'বৈদেশিক ঋণ এখন গলার কাঁটা, ১৪ বছরে ঋণ বেড়েছে সাত হাজার কোটি ডলার'

ছবির উৎস, বিবিসি নিউজ বাংলা
বৈদেশিক ঋণ এখন গলার কাঁটা – দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম। বলা হচ্ছে দেশের বৈদেশিক ঋণ বেড়েই যাচ্ছে, যা শোধ করা কঠিণ হয়ে পড়ছে।
সাম্প্রতিক সময়ে সরকারি খাতের চেয়ে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেশি বেড়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণ সবচেয়ে বেশি। স্বল্পমেয়াদি ঋণেই ঝুঁকি বেশি। অন্যদিকে সরকারি খাতে দীর্ঘমেয়াদি ঋণ বেশি।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত ১৪ বছরে দেশের বৈদেশিক ঋণ বেড়েছে ৭ হাজার ৩৪৬ কোটি ডলার।একদিকে ডলার সংকট, অন্যদিকে ঋণের বোঝা বেড়ে যাওয়ার কারণে বৈদেশিক ঋণ এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এখন স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়েই ডলার সংকট আরও প্রকট হচ্ছে।
জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে-প্রধানমন্ত্রী বণিকবার্তার অন্যতম শিরোনাম।
খবরে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণ তাদের ভোট দেবে। যাকে ইচ্ছা তাকে দেবে। জনগণের ভোট যারা পাবে তারা সরকার গঠন করবে। এটি গণতান্ত্রিক ধারা এবং তা অব্যাহত থাকবে।’
সুইজারল্যান্ডের জেনেভার হিলটন হোটেলে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এদিকে আসন্ন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য শিরোনাম করেছে প্রায় সবকয়টি জাতীয় পত্রিকা।
প্রথম আলো পাশাপাশি দুটি শিরোনাম করেছে যার একটিতে লেখা হয়েছে ভিসা নীতি নিষেধাজ্ঞায় নির্বাচন ঠেকে থাকবে না-সমাবেশে ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা কারও অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করি না। আমাদের গণতন্ত্রে কেন বাইরে থেকে হস্তক্ষেপ হবে? আমরা বাইরের হস্তক্ষেপে গণতন্ত্র, নির্বাচন চাই না।’
অন্যদিকে পত্রিকাটির আরেকটি শিরোনাম আবার বিনা ভোটে ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ-সিরাজগঞ্জের সমাবেশে মির্জা ফখরুল। এখানে বলা হয়েছে আওয়ামী লীগের লক্ষ্য একটাই, আবারও বিনা ভোটে জোর করে, কারচুপি করে ক্ষমতা দখল করা। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

ছবির উৎস, বিবিস নিউজ বাংলা
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
‘চেয়ারম্যান আমার বাবাকে খেয়ে ফেলেছে’ – এমন শিরোনামে জামালপুরে সাংবাদিক হত্যা নিয়ে খবর ছেপেছে দৈনিক দেশ রুপান্তর। এতে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মা আলেয়া বেগমের সাক্ষাৎকার ছেপেছে তারা।
তিনি বলছেন, ‘আমার বাবা (গোলাম রাব্বানী নাদিম) সাহসী সাংবাদিক ছিল। সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে লিখত। বাবু চেয়ারম্যানের (মাহমুদুল আলম) নারী কেলেঙ্কারি নিয়েও লিখেছিল। চেয়ারম্যান আমার বাবাকে হুমকি দিয়েছিল। সে আমার বাবাকে খেয়ে ফেলেছে। আমি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই’
খবরে বলা হয় আলেয়া বেগমের মতো মাহমুদুলের গ্রেপ্তারের দাবি উঠেছে দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকে। এ ছাড়া ঘটনা নিয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের বক্তব্যেরও সমালোচনা করা হয়েছে।
জামালপুরে প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেছেন, হত্যার উদ্দেশ্যে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়নি। তাকে সতর্ক করার জন্য আঘাত করা হয়েছে। তার এ বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন নেতারা।
গত বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় সন্ত্রাসী হামলার শিকার হন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি নাদিম। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ গত বৃহস্পতিবার রাত পর্যন্ত ছয়জনকে আটক করেছে। ঘটনার তদন্তে নেমেছে র্যাবও।
১৫ মাসে চার সাংবাদিক খুন – দৈনিক কালের কন্ঠের প্রধান শিরোনাম। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মাসিক অপরাধ পর্যালোচনা প্রতিবেদন এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অপরাধ পর্যালোচনা প্রতিবেদন থেকে খবরটি ছাপিয়েছে পত্রিকাটি।
এতে বলা হয় প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি উন্মোচন করতে গিয়ে দেশে সাংবাদিক হত্যার পাশাপাশি নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে দেশে ১০১ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন।
অন্যদিকে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে নির্যাতনের শিকার হয়েছিলেন ২২৬ জন সাংবাদিক। গত বছরের এপ্রিল থেকে জুলাই চার মাসে হত্যা করা হয়েছিল তিনজন সাংবাদিককে।
আর সর্বশেষ গত বুধবার জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে হত্যা করা হয়। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১৫ মাসে হত্যার শিকার হন চারজন সাংবাদিক।

