পত্রিকা: 'নেপথ্যে ক্ষমতাচ্যুত আ.লীগের ইন্ধন'

সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা নিয়ে যুগান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম 'নেপথ্যে ক্ষমতাচ্যুত আ.লীগের ইন্ধন'।
এ খবরে বলা হয়েছে, দেশ যখন ধীরে ধীরে জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে তখন নানা ইস্যুতে শুরু হয়েছে অস্থিরতা ও সহিংসতা।
নির্বাচনের আগেই দেশে অরাজক পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। এই সহিংসতা, অস্থিরতা ও অরাজকতায় ঘি ঢালছেন কার্যত নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অনেক ঘটনায় তারা নিজেরাই মূল ক্রীড়নকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। কখনো প্রকাশ্যে, আবার কখনো নেপথ্যে থেকেই দেশকে অস্থিতিশীল করে তুলতে কলকাঠি নাড়ছে ক্ষমতাচ্যুত দলটি।
সাম্প্রতিক সময়ে স্পর্শকাতর ঘটনাকে কাজে লাগিয়ে নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছেন পরাজিত রাজনৈতিক শক্তির নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানা গেছে বলে উল্লেখ করা হয়েছে খবরটিতে।
বিদেশে পলাতক নেতাদের তরফ থেকে তাদের কাছে নির্দেশ এসেছে বলে এ খবরে উল্লেখ করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক থাকতে দেওয়া যাবে না, কোনো অনাকাঙ্ক্ষিত-অপ্রীতিকর ঘটনা ঘটলে যে কোনো মূল্যে সেখানে সুযোগ নিতে হবে- এ ধরনের বার্তা পাওয়ার পর দলীয় কর্মীরা এরই মধ্যে মাঠে নেমেছেন। তারা বড় ধরনের নাশকতার অপচেষ্টা চালাচ্ছেন।
পাশাপাশি যৌক্তিক-অযৌক্তিক অন্দোলনে আন্দোলনকারী সেজে ফায়দা লুটার চেষ্টা করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে বলে তুলে ধরা হয়েছে সংবাদটিতে।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
'হতাহতের তালিকা নিয়ে কেন এতো বিভ্রান্তি' মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের তথ্য নিয়ে করা এ শিরোনামটি মানবজমিন পত্রিকার।
এ খবরে বলা হয়েছে, বিমান বাহিনীর যুুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের তথ্য নিয়ে বিভ্রান্তি কাটছেই না।
নিহত ও আহতদের চূড়ান্ত তথ্য প্রকাশ না হওয়ায় নানা পক্ষ এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটায় এখানে হতাহতের তথ্য লুকানোর সুযোগ নেই।
তবে ঘটনার তিনদিন পরও নিহত এবং আহতদের পুরো তালিকা প্রকাশ করতে না পারায় প্রশ্ন তুলেছেন অনেকে।
এছাড়া দুর্ঘটনার উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে যুক্ত সংস্থাগুলোর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য দেয়াও বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে কেউ কেউ মনে করছেন।
এছাড়া পতিত ফ্যাসিবাদের সমর্থক গোষ্ঠীও দুর্ঘটনা নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে সরকারের তরফে মনে করা হচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুরু থেকেই আহত ও নিহতের বিষয়ে তথ্য দিয়ে আসছে গণমাধ্যমে। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ৩১ জন।
কিন্তু গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক হিসাবে নিহতের সংখ্যা দেয়া হয়েছে ২৯ জন।
গতকাল বাংলাদেশ বিমান বাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিহতদের নাম-পরিচয় দিয়ে শোকবার্তা জানিয়েছে। সেখানেও তারা ২৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।
আর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও ২৯ জন নিহতের কথা বলা হয়েছে।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ৬৯ জন আহতের হিসাব দেওয়া হয়েছে।
আর আইএসপিআর'র সর্বশেষ তালিকায় ১৬৫ জন আহত কোন কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সেই হিসাব দিয়েছে।
তালিকা নিয়ে সরকারের নীতি-নির্ধারণী পর্যায় থেকেও বিভিন্ন ধরনের বক্তব্য আসছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস সেনাবাহিনীর নেই।

