'যুক্তরাষ্ট্র নিয়ে অস্বস্তির মধ্যে চীনের সঙ্গে বৈঠক' – 'আ’লীগ ও বিএনপিতে নতুন হিসাব'

যুক্তরাষ্ট্র নিয়ে অস্বস্তির মধ্যে চীনের সঙ্গে বৈঠক – কালের কন্ঠের শিরোনাম এটি। বলা হয়েছে গতকাল শুক্রবার ঢাকায় এসেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং।

গণতন্ত্র, মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপড়েন আগেই ছিল। এর মধ্যে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসানীতি নতুন করে অস্বস্তি সৃষ্টি করেছে। এমন প্রেক্ষাপটে আজ শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠকে বসছে বাংলাদেশ ও চীন।

এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় আসতে পারে। বিশেষ গুরুত্ব পেতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা। এ ছাড়া চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে সমঝোতা স্মারক নিয়েও আলোচনা করা হতে পারে। এমন

পদ্মা সেতু দেখতে যাবেন চীনা ভাইস মিনিস্টার এমন শিরোনাম মানবজমিনের। খবরটিতে বলা হচ্ছে তাৎপর্যপূর্ণ এক সফরে এখন ঢাকার পথে চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। শনিবার থেকে তার দু’দিনের সফরের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। রোববার পর্যন্ত ঢাকায় সিরিজ কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন তিনি। সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়েই আলোচনা হবে।

নতুন হিসাবনিকাশ হচ্ছে আ’লীগ ও বিএনপিতে – দৈনিক সমকালের প্রধান শিরোনাম। বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশের রাজনীতিতে চলছে নতুন হিসাবনিকাশ। এতে করে সুষ্ঠু নির্বাচনে আশ্বস্ত করার কৌশল নেবে সরকারি দল। অন্যদিকে কৌশল পাল্টাতে হতে পারে বিরোধী দলের।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন এটি সবার জন্য সতর্কবার্তা। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলছেন আন্দোলনের যৌক্তিকতার প্রতিফলন ঘটেছে এখানে।

২০২২ সালে বাংলাদেশীদের জন্য মার্কিন ভিসা ইস্যু হয়েছে ২৯ হাজার – দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম এটি।

এতে বলা হচ্ছে ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত এক দশকে বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশী নাগরিকদের জন্য সোয়া দুই লাখেরও বেশি নন-ইমিগ্র্যান্ট মার্কিন ভিসা ইস্যু করেছে যুক্তরাষ্ট্র। গত বছরও এ ধরনের ভিসা ইস্যু হয়েছে ২৯ হাজার ২০২টি। মহামারীর প্রাদুর্ভাবের কারণে ২০২০ ও ২০২১ সালে ভিসা ইস্যুর পরিমাণ কিছুটা কম থাকলেও সাম্প্রতিক সময়গুলোয় তা আবার বাড়তে শুরু করেছে।

বোবা ভোট কৌশলের কাছে হার – এই শিরোনামে গাজীপুর সিটি নির্বাচন পরবর্তী বিশ্লেষণ দৈনিক কালের কন্ঠের।

তারা লিখেছে মাঠ গরম রাখা কিংবা শক্তি দেখানো নয়, ভোটের প্রচারে বেশি সমাগম না করা, চুপচাপ থাকা, ভোটের দিন ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়া, ভোট দিয়ে অনেকটা নিঃশব্দে কেন্দ্র থেকে চলে আসা—কৌশলের নাম ‘বোবা ভোট’। এই বোবা ভোট কৌশলেই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আজমত উল্লা খানকে পরাজিত করেছেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের অনুসারীরা।

প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি ভোটারদের পাশে পেয়েছেন জাহাঙ্গীরের মা। আর তৃণমূলের বিশ্বাসভঙ্গের শিকার হয়েছেন আজমতউল্লাহ।

গাজীপুর সিটি নির্বাচন পরবর্তী বিশ্লেষণ নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শিরোনাম - A strong message for ruling party

তারা লিখেছে ৬২ বছর বয়সী এক অপরিচিত নারীর কাছে আজমতউল্লাহর হার একটি বড় ধাক্কা ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য। এতে দলটির তৃণমূলের অর্ন্তদ্বন্দ সামনে এসেছে বলে মনে করা হচ্ছে।

