আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'গোয়েন্দাজালে নৈশভোটের কুশীলব ১১৬ ডিসি-এসপি'
'গোয়েন্দাজালে নৈশভোটের কুশীলব ১১৬ ডিসি-এসপি' কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, আওয়ামী-লীগের আমলে বিগত নির্বাচনগুলোতে ভোটের মাঠের 'মাস্টার-মাইন্ড' বলে বিস্তর অভিযোগ রয়েছে ১১৬ ডিসি ও এসপির বিরুদ্ধে।
কখনো কখনো এমন অভিযোগ যে তাঁরা পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটের আগের রাতেই 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং'-এ নেতৃত্ব দিয়েছিলেন।
গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী সরকার দলীয় প্রার্থীদের জিতিয়ে দিতে তাদের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়।
বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনই আলোচনার কেন্দ্রে। ওই সময় তারা প্রার্থীদের কাছ থেকে 'হ্যান্ড-সাম অ্যামাউন্ট' কামিয়ে ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
বিগত নির্বাচনে তৎকালীন সরকার-দলীয় প্রার্থীদের জিতিয়ে দেয়ার নেপথ্যের সমালোচিত ওই ডিসি - এসপিদের ফাইল ধরে টান দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড - এনবিআরের কর গোয়েন্দারা।
রাতের ভোটের কারিগর বলে পরিচিত এসব ডিসি - এসপির বিপুল অঙ্কের অবৈধ আয়ের কর ফাঁকি অনুসন্ধানে সংস্থাটির আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ব্যাপক আয়োজনে মাঠে নেমেছে।
জানা গেছে, রাতের ভোটের সেই নির্বাচনে সরাসরি যুক্ত ছিলেন তৎকালীন সময়ের ৫৭ জন ডিসি ও পুলিশের ৫৯ জন এসপি।
তাদের আয়কর নথি যাচাই করে প্রকৃত সম্পদের সঙ্গে মিলিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। কর ফাঁকি উদঘাটন হলে আয়কর আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে এনবিআর।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর
'গণপূর্ত ও তদন্ত কমিটি দুই মেরুতে, নানা প্রশ্ন' সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
প্রতিবেদনে বলা হয়েছে, সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলায় পাওয়া সাদা পাউডার এবং কলাপসিবল গেট থাকার পরও কিভাবে কুকুর পুড়ে মারা গেছে এ রহস্যের কোন উত্তর নেই আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে।
সচিবালয়ের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী যে স্থানে বৈদ্যুতিক ত্রুটির কথা বলা হয়েছে, সেখানে ছিল টেলিফোনের তার। এই তার থেকে বৈদ্যুতিক স্পার্ক হওয়ার সুযোগ একদম নেই।
তবে, তদন্ত কমিটি বলছে, বৈদ্যুতিক স্পার্ক থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন লাগার সূত্র নিয়ে গণপূর্ত অধিদপ্তর ও তদন্ত কমিটি এখনও দুই মেরুতে।
এ নিয়ে তাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে বলে সংবাদটিতে তুলে ধরা হয়েছে।
২৫শে ডিসেম্বর বড়দিনের ছুটি ছিল। সচিবালয় বন্ধ ছিল। তবু অস্থায়ী পাস নিয়ে বেশ কয়েকজন অপরিচিত মানুষ সচিবালয়ে ঢুকেছিলেন এমন তথ্য তদন্ত প্রতিবেদনে উঠে আসে নি।
সব মিলিয়ে আগুনের ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
কেপিআইভুক্ত হওয়ার পরও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তার দুর্বলতার বিষয়টি সবার নজরে এসেছে।
তবে এর সঙ্গে জড়িতদের বিষয়ে কিছুই বলা হয় নি তদন্ত প্রতিবেদনে।
'বাজেট বাস্তবায়নে বিদেশি অর্থে নির্ভরতা বেড়েছে' বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়ন ও বড় বড় মেগা প্রকল্পকে ঘিরে প্রতি বছরই স্ফীত হয়েছে বাজেটের আকার।
যদিও এর সঙ্গে সংগতি রেখে রাজস্ব আহরণ বাড়েনি। বরং গোষ্ঠী স্বার্থে কর ছাড়সহ নানা সুবিধা দেয়ায় রাজস্ব হারাতে হয়েছে।
এ অবস্থায় বিশাল বাজেট বাস্তবায়ন করতে গিয়ে ঋণের পাশাপাশি বিদেশি সহায়তার ওপর নির্ভরতা বেড়েছে সরকারের।
এ বিদেশি সহায়তার ওপর নির্ভরতার প্রবণতা বজায় থাকতে দেখা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ও।
আগের সরকারের রেখে যাওয়া বিশাল বাজেটে সংশোধন না আনার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