'ইসি গঠন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না- রাজি বিএনপি' সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণমুক্ত রাখতে রাজি হয়েছে বিএনপি। সরকার নয়, সাংবিধানিক বাছাই কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ হবে।
স্পিকার, বিরোধীদলীয় ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে গঠিত যাছাই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে।
সংবিধান সংশোধন করে ১১৮(১ক) অনুচ্ছেদ যোগ করা হবে এই কমিটি গঠনে।
গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ১৮তম দিনের সংলাপে এ বিষয়ে একমত হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অধিকাংশ দল।

'সরকারের ভেতর আরেক সরকার' প্রথম আলো পত্রিকার শিরোনাম।
এ খবরে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর এক বছরে ভালো অভিজ্ঞতা কম, খারাপ অভিজ্ঞতাই বেশি। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের মধ্যে সক্ষমতার অভাব প্রকট। সরকারের ভেতর আরেকটা সরকার আছে।
রাজধানীর কারওয়ান বাজারে এই সংবাদপত্রটির কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তাদের আলোচনায় মোটাদাগে এমন মতামত উঠে এসেছে।
গতকাল বুধবার 'জুলাই গণ-অভ্যুত্থান: এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ' শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করা হয়।
বৈঠকে কেউ কেউ বলেন, এখন দ্রুত নির্বাচনই সমাধান। সেই নির্বাচন করতে হলে সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতা লাগবে।
গোলটেবিল বৈঠকের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানানো হয়। সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার বিপ্লবী সরকার গঠনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন।
তার মতে, গত বছর আট অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে সবকিছু শেখ হাসিনার সংবিধানের অধীনে চলে গেছে। যেসব প্রতিষ্ঠানের সমালোচনা করা হয়েছে, সেসব প্রতিষ্ঠান বহাল তবিয়তে আছে। আমলাতন্ত্র, বিচার বিভাগ, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়—সবই আগের জায়গায় আছে, কিছুই পরিবর্তন হয়নি।

'বাছাই কমিটির মাধ্যমে সিইসি ও ইসি নিয়োগ' নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম।
এ খবরে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে একটি বাছাই কমিটি হবে।
স্পিকারের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি।
বিদ্যমান সংবিধানের ১১৮ (১) সংশোধন করে নতুন সংশোধিত এমন প্রস্তাব উত্থাপন করা হলে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ রাজনৈতিক দলগুলো এতে একমত পোষণ করায় ইসি নিয়োগের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।
গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৮তম দিনের আলোচনায় ইসি নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্য প্রতিষ্ঠিত হয়।
দুপুরে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের এসব কথা জানান।

'তৃতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সময় পাওয়ার অপেক্ষা' বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
রফতানি পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্কে ছাড় পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পথে হাঁটছে বাংলাদেশ সরকার।
এক্ষেত্রে দেশটি থেকে গম, এলএনজি ও উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে গতকাল যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ ২০ হাজার টন গম কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
তাছাড়া এলএনজি কেনার চুক্তিও করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে বাণিজ্যিক উড়োজাহাজ কেনার।
পাশাপাশি শুল্ক ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে তৃতীয় দফায় আলোচনার জন্য ওয়াশিংটনের কাছে সময় চেয়েছে ঢাকা।
যদিও এখন পর্যন্ত আলোচনার তারিখ জানানো হয়নি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় বিলিয়ন ডলারের মতো বাণিজ্য ঘাটতি রয়েছে।
সে ঘাটতি পূরণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে রফতানি হওয়া পণ্যে পহেলা অগাস্ট থেকে বাড়তি ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আটই জুলাই এ ঘোষণার পর থেকেই দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক কমিয়ে আনার উদ্যোগ নেয় বাংলাদেশ।