ক্ষমতাসীনদের জন্য বড় বার্তা গাজীপুর – এমন শিরোনাম দৈনিক কালবেলা পত্রিকার। তারা লিখেছে সদ্য অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন একটি স্থানীয় নির্বাচন হলেও নানা কারণে সারা দেশের মানুষের আগ্রহ ছিল এ নির্বাচন নিয়ে। বিশ্লেষকরা বলছেন ভোট গ্রহণের ঠিক আগ মূহুর্তেই যুক্তরাষ্ট্রে ভিসা নীতি বিশেষ কোন পরিস্থিতি তৈরী করেছে কি-না তা বিশ্লেষণের অবকাশ রয়েছে।

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে প্রথম আলোর বিশ্লেষণ - বিএনপিবিহীন ভোটেও হার, চিন্তিত আ.লীগ। তারা বলছে সব ধরনের চেষ্টা করেও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতাতে পারেনি আওয়ামী লীগ। বিএনপিবিহীন ওই ভোটে দলীয় প্রার্থীর পরাজয়ে ক্ষমতাসীন দলের নেতারা কিছুটা হতাশ ও চিন্তিত। তাঁরা দলের অনৈক্য ও বিরোধীদের ভোটকে এই পরাজয়ের মূল কারণ হিসেবে দেখছেন।

এদিক গতকাল বিভিন্ন শহরে বিএনপির সমাবেশ ঘিরে সমকালের শিরোনাম - খাগড়াছড়ি ও কেরাণীগঞ্জে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। এই খবরটি আরো বিভিন্ন পত্রিকায় এসেছে।

বিএনপির সমাবেশে বাধা ও হামলার অভিযোগ – বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। বলা হয় বিএনপির চলমান কর্মসূচিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে হামলার অভিযোগ এসেছে। কয়েকটি স্থানে হয়েছে সংঘর্ষ।

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়ি ভাঙচুর হয়েছে। কেরানীগঞ্জে আহত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ ৯ বিভাগের ১৭ জেলায় একযোগে জনসমাবেশের কর্মসূচি ছিল বিএনপির।

50 injured in AL-BNP clash in Keraniganj – বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের খবরটির এমন শিরোনাম করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। বলা হয় আওয়ামী লীগ অফিসে হামলার জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিএনপির সমালোচনা করেছেন। অন্যদিকেও আজও প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

কেরাণীগঞ্জে সংঘর্ষ খাগড়াছড়িতে গাড়িতে হামলা বগুড়ায় পথে বাধা – বিএনপির সমাবেশের খবর নিয়ে নয়া দিগন্তের শিরোনাম। বিএনপির জেলা পর্যায়ের সমাবেশ কর্মসূচি ঘিরে গতকাল বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাথে সংঘর্ষ, হামলা, রাস্তায় নেতাকর্মীদের গাড়িতে বাধা দেয়ার ঘটনা ঘটেছে।

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে কেন্দ্রীয় নেত্রী নিপুণ রায়সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। খাগড়াছড়ির সমাবেশে যাওয়ার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলায় পাঁচজন আহত হয়েছে। বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির জনসমাবেশে যোগ দিতে যাওয়া নেতাকর্মীদের গাড়ি আটকে দেয়ার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। গাড়ি তল্লাশির নামে পথে পথে পুলিশ বাধা দেয় বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন।

বঞ্চনায় বাফুফে ছাড়লেন ছোটন-এমন খবর দেশ রুপান্তরের। খবরে বলা হয়েছে, নিজের হাতে গড়ে তোলা মেয়েদের হতাশা আর সহ্য করতে পারলেন না গোলাম রব্বানী ছোটন। এর সঙ্গে মেয়েদের ফুটবল এগিয়ে নিতে দীর্ঘ ১৪ বছর যে শ্রম-ঘাম দিয়েছেন, তার মূল্যায়নও হয়নি। সবকিছু মিলিয়ে ক্লান্তি-হতাশা পেয়ে বসেছিল তাকে।

তাই তো হুট করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ছোটন। দেশের নারী ফুটবলের সফল এই কোচ আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বাফুফে কার্যালয়ে। আগামী পহেলা জুন থেকে তিনি আর থাকছেন না নারী ফুটবলের দায়িত্বে। সেপ্টেম্বরে সাফ জয়ের পর থেকেই সাবিনা, কৃষ্ণারা অপেক্ষায় আছেন মাঠে নামার। তবে বাফুফের একের পর এক হঠকারী সিদ্ধান্তে খেলার সুযোগ হারাচ্ছেন মেয়েরা। কোচ হিসেবে তাই প্রতিনিয়ত ছোটনকে ফুটবলারদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এটাও তার দায়িত্ব ছাড়ার পেছনে অন্যতম কারণ বলে জানান।

