আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'ঢাকার ওপর দিল্লির ভূ-অর্থনৈতিক প্রভাব এখনো অক্ষুণ্ন'
বণিক বার্তা পত্রিকার আজকের প্রথম পাতার খবর- ঢাকার ওপর দিল্লির ভূ-অর্থনৈতিক প্রভাব এখনো অক্ষুণ্ন।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত এক বছরে বাংলাদেশ-ভারত সম্পর্ক রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক টানাপড়েন ও পারস্পরিক বাগ্যুদ্ধে জর্জরিত।
যদিও অর্থনীতির অর্থনৈতিক পরিসংখ্যান ভিন্ন বাস্তবতা তুলে ধরছে।
তিনদিক থেকে সীমান্তঘেরা অবস্থান, খাদ্য ও জ্বালানি আমদানি এবং পোশাক শিল্পের কাঁচামাল নির্ভরতাসহ নানা কারণে বাংলাদেশের ওপর ভারতের ভূ-অর্থনৈতিক প্রভাব বিদ্যমান। যে প্রভাব অনেকাংশ বেড়েছে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে।
এই খবরে আরও বলা হচ্ছে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে (এপ্রিল-মার্চ) ভারত বাংলাদেশে রফতানি করেছে প্রায় এক হাজার ১৪৯ কোটি ডলারের পণ্য।
এর আগের বছর ২০২৩-২৪ অর্থবছরে রফতানির পরিমাণ ছিল এক হাজার ১০৭ কোটি ডলার। অর্থাৎ গত অর্থবছরের রফতানি প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক ৭৯ শতাংশ।
এ পরিসংখ্যান ইঙ্গিত দেয় রাজনৈতিক টানাপড়েন এবং উত্তেজনা থাকা সত্ত্বেও ভারত থেকে বাংলাদেশের আমদানির ধারা স্থিতিশীল রয়েছে, এমনকি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
প্রথম আলো পত্রিকার প্রথম পাতার খবর- এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি।
এই খবরে বলা হচ্ছে, জনপ্রশাসনে এখন নিয়মিত উপসচিব পদ রয়েছে এক হাজারের মতো। কিন্তু এই পদে কর্মকর্তা রয়েছেন এক হাজার ৫৯৬ জন।
পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা আগে থেকেই বেশি ছিল। তারপরও গত মাসে ২৬৮ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি দেওয়ার পর কর্মকর্তাদের দ্রুত পদায়ন করা যায় না। কারণ, পদায়নের মতো জায়গা কম, খালিও থাকে না।
তখন কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আগের পদেই রেখে দেওয়া হয়, তাঁরা আগের কাজই করেন। শুধু বাড়ে বেতন ও ভাতা।
পাশাপাশি উপসচিব পদে তিন বছর চাকরির পর গাড়ি কেনার জন্য বিনা সুদের ঋণসুবিধা পাওয়া যায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পহেলা সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে উপসচিব পদে পদোন্নতি পাওয়া ৫২ জন কর্মকর্তাকে আগের পদেই পদায়ন (ইনসিটু) করা হয়েছে।
সব মিলিয়ে গত ২৮ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পাওয়া এ রকম ২৬৮ জন কর্মকর্তার বেশির ভাগের দায়িত্বে কোনো পরিবর্তন হয়নি।
কালের কণ্ঠের আজকের শীর্ষ খবর- রাজনৈতিক অস্থিরতায় শঙ্কিত ব্যবসায়ীরা।
এই খবরে বলা হচ্ছে- দেশের রাজনৈতিক অঙ্গন আবার অস্থির হয়ে উঠেছে। নির্বাচনের আগে চার দফা দাবিতে কয়েকটি দলের যুগপৎ আন্দোলনের ঘোষণা ও রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় উৎকণ্ঠায় রয়েছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা।
নতুন বিনিয়োগে খরা এবং অর্থনৈতিক সূচকের নিম্নমুখী প্রবণতায় থাকা বাংলাদেশের অর্থনীতিতে এই রাজনৈতিক অস্থিরতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থায়ন সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজস্ব আদায়ের ধীরগতি, সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন এক বহুমুখী সংকটে পড়েছে।
সম্ভাবনাময় অনেক শিল্প-কারখানা যেমন অর্থাভাবে ঘুরে দাঁড়াতে পারছে না, তেমনি বহু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নতুন করে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। এমন সময় এই রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।
ইংরেজি দৈনিক নিউ এইজের খবর- Govt offices, police stations vandalised at Bhanga।
এ খবরে বলা হচ্ছে, সোমবার ভাঙা, ফরিদপুরে জাতীয় সংসদের আসনসীমা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভকারীরা দুইটি থানাসহ কয়েকটি সরকারি অফিস এবং উপজেলা পরিষদ কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালায়।
