'৮৪ পুলিশ কর্তা গ্রেপ্তারের তালিকায়'

পত্রিকা
ছবির ক্যাপশান, আজ প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা

৮৪ পুলিশ কর্তা গ্রেপ্তারের তালিকায়— দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম এটি।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ অনলাইনে সরকারের বিরুদ্ধে পুলিশকে উসকানি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের ৮৪ জন কর্মকর্তাকে গ্রেফতার করতে একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে।

ওই তালিকাটির বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমতি নিয়েছে পুলিশ সদর দপ্তর। তালিকায় সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

পলাতক কর্তাদের ধরতে নোটিশ যাচ্ছে পুলিশের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলে।

দেশ রূপান্তর
ছবির ক্যাপশান, দেশ রূপান্তর

ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আশ্বস্ত করল সরকার— সমকালের প্রধান শিরোনাম এটি। এই খবরটি আজ দেশের প্রায় সব পত্রিকায়ই অন্যতম প্রধান খবর হিসেবে এসেছে।

সমকাল তাদের প্রতিবেদনে বলেছে, চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কাজ চলছে বলে বিএনপিকে আশ্বস্ত করেছে সরকার।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, "ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে আমাদের জানিয়েছেন (প্রধান উপদেষ্টা)। আশা করব, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং একটি রোডম্যাপ (রূপরেখা) দেওয়া হবে।"

তবে রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে বলেছেন, "বৈঠকে জাতীয় নির্বাচন বিএনপির পক্ষ থেকে দ্রুত চাওয়া হয়েছে– চলতি ডিসেম্বরেই চেয়েছেন তারা। সরকারের তরফে চিন্তাভাবনা হচ্ছে। এ বিষয় উপদেষ্টা পরিষদ দেখবেন, সিদ্ধান্ত হলে জানাবেন।"

সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছে কিনা– এ প্রশ্নে প্রেস সচিব বলেন, "এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হলে আপনারা জানবেন।"

সমকাল
ছবির ক্যাপশান, সমকাল

নির্বাচনকালীন নির্দলীয় সরকার চান ৮২% মানুষ— দৈনিক আজকের পত্রিকা'র প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, নির্বাচনকালীন নির্দলীয় সরকার দেখতে চান দেশের ৮২ শতাংশ মানুষ। বিপরীতে ছয় শতাংশ মানুষ চান ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে ৪৫ শতাংশ মানুষ চান সরকারপ্রধানের ক্ষমতা। বিপরীতে ৩৬ শতাংশ মানুষ মনে করেন, রাষ্ট্রপতিকে আরও ক্ষমতা দেওয়া উচিত।

অন্যদিকে দেশের ৮৩ শতাংশ মানুষ মনে করেন, সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার থাকা উচিত। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব তৈরির লক্ষ্যে পরিচালিত এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে।

আজকের পত্রিকা
ছবির ক্যাপশান, আজকের পত্রিকা

এখনও প্রায় ১৮ কোটি পাঠ্যবই ছাপা বাকি— সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম।

এতে বলা হয়েছে, যেসব ছাপাখানা সক্ষমতার চেয়ে 'বেশি' বইয়ের কাজ পেয়েছে তাদের 'অন্য' ছাপাখানার মাধ্যমে দ্রুত কাজ শেষ করার সুযোগ দিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ইতোমধ্যে ৪/৫টি প্রতিষ্ঠানের কাজ অন্য প্রিন্টিং প্রেসে শুরু হয়েছে।

সাধারণত কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মালিকরা অন্যের বা ভাড়া করা প্রতিষ্ঠানে বই ছাপালে সেটিকে 'চুক্তি বা দরপত্রের শর্ত ভঙ্গ' হিসেবে বিবেচনা করতো এনসিটিবি। তখন ওইসব প্রতিষ্ঠানকে জরিমানা বা কালো তালিকাভুক্ত করা হতো। এবার সেটি হচ্ছে না।

শিক্ষাবর্ষের একমাসের বেশি হয়েছে, এখনও প্রায় ১৮ কোটি পাঠ্যবই ছাপা বাকি এবং এই বই ছাপাতে আরও অন্তত দেড় মাস সময় লাগবে বলে জানিয়েছেন এনসিটিবি কর্মকর্তারা।

আরও পড়তে পারেন...
সংবাদ
ছবির ক্যাপশান, সংবাদ

৪টি সড়কে অবস্থান–বিক্ষোভ, জনভোগান্তি— দৈনিক প্রথম আলো'র প্রধান শিরোনাম।

এখানে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

গতকাল সোমবার বেলা একটার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছিলেন তারা। বেলা দুইটার দিকে তাদের ওপর চড়াও হয় পুলিশ। পুলিশের লাঠিপেটার পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

শাহবাগ ছাড়াও প্রেসক্লাব, কেন্দ্রীয় শহীদ মিনার ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পেছনে টিঅ্যান্ডটি ভবনের সামনে আরও দুটি দল দাবি আদায়ে বিক্ষোভ ও অবস্থান করে।

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা চার দফা দাবিতে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার এবং পরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। আগের দিন রোববার তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের লাঠিপেটার শিকার হন।

