অস্কার, বিক্ষোভ আর ঘোড় দৌড়ের সপ্তাহের সেরা যত ছবি

ব্রেনডন ফ্রেজার আর তার দুই ছেলে লেল্যান্ড ও হোল্ডেনের সাথে মি. কুয়ান।

ছবির উৎস, MIKE BLAKE / REUTERS

ছবির ক্যাপশান, চলতি বছর অস্কারের আসরে সেরা প্বার্শ চরিত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতেন কে হুই কুয়ান। একই আসরে সেরা চরিত্রের পুরস্কার পাওয়া ব্রেনডন ফেসার আর তার দুই ছেলে লেল্যান্ড ও হোল্ডেনের সাথে পুরস্কার হাতে ছবি তোলার সময় তাদের পেছন থেকে মাথা বের করে এই ছবি তোলেন মি. কুয়ান।
প্যারিসের বিক্ষোভ

ছবির উৎস, MOHAMMED BADRA /EPA-EFE

ছবির ক্যাপশান, ফ্রান্সে পার্লামেন্টে ভোট না নিয়ে দেশটির সরকার তড়িঘড়ি করে অবসর ভাতার বয়স সীমা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে প্যারিস ও ফরাসি অন্য শহরগুলোর রাস্তায় বেরিয়ে আসে হাজার হাজার মানুষ। তারা ফরাসি জাতীয় সংগীত গায় এবং ট্রেড ইউনিয়নের পতাকা উড়ায়।
পুলিশের সাথে সংঘর্ষ

ছবির উৎস, MOHSIN RAZA / REUTERS

ছবির ক্যাপশান, লাহোরে পাকিস্তানের প্রধান বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ। আদালতের নির্দেশে তারা ইমরান খানকে গ্রেফতার করতে গেলে এই সংঘর্ষ বাধে। মি. খানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন। তিনি অবশ্য বলেছেন যে, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
মালাওয়িতে ঝড়

ছবির উৎস, ESA ALEXANDER / REUTERS

ছবির ক্যাপশান, আফ্রিকার দক্ষিণাঞ্চলে এক মাসের মধ্যে দ্বিতীয়বার মৌসুমী ঝড় ফ্রেডি আঘাত হানার পর মালাওয়িতে কমপক্ষে ২০০ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ অনেক এলাকায় এখনো যোগাযোগের বাইরে রয়েছে বিরামহীন বৃষ্টি ও দমকা বাতাসের কারণে।
কাউন্সিলর ম্যারিয়েল ফ্রাঙ্কো

ছবির উৎস, ISAAC FONTANA / EPA-EFE

ছবির ক্যাপশান, ব্রাজিলের সাও পাওলোতে একটি ভবনের উপর দেশটির নিহত কাউন্সিলর ম্যারিয়েল ফ্রাঙ্কোর একটি ছবি প্রজেক্টরে দেখানো হয়। ২০১৮ সালের মার্চে রিও ডি জেনিরোতে গুলিতে নিহত হয়েছিলেন তিনি। মিজ ফ্রাঙ্কো পুলিশের বিরুদ্ধে সরব ছিলেন বিশেষ করে ঘনবসতিপূর্ণ ছোট্ট শহর বা বস্তিতে অভিযান চালানোর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। একই সাথে মিলিশিয়া নামে পরিচিত পুলিশের অবসরপ্রাপ্ত বা ডিউটির বাইরে থাকা কর্মকর্তাদের নিয়ে গঠিত আধা-সামরিক গ্রুপেরও সমালোচনা করেছেন তিনি।
ব্রিটেনের চ্যান্সেলর জেরেমি হান্ট

ছবির উৎস, TOLGA AKMEN / EPA-EFA

ছবির ক্যাপশান, ব্রিটেনের চ্যান্সেলর জেরেমি হান্ট দেশটির হাউজ অব কমন্সে তার প্রথম বাজেট উত্থাপনের আগে বাজেট বক্সের সাথে পোজ দেয়ার সময় পরিবারের উদ্দেশ্য হাত নাড়েন।
ক্যালিফোর্নিয়া

ছবির উৎস, CARLOS BARRIA / REUTERS

ছবির ক্যাপশান, ক্যালিফোর্নিয়ায় শীতকালীন ঝড়ের কারণে রাজ্যটিতে মারাত্মক বন্যা ও ভূমিধ্বস দেখা দেয়। যার কবলে পড়ে হাজারো বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
শেলটেনহ্যাম ফেস্টিভালে

ছবির উৎস, PAUL CHILDS / REUTERS

ছবির ক্যাপশান, চলতি বছরের চেলটেনহ্যাম ফেস্টিভালে বুডলস জুভেনিল হ্যান্ডিক্যাপ হার্ডলস পুরস্কার জিতে নেয় জ্যাজি ম্যাটি যার সওয়ারী ছিলেন মাইকেল ও’সুলিভান
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বার্ডম্যান র‍্যালি

ছবির উৎস, JAMES ROSS / EPA-EFE

ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ার মেলবোর্নে বার্ডম্যান র‍্যালিতে অংশ নেন ড্যানিয়েল ম্যাজ্জেই। এই র‍্যালিতে বাড়িতে বানানো গ্লাইডার্স, হ্যাং গ্লাইডার্স এবং মানব চালিত বিমানের প্রতিযোগিতা হয়।
ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি শো

ছবির উৎস, JAGADEESH NV / EPA-EFE

ছবির ক্যাপশান, ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি শো'তে ১২,০০০ বেশি মানুষ অংশ নেবে।

সব ছবির স্বত্ত্ব সংরক্ষিত।