তাদের ভাষ্যমতে, চলতি অর্থবছরের বাজেট পুনর্বিবেচনার বড় সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করতে পারেনি।
যদিও অতীতে বাজেট বাস্তবায়নে বিদেশি সহায়তার ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসার নজির রয়েছে বাংলাদেশের।
'সাইবার ফাঁদে ৯১৬৫ নারী' মানবজমিন পত্রিকার শিরোনাম।
সাইবার স্পেসে নারীরা প্রতিনিয়ত নানাবিধ হয়রানির শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
ভুক্তভোগী অনেক নারী বেছে নিচ্ছেন আত্মহননের পথও। অপরাধীরা অনেক সময় ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেয় বড় অঙ্কের টাকা।
গত এক বছরে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনে নয় হাজার ১৬৫ জন নারী প্রতিকার চেয়েছেন।
পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের তথ্য অনুযায়ী, গত এক বছরে ভুক্তভোগী এসব নারীর চার হাজার ১৩৪ জন ডক্সিংয়ের (বিনা অনুমতিতে স্পর্শকাতর ছবি-ভিডিও, তথ্য প্রভৃতি প্রকাশ করা) শিকার হয়েছেন।
ইমপার্সোনেশনের শিকার ৫৩০ জন, আইডি হ্যাক করা হয়েছে এক হাজার ৩৯৩ জনের, ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছেন এক হাজার ৭২৪ জন।
এছাড়া সাইবার বুলিংয়ের অভিযোগ করেছেন ৮৭৩ জন, আপত্তিকর কন্টেন্ট ছড়ানো হয়েছে ২৫৬ জনের, মোবাইলে হ্যারেসমেন্ট করা হয়েছে ২৪১ জনকে এবং অন্যান্যভাবে হয়রানির শিকার হয়েছেন আরও ১৪ জন নারী।
ভুক্তভোগীদের তথ্য আদান-প্রদানে সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয় সাপোর্ট সেন্টার থেকে। একইসাথে হয়রানির বিষয়ে তথ্যানুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
'ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে' যুগান্তর পত্রিকার প্রথম পাতার এ শিরোনামে চিকিৎসার জন্য খালেদা জিয়ার যুক্তরাজ্য যাত্রার সংবাদ প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, অবশেষে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার যুক্তরাজ্যে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০টায় যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।
এ উপলক্ষ্যে ঢাকার বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ সুবিধা সংবলিত কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ছয় চিকিৎসক, নার্স, ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীসহ ১৫ জন এই সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন।
এর মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর মা ও ছেলের দেখা হচ্ছে। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে।
লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যাওয়া হবে।
তবে চিকিৎসা শেষে খালেদা জিয়া কবে দেশে ফিরতে পারবেন এ বিষয়ে চিকিৎসকরা কোনো তথ্য জানাতে পারেননি।
'গুমের মামলায় হাসিনার বিরুদ্ধে পরোয়ানা' নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
১২ জনের মধ্যে সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল (অব:) জিয়াউল আহসান গ্রেফতার থাকায় তার বিরুদ্ধে হাজিরা পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
গ্রেফতার হওয়া মাত্রই অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
এ ছাড়া আগামী ১২ই ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন তদন্ত রিপোর্ট এবং গ্রেফতার সংক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পাশাপাশি পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) গ্রেফতারের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
'এইচএমপি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এশিয়ায়' দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম।
করোনা মহামারির পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটোপনিউমো ভাইরাস (এইচএমপিভি)।
এশিয়ার বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এইচএমপিভি ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে।
পরে সেটি জাপানে শনাক্ত করা হয়। এরপর মালয়েশিয়া ও হংকংয়ে সংক্রমণ ধরা পড়ে।
সোমবার ভারতে প্রথম এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশুর শরীরে পাওয়া গেছে এইচএমপিভির সংক্রমণ।
