাহলে হেমন্ত সোরেনের মতো নেতাদের তা নিয়েই ব্যস্ত থাকতে হবে, জাতীয় নির্বাচন নিয়ে তারা অতটা ভাবতে পারবেন না। সেটাই লাভ হবে বিজেপির", ব্যাখ্যা মি. বসুরায়চৌধুরীর।
ঝাড়খণ্ডে 'সরকার ফেলা সহজ হবে না'
মহারাষ্ট্রে শিবসেনার দল ভাঙ্গিয়ে যেভাবে সরকার ফেলে দিয়েছিল বিজেপি, বা বিহারে কয়েকদিন আগে যেভাবে নীতিশ কুমারকে শিবির বদল করিয়ে কংগ্রেস-লালু প্রসাদ যাদবের হাত ছাড়িয়ে পদ্ম শিবিরে নিয়ে এসেছে তারা, ঝাড়খণ্ডে সরকার ফেলে দেওয়া কিন্তু অত সহজ হবে না বলে মনে করেন বিবিসির সহযোগী সংবাদদাতা রভি প্রকাশ।
তার কথায়, "মহারাষ্ট্রে শিবসেনার বড় সংখ্যক বিধায়ক ভাঙ্গিয়ে আনতে পেরেছিল বিজেপি। বিহারেও সরকার আর বিরোধী দুই পক্ষের মধ্যে বিধায়ক সংখ্যার ফারাক এতটাই কম ছিল যে নীতিশ কুমারকে শিবির বদলাতে বেশি বেগ পেতে হয়নি। কিন্তু ঝাড়খণ্ডে পরিস্থিতি আলাদা।"
"এখানে বিধানসভায় আসন সংখ্যা ৮১, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ৪১টি আসন দরকার কোনও দলের। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নিজেরই বিধায়ক আছেন ২৯ জন।"
"কংগ্রেস আর রাষ্ট্রীয় জনতা দল মিলিয়ে সরকার পক্ষে রয়েছেন ৪৯ জন। উল্টোদিকে বিজেপির বিধায়ক সংখ্যা ২৬। তাই সরকার ফেলাটা অত সহজ হবে না," বলছিলেন রভি প্রকাশ।
End of বিবিসি বাংলায় অন্যান্য খবর
স্ত্রীকে মুখ্যমন্ত্রী করার জল্পনা
সরকার না পড়লেও হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী থাকতে পারবেন কি না, তাকে ইডি গ্রেফতার করে নেবে কি না, এরকম একটা জল্পনা চলছিলই ঝাড়খণ্ডে।
মি. সোরেন গত কয়েকদিন প্রকাশ্যে আসেননি। তার পরেই বিজেপি আওয়াজ তোলে যে হেমন্ত সোরেন নিখোঁজ হয়ে গেছেন।
অবশ্য তিনি মঙ্গলবার রাঁচি ফিরে এসেই নিজের দলের ও সহযোগী দুই দল - কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন।
এরই মধ্যে জল্পনা শুরু হয় যে বুধবার জেরার শেষে যদি মি. সোরেন গ্রেফতার হয়ে যান, তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন?
রাঁচি থেকে বিবিসির সহযোগী সংবাদদাতা রভি প্রকাশ জানাচ্ছেন যে এটা নিয়ে সব থেকে বেশি আলোচনায় উঠে এসেছিল মি. সোরেনের স্ত্রী কল্পনা সোরেনের নাম।
বিহার রাজ্য থেকে আদিবাসী অধ্যুষিত অঞ্চল ঝাড়খণ্ডকে পৃথক করার দাবী দীর্ঘদিনের। সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাবা শিবু সোরেন, যাকে দিশম গুরু বলে সম্বোধন করা হয়ে থাকে, তিনিই ঝাড়খণ্ড আন্দোলনের অন্যতম প্রধান নেতা ও রাজ্যটির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
"হঠাৎই স্থানীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অথচ কল্পনা সোরেন কখনওই রাজনীতির পরিসরে ছিলেন না। দলীয়ভাবে এখনও তাকে কোনও রাজনৈতিক দায়িত্বও দেওয়া হয়নি। তার নিজের একটা স্কুল আছে, ব্যবসাও রয়েছে ঝাড়খণ্ডে।"
"কিছুদিন আগে এক বিধায়কের ইস্তফা দেওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল যে ওই আসন থেকে কি তাহলে কল্পনা সোরেনকে জিতিয়ে আনার জন্যই আসনটি ফাঁকা করা হল?"
"কারণ, যদি মিসেস সোরেনকে মুখ্যমন্ত্রী হতে হয়, তাহলে তাকে কোনও একটা আসন থেকে জিতে বিধানসভার সদস্য হতে হবে", বলছিলেন রভি প্রকাশ।
তবে শেষ পর্যন্ত দেখা গেল ঝাড়খন্ড মুক্তি মোর্চার সর্বোচ্চ নেতা মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য স্ত্রীর বদলে দলেরই প্রবীণ একজন নেতার ওপর ভরসা রাখলেন।