প্রথম আলো
ছবির ক্যাপশান, প্রথম আলো

হাসিনার বুলেটে শহিদ ১৫৮১— যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও তার নেতাকর্মীদের বুলেটে গত জুলাই-অগাস্টে মারা গেছেন এক হাজার ৫৮১ জন।

এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল শিশু। এছাড়া, গত বছরের পহেলা জানুয়ারি থেকে ৩০শে জুন পর্যন্ত আরও ছয়জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়।

পাশাপাশি, জানুয়ারি থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত হাসিনার শাসনামলে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ১৯৯ জন নিহত ও ছয় হাজার ৯৭৯ জন আহত হয়।

মানবাধিকার সংগঠন 'অধিকার'-এর ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।

বিবিসি বাংলা'র আরও খবর...
যুগান্তর
ছবির ক্যাপশান, যুগান্তর

টিসিবি'র লাইনে চাকরিজীবীরাও— মানবজমিনের প্রথম পাতার অন্যতম শিরোনাম।

এতে বলা হয়েছে, এক মাস নয় দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে ফের শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ পণ্য বিক্রি।

নিম্ন আয়ের মানুষের জন্য হলেও এখন নানা পেশার মানুষও লাইনে দাঁড়াচ্ছেন ন্যায্য দামে পণ্য কিনতে। রমজানকে সামনে রেখে টিসিবি'র পণ্য বিক্রির এসব স্পটে নিম্নবিত্তের পাশাপাশি চাকরিজীবী থেকে শুরু করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষদেরও লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে।

চাকরিজীবীরা জানিয়েছেন, চাকরির বেতনের টাকায় আগে সংসার চালানো গেলেও এখন বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

মানবজমিন
ছবির ক্যাপশান, মানবজমিন

মব জাস্টিসে আফ্রিকা সিনড্রোম— এটি বণিক বার্তার প্রধান শিরোনাম।

এখানে বলা হয়েছে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আফ্রিকার দেশ উগান্ডায় মব জাস্টিস বা মব সহিংসতার সূত্রপাত হয়েছিলো। উগান্ডা পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে দেশটিতে উত্তেজিত মবের হাতে মৃত্যুর ঘটনা ঘটেছে ৪২৬টি। ২০১৯ সালে তা দাঁড়ায় ৭৪৬-এ।

শুধু উগান্ডা নয়; দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া ইত্যাদি দেশেও সাম্প্রতিক বছরগুলোয় মব জাস্টিসের ঘটনা বেড়েছে। সবচেয়ে বেশি প্রাণঘাতী ও মারাত্মক আকার নিয়েছে দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে শুধু ২০২২ সালেই হত্যাকাণ্ড ঘটেছে ২৭ হাজার।

প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকার এসব দেশের মতো বাংলাদেশেও এখন মব জাস্টিসের ঘটনা ক্রমেই বাড়ছে। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান ধসে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

তখন থেকে এ পর্যন্ত মব সহিংসতার ঘটনাগুলো ক্রমেই বেড়ে চলেছে। প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে মব সহিংসতার ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে খোদ পুলিশ বাহিনীর মধ্যেই রয়েছে আতঙ্ক।

বণিক বার্তা
ছবির ক্যাপশান, বণিক বার্তা

উচ্চ সুদ বহাল রেখেই মুদ্রানীতি ঘোষণা— কালের কণ্ঠের প্রথম পাতার একটি শিরোনাম।

এখানে বলা হয়েছে, উচ্চ সুদের হার বহাল রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর।

তবে এবারের মুদ্রানীতির মাধ্যমে ব্যবসা-বিনিয়োগ বাড়বে এমন আশা নেই গভর্নর ড. আহসান এইচ মনসুরের। তার মতে, ২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগ বৃদ্ধির বছর নয়।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের জুন শেষে ব্যাংকঋণের নীতি সুদহার কমানো শুরু হবে।

এদিকে বিনিয়োগ মন্দাকালেও নীতি সুদহার ১০ শতাংশে বহাল রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

কালের কণ্ঠ
ছবির ক্যাপশান, কালের কণ্ঠ

১২ অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে— দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম।

এতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডের পৃথক এসব প্রতিষ্ঠানের সঙ্গে শিগগির প্রয়োজনীয় প্রক্রিয়া চূড়ান্ত হবে। অর্থ উদ্ধারে সহযোগিতা প্রদানের লক্ষ্যে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছে। সুইজারল্যান্ডের একটি প্রতিনিধি দলও বাংলাদেশে আসছে।

যেসব প্রতিষ্ঠান বা এজেন্সি নিয়োগ দেওয়া হচ্ছে, সরকারের পক্ষ থেকে তাদেরকে দেশ থেকে টাকা পাচার করেছেন এমন সন্দেহভাজনদের নাম-ঠিকানা সরবরাহ করা হবে।

এদিকে গত রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১২ জন অর্থ পাচারকারীকে চিহ্নিত করার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গভর্নর জানান, ব্যাংক থেকে টাকা লুটপাট করেছেন এমন ১২ জন 'অলিগার্ল'কে চিহ্নিত করা হয়েছে। এরা কীভাবে টাকা নিয়েছেন, সেগুলো বের করতে আমরা বিদেশি বিশেজ্ঞদের সহযোগিতা নিচ্ছি।

ইত্তেফাক
ছবির ক্যাপশান, ইত্তেফাক