আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ঢাকার সায়েন্সল্যাবে ভবন বিস্ফোরণে দেয়াল ধসে নিহত ৩
ঢাকার সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ৫ জন আছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার বেলা ১১টার দিকে তিনতলা ওই বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়।
পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিস্ফোরণের পর পর ভবনটির ছাদ ভেঙ্গে তিন দিকের দেয়াল ধসে পড়ে।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে ধসে পড়া ভবনে উদ্ধার কাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিস।
এখনও বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তারা জানাতে পারেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন।
পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তারা বিস্ফোরণের কারণ তদন্ত করছে।
বিস্ফোরণের কারণে ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বিস্ফোরণ স্থলের পাশের রাস্তায় ভবন থেকে ইট সুরকি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে।
ভবনটির নিচতলা ও দোতলায় কাপড়ের দোকান ছিল, এর পাশেই ছিল বহুতল ভবন ও বিপণি বিতান।