‘৫৩ বছরে স্বীকৃতি মাত্র ৪৫৫ জনের’

ছবির উৎস, BBC BANGLA
আজকের পত্রিকার ‘৫৩ বছরে স্বীকৃতি মাত্র ৪৫৫ জনের’ শীর্ষক খবরটিতে উঠে এসেছে যে নারী মুক্তিযোদ্ধা হিসেবে এখন পর্যন্ত গেজেটভুক্ত এক হাজার ১৪৬ জনের মাঝে বীরাঙ্গনা মাত্র ৪৫৫ জন।
বীরাঙ্গনাদের সংখ্যা এত কম হওয়ার পেছনে দায়ী করা হচ্ছে দীর্ঘ ও জটিল প্রক্রিয়াকে। যদিও এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “বীরাঙ্গনাদের অনেকে নিজেরাই তালিকাভুক্ত হতে চান না। আমার নিজের এলাকাতেও অনেকে আছে, যারা বীরাঙ্গনা হিসেবে পরিচিত হতে চান না।”

ছবির উৎস, BBC BANGLA
‘বীর মুক্তিযোদ্ধার তালিকা চূড়ান্ত হয়নি ৫৩ বছরেও’,এটি দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম।
এতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) যাচাই-বাছাইয়ে ভুল, সরকার পরিবর্তন, মামলা বা মুক্তিযোদ্ধাদের বিরোধের কারণে অনেক মুক্তিযোদ্ধার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে যায়।
দুই লাখ ৪৪ হাজার ৩৩৩ জনের তালিকা চূড়ান্ত জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “আমাদের যাচাই-বাছাই যা হওয়ার হয়ে গেছে। তবে কিছু আবেদনের আপিল শুনানি এখনও বাকি রয়েছে…আপিল আবেদন থেকে আরও ১০০ জন যোগ হতে পারে। আর বাড়বে না।”
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা নিয়ে প্রথম আলো এবং আজকের পত্রিকার মতো অন্যান্য দৈনিকও খবর প্রকাশ করেছে।
‘বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে’, এটি মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর। ২৫ই মার্চ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ তথ্যের ভিত্তিতে এই খবরটি করা হয়েছে। আজকের পত্রিকা, নয়া দিগন্ত সহ একাধিক পত্রিকায় এটি প্রকাশ পেয়েছে। ‘
মানবজমিনের প্রতিবেদনটিতে বলা হয়েছে যে চলতি অর্থবছরের প্রথম আট মাসে সরকার সুদ ও আসলসহ ২০৩ কোটি ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। অথচ, গত বছরের একই সময়ে বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশাধ করেছিল ১৪২ দশমিক ৪১ কোটি ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে আট মাসে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে ৬১ কোটি ডলার। এখন সমস্যা হলো, সময় যত গড়াচ্ছে, সুদ সহ ঋণের দায় পরিশোধের পরিমাণও তত বাড়ছে।

ছবির উৎস, BBC BANGLA
‘সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে ভোগান্তি’, এটিও মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে যে ৩০ হাজার টাকা মাসিক ভাতা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতসহ চার দফা দাবিতে একযোগে সারা দেশের প্রায় সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টর এসোসিয়েশন এবং ইন্টার্ন চিকিৎসকরা।
গত ২৪ মার্চ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে আশানুরূপ ফলাফল না আসায় ২৫শে মার্চ থেকে ২৯শে মার্চ, মোট পাঁচ দিনের পূর্ণ কর্মবিরতি (ক্যাজুয়ালিটিসহ) এবং কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। তবে
তবে ভুটানের রাজার সফর থাকার কারণে দেশের ভাবমূর্তির বিবেচনায় গতকাল ২৫শে মার্চ ঢাকায় কোনও কর্মসূচি দেয়া হয়নি। কিন্তু ঢাকার বাইরে সকল মেডিকেল কলেজে ট্রেইনি এবং ইন্টার্ন ডাক্তারদের সমন্বিত কর্মসূচি পালিত হয়েছে এবং এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

ছবির উৎস, BBC BANGLA
‘ষড়যন্ত্রকারীরা এখনো ওত পেতে বসে আছে’, এটি প্রথম আলো পত্রিকার প্রথম পাতার খবর। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৫শে মার্চ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে খর্ব করার এবং অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার ষড়যন্ত্র আজও থামেনি বলে উল্লেখ করে তিনি বলেন, “কীভাবে বাংলাদেশের অগ্রসরমাণ অভিযাত্রাকে স্তব্ধ করা যায়, সে জন্য ষড়যন্ত্রকারীরা এখনও ওত পেতে বসে আছে।”
প্রধানমন্ত্রীর এই ভাষণও দেশের প্রায় সব পত্রিকায় প্রকাশ হয়েছে। তিনি তার ভাষণে দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি নিয়েও কথা বলেন। রমজান মাসকে সামনে রেখে কেউ যাতে একচেটিয়া বাজার তৈরি করে অধিক মুনাফা না করতে পারে, সে জন্য ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং প্রায় সমপরিমাণ আলু আমদানির অনুমতি দেওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি।