প্রিয় কোচের বিদায়ের খবরে পাথর হয়ে গেছেন জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলাররা। এদিকে জাতীয় দলের অন্যতম স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্নাও অসময়ে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

Illegal transaction worsen dollar crisis – ইংরেজি দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম এটি। খবরে বলা হচ্ছে মানি চেঞ্জারগুলো মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। তাদের অবৈধ এবং কাগজপত্র ছাড়া বৈদেশিক মুদ্রার লেনদেন ডলার সংকট আরো বাড়িয়ে দিচ্ছে। একইসাথে তৈরী হচ্ছে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা।

সৌদিতে তিন হজ এজেন্সির মালিক বাবা-ছেলে গ্রেফতার, দুশ্চিন্তায় ৮২৩ হজযাত্রী এমন শিরোনামে যুগান্তরের প্রথম পাতার একটি খবর এটি।

বলা হয়েছে নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত রিয়াল বহনের অভিযোগে সৌদি আরবে বাংলাদেশের তিনটি হজ এজেন্সির দুজন মালিককে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। এ বিষয়ে আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, তারা এক দিনে যে পরিমাণ নগদ টাকা উত্তোলন করেছেন তা সন্দেহজনক মনে হয়েছে সৌদি কর্তৃপক্ষের কাছে। তবে হজযাত্রীদের অনিশ্চয়তার কোনো কারণ নেই। দ্রুত সমাধান হয়ে যাবে বলে আশা করছি। হজযাত্রায় কোনো সমস্যা হবে না।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই তিনটি এজেন্সির অধীনে হজযাত্রীদের জন্য আগামী ১ জুন বিমানের টিকিট কনফার্ম করা আছে। মালিকদের গ্রেফতারের কারণে টিকিট নির্ধারিত তারিখের চেয়ে কমপক্ষে ১০ দিন পিছিয়ে দিতে বলেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

অন্যান্য খবর

সেই দিন নেই সদরঘাটে – প্রথম আলোর একটি বিশেষ প্রতিবেদন। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের লঞ্চের যাত্রী কমেছে। কিন্তু দুর্দশায় মালিক-শ্রমিকেরা, এমনটিই বলছে পত্রিকাটি। প্রতি ট্রিপে লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে মালিকরা দাবী করেন। তবে শুধু পদ্মা সেতু নয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সদরঘাটে যেতে ভোগান্তি এবং দীর্ঘ সময় লাগাকেও দায়ী করেছেন তারা।

কমছে পেঁয়াজের দাম অস্থির আদার বাজার – বাজারে উর্ধ্বগতি নিয়ে ইত্তেফাকের এমন শিরোনাম । তারা লিখেছে বাজারে হঠাৎ করে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে।

তবে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও গত এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে চাল ও বোতলজাত সয়াবিন তেলের। এছাড়া অস্থির আদার বাজার। গত এক মাসে আদার দাম দ্বিগুনেরও বেশি বেড়েছে বলে খবরটিতে বলা হচ্ছে।

যশোরে ছড়িয়ে পড়েছে কলেরা – ইত্তেফাকের আরেকটি শিরোনাম। এতে বলা হয়েছে যশোরে উদ্বেগজনকভাবে কলেরা ছড়িয়ে পড়েছে।

প্রাথমিকভাবে ডায়রিয়ার প্রকোপ মনে করা হলেও এর লাগামছাড়া বিস্তারে স্বাস্থ্যবিভাগ নড়েচড়ে বসেছে। জাতীয় রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট (আইইডিসিআর) এর রোগতত্ত্ব গবেষণাদল দুই মাসে দুই দফায় উপদ্রুত অঞ্চল পরিদর্শন করেছে। প্রথম পরিদর্শনের গোপনীয় প্রতিবেদনে গবেষকদল প্রধান ডা. মোসাম্মাৎ জেবুন্নেসা কলেরার বিষয়টি নিশ্চিত করেছেন। দ্বিতীয় দফায় আরেকটি দল বর্তমানে যশোরে অবস্থান করে নমুনা সংগ্রহের কাজে রয়েছে।