বিক্ষোভকারীরা ঢাকা–খুলনা এবং ভাঙা–বরিশাল মহাসড়ক প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখে, এতে ওই সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
হাজার হাজার স্থানীয় মানুষ লাঠি, দা ও ধারালো অস্ত্র নিয়ে দুপুর ১২টা থেকে দুইটার মধ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্স, ভাঙা থানা এবং ভাঙা হাইওয়ে থানায় হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার ফরিদপুর আন্দোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিক্ষোভকারীদের নিজেদের উদ্যোগে সমস্যার সমাধান করতে অথবা আইনি ব্যবস্থা মোকাবেলা করতে বলার একদিন পর প্রকাশ্যে এই সহিংসতা ঘটল।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শীর্ষ খবর- Tariff may drop if Bangladeshi exports contain over 20% US raw materials: USTR
এই খবরে বলা হচ্ছে, ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) একটি প্রতিনিধি দল বলেছে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে যদি ২০ শতাংশের বেশি কাঁচামাল আমেরিকা থেকে আসে, তবে সেই অংশের ওপর আরোপিত শুল্ক কমতে পারে।
তবে ছাড়টি কেবল ওই অংশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
প্রতিনিধি দল জানিয়েছে, এ বিষয়টি যুক্তরাষ্ট্রের এক নির্বাহী আদেশে উল্লেখ থাকলেও, আমদানি করা কাঁচামালের উৎস ও ব্যবহার কীভাবে শনাক্ত করা হবে, তা নিয়ে কাজ চলছে।
দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য সহকারী ইউএসটিআর ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল আজ (১৫ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিজিএমইএ'র নেতৃত্বের সঙ্গে বৈঠকে এ তথ্য জানায়।
ঢাকার গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠকের আয়োজন করে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর- একটি দলকে জেতাতে সব মনোযোগ দেয়া হয়েছে: শিক্ষক নেটওয়ার্ক।
এই প্রতিবেদনে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
একইসঙ্গে নির্বাচনে যেকোনো প্রকারে একটি দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষকদের ওই সংগঠনটি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করেছে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের একটি অংশের সংগঠন শিক্ষক নেটওয়ার্ক। এর আগে ১১ই সেপ্টেম্বর জাকসুর নির্বাচন হয়।
দুদিন ধরে ভোট গণনার পর গত শনিবার বিকেলে ফল ঘোষণা করা হয়।
৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে জিএস ও দুটি এজিএসসহ ২০টি পদে জিতেছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট।
সমকালের একটি শিরােনাম 'তিস্তা প্রকল্পে বেইজিংয়ের সঙ্গে এগোচ্ছে ঢাকা'। খবরে বলা হয়েছে, চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ। এ জন্য দেশটির কাছে ঋণও চেয়েছে ঢাকা।
আর এ প্রকল্পটিতে বেইজিংয়েরও যে তীব্র আগ্রহ রয়েছে, তা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে জানালেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যপী বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত।
বৈঠক সূত্র জানায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ।
আর এ ঋণের বিষয়েও ইতিবাচক দেশটি।
এ ছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর হালনাগাদ নিয়ে আলোচনা হয়েছে।
পাশাপাশি চীনের অর্থায়নে বাংলাদেশে হাসপাতাল নির্মাণসহ অন্যান্য প্রকল্পের বিষয়গুলোও ছিল।
এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেওয়া বৈশ্বিক সুশাসন উদ্যোগে (জিজিআই) যোগ দিতে বাংলাদেশকে আগেই আমন্ত্রণ জানিয়েছিল চীন।
পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে জিজিআইর বিস্তারিত এবং এ উদ্যোগ নিয়ে চীনের প্রেসিডেন্টের আগ্রহের কথা জানানো হয়।
জুলাই গণঅভুত্থ্যানের পর বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রায় ৮০ কোটি ডলারের ওপর এসেছে, যা সবচেয়ে বেশি বলেও জানিয়েছেন দূত।
দ্য ডেইলি স্টার পত্রিকার শেষ পাতার একটি খবর, Arakan Army involved in yaba trade: BGB