এইচএমপিভি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ভাইরাসটি দ্রুত ছড়ালেও ক্ষতিকর না। তবে সচেতন থাকতে হবে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, "এইচএমপিভি রোগটা এত গুরুতর না। আমাদের দেশে আছে। প্রতি বছর পাওয়া যায়। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে করোনার মতো হিউম্যান মেটোপনিউমো ভাইরাসের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা সতর্ক আছি"।
'আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে' প্রথম আলো পত্রিকার শিরোনাম।
আমনের ভরা মৌসুম চলছে। নতুন ধানের চাল পুরোদমে বাজারে আসছে। কিন্তু দাম কমেনি, বরং বেড়েছে।
যদিও অন্তর্বর্তী সরকার আশা করে ছিলো আমন উঠলে চালের দাম কমবে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।
মোটা চালের দাম বেশি বেড়েছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসাবে, মোটা চালের দাম বেড়েছে মূলত সর্বশেষ এক সপ্তাহে – কেজিতে তিন থেকে চার টাকা।
এ সময়ে মাঝারি চালের দাম বেড়েছে কেজিতে দুই টাকা।
সরু চালের দাম এক সপ্তাহে বাড়ে নি। এক মাসের হিসাবে দুই থেকে চার টাকা বেড়েছে।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার গত ১৪ই নভেম্বর আশা প্রকাশ করেছিলেন, আমন ধান বাজারে এলে চালের দাম আস্তে আস্তে কমবে।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আটই অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। নতুন সরকার চালের দাম কমাতে আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে।
সরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু দাম নিয়ন্ত্রণে আসে নি। কারণ আমদানি ততটা হয় নি।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত পহেলা জুলাই থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত এক লাখ ১৭ হাজার টন চাল আমদানি হয়েছে।
যদিও খাদ্য অধিদপ্তর থেকে গত অক্টোবরে ১০ টন চাল আমদানির প্রয়োজনীয়তার কথা সরকারকে জানানো হয়েছিল।
'Parking wealth under the Dubai sun' দ্যা ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
অর্থাৎ অবৈধ সম্পদ রাখার সাম্রাজ্য তৈরি হয়েছে দুবাই।
বাংলাদেশি অভিজাতদের সেকেন্ড হোম হিসেবে গড়ে উঠেছে দুবাই। শহরটির রিয়েল এস্টেট ব্যবসাকে বাংলাদেশিরা 'অফশোর হেভেন' হিসেবে ব্যবহার করছে।
এর বড় কারণ হিসেবে কাজ করেছে সুউচ্চ ভবন এবং সমুদ্র সৈকতের এ শহরের বড় প্রপার্টি ডেভেলপারসরা নগদ অর্থ গ্রহণ করে। ফলে শহরটির পর্যটনের সূর্য দ্রুত বিকাশ লাভ করেছে।
কাজের জন্য অভিবাসনের দীর্ঘ ইতিহাস এবং বাংলাদেশি প্রবাসীদের শক্তিশালী উপস্থিতির কারণে দুবাইকে বাংলাদেশিদের হুন্ডি লেনদেনের শীর্ষস্থানীয় একটি কেন্দ্র হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী।
যাদের ছয় দশমিক ছয় কোটি টাকার বেশি সম্পদ রয়েছে তাদের জন্য দুবাই গোল্ডেন ভিসাও দিয়ে থাকে।
প্রতিবেদনটিতে বিভিন্ন তথ্য সূত্রের উল্লেখ করে বলা হয়েছে, দুবাইয়ে ৪৬১ বাংলাদেশির নামে ৯২৯টি সম্পত্তি নিবন্ধিত রয়েছে।
এসব সম্পদের মধ্য ২৫৯ টি রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ব্যাংকারদের নামে নিবন্ধিত।
'ICT issues arrest warrants for Hasina, 10 others' নিউ এইজ পত্রিকার প্রথম পাতার এ শিরোনামের অর্থ 'শেখ হাসিনাসহ আরও দশজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে জোরপূর্বক গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ এব্ং আরও আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এছাড়া র্যাবের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে ১২ই ফেব্রুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গুম, হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অন্তত ৫০টি মামলা আইসিটিতে দায়ের করা হয়েছে।
এসব মামলায় হাসিনা, আওয়ামী লীগ এবং ১৪ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আওয়ামী লীগ শাসনামলে বলপূর্বক গুমের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে তার মধ্যে একটিতে আইসিটি কাজ করছে।