ব্লু ব্যাজধারীদের জন্য মাসিক ফি, টুইটারে আরো যে পরিবর্তন আসছে

ছবির উৎস, Reuters
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, যারা নিজের ভেরিফাইড একাউন্ট হিসাবে টুইটার ব্যবহার করতে চান, তাদের ব্লু টিক বা নামের সঙ্গে নীল চিহ্নের জন্য মাসে আট ডলার (প্রায় ৯০০ টাকা) দিতে হবে।
চার হাজার চারশো কোটি ডলারে টুইটার কিনে নেয়ার পর যেসব পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন মি. মাস্ক, এটি তার একটি। তিনি বলেছেন, স্প্যাম এবং স্ক্যাম ঠেকাতে এটা করা জরুরি।
হাই প্রোফাইল টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারীদের নামের পাশে ব্লু টিক বা নীল চিহ্ন থাকে। বর্তমানে এজন্য কোন টাকা দিতে হয় না।
সমালোচকরা বলছেন, টুইটার মালিকের নতুন এই সিদ্ধান্তে সত্যিকারের ব্যবহারকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়বে।
এর আগে টুইটারে সংক্ষিপ্ত একটি ফর্ম পূরণ করে ব্লু টিকের জন্য আবেদন করা যেতো। সাধারণত বিখ্যাত বা জনপ্রিয় ব্যক্তি, রাজনৈতিক এবং সাংবাদিকদের ব্লু টিক দেয়া হতো।
ভুয়া একাউন্ট ঠেকাতে টুইটার কোম্পানি যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না, এরকম একটি মামলা হওয়ার পর ২০০৯ সালে ব্লু টিক দেয়ার পদ্ধতি চালু করেছিল টুইটার।
ব্লু টিকের জন্য টুইটার মাসিক ফি ধার্য করতে যাচ্ছে, এই খবর প্রকাশের পর অনেকেই সমালোচনা শুরু করেন। লেখক স্টিফেন কিং মন্তব্য করেছিলেন, টুইটারের উচিত বরং আমাকে টাকা দেয়া।
সেখানে ইলন মাস্ক জবাব দিয়েছেন, ‘’আমাদেরও তো বিল পরিশোধ করতে হয়।‘’
মালিকানা নিয়েই পরিচালনা পর্ষদ বিলোপ

ছবির উৎস, Getty Images
টুইটার কোম্পানির মালিকানা নেয়ার পরেই সেটির পরিচালনা পর্ষদ বিলোপ করে দিয়েছেন নতুন মালিক ইলন মাস্ক। এর মাধ্যমে কোম্পানিতে তার নিয়ন্ত্রণ জোরালো হলো।
গত সপ্তাহেই টুইটার কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
জানা যাচ্ছে, মালিকানা চেঞ্জের পর টুইটারে যেসব পরিবর্তন আনতে যাচ্ছেন ইলন মাস্ক, তার মধ্যে ভেরিফায়েড একাউন্টের জন্য আট ডলার ফি নেয়া আর ২৫ শতাংশ কর্মী ছাটাইয়ের মতো সিদ্ধান্ত রয়েছে।
তবে এসব পরিবর্তনের ব্যাপারে জানতে চেয়ে বিবিসির অনুরোধে সাড়া দেয়নি টুইটার কর্তৃপক্ষ।
মালিকানা নেয়ার পরেই টুইটারের শীর্ষ নির্বাহীদের অপসারণ করেছেন ইলন মাস্ক।
নিজে প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন।
এর মানে হলো ইলন মাস্ক এখন তিনটি কোম্পানির প্রধান নির্বাহী। এসব কোম্পানি হলো টুইটার, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং রকেট কোম্পানি স্পেস-এক্স।
বোর্ড বিলোপ করার কারণে তিনিই এখন টুইটারের একমাত্র পরিচালক রয়েছেন। বিদায়ী নয় পরিচালকদের মধ্যে আছেন সাবেক চেয়ারম্যান ব্রেট টেইলর এবং সাবেক প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল।
আরও পরিবর্তন আসছে
ইলন মাস্ক ইঙ্গিত দিয়েছেন, টুইটারে যেভাবে রাজনৈতিক, সরকারি মিডিয়া এবং সেলিব্রেটিদের তথ্য আদান-প্রদান হয়, সেই পদ্ধতি ঢেলে সাজাবেন।
তিনি বলেছেন, কোম্পানি নতুন একটি কাউন্সিল গঠন করবে, যারা এ সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। যদিও এখনো কোন পরিবর্তনের কথা জানা যায়নি।
টুইটারের যেসব একাউন্ট এক বছরের বেশি সময় ধরে অচল রয়েছে, সেগুলো বাতিল করে দেয়ারও ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক।








