পত্রিকা: 'তিন কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী'

সংবাদপত্র

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত খবর রয়েছে ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকায়। এছাড়া ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের নিয়েও খবর রয়েছে আজকের সংবাদপত্রে।

'তিন কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী' মানবজমিনের শিরোনাম। খবরে বলা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

এ ঘটনায় তার নেতাকর্মী ও সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিরাপত্তা ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেও প্রশ্ন দেখা দিয়েছে এর পেছনে আরো কোনো কারণ আছে কিনা।

স্থানীয় সূত্রের দাবি- শুধু নিরাপত্তার কারণেই মাসুদ নির্বাচন করতে চান না এমনটা নয়, তার সরে দাঁড়ানোর পেছনে আরো কারণ রয়েছে। মাসুদুজ্জামান মাসুদের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, একজন ব্যবসায়ী এবং শিল্পপতি হিসেবে অনেক ব্যাংক ঋণ থাকে।

নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগে তা হালনাগাদ না হলে তার প্রার্থিতা ঠিকবে না। মাসুদুজ্জামানের এমন কোনো সমস্যা থাকতে পারে।

এছাড়া তাকে দল প্রাথমিক মনোয়ন দিলেও এই আসনের অন্য মনোনয়ন প্রত্যাশী অন্তত তিনজন নেতা তার মনোনয়ন মেনে নিতে পারেননি। মাসুদ ভেবেছিলেন নির্বাচন ঘনিয়ে আসায় এ নিয়ে একটি সমঝোতা হবে, কিন্তু মাঠের পরিস্থিতি ভিন্ন হওয়ায় তিনি হয়তো ভোটের মাঠে নিরাপদ মনে করছেন না।

মানবজমিন

'ভোটের প্রস্তুতি শেষ করে উঠতে পারেনি ইসি' সমকালের শিরোনাম। খবরে বলা হচ্ছে, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কাজ এখনও শেষ করা যায়নি। আসনভিত্তিক ভোটার তালিকার সিডি প্রস্তুতির কাজও চলমান।

ছাপা হয়নি নির্বাচন পরিচালনা ম্যানুয়েল। তফসিলের পরপরই প্রয়োজনীয় পরিপত্র জারি করতেও হিমশিম দশা। সব মিলিয়ে তফসিল ঘোষণার ছয় দিন পরও নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।

নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই ইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়ে আসছেন, নির্বাচন প্রস্তুতির সবকিছু সম্পন্ন।

এরই মধ্যে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কিত পরিপত্র জারি করেও দুই দিনের মাথায় তা আবার সংশোধন করা হয়েছে। শুরুতে গণভোটের অধ্যাদেশের আলোকে বিধিমালা জারির কথা জানালেও সেই অবস্থান থেকে সরে আসে ইসি।

পরে যে পরিপত্র জারি করা হয়েছে, সে আলোকে গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসির এমন অগোছালো পরিস্থিতির প্রভাব মাঠ পর্যায়ে পড়তে পারে। পাশাপাশি দুই ভোটের ব্যালট গণনা নিয়েও কেন্দ্রে জটিলতার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

বিবিসি বাংলায় আরও পড়ুন
 সমকাল
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

'জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা: ভোটের ওপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ' এটি কালের কণ্ঠের শিরোনাম। খবরে বলা হচ্ছে, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এর মধ্যে রয়েছে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন।

প্রধান উপদেষ্টা বলেন, 'ত্রয়োদশ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি, তা নির্ভর করবে গণভোটের ফলাফলের ওপর। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ।

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। নির্বাচন ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন
কালের কণ্ঠ

'নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা' এটি আজকের পত্রিকার শিরোনাম। খবরে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টা এবং সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা । প্রচারের মাঠে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অনেকে।

বিএনপি এবং এনসিপি এরই মধ্যে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। অন্তর্বর্তী সরকারও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রার্থীদের পুলিশের নিরাপত্তা প্রটোকল দেওয়ার কথাও জানানো হয়েছে।

কিন্তু এর মধ্যে গতকাল মঙ্গলবার নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

তবে পুলিশ বলেছে , প্রার্থীর ঝুঁকি বিবেচনায় ' ক্যাটাগরি করে ' নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এগারোই ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকা -৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলি করে দুর্বৃত্তরা।

মাথায় গুলিবিদ্ধ হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ওপর প্রকাশ্যে হামলার ওই ঘটনায় সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি জুলাই যোদ্ধা , বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। প্রচারে নিরাপত্তাঝুঁকি ও শঙ্কার কথাও বলছেন অনেকে।

বিবিসি বাংলায় আরও পড়ুন
আজকের পত্রিকা

'শরিকদের নিয়ে নতুন চিন্তা বিএনপির' প্রথম আলোর শিরোনাম। খবরে বলা হয়েছে, এত দিন যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপির জোটগত বা ঐক্যবদ্ধ নির্বাচনের যে চিন্তা ছিল, তাতে কিছুটা পরিবর্তন আসছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নির্বাচনে শরিক দলগুলোর সঙ্গে বিএনপির কোনো নির্বাচনী জোট হচ্ছে না। কিছু আসনে সমঝোতা হবে।

তারই অংশ হিসেবে শরিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এ ছাড়া শরিকদের ছাড় দেওয়া হবে, এমন কোনো আসনে বিএনপি প্রার্থী ঘোষণা দিয়ে দিলে তাঁদের সরিয়ে নেওয়া হবে।

