এক এগারোর সরকার নিয়ে বিবিসি বাংলার প্রশ্নের জবাবে যা বলেছেন তারেক রহমান

প্রায় দুই দশক পর প্রথম কোন গণমাধ্যমে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান
ছবির ক্যাপশান, প্রায় দুই দশক পর প্রথম কোন গণমাধ্যমে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান

বাংলাদেশের রাজনীতিবিদ তারেক রহমান প্রায় দুই দশক ধরে যুক্তরাজ্যে রয়েছেন। ২০০৭ সালে সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকারের সময়ে তিনি চিকিৎসার জন্য দেশ ছাড়েন এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তার কাছে সেই ওয়ান ইলেভেন সরকার প্রসঙ্গেও জানতে চাওয়া হয়েছিল।

বাংলাদেশে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন- এই ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জের ধরে ২০০৭ সালের ১১ই জানুয়ারিতে জরুরি অবস্থা জারি হয়েছিলো, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 'ওয়ান ইলেভেন' হিসেবে পরিচিতি পেয়েছে।

আওয়ামী লীগসহ সমমনা দলগুলোর দাবি অনুযায়ী তখনকার প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ, ১১ই জানুয়ারি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

একই সাথে তিনি সে বছরের ২২শে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি বাতিল করেছিলেন।

ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রথম দুই মাসে দেড়শো' জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয়েছিল।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়।

তার দু'মাস পার হওয়ার আগেই গ্রেপ্তার করা হয় খালেদা জিয়ার ছেলে ও তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানকে। মি. রহমান পরবর্তীতে চিকিৎসার উদ্দেশে লন্ডনে চলে যান।

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ান ইলেভেন সরকার নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তারেক রহমান যা বলেছেন সেটি সরাসরি পাঠকদের সামনে তুলে ধরা হলো-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বিবিসি বাংলা: আমরা একটু পেছনে তাকাতে চাই।

তারেক রহমান: ভাই আমরা তো সামনে যেতে চাই। আপনি পেছনে কেন যাচ্ছেন? দেশকে সামনে নিতে হবে।

বিবিসি বাংলা: মানে পেছন থেকেই তো শিক্ষা নিয়ে সামনে এগোতে হয়। তো পেছনের একটা বিষয়, সেটা হচ্ছে, এক এগারোর সরকার বা সেনা সমর্থিত সরকারের সেই সময়টা নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা আছে। সে সময়টাকে ঘিরে আপনার মূল্যায়নটা কী?

তারেক রহমান: এক বাক্যে বা সংক্ষেপে যদি বলতে হয়, এক এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত একটি সরকার ছিল।

আমরা দেখেছি সেই সরকার আসলে কীভাবে দেশের যতটুকু যেমনই হোক বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যতটুকুই রাজনীতি গড়ে উঠেছিল, গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিল ভুল- ত্রুটি সবকিছুর ভিতর দিয়েই।

কিন্তু আমরা দেখেছি যে, কীভাবে তারা সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল। দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল। পরবর্তীতে দেখেছি যে, খুব সম্ভবত তাদেরই ভিন্ন আরেকটি রূপ; অন্যভাবে দেখেছি আমরা 'ইন দি নেম অফ ডেমোক্রেসি'।

সেই সময়ের প্রেক্ষিতে বিএনপি তাদের রাজনীতিতে কী কী পরিবর্তন এনেছে কিংবা দলের অভ্যন্তরে কতটা সংস্কার হয়েছে সেটি নিয়েও নানা প্রশ্নের উত্তর দেন মি. রহমান