ছবির উৎস, BBC BANGLA
‘416 factories likely to miss payments’, অর্থাৎ সময় মতো বেতন দিতে পারবে না ৪১৬ কারখানা- এটি দ্য ডেইলি স্টারের শেষ পাতার একটি খবর। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক হিসেবের ওপর ভিত্তি তৈরি করা এই প্রতিবেদনে বলা হয়েছে, এবার ঈদে দেশের ৪১৬টি কারখানা তাদের শ্রমিকদের বেতন ও বোনাস ঠিক সময়ে পরিশোধ করতে হিমশিম খেতে পারে।
এক্ষেত্রে এই কারখানাগুলোর মাঝে ১৭১টি কারখানা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ), ৭১টি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও ২৯টি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপরাধ ও অপারেশন) সানা সামিনুর রহমান বলেন, "মজুরি ও উৎসব ভাতা দিতে দেরি হলে অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই আমরা কারখানার মালিকদের সতর্ক করে দিয়েছি যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে শ্রমিকদের সময় মতো বেতন দিতে হবে।"

ছবির উৎস, BBC BANGLA
‘Nation still cries for democracy, fair polls’ অর্থাৎ 'গণতন্ত্রের জন্য, সুষ্ঠূ নির্বাচনের জন্য দেশ জুড়ে এখনো আকাঙ্ক্ষা' নিউএজ পত্রিকার প্রথম পাতার একটি খবর। এখানে বলা হয়েছে যে ১৯৭১ সালে গণতন্ত্রের দাবীতে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলেও স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান এখনও অনেক দূরের স্বপ্ন।
প্রতিবেদনে বলা হয়েছে— স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অধিকার কর্মীরা দেশের গণতন্ত্রের অবস্থা নিয়ে অসন্তুষ্ট।
‘ব্যাংকের ভল্ট থেকে সোয়া ৫ কোটি টাকা উধাও’, এটি ইত্তেফাকের প্রথম পাতার খবর। এই খবরটি আজকের পত্রিকায়ও এসেছে।
এতে বলা হয়েছে যে সিরাজগঞ্জের বেলকুচিতে জনতা ব্যাংক তামাই শাখা থেকে পাঁচ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগের ঘটনায় শাখা ব্যবস্থাপকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। যারা গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ছবির উৎস, BBC BANGLA
‘অগ্নিকাণ্ড লেগেই আছে, খামখেয়ালি মূল কারণ’, এটি সমকাল পত্রিকার প্রথম পাতার একটি খবর। এখানে বলা হয়েছে যে গত পাঁচ বছরের তুলনায় এবার বছরের প্রথম তিন মাসে বেশি অগ্নিকান্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এবছর এখন পর্যন্ত সারাদেশে মোট পাঁচ হাজার ৩৭২টি অগ্নি দুর্ঘটনা ঘটেছে। এর মাঝে গড়ে প্রতিদিন অগ্নিকাণ্ড হচ্ছে ৮৯টি। এছাড়া, অগ্নিকাণ্ডের ভয়াবহতা সবচেয়ে বেশি ঢাকায় ও কম বরিশালে।
খাত সংশ্লিষ্টরা বলছেন যে শুষ্ক মৌসুমের কারণে বছরের শুরুতে অগ্নিকান্ডের ঘটনা বেশি ঘটে। কিন্তু এখন দেশজুড়ে যা হচ্ছে, তা খামখেয়ালি ও অবহেলার কারণে হচ্ছে। তারা বলছেন, এসব অগ্নিকাণ্ডের বেশিরভাগই বৈদ্যুতিক গোলযোগ, বিডি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা ও গ্যাসের লাইন থেকে ঘটছে।

ছবির উৎস, BBC BANGLA
‘বস্তিতে বরিশালের মানুষ যে কারণে’, এটি দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার খবর। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক জরিপ করেছে এবং তাতে উঠে এসেছে যে ২০২৩ সালে দেশের শহরাঞ্চলে যত বস্তি ছিল, সেগুলোর বাসিন্দাদের শীর্ষ ভাগই আসে পাঁচ জেলা থেকে। ওই জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল। বস্তিগুলোতে বরিশালের পরিবার ১৩ দশমিক ৫৪ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, একসময় জলবায়ু পরিবর্তনের কারণে এ বিভাগের মানুষ এখন বাস্তুচ্যুত হচ্ছে বেশি। নদীভাঙন, লবণাক্ততা, চাষের জমি নষ্ট হয়ে যাওয়ায় কাজ হারিয়ে ফেলা এবং পরিকল্পিত উন্নয়ন না হওয়াসহ বিভিন্ন কারণে নিজ ভূমি ছেড়ে অভিবাসী হচ্ছে এ অঞ্চলের মানুষ।
এই বিভাগের পানিতে লবণাক্ততা এতটাই বেড়েছে যে, পানি থাকলেও তা ব্যবহার করতে পারছেন না তারা। এমন পরিস্থিতিতে এ অঞ্চলের কৃষকরা চাষে অনাগ্রহী হয়ে উঠেছে।

ছবির উৎস, BBC BANGLA
‘তিন সমঝোতা স্মারক সই এক চুক্তি নবায়ন’, এটি কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার খবর। এই খবরটি আজ দেশের প্রায় সকল দৈনিকের প্রথম কিংবা শেষ পাতায় প্রাধান্য পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পারস্পরিক সহযোগিতা বাড়াতে নতুন তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও ভুটান। এগুলো হচ্ছে— কুড়িগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, থিম্পুতে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন এবং ভোক্তা অধিকার বিষয়ে কারিগরি সহযোগিতা।
এ ছাড়া সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি চুক্তি নবায়ন করেছে দুই দেশ।
গতকাল সোমবার গণভবনে বাংলাদেশ সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এমওইউ ও চুক্তি নবায়ন সংক্রান্ত দলিল সই হয়।