এর বাইরে কিছু আসনে প্রার্থিতা উন্মুক্ত থাকবে। যেখানে শরিক দলগুলো চাইলে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। নির্বাচনকেন্দ্রিক সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি এমন চিন্তা করছে বলে জানা গেছে।

দলটির নেতারা মনে করছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবর্তমানে এবারের জাতীয় নির্বাচন তাদের জন্য যতটা স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছিল, বাস্তবে ততটা নয়। শরিকদের সঙ্গে আলোচনা করে আগামী দু-তিন দিনের মধ্যে সমঝোতার বিষয়টি চূড়ান্ত হতে পারে।

বিবিসি বাংলায় আরও পড়ুন
প্রথম আলো

'হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন' যুগান্তরের শিরোনাম। এই খবরে বলা হচ্ছে, জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে। পুরো ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর। মিশন সফল করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত ২০ জনের একটি গ্রুপ।

হত্যাচেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ জোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র। ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়।

সবই ছিল পরিকল্পনার অংশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান, তথ্যপ্রযুক্তি ও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।

এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, এ ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে। এজন্য গোয়েন্দা সংস্থার চৌকশ সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছেন।

আরও পড়ুন
যুগান্তর

বণিক বার্তার শিরোনাম 'বিনা দরপত্রে গ্যাস অনুসন্ধানে শেভরনের প্রস্তাব যাচাই করছে কমিটি'। খবরে বলা হচ্ছে, গ্যাস অনুসন্ধানের আওতা বাড়াতে শেভরনের দেওয়া বিনিয়োগ প্রস্তাব নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রস্তাবটি মূল্যায়নে গত ১২ই নভেম্বর তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক সচিব ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মহসীনকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাপেক্সের চেয়ারম্যান ইসতিয়াক আহমদ ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

এ কমিটি শেভরনের দেয়া বিনিয়োগ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর পেট্রোবাংলার গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে জ্বালানি বিভাগে প্রতিবেদন জমা দেবে।

জ্বালানি বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, এ কমিটি সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান এবং শেভরন বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগ প্রস্তাবের ওপর পেট্রোবাংলা গঠিত আগের কমিটির প্রতিবেদনসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ প্রতিবেদন জমা দেবে।

তবে কবে নাগাদ এ প্রতিবেদন জমা দিতে হবে সে বিষয়ে জ্বালানি বিভাগের কার্যপত্রে সুনির্দিষ্ট কিছু উল্লেখ নেই।

আরও পড়ুন
বণিক বার্তা

'যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন' নয়াদিগন্তের শিরোনাম। খবরে বলা হচ্ছে, যথাযোগ্য মর্যাদায় সরকারি ও বেসরকারিভাবে গৃহীত নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সারা দেশের নানা শ্রেণিপেশার মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করেছেন।

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সাভার জাতীয় স্মৃৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ভোরে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বিজয় দিবস উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

গতকাল সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীরমুক্তিযোদ্ধারা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও বাংলাদেশে নিযুক্ত বিদেশী কূটনীতিকরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষও স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিবিসি বাংলায় আরও পড়ুন
নয়াদিগন্ত

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম ‌'Govt backtracking on surveillance reforms?' অর্থা 'আড়ি পাতা আইন সংস্কারে সরকার কি পিছিয়ে যাচ্ছে?'

খবরে বলা হচ্ছে, খসড়া অধ্যাদেশের এক মাস পরই রাষ্ট্রীয় নজরদারি রোধে ব্যাপক সংস্কার আনার পরিকল্পনা থেকে পিছিয়ে যাচ্ছে সরকার।

প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫-এর সর্বশেষ খসড়ায় নজরদারি ক্ষমতা ফিরিয়ে এনেছে। পাশাপাশি পূর্বে প্রস্তাবিত বেশ কয়েকটি সুরক্ষা ব্যবস্থা বাতিল করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের কাছ থেকে দ্য ডেইলি স্টার এ তথ্য জানতে পেরেছে।

সর্বশেষ প্রস্তাবে বলা হয়েছে, কাউন্সিলের নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র সচিব। আইন সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে বিচার বিভাগীয় সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়নি, নজরদারির অনুমোদন এবং বাস্তবায়ন একই প্রশাসনিক শ্রেণিবিন্যাসের মধ্যে রেখে দেওয়া হয়েছে।

জনসাধারণের মতামতের জন্য গত মাসে মূল খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়।

দ্য ডেইলি স্টার

'আইপিএল নিলামে রেকর্ড মোস্তাফিজের' দেশ রূপান্তরের শিরোনাম। খবরে বলা হচ্ছে, আবুধাবিতে গতকাল অনুষ্ঠিত হয়েছে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর মিনি নিলাম।

নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে পেতে প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসারের জন্য তাদের সঙ্গে লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস। এক পর্যায়ে দিল্লি হাল ছেড়ে দেয়।

তখন বিড করা শুরু করে কলকাতা নাইট রাইডার্স। কাটার মাস্টার মোস্তাফিজকে পেতে লড়াই চালিয়ে যায় চেন্নাই ও কলকাতা। শেষ পর্যন্ত ফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।