আরাকান আর্মি ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাণিজ্যে জড়িত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এই প্রতিবেদনে বলা হচ্ছে, কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন,
"রোহিঙ্গারাই ইয়াবার প্রধান পাচারকারী। তারা খুব দ্রুত মাদক সরিয়ে নেয়, এজন্য তাদের ধরা কঠিন হয়ে পড়ে। আমাদের দেশের কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিস্বার্থে আরাকান আর্মির কাছ থেকে ইয়াবা এনে বাংলাদেশে ঢোকাচ্ছে।"
সংবাদ সম্মেলনে বিজিবির সাম্প্রতিক মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান তুলে ধরা হয় এবং সীমান্ত সুরক্ষা জোরদারের নতুন পদক্ষেপের কথা জানানো হয়।
লিখিত বক্তব্যে কর্নেল মহিউদ্দিন জানান, উপকূলীয় এলাকা দিয়ে মাদক পাচার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সংবাদ পত্রিকার প্রথম পাতার খবর, শেখ হাসিনার বিরুদ্ধে 'যথেষ্ট' প্রমাণ পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
এই খবরে বলা হয়েছে, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে 'যথেষ্ঠ' প্রমাণ ইতোমধ্যে উত্থাপন হয়েছে বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মোহাস্মদ তাজুল ইসলাম। এ মামলায় আর দুই-একজনের সাক্ষ্য নেয়ার পর গ্রহণের পর্যায় শেষ হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার,(১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা এ মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ৪৬তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
মামলার অন্য দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজকের পত্রিকায় প্রধান সংবাদ- দলগুলোর মতানৈক্য; মাঠে গড়াচ্ছে রাজনীতি। এই খবরে বলা হচ্ছে, দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো।
বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে। অন্যদিকে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার ভিত্তিতেই জাতীয় নির্বাচন চায়।
এ ছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর।
এ অবস্থায় দাবি আদায়ে তিন দিনের কর্মসূচি দিয়েছে জামায়াতসহ তিনটি ইসলামি দল। এর মধ্য দিয়ে আলোচনার টেবিল থেকে রাজপথে গড়াচ্ছে রাজনীতি, বাড়ছে উদ্বেগ ও শঙ্কা।
দলগুলোর মাঠের কর্মসূচির কারণে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
তাঁরা বলছেন, এখন বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয়, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে। দেখা দিতে পারে সংঘাত।
যুগান্তর পত্রিকার আজকের প্রথম পাতার খবর, সারা দেশে এডিস মশার ভয়াবহ বিস্তার- ঘরে ঘরে ডেঙ্গু-চিকুনগুনিয়া আতঙ্কিত সাধারণ মানুষ।
এই খবরে বলা হচ্ছে, এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস ছড়িয়ে পড়ছে চারদিকে। রাজধানী ঢাকা ছাড়াও সারা দেশে ঘরে ঘরে এ দুটি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।
চিকুনগুনিয়ায় আক্রান্তদের সারা শরীরে তীব্র ব্যথা ছাড়াও অনেকে ঠিকমতো হাঁটতেও পারছেন না। এছাড়া চিকিৎসাব্যবস্থার নানা সীমাবদ্ধতার কারণে এ রোগ সহসা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।
এ কারণে সময়মতো চিকিৎসা না হওয়ায় অনেকের ভোগান্তির পাশাপাশি চিকিৎসা ব্যয়ও বাড়ছে।
বিশেষ করে মফস্বল এলাকায় ডাক্তাররা চিকুনগুনিয়া চিহ্নিত করতে না পেরে অনেক সময় ভুল চিকিৎসাও দিচ্ছেন।
এসব কারণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার খবর- যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ।
এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগের ফলে বাংলাদেশী পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরো হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সাথে বৈঠককালে তিনি এসব বলেন।
প্রধান উপদেষ্টা জানান, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করতে দৃঢ়প্রতিজ্ঞ।
গত ৩১ জুলাই বাংলাদেশের রফতানি পণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করে যুক্তরাষ্ট্র। এ কারণে ব্রেন্ডেন লিঞ্চকে ধন্যবাদ জানান তিনি। সেই সাথে ইউনূস এ পদক্ষেপকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন।