জেলে থেকে কি দিল্লির সরকার চালাতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল?

ছবির উৎস, Getty Images
গ্রেফতারের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২৮শে মার্চ পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেটের হেফাজতে রাখার আদেশ দিয়েছ ভারতেরএকটি আদালত।
শুক্রবার এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট বা ইডির তরফ থেকে তাকে দিল্লির আদালতে পেশ করা হয়।
আদালতে যাওয়ার আগে সাংবাদিকদের মি. কেজরিওয়াল বলেন, "আমার জীবন দেশের জন্য সমর্পিত - সে আমি জেলের বাইরে থাকি বা ভেতরে।"
এর আগে ১০০ কোটি টাকার আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত মি. কেজরিওয়ালের বিরুদ্ধে যে প্রমাণ রয়েছে তা আদালতে পেশ করে দশ দিনের জন্য তাকে হেফাজতে চায় ইডি।
আবগারি দুর্নীতি মামলায় তাকেই মূল অভিযুক্ত বলেও আদালতে দাবি করেছে ইডি।
অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
অন্যদিকে, তার গ্রেফতারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মি. কেজরিওয়ালের আইনজীবী। যদিও পরে সে মামলা তুলে নিয়ে নিম্ন আদালতে আর্জি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
দিল্লি সরকারের নতুন আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার মানে ২০শে মার্চ রাতে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।
এর আগে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের মতো আম আদমি পার্টির বিশিষ্ট নেতাদের গ্রেফতার করা হয়েছিল।
এখন সব চাইতে বড় প্রশ্ন হলো, আম আদমি পার্টির সব শীর্ষ নেতারা যখন জেলে, তখন দিল্লির সরকার কীভাবে চলবে?
এবং কীভাবেই বা চলবে আম আদমি পার্টি বিশেষত যখন ভারতে লোকসভা ভোট আসন্ন?

ছবির উৎস, Getty Images
শীর্ষ নেতারা সব জেলে, দিল্লির সরকার কীভাবে চলবে?
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
অরবিন্দ কেরিওয়ালের অনুপস্থিতিতে দিল্লিতে সরকার এবং দলকে সামলাতে পারবেন এমন যোগ্য নেতৃত্ব খুঁজে বের করাই এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ।
রাজ্য সরকার এবং আম আদমি পার্টিতে মি. কেজরিওয়ালের ঘনিষ্ট মন্ত্রী ও অনুসারীরা ইতোমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন, মি. কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না।
দিল্লির মন্ত্রী অতিশী, যিনি এই একটি নামেই পরিচিত, তিনি বলেছেন, "প্রয়োজনে জেলে থেকে দায়িত্ব সামলাবেন তিনি (মি. কেজরিওয়াল)।"
"প্রয়োজনে জেল থেকেই সরকার পরিচালনা করবেন। আইন তাকে জেল থেকে সরকার চালাতে বাধা দিতে পারে না, কারণ তার সাজা হয়নি," বলেন তিনি।
এদিকে, মি. কেজরিওয়ালকে এর আগে ইডির তরফ থেকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল। তিনি বরাবর সে সমনকে ‘অসাংবিধানিক’ বলে অভিযোগ করেছেন এবং তাতে হাজির হতে অস্বীকার করে আসছিলেন।
তিনি বরাবরই বলে এসেছেন, তার দলকে ‘কোণঠাঁসা’ করতে চায় বিজেপি সরকার।
বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পর তার দলও একই দাবি করেছে।
এদিকে, ভারতে লোকসভা ভোট আসন্ন। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটে নির্বাচনি প্রচার শুরু করার কথা ছিল কেজরিওয়ালের।
দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারের পর দলের প্রচারে কে নেতৃত্ব দেবে - তা নিয়ে আলোচনা তুঙ্গে।
এখন সম্ভাব্য নামের তালিকায় যে কয়টি নাম উঠে এসেছে সেগুলি হলো, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল, দিল্লির মন্ত্রী অতিশি এবং সৌরভ ভরদ্বাজ।

ছবির উৎস, Getty Images
জেল থেকে কি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা যায়?
আইন এবং কারা বিশেষজ্ঞরা বলছেন, এতে আইনি কোনও বাধা নেই।
আইনজ্ঞ এবং প্রিজন এক্সপার্ট স্মিতা চক্রবর্তী বিবিসি বাংলাকে বলেছেন, “সাজাপ্রাপ্ত নন, এমন ব্যক্তি জেলে থাকাকালীন কেউ চাইলে সরকার চালাতে পারেন, এতে কোনও বাধা নেই। কিন্তু তিনি জেল থেকে বাইরে আসতে পারবেন না।’’
এদিকে শুক্রবার দিল্লি হাইকোর্টে একটি পিআইএল দায়ের করা হয়েছে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর আর্জি জানিয়ে।
তবে ভারতীয় সংবিধানে এমন কোনও উল্লেখ নেই যে, ফৌজদারি মামলায় গ্রেফতার হওয়া কোনও মুখ্যমন্ত্রীকে সরে যেতে হবে। তাকে ইস্তফা দেওয়ার জন্য বাধ্যও করার কথা আইনে উল্লেখ করা নেই।
দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীকে সরানো যেতে পারে একমাত্র যদি বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তার সাজা হয়।
কাজেই আইনের দিক থেকে তার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই।
প্রবীণ আইনজীবী ক্লিন গোনজালভেস বিবিসি বাংলাকে বলেন, “ভারতীয় আইন অনুযায়ী সরকার চালানোর ক্ষেত্রে কিন্তু কোনও বাধা নেই।
কারণ অভিযোগের ভিত্তিতে সাজা হয়নি। জেলে থাকাকালীন তার অবাধ চলাচলের বিষয়ে বাধা থাকতে পারে, কাজের ক্ষেত্রে তো নয়।”
তিনি ব্যাখ্যা করেছেন, “জেলে থাকাকালীন নিয়ম মেনে তার অবসর সময়ে কাজের জন্য ব্যবহার করতে পারেন, কর্মকর্তাদের সঙ্গে দেখাও করতে পারেন। নিয়ম মেনে এই সমস্ত কিছু করতে কিন্তু বাধা নেই তার।”
কিন্তু এ অবস্থায় সরকার চালানোটা কতটা বাস্তব? মি গোনজালভেস বলেন, “এটা যে অবাস্তব এমনটা তো নয়। এখন প্রশ্ন হলো কতটা সম্ভব হবে সেটা ওর উপর নির্ভর করছে।”
প্রসঙ্গত, সাম্প্রতিককালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হওয়ার আগে ইস্তফা দিয়েছিলেন।
পরে তার জায়গায় আসেন চম্পাই সোরেন।
পশু খাদ্য কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হওয়ার আগে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু যাদব তার স্ত্রী রাবড়ি দেবীকে তার পদে বসিয়ে গিয়েছিলেন।
তবে অরবিন্দ কেজরিওয়ালের বিষয়টা আলাদা।

ছবির উৎস, Getty Images
গ্রেফতারের প্রতিবাদ
মি. কেজরিওয়ালকে গ্রেফতারের তীব্র সমালোচনা করেছে ভারতের বিরোধী গোষ্ঠী। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তার গ্রেফতার নিয়েও প্রশ্ন তুলেছে তারা। নির্বাচন কমিশনের কাছে এর বিরুদ্ধে আর্জি জানাবে বলেও জানিয়েছে তারা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ (সাবেক টুইটারে) লিখেছেন, ‘‘জনগণ নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা করছি। আমি সুনীতা কেজরিওয়ালের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি এবং পাশে থাকার বার্তা দিয়েছি।
বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু বিজেপির সঙ্গে জোটে থাকলে ইডি, সিবিআইয়ের তদন্তে অভিযুক্ত ব্যক্তিরাও ছাড় পাচ্ছেন, দুর্নীতি চালিয়ে যেতে পারছেন। এটা মেনে নেওয়া যায় না। এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত।’’
এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব, এসপি নেতা অখিলেশ যাদব, এনসিপি (এসসিপি) নেতা শরদ পাওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর মুখপাত্র আনন্দ দুবে, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিসহ বিরোধী শিবিরের অনেক নেতা এই গ্রেফতারের নিন্দা করেছেন।

ছবির উৎস, Getty Images
অন্যদিকে, মি. কেজরিওয়ালকে গ্রেফতারের পর থেকেই তার দল আম আদমি পার্টির নেতাকর্মী এবং সমর্থকেরা বিক্ষোভ করে চলেছেন।
শুক্রবারও দিল্লির বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখা যায়। মন্ত্রী অতিশিসহ একাধিক নেতা ও সমর্থককে আটক করেছে পুলিশ।
বিজেপি দাবি করেছে, নিয়ম মেনেই হয়েছে এই গ্রেফতার।
বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। তার আগে বিশাল নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছিল তার বাসভবনের চারপাশ।
রাতে আম আদমি পার্টি থেকে বলা হয়, এ নিয়ে জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।
সেসময় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন আম আদমি পার্টির বিপুল সংখ্যক কর্মী। মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ১৪৪ ধারা জারি করে দিল্লি পুলিশ।
বেশ কয়েকজন কর্মীকে আটক করে ব্যাপক হইচইয়ের মধ্যেই কেজরিওয়ালকে ইডির সদর দফতরে নিয়ে যায় দিল্লি পুলিশ।