'সরকারের ব্যর্থতার কড়া সমালোচনা দলগুলোর' আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
এ খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি।
সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে।
এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও মতবিনিময় করলেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে পরিস্থিতি সামাল দিতে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছে দলগুলো। বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পত্রিকাটি।
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনা এবং এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সচিবালয় ও মাইলস্টোন স্কুলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরিসহ নিকট অতীতে আরও কিছু ঘটনায় উদ্ভূত পরিস্থিতির বিষয়ে মতবিনিময়ে ডাকতে হয় দলগুলোকে ।
গত দুই দিনে ১৭টি দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।

'আস্থার সংকট' কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম।
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা ক্রমেই তীব্র হচ্ছে বলে এ খবরে বলা হয়েছে।
ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রের সংস্কার, মার্কিন শুল্কনীতির চাপসহ অর্থনৈতিক অবস্থায় গুমোট পরিস্থিতি, মব ভীতি, অনাকাঙ্ক্ষিত নিত্য নতুন ইস্যু এসব নিয়ে সরকারের প্রতি আস্থার সংকট স্পষ্ট হচ্ছে।
সরকারের দুজন উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে খোদ প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও।
সংস্কার দৃষ্টান্তমূলক না হলে, একই সঙ্গে নির্বাচনও যদি সুষ্ঠু না হয়, তাহলে প্রধান উপদেষ্টাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
গত এক বছরে সরকারের কার্যক্রম নিয়ে শক্ত কথা বলার সময় এসেছে বলেও বিশিষ্টজনদের মন্তব্য আসছে। বলা হচ্ছে, এই সরকারের কোনো নৈতিক অবস্থান নেই।
এসব মন্তব্য, দাবি, অভিযোগ ও আস্থার সংকটের মধ্যেও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো এখনো ফ্যাসিবাদবিরোধী ঐক্যে অটুট থেকে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছে।

'Breakthrough on EC formation' দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার এ শিরোনামের অর্থ 'ইসি গঠনে অগ্রগতি'।
রাজনৈতিক দলগুলো সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের অনুসন্ধান প্যানেলের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবে একমত হয়েছে। যেটিকে জাতীয় সংলাপে 'টার্নিং পয়েন্ট' হিসেবে উল্লেখ করা হয়েছে সংবাদটিতে।
জাতীয় সংসদের স্পিকারের সভাপতিত্বে অন্য সদস্য হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার (বিরোধী দলের পক্ষ থেকে), প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) সংসদের কাছে জবাবদিহি করার জন্য একটি পৃথক আইন করা হবে। আইনের অধীনে, নির্বাচন কমিশনারদেরও একটি আচরণবিধি থাকবে।

'Challenges still remain in banking sector' অর্থাৎ 'ব্যাংকিং খাতে চ্যালেঞ্জ বা ঝুঁকি রয়ে গেছে এখনো' নিউ এইজ পত্রিকার শিরোনাম।
অন্তর্বর্তী সরকারের অধীনে গত এক বছরে বাংলাদেশের ব্যাংকিং খাতে কিছু বাস্তব সংস্কার হয়েছে, তবে বিগত সরকারের সময় ক্ষতিগ্রস্ত এই খাতের টেকসই পুনরুদ্ধারের ক্ষেত্রে কিছু জটিল চ্যালেঞ্জও রয়েছে বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা। যেমন ক্রমবর্ধমান খেলাপি ঋণ, পুরনো নিয়ম - কানুন এবং দুর্বল প্রাতিষ্ঠানিক সক্ষমতা।
ছাত্রদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের পতনের তিন দিন পর, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতবছরের আটই অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হন আহসান এইচ মনসুর।
তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতে ঋণ অনিয়ম, রাজনৈতিক হস্তক্ষেপ এবং আর্থিক অসদাচরণের মতো জটিল সমস্যা মোকাবিলায় সংস্কারের পথে এগিয়ে গেছে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত এক বছরে সকল খাতের মধ্যে ব্যাংকিং খাত সবচেয়ে দৃশ্যমান এবং প্রভাবশালী সংস্কার লক্ষ্য করা গেছে।"