ছবির উৎস, বিবিসি নিউজ বাংলা
বারবার ছোট কম্পন বাড়াচ্ছে শক্তি – সমকালের শিরোনাম।
এতে বিস্তারিত বলা হচ্ছে, দেড় মাসের মাথায় আবারও ভূমিকম্পে কাঁপল দেশ। এবার উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জে। সব মিলিয়ে গত দুই মাসে চারবার ভূমিকম্পে কেঁপেছে দেশ। বিশেষজ্ঞরা ছোট ছোট এসব ভূমিকম্পে বড় বিপর্যয়ের আভাস দেখতে পাচ্ছেন। তাঁরা মনে করেন, ভূঅভ্যন্তরে শক্তি সঞ্চিত হচ্ছে। এ কারণে অবিলম্বে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
সিলেটে বন্যার পদধ্বনি – দৈনিক সংবাদের প্রধান শিরোনাম।
খবরে বলা হয় গত বছর স্মরণকালের ভয়াবহ বন্যার স্মৃতি ভোলার আগেই সিলেটে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বেড়ে চলছে নদ-নদীর পানি। ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টির ফলে সিলেটে পাহাড়ি ঢল নামছে। ঢল আর বৃষ্টিতে নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এ অবস্থা অব্যাহত থাকলে চলতি সপ্তাহেই মাঝারি ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে সামান্য বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে নগরীতে। বাসা-বাড়িতে উঠে পরছেপানি। এমতাবস্থায় সরকার থেকে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ওঠেছে।
50 hurt as SUST students clash with locals – ইংরেজি দৈনিক নিউ এজের শিরোনাম। পত্রিকাটির খবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সিলেটের আখালিয়ার স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৫০জন আহত হয়েছে ও বেশকিছু দোকানপাট ভাংচুর হয়েছে। জানা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটে নিরাপত্তারক্ষীদের সাথে স্থানীয় কিছু যুবকের বিশ্ববিদ্যালয়ে ঢোকা নিয়ে ঝামেলার সূত্রপাত। এতে একসময় শিক্ষার্থী ও স্থানীয়রা জড়িয়ে গেলে বিকেল থেকে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

ছবির উৎস, বিবিসি নিউজ বাংলা
‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ মিটার রিডার পদ-সমকালের প্রধান শিরোনাম। ঢাকা ওয়াসার মিটার রিডার কর্মচারীদের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি।
এতে বলা হয়েছে ঢাকা ওয়াসার বেশিরভাগ মিটার রিডার অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ফ্ল্যাট, প্লট, বাড়ি-গাড়ি, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানসহ কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। সমকালের অনুসন্ধানে এমন ডজনখানেক কর্মচারীর অঢেল সম্পদের তথ্য মিলেছে।
সংশ্লিষ্টরা জানান, মিটার রিডাররা বাণিজ্যিক বিলকে আবাসিক হিসাবে করে মালিকের কাছ থেকে কমিশন নেন। রিডিং কমবেশি দেখিয়ে উৎকোচ গ্রহণ, এমনকি ৩ লাখ টাকার বিল ২৫ হাজার করার মতো নানা কৌশলে অর্থ হাতিয়ে নেন।
ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) গোলাম মোহাম্মদ বলেন, ‘মিটার রিডারদের বিরুদ্ধে আসা এসব অভিযোগ অস্বীকার কিংবা মিথ্যা বলার অবকাশ নেই। নিজেই অনেক অনিয়ম ধরে জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। টিআইবি বলছে এর তদন্ত করা উচিত।
অন্যান্য খবর
সিন্ডিকেটের হাতেই পেয়াঁজের বাজার – ইত্তেফাকের শিরোনাম। বলা হচ্ছে আমদানির পরও পেয়াঁজের দাম সেভাবে কমেনি। ২০ টাকায় আনা পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি। খুচরায় কমছে না দেশি জাতের দাম।
Central Hospital’s operation theatre shut down over newborn’s death – এই শিরোনামটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের। খবরে বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতালটি পরিদর্শনের পর সেখানকার আইসিউ ও জরুরী সেবায় নানা ত্রুটি দেখতে পেয়ে এই আদেশ দেন।
এর আগে সেখানে ভুল চিকিৎসায় একজন নবজাতকের মৃত্য ঘটে এমন অভিযোগ ওঠে, বাচ্চাটির মা এখনো লাইফ সাপোর্টে। গত ১৪ই জুন পরিবারটি ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেছে।
খবরটি নিয়ে দেশ রুপান্তরের শিরোনাম সেন্ট্রালে বন্ধ সব অস্ত্রোপচার।
তারা লিখেছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও জরুরি সেবার মান ‘সন্তোষজনক না হওয়ায়’ রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর এ সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. সংযুক্তা সাহা ওই হাসপাতালে আপাতত কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাদেশি নুসরাত যুক্তরাষ্ট্রে প্রথম ফেডারেল বিচারক-খবরটি ছেপেছে দৈনিক কালবেলা। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে ফেডারেল আদালতের বিচারক হিসেবে সিনেটের অনুমোদন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরি।
খবরটি জানিয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার টুইট করেন, প্রথম বাংলাদেশি আমেরিকান ও প্রথম মুসলিম আমেরিকান নারী হিসেবে ফেডারেল বিচারক হয়ে তিনি ইতিহাস গড়েছেন।
Tigers sensing victory – বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার চলমান টেস্ট ম্যাচ নিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম। বলা হয় মিরপুর টেস্টের ৩য় দিন শেষেই বড় জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। শান্ত আর মুমিনুলের সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় স্বাগতিকরা।











